![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্টিন
আমার হাইট ৫ ফুট ৮
বাংলাদেশের প্রেক্ষাপটে মনেহয় খুব একটা খারাপ হাইট না।
কিন্তু আমাকে দেখে কেউ খাটো বলতে পারে তা আমার চিন্তার বাইরে।
আজ এক ফেসবুক ফ্রেন্ড (মেয়ে) এর সাথে দেখা করতে গেছিলাম।
কিছুদিন আগেই মেয়েটার সাথে ফেসবুকে পরিচয় হয়
তারপর ফোনে কথা
হটাৎ করেই মেয়েটা আজ আমাকে ফোন করে জিজ্ঞেস করলো কই তুমি?
আমি বললাম বাসায়
ও একটা জায়গার নাম বলে আমাকে বললো আসতে পারবা?
কেনো?
বললো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, মনটাও ভালোনা, আমার খুব বিজতে ইচ্ছা করতেছে আর রিকশায় ঘুরতে ইচ্ছা করতেছে, ভাবলাম তোমাকে ফোন দেই, তোমার হয়তো আমার সাথে বিজতে ভালোই লাগবে।
আমি বললাম হুম খারাপ না তোমার সাথে দেখাও হয়ে গেলো সাথে ভিজাটাও হয়ে গেল ভালোইতো।
তোমার কতক্ষন লাগবে আসতে?
বললাম ২০ মিনিট
ওকে তারাতারি আসো
ওকে বাই
গেলাম
যাওয়ার পর ও বললো হাই, এতো লেট করলা কেনো?
বললাম রিকশা খুজতে খুজতে লেট হয়ে গেছে
মাইয়া মুটামুটি তালগাছ অকৃতির হাইট ৫ ফুট ৭.৫ হবে।
আমারে কয় তুমিতো বাট্টু, আমি হুইন্নাতো পুরা টাসকি
আমি কই, মাইয়া কয়কি?? আমি নাকি বাট্টু ।
এই কথা হুইন্না আমি মনে মনে বিরবির কইরা কইলাম মাইরালা কেউ আমারে মাইরালা।
ও জিজ্ঞেস করলো কি বলো?
আমি বললাম কিছুনা চলো, ও বললো হ্যা হ্যা তারাতারি চলো বৃষ্টি শেষ হয়ে যাবে
তারপর রিকশায় উঠে অনেক্ষন ঘুরলাম আর ভিজলাম
বিশ্বাস করেন আমার ভালোতো লাগেই নাই বরং সারাটা সময় অসস্তিতে ভুগতেছিলাম
ভাবতেছিলাম কখন আবার বলে উঠে তুমিতো পিচ্চি বাচ্চা, আসো তোমাকে কোলে নেই, কোলে নিয়ে একটু আদর করি
২| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:১৪
মারুফ হাসান সৌরভ বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:৫১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: