![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্টিন
আজ সকালে একটা অপরিচিত নম্বর থেকে ফোন এলো।
আমি : হ্যালো
ওপাশ থেকে মেয়েলি কন্ঠে। হ্যালোজান কি করতেছো।
আমি : জীবনে এত অবাক কোনদিন হইনাই। তবুও ভাবলাম আচ্ছা নিজ থেকে কোন মেয়ে আগায়া জান বললে তাকে নিরাশ করতে নেই।
আমি : হুম তেমন কিছু না তুমি কি করতেছো?
মেয়ে : আমি আমার জানটাকে আদর করতেছি। উম্মাহহহহ
আমি : মনে মনে (ধুত তেরী)
মেয়েটা কি পাগল নাকি?
মেয়ে : জান আমাকে একটা উম্মাহ দাও না। তুমি খুব পচা আদর করতে পারো না।
আমি : কিছু বলার আগে
মেয়ে : এই তুমি আমাকে এত ফোন দিতেছো কেন?
আমি : মানে
মেয়ে : তোমার নম্বর থেকে এত ফোন আসতেছে । আমিতো তোমাকে ফোন দিছি।
আমি : বুঝতে বাকি রইলো না যে এই মেয়ে তার জানেমানকে ফোন না দিয়ে আমাকে ফোন দিয়ে দিছে হয়তো মোবাইলে নম্বর সেভ করতে ভয় পায় মুখস্থ করছে কিন্তু আজ ভুল করেছে। বললাম এমনি ফোন দিছি।
মেয়ে : আচ্ছা জান মা আসতেছে আমি রাখি। লাভ ইউ উম্মাহহ।
আমার মনের ভিতর তখন একটাই গান বাজতেছে। একখান চুম্মাহ দে পরান লাগাইলি। দুইখান চুম্মাহ দে ভোল্টেজ বাড়াইলি। তিনখান চুম্মাহ দে আবার চাল দেয়া পেয়ার কা বুখার। দেখলাম নিজের অবস্থা খারাপ হয়ে যাইতেছে। গানটার সাথে মিলে যাইতেছে।
একটু পর আবার ফোন.....
আমি : হ্যালো
মেয়ে : হারামজাদা,লুইচ্চা কোথাকার
আমি : বুঝতে পারলাম মেয়ে সব জেনে গেছে। তবুও বললাম,জি আপনার বয়ফ্রেন্ড আসলেই হারামজাদা । বেটা লুইচ্চা।
মেয়ে : খবরদার আমার জানকে নিয়ে কোন উল্টা পাল্টা কথা বলবি না। ফোন ধরে বলতে পারলিনা রং নম্বর
আমি : বলারতো সুযোগ দিলেন না। ফোন ধরেইতো চুম্মাচাটি শুরু করে দিলেন
মেয়ে : ছি ছি তোর ঘরে মা-বোন নাই। আর কখনো ফোন দিবিনা
আমি : জি মা-বোন আছে তয় বউ নাই। আমি ফোন দিব না। তবে আমাকে ফোন দিয়ে আবার ফ্রি ফ্রি উম্মাহ দিও প্লিজ। অনেক মিস করবো তোমাকে। :p
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩০
মারুফ হাসান সৌরভ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:১৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: