নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন বিশ্বের স্বাধীন মানুষ।

পরাধীনের মধ্যেও আমি স্বাধীন।

হাসানস০০৭

স্বাধীন বিশ্বের স্বাধীন মানুষ।

হাসানস০০৭ › বিস্তারিত পোস্টঃ

এ আর ১৫ এর লেখা "একটা হল বাঙালী আর আরেকটা হল হারামী" আবলম্বনে |

১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

যারা সর্বদা এইটা হারাম,ঐটা হারাম বলায় ব্যস্ত থাকে, তাদেরকেই এক কথায় হারামী বলা হয়|


এই হারামীদের কাছে একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়া হারাম,বিজয় দিবস হারাম,স্বাধীনতা দিবস হারাম,জাতির পিতা বঙ্গবন্ধু হারাম,গান-বাজনা হারাম,লালন হারাম,রবীন্দ্রনাথ হারাম; চারপাশে যা কিছু দেখে,শোনে এরা তার সবকিছুকেই হারাম বলে ঘোষণা করে| এ সপ্তাহের শুরু থেকেই এই হারামীরা খুব সক্রিয়,কারণ হারামীরা পহেলা বৈশাখকে তাদের আদর্শের বড় একটা হুমকী বলে মনে করে| ঘোষণা দেয়,যারা পহেলা বৈশাখ পালন করে তারা আর মুসলমান থাকে না,তারা হয়ে যায় বাঙালী| হারামীরা আরো বলে মিথ্যা বলা হারাম, চুরি করা হারাম, পরের দোশ চর্চা হারাম, ডাকাতি করা হারাম, গিরিঙ্গি লাগানো হারাম, মাতা-পিতাকে কষ্ট দেয়া হারাম, ঝিনা হারাম, পতিতালয়ে যাওয়া হারাম, পরের হক নষ্ট করা হারাম, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম, দাস-দাসী দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা হারাম, জাদুটোনা করা হারাম, পিতা-মাতার অবাধ্য হওয়া হারাম, সুদের আদান-প্রদান হারাম, ইয়াতিমের মাল আত্মসাত্ করা এবং তাদের ওপর জুলুম করা হারাম, আল্লাহ ও রাসূলের প্রতি মিথ্যারোপ করা হারাম, শাসক কর্তৃক জনগণের ওপর জুলুম হারাম, গর্ব-অহংকার হারাম, মিথ্যা সাক্ষ্য দেয়া হারাম, মদ্যপান হারাম, জুয়া খেলা হারাম, সতী- সাধ্বী নারীকে ব্যভিচারের অপবাদ দেয়া হারাম, মিথ্যা শপথ করা ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা হারাম, জুলুম বা অত্যাচার করা
হারাম, জোরপূর্বক চাঁদা আদায় করা হারাম, হারাম খাওয়া ও যেকোন হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগদখল করা হারাম, আত্মহত্যা করা হারাম, কথায় কথায় মিথ্যা বলা হারাম, বিচারকার্যে দুর্নীতির আশ্রয় নেয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা হারাম, আমানতের খেয়ানত
বা বিশ্বাসঘাতকতা হারাম, দান-খয়রাতের খোটা দেয়া হারাম, কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা হারাম, চোগলখুরি করা হারাম, ওয়াদা ভঙ্গ করা হারাম, গণকের কথায় বিশ্বাস করা হারাম, ঝগড়া ও বাদানুবাদ করা হারাম, মাপে এবং ওজনে কম দেয়া হারাম, ধোঁকাবাজি, ছলচাতুরি, প্রতারণা করে মানুষ ঠকানো হারাম। তারা পাইছে কি আমাদেরকে ? আমাদের ব্যবসা-বানিজ্য, চাকরি-বাকরি, লেন-দেন সব জায়গায় তারা হস্তক্ষেপ করেছে । এটা কিছুতেই মানা যায় না। এখনি প্রতিবাদ করতে হবে। একমাত্র প্রতিবাদেরি মাধ্যমে আমরা আবাল বাঙ্গালী হতে পারবো, মগজহীন বাঙ্গালী হতে পারবো । হারামীর থেকে মুক্তি চাই, চুরি বাটপারিতে অবাধ স্বাহীনতা চাই, চুরি-বাটপারি পরিশ্রম করেই করতে হয় ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৭

এ আর ১৫ বলেছেন: That comment isn't written by me. I mention the name of the writer collected from website

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.