![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্টিন
ড. মোহাম্মদ মুরসি হল.......
১. মিসরের ইতিহাসে প্রথম গনতান্ত্রিক পন্থায় নির্বাচিত আরব প্রেসিডেন্ট
২. প্রথম সিভিল প্রেসিডেন্ট
৩. প্রথম আরবের কুরআনে হাফেজ প্রেসিডেন্ট
৪. প্রথম কোন ইসলামিক দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট
৫. প্রথম কোন আরব প্রেসিডেন্ট যে জনগনকে তার সমালোচনা করার সুযোগ দিত, মিশরের প্রায় ৩০ টি টিভি চ্যানেল নিয়মিত তার রাত দিন সমালোচনা করত।
৬. প্রথম প্রেসিডেন্ট যে কিনা তার জেলে থাকা অবস্থাকালিন কারা রক্ষীর সাথে করমর্দন করেছে।
৭. প্রথম আরব প্রেসিডেন্ট যে তার ছবি সরকারী অফিসে ঝুলাতে নিষেধ করেছে।
৮. প্রথম কোন আরব প্রেসিডেন্ট যে তার ফ্যামিলিকে ছুটির দিনে নিজ খরচে ঘুরতে নিয়ে যায়।
৯. প্রথম কোন আবর প্রেসিডেন্ট যে একজন ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কুরআনে হাফেজ এবং সর্বোপরি একজন ইমাম যে কিনা যেকোন স্থানে ইমামতির পূর্ণ যোগ্যতা রাখে।
১০. মিসরের প্রথম আধুনিকজ্ঞান সম্পন্ন প্রেসিডেন্ট ।
১১. যিনিই প্রথম হেজাবধারী মহিলাকে টিভি পর্দায় খবর পাঠ করার অনুমতি প্রদান করেছিলেন যা মিসরের ৫২ বছরের ইতিহাসে প্রথম ।
১২. আমেরিকা থেকে ডক্টরেটপ্রাপ্ত প্রথম আরবীয় প্রেসিডেন্ট ।
১৩. যে অফিসার তাকে বিনা দোষে কারাগারে পাঠায় তাকে তিনি ক্ষমা করে দিয়ে দায়িত্বে বহাল রাখেন ।
১৪. প্রথম আরবী শাসক যিনি প্রকাশ্যে বিক্ষোভকারীদের সামনে ভাষণ দিলেন ।
১৫. প্রথম আরবী প্রেসিডেন্ট যিনি প্রতি জুমআ জামে মসজিদে আদায় করতেন ।
১৬. প্রথম আরবী প্রেসিডেন্ট যিনি একটি ভাড়াটে প্লটে থাকতেন ।
১৭. প্রথম আরবী প্রেসিডেন্ট যিনি বিদেশে পর্যটকের ন্যায় ভ্রমণ করতেন।
১৮. যিনি প্রেসিডেন্ট থাকাকালে, যার ছেলে বিদেশে চাকুরি করতেন ।
১৯. যিনি তার বোনের চিকিতসার খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করেন নি।
ফেরআউনের উত্তর সূরীরা তার মর্ম বুঝতে সময় লাগবে এটাই সাভাবিক।
©somewhere in net ltd.