নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বিষয়ে অনেক কিছু বলতে পারব হয়তো... কিন্তু নিজের ব্যাপারে কিছু বলতে গেলেই মুখে কিছু আসে না... টাইপ ও কিছু করতে পারি না... -_-

অশান্ত কাব্য

শুভ... ভাল্লাগে গল্প করতে আর রিকশায় ঘুরতে.... ব্লগিং অন্যতম সখ... সেই উদ্দেশেই এ প্রচেষ্টা...জটিলতা সবার জীবনেই থাকে... তবুও সেগুলো পাড়ি দিয়ে এক চিলতে সুখের সন্ধানে ঘুরে বেড়াই...

অশান্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

জীবন একটাই ... এর অপচয় যেন আর না হয় ...

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬





কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখতে পেলাম । এইত হয়তো দুই কি তিনদিন আগের কথা...



স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩৪তম ব্যাচ- মৈত্রী নামের একটি মেয়ে আত্মহত্যা করলেন। মাঝে মাঝেই অনেক একা , নিঃসঙ্গ লাগতো তাকে। আত্মহত্যার কারন এখনও জানা যায় নি। হাতে একটি চিঠি পাওয়া গিয়েছে, ''মা, তোমার যোগ্য মেয়ে হতে পারলাম না।''



ঘটনাটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । উনি হয়তো অনেক বড় হতে পারতেন, কতজনের প্রান বাঁচাতে পারতেন । অথচ জীবনের কোনও এক জায়গায় ধাক্কা খেয়ে আজ তিনি নিজেই নেই । তার মা বাবার কথা চিনটা করলে আরও খারাপ লাগে । একটা মেয়েকে এইরকম একটা স্থানে আনতে তার মা বাবার যে কত কষ্ট করতে হয়েছে তার ইয়ত্তা নেই । হয়তো তার মা নিজে মেয়েকে স্কুল কলেজে দিয়ে আসতো আবার নিয়ে যেত । সামান্য একটু নিঃসঙ্গতা আর একাকীত্ব মানুষের কত বড় ক্ষতি করতে পারে !!



মা-বাবা কত কষ্ট করে একটি সন্তানকে গড়েতুলেন। মা- ১০ মাস ১০ দিন সন্তানকে ধারন করেন। আর সেই সাধের সন্তান হাতে বিষ তুলে নেয় যখন তখন তার এসব মনে হয় না, মনে হয় সেই ২/৪/৫ বছরের প্রেমিক/ প্রেমিকার কথা। সে ভুলে যায় সেই সকালের কথা যে সকালে তার বাবা তার ছোট্ট কচি হাত ধরে নিয়ে যেত স্কুলের পথে। সে মনে রাখে নি তার ভাইয়ের সাথে সন্ধ্যার নাস্তা নিয়ে সেই মধুর মারামারি। সে ভুলে যায় তার বোনের মমতা যখন তার বোন তারমুখে নিজের ভাগ ছেড়ে তুলে দিত সবচেয়ে ভাল কিছু। সে কিছুই মনে রাখে নি, মনে রেখেছে সেই দু'দিনের চেনা মানুষটিকে যে তাকে আজ আত্মহত্যা করতে বাধ্য করেছে। কেউ আত্মহত্যা করে বাবা-মায়ের সাথে রাগ করে, যে বাবা-মা তাকে ২০-২৫ বছর করে তিল তিল করে মানুষ করেছে...



এই কথাগুলো বলে আমরা দোষগুলো তার উপরেই চাপিয়ে দিচ্ছি না কি ?? কোনও একজন যখন আত্মহত্যার পথ বেছে নেয় তখন কিন্তু সে বাধ্য হয়েই কাজটি করে । এইটা সহজেই অনুমান করা যায় যে সে কি পরিমান মানসিক দুর্দশার মধ্যে থাকে । কেউ যখন জীবনের কোনও এক পর্যায়ে হোঁচট খায় আর যদি সেই অবস্থায় পাশে আপন কোনও বন্ধু তার না থাকে যে কিনা তাকে সাহস দিবে, সান্ত্বনা দিবে , তখন তার মনে হয় বিশাল পৃথিবীতে সে একটা আবর্জনা । এইরকম অবস্থায় মানুষ তার মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলে । কিসের অভাবে ?? শুধুমাত্র একটা ভাল বন্ধু যার সাথে সবকিছু শেয়ার করা যায় তার অভাবে ...



জীবনে কমবেশি আমরা সবাই হতাশ থাকি । কারও হয়তো পড়াশুনা ঠিকমত যাচ্ছে না , কারও হয়তো পারিবারিক সমস্যা , কেউবা হারিয়েছেন তার প্রিয়জনকে আর কেউ হয়তো তার উচ্চাশার সাথে খাপ খাইয়ে নিজেকে তৈরি করে নিতে পারেননি । হতাশার সময়ে একা থাকা উচিত না । এতে হতাশা আরও বাড়ে । পারলে কারও কাছ থেকে কাউন্সিলিং নেয়া যেতে পারে । আর যাই হোক আসল কথা নিজের দুঃখগুলো হতাশার কথাগুলো কারও সাথে শেয়ার করতে হবে । হয়তো কোনও ভাল সলুশন আসবে না তার ... কিন্তু মনটা হালকা হবে ... যা সবথেকে বেশি দরকার । নিজের মধ্যে একটা আত্মপ্রত্যয় রাখবেন ... হতাশার কী আছে? আমি এখন কিছু করতে না পারি। ক’দিন পর পারবো! ক’ সপ্তাহ পর পারবো, ক’মাস পর পারবো কিংবা ক’বছর পর! আমাকে যে পারতেই হবে!



অনেক মানুষ নিজের আত্মকেন্দ্রিকতার কারনে কারও সাথে তার কথাগুলো হয়তো শেয়ার করে না । অনেকসময় চক্ষুলজ্জার কারনে করতে পারে না । এরকম মানুষ আমাদের আসে পাশেই আছেন । হয়তো দেখবেন আপনার চঞ্চল সদা হাশিখুশি ভাই বা বোনটি অথবা আপনার নির্মল সন্তানটি আর আগের মত হাসি খুশি থাকে না । একা একা থাকে ... কারও সাথে ভাল মত কথা বলে না , মেজাজ খিটখিটে হয়ে থাকে । তাদের সাথে রুষ্ট হবেন না দয়া করে । একটু নরমভাবে তার পাশে গিএ দাঁড়ান । তার সাথে একজন বিশ্বস্ত বন্ধুর মত কথা বলুন । হয়তবা একটা প্রান অযথা অপচয়ের হাত থেকে বেঁচে যাবে ...



আর যেন কোনও মেধাবি ভাই বা বোনকে নিঃসঙ্গতার কারনে অন্ধকারে হারিয়ে যেতে না হয় । জীবনতো একটাই... ের অপচয় জাতে না হয় । সৃষ্টিকর্তা সকল স্তরের নারী-পুরুষ ও সন্তান-সন্ততিকে আত্মহত্যার মত মহাপাপ থেকে বেঁচে থাকার মত জ্ঞান বুদ্ধি ও ধর্মীয় অনুশাসন মেনে চলার মত সুচিন্তা ও চেতনা দান করুন। আমীন!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন

দৃষ্টিপাত


বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।


: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়



কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ

আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।




আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

নির্ণায়ক বলেছেন: ভাল লিখেছেন

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

েবনিটগ বলেছেন: =+

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

সাদা মেঘ কালো ছায়া বলেছেন: পোস্ট টি পড়ে ভাল লাগল ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই । আশা করি আশেপাশের মানুষদের দিকে একটু খেয়াল রাখবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.