![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উদ্ভ্রান্ত মানুষ। পাশাপাশি আমি একজন ওপেনসোর্স ডেভেলপার। কাজ করার জন্য বাংলা কম্পিউটিং আমার সবচেয়ে পছন্দের জায়গা।
আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা ছড়ার বই ছিল, নাম "টুকরো ছড়ার ঝাঁপি" - ছড়াগুলো অসম্ভব মজার । বইটা হারিয়ে গেছে কোন একদিন। কিন্তু এখন খুঁজছি পাগলের মত। কেউ কি সাহায্য করতে পারবেন ছড়াগুলো কার লেখা জানিয়ে বা বইটা কোথাও পাওয়া যেতে পারে কিনা!!! নিচে দু তিনটি ছড়া তুলে দিলাম মাথা থেকে, যদি কেউ মনে করতে পারেন।
ক্ষ্যান্তবুড়ির দিদিশাশুড়ির পাঁচবোন থাকে চালনায়
শাড়ি গুলো তারা উনুনে রাখে, হাঁড়িগুলো রাখে আলনায়
পাছে কিছু বলে নিন্দুকে
নিজে থাকে তারা লোহার সিন্দুকে
টাকাকড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়
নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়।
আরেকটা হল
টিকটিকি গিরগিটি
দুজনেই এম এ বি টি
হাসে শুধু মিটি মিটি
ইংলিশে লেখে চিঠি
শেষ টা
সবজি ক্ষেতের আলে
ঢিপকুমড়ো ফলে
ওজনে তিনমন
তার উপরে শোন
বকের সংসার
ছানা গুলোকে বোঝায়
জানিস আছি কোথায়
অগম্যি পাহাড়
২| ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:১৯
হিমু বলেছেন: প্রথমটা রবীন্দ্রনাথের লেখা না?
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:১৯
অতিথি বলেছেন: না আমি তো জানি না।
তবে কবিতা গুলো জোস লাগছে...
তবে একটা কথা কি... আপনিও দেখি আমাদের মতো মাঝে মাঝে একবারে ছোট হয়ে যায়... এইটা খুব ভালো লাগে...
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:২৩
অতিথি বলেছেন: দুঃখিত, বলতে পারছিনা।তবে আপনি যেহেতু কয়েকটা সুন্দর ছড়া শেয়ার করলেন, আমিও একটা করি-
টিকটিকি টিক টিক
বলো নাকি ঠিক ঠিক
থাকো ঘর দরজায়
আলমারি আলনায়
টিয়াওনা পায়রাওনা
ডিম পাড়ো হয় ছানা।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:২৫
মামু বলেছেন: প্রথমটা রবীন্দ্রনাথের ছড়া
পরের গুলোও সম্ভবত তার
একেবারে শেষেরটা জানি না কার
তৌফিকের কাছে জেনে নেওয়া দরকার
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৩৭
অতিথি বলেছেন: হাসিন ভাই.. দিব্যি করে বলতাছি ছড়ার বইটা আমার না...
বইটার খোঁজ কেউ দিতে পারলে কোথায় পাওয়া যাবে বলবেন... আমিও এক কপি সংগ্রহ করব।
তবে হাসিন ভাই, আপনি রিটনের ছড়ার বই সংগ্রহ করে পড়তে পারেন। এত জোস সব ছড়া আছে... একটা ছড়ার কিছু অংশ দিচ্ছি-
সে কেবলি ভোগে
ভাল্লাগে না রোগে
ভাল্লাগে না খেতে
ইসকুলে আর যেতে
জন্মদিনে বই চকলেট প্রেজেন্টেশন পেতে...
-=-
সিংহ বলে হালুম
এত্তগুলি বনের পশু ক্যামনে একা পালুম
হচ্ছেনাতে মালুম...
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৩৮
হাসিন বলেছেন: ওহ গ্রেট, একটা তো কনফার্ম হওয়া গেল যে রবিঠাকুরের, অন্যগুলো ও পেলে খুব ভালো হয়। অনেক ধন্যবাদ
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৪০
হাসিন বলেছেন: আরেব্বাস, ফাটাফাটি তো!!! থ্যাংকস ত্রিভুজ ভাই। বইটার ডিটেইলস বলবেন প্লিজ?
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৫১
মামু বলেছেন: আমিও ছড়াকার আবুল
আমার ছড়ায় আছে হাজারটা ভূল
আমি ছড়া কমু না
নীচে দেখেন আমার ছড়ার নমুনা
হাসিন হায়দার
ব্লগ প্রোভাইডার
বগুড়ায় ছিল তার বাস
এখন ঢাকায় থাকে সারামাস
সেথায় মামু ছড়া লিখে যায়
কারন সে কোথাও আর ছাপাবে কোথায়
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩৮
অতিথি বলেছেন: বইয়ের হদিস পরে, আগে বলেন আপনার টেপা (হাসিন জুনিয়র) কি এখনই বই পড়তে চায়?
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:০৫
হাসিন বলেছেন: আরো একটা মনে পড়েছে
আতাই পাতাই দুইটি বুড়ো
দেখতে পেল পাহাড় চুড়ো
তরতরিয়ে উঠতে গিয়ে
পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো