নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা ছেলেটা

তবুও আমি স্বপ্ন দেখি, তোমার জন্য গল্প লিখি, অন্ধকারে তোমার ছবি হাতড়ে বেড়াই, তবুও আমার আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে; তোমার হাতের স্পর্শে যেনো উঠে দাড়াই.......!!

মারুফ হাসান সৌরভ

মার্টিন

মারুফ হাসান সৌরভ › বিস্তারিত পোস্টঃ

বয়স বাড়লে পুরুষেদের সেক্স বাড়ে: তসলিমা নাসরিন

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

সম্প্রতি ঢাকা-জারনাল নামে একটি নিউজ সাইট এ তসলিমা নাসরিন কে নিয়ে সাক্ষাৎকার প্রকাশ করা হয়।



খুব আগ্রহ নিয়ে সাইট টা ওপেন করলাম

প্রথমেই চোখে পরলো ভরা যৌবনা/আবেদনময়ী একটি নারীর ছবি

দেখেই বুজলাম বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন এর আগের একটা ছবি।



একটু নিচের দিকে চোখ বুলাতেই দেখলাম

উনার আগেকার প্রেম কাহিনী ও একাধিক পুরুষের সাথে তার দেহজ সম্পর্কের কথাগুলোই আবার উঠে এসেছে......



আগের মতো লিখতে পারছেন না বা লিখছেন না। ‘উতল হাওয়া’, ‘আমার মেয়ে বেলা’, ‘ভ্রমর কইও যাইয়া’, বা ‘ক’ -এর মতো বই আর আসছে না। আগের মতো কাব্যও নেই, কবিতাও না।



একসময় একাধিক স্বামী ও একাধিক পুরুষের সাথে তার দেহজ সম্পর্কের কথা তো তিনি বেশ রসিয়ে লিখেছেন। কিন্তু আজকাল বয়সের কারণে নারী হিসেবে আর এই সম্পর্ক অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।



এখন তিনি হতাশ, চোখের নিচে কালি পড়েছে, চামড়ায় বয়সের চাপ, শরীরের মধ্যে নানারকম ব্যথাতো আছেই। একাকিত্ব তাকে আরও পঙ্গু করে দিচ্ছে।



তার কিছু উল্লেখযোগ্য কথা আমি এখানে উল্লখ করলাম......



স্বাধীনতার দাবিতে

আমি প্রথমত নারীর জরায়ুর স্বাধীনতার দাবি তুলি



আমি নারীর অধিকার নিয়ে ভেবেছি। কিন্তু এখন মনে হয় আমি মানবিকভাবে আশ্রয়হীন। আর এ কারণেই আমি অন্য স্রোতে সুখ খুঁজেছি। পরিবার হারালাম, স্বামী সন্তান হলো না, ঘর-সংসার হলো না। তখন দৈহিক সম্পর্কে নেশাগ্রস্ত না থেকে আর কোনো পথ খোলা ছিলো না।



এক সময় অনেক ব্যক্তিত্ববানদের পেছনে আমি ঘুরেছি।

যৌনতার রানী হিসেবে প্রকাশিত হলাম, অথচ এই রানীর কোনো রাজাও নেই প্রজাও নেই। এই জন্য আজ হতাশায় নিমজ্জিত আমি।



মাঝেমধ্যে মনে হয় সব ছেড়ে নামাজ-রোজা করি, তাওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। কম্যুনিস্টরাও তো এক সময় বদলে যায়। আমার জন্ম ১২ ই রবিউল আউয়াল, মহানবীর জন্মদিনে। নানী বলেছিলেন, আমার নাতনী হবে পরহেজগার। সেই আমি হলাম বহু পুরুষভোগ্য একজন ধর্মকর্মহীন নারী। বলা তো যায় না, মানুষ আর কত দিন বাঁচে। আমার মা ছিলেন পীরের মুরীদ। আমিও হয়ত একদিন বদলে যাবো।



পুরুষতো শত বছরেও নারীকে সন্তান দেয়। মেয়েরা তো পারে না। আমার এখনও রজস্রাব বন্ধ হয়নি। মেশিনারি ঠিক আছে। তবে নতুন বা আনকোরাতো নয়, লক্কর ঝক্কর মেশিনারির মতো আরকি? পুরুষদেরও বয়স বাড়লে খাই খাই বেড়ে যায়। এতটা মেটানো তো আর এই বয়সে সম্ভব হবে না।



বয়স বাড়লে পুরুষেদের সেক্স বাড়ে। কত বুড়ো, মাঝ বয়েসী ও প্রবীণ বন্ধুদের নিয়ে দেহজ খেলায় মেতেছি, এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি।



এখন মনে হয় আমি মানবিকভাবে আশ্রয়হীন।



বাবা-মা-ভাই-বোন সবাইকে আমি লেখাতে জবাই করে দিয়েছি। আসলে নেশাগ্রস্তই ছিলাম, অনেক কিছু বুঝিনি। আজ আত্মীয়-স্বজনও আমাকে ঘৃণা করে। মরার পর লাশ নিয়ে চিন্তা থাকে, আমার নেই।



বুজছেন তো ব্যাপারটা

সবাই এক সময় ফুরিয়ে যায়

(আর পুরুষ শত বছরেও পুরুষ) :p



নিচে লিঙ্ক দেয়া হলো:

http://dhakajournal.com/?p=7836

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.