নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিবিদরা ছাড়া সবার জন্য

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

যদি ধৈর্য ধরে পুরো লেখাটা পড়েন, তবে নতুন কে ভাবতে শিখবেন আশা করি।



বহুল পঠিত একটি গল্প হল, কচ্ছপের ও খরগোশের মধ্যকার দৌড়ের গল্প।



এক বনে ছিল এক খরগোশ আর এক কচ্ছপ। তাদের মধ্যে ছিল ভীষণ বন্ধুত্ব। একদিন কথার ছলে তারা আলোচনা করছিল যে বনের সবচেয়ে দ্রুততর পশু কোনটি। এরকমই আলোচনা করতে করতে তাদের মধ্যে তর্ক আরম্ভ হোল, তাদের দুজনের মধ্যে কে দ্রুত পথ চলতে পারে?



এর পরের অংশ আমাদের সবার জানা।



তারা দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হল। খরগোশ অতিদ্রুত প্রায় পুরোটা পথ পাড়ি দিয়ে ভাবল একটু জিরিয়ে নেই। কিন্তু তার এই বিশ্রাম নেয়া তার জন্য কাল হল। সে ঘুমিয়ে পড়ল। এই ফাকে কচ্ছপ তার ধীর গতিতে রেস শেষ করল।



এই গল্পের moral lesson হল “slow & steady wins the race”।



কিন্তু গল্পের এখানেই কি শেষ ছিল? সেই আমলে হয়ত ছিল, কিন্তু বর্তমানের এই ফাস্ট সিভিলাইজড সমাজে গল্প এখানে শেষ নয়।



রেসে পরাজয়ের পর খরগোশ তার নিজ আত্মসমালোচনায় বসল। সে অনেক ভেবে তার পরাজয়ের যে কারণগুলো বের করল তা হলঃ over confidence, lazy এবং carelessness। খরগোশ তার এই আত্মসমালোচনার পর আবার নতুন করে রেসে নামল। এবার আর আগের ভুলটা করল না। ফল পেল হাতেনাতে। এবার খরগোশ জিতে গেল।



গল্পের এই অংশের moral lesson হল “Fast & Consistent will always beat the Slow & Steady”



গল্প কিন্তু এখানেই শেষ নয়।



কচ্ছপ আবার রেসে নামতে চাইল, কিন্তু ভিন্ন রুটে। এবারের রুটে মাঝপথে ছিল একটি খাল। খরগোশ এবার খালের তীরে এসে আঁটকে গেল। কচ্ছপ পানি পার হয়ে গেল এবং যথারীতি রেসে বিজয়ী হল। গল্পের এই অংশের moral lesson হল “First identify your core competency and then playing field to suit your core competency”।



কিন্তু গল্প কি এখানেই শেষ? না ভাই। এরপর খরগোশ এবং কচ্ছপ দুজনে একত্রে একটি দল হয়ে দৌড়াতে আরম্ভ করল। এতে কি হল। এতে অতি দ্রুত তারা দুর্গম পথ সহজে পাড়ি দিতে লাগল। ফলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম,

“It’s good to be individually brilliant and have strong core competencies; but unless you’re able to work in a team and harness each other’s core competencies, you’ll always perform below par because there will always be situations at which you’ll do poorly and someone else does well.”



তাহলে পুরো লেখার সারমর্ম কি?...... “সামাঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁয়”। (সুরি, হিন্দি কইলাম বইলা)



ভাই আরেকটা কথা, এই লেখায় রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় কোন কিছু নেই। তাই লেখাটা তাদের জন্য নয়। আমায় মাফ করবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

বোকামন বলেছেন:






সম্মানিত লেখক,

শেষ অংশগুলো আগেও কোথায় যেন পড়েছিলাম । যাই হোক আপনি যেই সারমর্মের কথা বললেন আশাকরি বিবেকবানরা তা বুঝতে পারবে ......

সুন্দর একটি পোস্টের জন্য ধন্যবাদ

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই বোকামন, লেখাটি সংগৃহীত আর লেখাটি আমি ২বার পোস্ট করেছি। ব্লগে গঠনমূলক ভাল লেখা কেউ পড়তে চায় না। কিন্তু এই খরগোশ এবং কচ্ছপের গল্পের আধুনিক ভার্সনটি খুব পছন্দের। তাই দুইবার পোস্ট করেছি।

আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.