![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্টিন
কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম জাসদ নেতা হাসানুল হক ইনু কে নিয়ে, Google এ (Inu) লিখে সার্চ দিলেই কিছু কুত্তার ছবি চলে আসে......
এবার ইনুর আসল চরিত্রটা সম্পর্কে বলতে চাই...
একসময়ের ছাত্রনেতা পরবর্তীতে জাসদ নেতা হাসানুল হক ইনুর হটাত করে মন্ত্রীত্ব পেয়ে যেসব কথা বলা শুরু করছে একটা কথা না বলে পারলাম না।
আল্লাহ বানরের হাতে কুড়াল দেয় না কারন সে সব গাছকেটে ফেলবে...
আইলো যুগ ডিজিটাল, কুত্তায় চাটে বাঘের গাল...
# গতকাল একটা কথা বলেছেন আল্লামা শফী কে নিয়ে,
আমি তাকে হুজুর না বলে ‘তেঁতুল হুজুর’ বলেই ডাকবো: ইনু
ভূতের মুখে রাম নাম, আপনি ধর্মের কি বুজেন একটু জানতে চাই...
# কিছুদিন আগে ড. ইউনূস কে নিয়ে একটা কথা বলেছেন,
গ্রামীণ ব্যাংক কারও পৈতৃক সম্পত্তি নয়:হাসানুল হক ইনু
আমার কথা হইলো ইউনূস সাহেব এর পা চাটার যোগ্যতা আপনার আছে কিনা একটু জানতে চাই...
# শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর পর অনেকেই মুজিব বিরোধী ভূমিকাই পালন করেছেন। এদের মধ্যে রয়েছেন জাসদের হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন।
# দৈনিক আমাদের সময়। এক রিপোর্টে দৈনিকটি জানিয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর হাসানুল হক ইনু শাহবাগস্থ বেতার ভবনে গিয়ে অভ্যুত্থানের নায়কদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং রাজনৈতিক পটপরিবর্তনের প্রতি সর্বান্তকরণে সমর্থন জানিয়েছিলেন। দৈনিক আমাদের সময় লিখেছে, ইনুদের বেতার ভবনে যাওয়াটা কোনো আকস্মিক বিষয় ছিল না। শেখ হাসিনাকে খুশি করার কৌশল হিসেবে ইনুরা এখন যাদের ‘খুনি মেজর' বলছেন, তাদের সঙ্গে কর্নেল তাহের ও ইনুসহ জাসদ নেতাদের আগে থেকেই যোগাযোগ ছিল।
# হাসানুল হক ইনু তার বায়োডাটায় শেখ মুজিবকে “স্বৈরাচার” হিসেবে বর্ণনা করেছেন। বায়োডাটাটি পাওয়া যায় দুটি ভাষায়: বাংলা এবং ইংরেজিতে, এবং পাওয়া যায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
ইংরেজিতে পড়ুন: http://www.moi.gov.bd/minister.php ;
বাংলায় পড়ুন: http://www.moi.gov.bd/Life_Sketch_Bangla.pdf
এই ধান্ধাবাজগুলা এখন জাতির পিতা বইলা গলা ফাটায়।
এই ইনু সেই ইনু ই যখন যেখানে জায়গা পায় সেখানেই সুযোগ বুজে ডুকে পরে পা চাটা শুরু করে, সুযোগ পাইলে কিন্তু পরে লাত্থি মারতেও ভুলে না। রাজনীতিবিদরা সবাই সাবধান আপন বলে গলা জরাইয়া ধইরেন না। সাপ কিন্তু পোষ মানে না।
©somewhere in net ltd.