নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা ছেলেটা

তবুও আমি স্বপ্ন দেখি, তোমার জন্য গল্প লিখি, অন্ধকারে তোমার ছবি হাতড়ে বেড়াই, তবুও আমার আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে; তোমার হাতের স্পর্শে যেনো উঠে দাড়াই.......!!

মারুফ হাসান সৌরভ

মার্টিন

মারুফ হাসান সৌরভ › বিস্তারিত পোস্টঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নাতি-নাতনিদের অবাঙালি বিধর্মী বিয়ে, কোথায় মানবতা??

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩ সদস্যের বহর নিয়ে লন্ডন সফরে রয়েছেন। রাষ্ট্রীয় খরচে এই সফর। সফরে তার বোন রেহানার মেয়ে টিউলিপের বিবাহ-উত্তর অনুষ্ঠানে যোগ দেবেন। বিবাহ-উত্তর অনুষ্ঠান উপলক্ষেই মূলত এই সফরের আয়োজন।



এই বিয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর বোনের পরিবারও বিধর্মীদের সঙ্গে আরও একটি আত্মীয়তায় প্রবেশ করল। শেখ রেহানার ছেলেও বিধর্মী মেয়েকে বিয়ে করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয় সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বিয়ে করেছেন একজন বিধর্মীকে। প্রধানমন্ত্রী মাত্র কয়েক দিন আগে তার ছেলের বউ খ্রিস্টান ধর্মাবলম্বী বলে জাতীয় সংসদে দেয়া ভাষণে উল্লেখ করেন। এই পুত্রবধূ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই গর্ববোধ করেন। তিনি ফতোয়া দিয়েছেন খ্রিস্টানরা আহলে কিতাবি। আহলে কিতাবিদের বিয়ে করা জায়েজ রয়েছে।



হয়তো প্রধানমন্ত্রীর ছেলে বা বোনের মেয়ের জন্য উপযুক্ত বাঙালি কোনো বর, কনে খুঁজে পাননি বা বাংলাদেশের প্রতি তাদের দরদ বেশি! এজন্য বিদেশি ও বিধর্মীদের বিয়ে করে আত্মীয়তার সম্পর্ক সম্প্রসারণ করছেন। প্রধানমন্ত্রীর মেয়ে পুতুলের জামাতাও বাংলাদেশের ফরিদপুরের বিখ্যাত রাজাকারের নাতি। অর্থাৎ বাঙালি না কেউ-ই। প্রধানমন্ত্রী ও তার বোনের বেয়াই পরিবার হয় বিধর্মী না হয় অবাঙালি। কারণ রাজাকার তো আর বাঙালি হতে পারেন না। এটা হতেই পারে। ব্যক্তিগত ব্যাপার নিয়ে বেশিকিছু বলা উচিতও নয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির(?) নাতি-নাতনিরা অবাঙালির প্রতি আকৃষ্ট হচ্ছেন। শেখ মুজিবুর রহমানকে তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলতে বলতে মুখে ফেনা তোলেন। দেশপ্রেমের কথা বলে তারা মানুষের কাছে ভোট চাইতে যান। এজন্যই আসলে কথাগুলো বলা। সেটা যাক।



এখানে প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় উল্লেখ্য, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে রাষ্ট্রীয় টেলিফোনে ব্যক্তিগত কথা বলার কারণে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বিবাহ-উত্তর অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় খরচে ৪৩ জনের বহর নিয়ে যুক্তরাজ্য সফর করেন।



একটাই প্রশ্ন বার বার মাথায় ঘুরপাক খাচ্ছে

হায় সেলুকাস !! কোথায় গেলো মানবতা ???



লেখাটি লিখেছেন অলিউল্লাহ নোমান : আমি শুধু উল্লেখ করলাম, বিস্তারিত পরতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন,,,,,,



Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩

মারুফ হাসান সৌরভ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.