নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে করো জুতো হাটছে,পা রয়েছে স্থীর

এইচ তালুকদার

I am drunk,officer.punish me when I am sober.(Zahir ud din Muhammad,Babur)

এইচ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

এটা ঠিক মুভি রিভিউ নয়-৩

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

9pota আমার দেখা প্রথম রাশিয়ান মুভি, এই মুভি টা দেখার আগে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন এর যুদ্ধ সম্পর্কে আমার কোন ধারনাই ছিলো না,এই মুভিটা আমাকে এই রক্তাক্ত যুদ্ধ সম্পর্কে বেশ আগ্রহী করে তোলে,মুভিটা Battle for Hill 3234. সত্যি কাহিনী থেকে অনুপ্রানিত।ভ্লাদিমির পুতিন পর্যন্ত এই মুভিটা দেখে প্রশংসা করেছেন।

মুভিটা শুরু হয় ২বছরের জন্য বাধ্যতা মুলক সামরিক সার্ভিস দিতে আসা একদল সৈনিকের বিদায় দৃশ্য দিয়ে,এখানে আসার কেউ হয়ত ছিলো কৃষক,কেউ চিএকর কেউ পরিবার সন্তান নিয়ে সংসার করা একদম সাধারন মানুষ।সাইবেরিয়া থেকে আসা এই লোক গুলো যখন আপনজনদের কাছ থেকে বিদায় নিচ্ছিল প্রবল বৃষ্টির মধ্যে,তখন আসলেই এক্টা অন্যরকম অনুভূতি হয় কেউ মা এর কাছ থেকে কেউ বান্ধবী কেউবা সন্তানের কাছ থেকে বিদায় নিচ্ছিল,ঘুরে ফিরে সবাই একই প্রতিস্রুতি দিচ্ছিল “আবার দেখা হবে”বস্তুত এই ঘটনাটা রাজনৈতিক ভন্ডামির একটা আদর্শ উদাহরন,যে মানুষটা আফগানিস্তানের নাম পর্যন্ত শোনেনি তাকে মাত্র ৩মাসের প্রশিক্ষন দিয়ে হাতে প্রায় অচল অস্ত্র ধরিয়ে দিয়ে একটা সম্পুর্ন অচেনা পরিবেশে পাঠিয়ে দেয়া হলো যেখানে নিজে বাঁচতে হলে অন্যকে মারতেই হবে,এবং তারা এটা বুঝে যায় আফগানিস্তানে পা দেয়ামাত্রই, তাদের চোখের সামনেই রানওয়ে থেকে উড়াল দেওয়া একটা বিমান আবার রানওয়েতেই আছড়ে পড়ে মিসাইল এর আঘাতে।
এই মুভিটার যে দিকটা সবচেয়ে ভাল লেগেছে তা হচ্ছে এখানে সত্য লুকানো হয় নি যেমন সোভিয়েত সৈনিকদের অনভিজ্ঞতা,সরজ্ঞামের অভাব,খাবারের অভাব,সোভিয়েত সৈনিকদের দল ত্যাগ, ভয়ঙ্কর মার খাওয়া অথবা তাদের মধ্যে থাকা সুপ্ত বর্নবা্‌দ তবে আফগান সাধারন মানুষের ওপর এই ভয়ংকর যুদ্ধটির প্রভাব কেমন ছিলো তা খুব সযত্নে এরিয়ে যাওয়া হয়েছে।

সাইবেরিয়া থেকে আসা এইসব সৈনিকদের ৯ম কম্পানী তে অন্তরভুক্ত করা হয়,রাশিয়ান 9pota শব্দটির অর্থ ৯ম কম্পানী,এবং ৯ম কম্পানির এই অনভিজ্ঞ সৈনিকদেরই দায়িত্ব দেয়া হয় যে কোন মূল্যে 3234নামক পাহাড়টি ধরে রাখতে,এবং এরাই একটা ভয়াবহ আক্রমন ঠেকিয়ে দেয়,বাস্তবে কমপক্ষে ২টি সূত্র থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে সোভিয়েত সৈনিকদের উপর আক্রমন করা ব্যাক্তিরা ছিল পাকিস্তান সেনাবাহিনির বিশেষ একটা ইউনিট।যুদ্ধ থামলে দেখা যায় দুপক্ষ মিলিয়ে মাত্র ১জন বেঁচে আছে।যদিও মুভি প্রথম দিকটা দেখে আমার মনে হয়েছিল এটা যুদ্ধ বিরোধী একটা মুভি কিন্তু শেষে এসে আমার সেই ভুল ভেঙ্গেছে,সেই দিক থেকে দেখলে হলিউডে নির্মিত ভিয়েতনাম যুদ্ধ নির্ভর কোন মুভির থেকে এটি খুব বেশি আলাদা কিছু নয়।
এই মুভিটা দেখার সময় আমার বারবার একটা কথাই মনে হয়েছে বন্দুক ধরে থাকা মানুষটা এবং বন্দুকের সামনে থাকা মানুষটা একি তবে কে ঠিক এবং কে ভুল তা নির্ধারন করে বন্দুকের কোন পাশে কে আছে।


মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

এহসান সাবির বলেছেন: দেখতে হবে...

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২

এইচ তালুকদার বলেছেন: দেখে ফেলুন খারাপ লাগবে না।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: দেখিনি এখনো। দেখি, দেখতে হবে।

শুভকামনা।।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০

এইচ তালুকদার বলেছেন: দেখে ফেলুন আশা করি ভালো লাগবে।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

এইচ তালুকদার বলেছেন: দেখে ফেলুন আশা করি ভালো লাগবে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ইংরেজী ভার্সণ আছে কি?

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

এইচ তালুকদার বলেছেন: ভার্সনের কথা জানি না,তবে আমি যেটা দেখেছি সেটাতে ইংলিশ সাবটাইটেল ছিলো।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

এনামুল রেজা বলেছেন: সুযোগ করে দেখে ফেলবো। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। :)

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

এইচ তালুকদার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫

মাহমুদ তূর্য বলেছেন: দেখতে হবে। লিঙ্ক থাকলে দেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৯

এইচ তালুকদার বলেছেন: লিঙ্ক চাহিয়া লজ্জা দিবেন না।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: দেখলাম, সৈরাম। বিশেষ করে শেষের দিকের ফ্রেন্ডলি ফায়ার সিকোয়েন্সের শেষ অংশটা। বেদনাদায়ক।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫০

এইচ তালুকদার বলেছেন: মুভিটা আসলেই চরম,অভিনেতারা সবাই অপেক্ষাকৃত কমবয়সী হলেও দূর্দান্ত করেছেন

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

শহীদুল ইসলাম অর্ক বলেছেন: মুভিটা দেখতে হবে।

১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

এইচ তালুকদার বলেছেন: এটা আসলেই চমৎকার একটা মুভি,সময় করে দেখে ফেলুন।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

খেলাঘর বলেছেন:


আপনার ভালো লাগলে বিশ্বাস করলাম; পুটিন খারাপ লোক, ওর কথার ডাম নেই।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১১

এইচ তালুকদার বলেছেন: আমি কোন অবস্থাতেই সে ধরনের কিছু ইঙ্গিত করিনি।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

খেলাঘর বলেছেন:

কিছু লেখেন, আমরা পড়ি

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

এইচ তালুকদার বলেছেন: লেখতে আলসি লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.