![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দেশে ছিল নিধু আর সিধু নামে দুই ভাই। তাদের বাবা মারা যাওয়ার সময় তাদের জন্য এক খানা কম্বল , একটা আম গাছ আর একটা গাভী রেখে গেল। নিধু ছিল অনেক চালাক । সে গিদুকে দিল গাছের নিচের অংশ । বলল তুই ছোট ভাই আমার । গাছে উঠতে জানিস না । পরে পড়ে গেলে আমার কি হবে। বাবা স্বর্গে বসে কষ্ট পাবে । তুই নিচের অংশ নে। নিধু সারা দিন গাছে বসে আম খায় আর গিদু গাছে পানি ঢালে । গিদুকে কোন আম দেয় না নিধু । নিধু কম্বলটা ভাগ করে । সে নেয় রাতে আর গিদুকে দেয় দিনে। রাতে গিদু শীতে কাপে । ঘুমোতে পারে না । গরুটাকে ও নিধু ভাগ করে । সে নেয় পিছনের অংশ । আর গিদুকে দেয় সামনের অংশ । বলে পিছনের টুকু নিবি কি করতে । গরুর মাথার কি কোন ঠিক আছে। কখন আবার লাত্থি দিয়ে বসে । কাজ নেই তুই সামনের অংশ নে। গিদু সারা দিন গরুকে ঘাস পানি খাওয়ায় । আর নিধু বসে বসে আরামছে গরুর দুধ খায় । গিদু তার ভাইকে অনেক বোঝায়। তাকে বঞ্চিত করা হচ্ছে । কিন্তু নিধু বলে ভাগ করা হয়ে গেছে । এখন আর বলে লাভ নেই। যার যার অংশে কে কি করবে সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই । এক দিন গিদু ব্যাঙয়ের কাছে বুদ্ধি চায়। বুদ্ধিমান ব্যাঙ তাকে বুদ্ধি দেয়। গিদু গিয়ে গাছের গোড়া কাটা শুরু করে । নিধু হায় হায় করে আসে । কি কর কি কর ভাই। গিদু বলে আমার অংশে আমি কি করি না করি তোমার মাথা ব্যাথা কিসের । তার পর চালাক নিধু আমের ভাগ দিতে রাজি হয়। এর পর কম্বল সারাদিন না গায়ে দিয়ে সন্ধ্যার আগেই ভিজিয়ে রাখে গিদু। মোটা কম্বল আর শুকায় না। সারা রাত নিধু শীতে কষ্ট পায়। তখন সে গিদুর সাথে রাতে কম্বল ভাগ করে শুতে রাজি হয়। আরেক দিন গিদু একটা তলোয়ার নিয়ে গরুর মাথা কাটতে যায়। নিধু হায় হায় করে এগিয়ে আসে । তখন সে গরুর দুধের ভাগ ও গিদুকে দিতে রাজি হয়। এভাবে বোকা গিদু তার দাবি আদায় করে নিল। এর পর তারা দুই জনে সুখে শান্তিতে বস বাস করতে লাগলো…।।
©somewhere in net ltd.