![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্যের লাল চোখ রেখে আমি শপথ নিয়েছি আরেক সূর্য হবার
এ
প্রেম
মানেনা
ভেদাভেদ
বিধিনিষেধ,
সমাজের চোখ,
বিধিলিপির ছেদ,
শ্রেণীবিভেদের নখ
পারেনা কখনো রুখতে
বাধার রুদ্ধ দেয়াল হয়ে
হৃদয়ে থেকে হৃদয়ে ছড়িয়ে
যাওয়া ভালবাসার ঝর্ণাধারা,
ভালবাসা জানে না কোন সীমারেখা,
ভালবাসা মানে না কোন অগ্নি বলয়,
ভালবাসা শোনে না কোন শাসন বারণ ।
ঘরানাঃ অবরোহী পঞ্চদশ
দুয়ারে এসে গেছে ভালোবাসার দিন,
প্রিয়কে জানাই ভালোবাসা অমলিন ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯
হাসান ইমতি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো, বাসন্তী ভালোবাসা ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২
সুমন কর বলেছেন: দৃষ্টিনন্দন কবিতা !! ভাল লাগল।