নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন বিশ্বের স্বাধীন মানুষ।

পরাধীনের মধ্যেও আমি স্বাধীন।

হাসানস০০৭

স্বাধীন বিশ্বের স্বাধীন মানুষ।

হাসানস০০৭ › বিস্তারিত পোস্টঃ

এবার সমাজটাকে পাল্টাবো X(

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১

সমাজটা কেমন যেন, বড়-ছোট কোন পার্থক্য নেই।

বড়দের সম্মান নেই , ছোটদের প্রতি স্নেহ নেই।

সমাজে জ্ঞানীর কোন সম্মান নেই, কোনো মূল্যায়ন নেই।

সকলের দিকে তাকালে মনে হয় যেন তারা কোন ঘোরের মধ্যে বসবাস করছে। সবাই যেন টাকার পিছনে ঘুরছে। শিক্ষা-দিক্ষা, চাকরি-বাকরি, বিচার-আচার, ব্যবসা- বানিজ্য সব খানে যেন টাকার খেলা। টাকা আছে, সম্মান আছে। চাই যত বড় মদ খোর হোক না কেন। করুক না সে দূর্নীতি। করুক সে ঘুষের কারবার, চুরি - বাটপাড়ি, খুন-খারাবি, জুলুম-নির্জাতন। হোক সে অন্যায়ের গুরু।

জ্ঞানী বলতে জনগণ যেন তাদেরই বুঝে।

ফলাফল! সে নিজেও ধ্বংস হল অন্যকেও ধ্বংস করল।



বড়দের সম্মান না থাকার পেছনে আমাদের বড়রাই দায়ি। তারা ছোটদেরকে তাদের কাতারে নিয়ে এসেছে। তারা জ্ঞান-বিজ্ঞান বলতে কিছু বুঝে না। তারা প্রত্যেকেই বুঝে নিজের স্বার্থ। হোক তা অন্যায়।



বড়দের মাঝে অনৈক্যের ফলে সমাজে বাড়ছে খুন-খারাবি, ধর্ষন-নির্যাতন। কে দেখবে ? কে শুধরাবে ?

খুনিদের যেন সম্মান দিনকে দিন বাড়ছেই, ধর্ষনকারীরা যেন আরো পুরষ্কৃত হচ্ছে।

নির্যাতনকারীরা আরো নির্জাতন করার সুযোগ পাচ্ছে।

নির্যাতিতরা নির্যাতিত হচ্ছে।



তাই আর নয় এ সমাজ , পাল্টাতেই হবে। নিজেকে, সকলকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪২

পরিশেষের অপেক্ষায় বলেছেন: অসাধারণ লিখেছেন...

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪১

হাসানস০০৭ বলেছেন: আমার প্রথম কমেন্টার, উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ। লেখালেখি আমার পছন্দ না, কারন ভয় হয় যদি লেখাটা মানসম্মত না হয়! তার পরেও যদি অসাধারণ মন্তব্য পাই তাহলে আমায় আর ঠেকায় কে /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.