নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
খেলারাম তুই খেলে যা
যা খুশি তা করে যা,
দেশটাতো তোর বাপের কেনা
তাই তোদের এতো আনাগোনা।
যা খুশি তা করে যা
খেলারাম তুই খেলে যা।।
দিন ফুরালে আসব আমি,
দেখবি তখন সালতামামি।
ধরবো তোদের টুটি চেপে,
হিসাব হবে মেপে মেপে।
ভয়ে তখন পালাস না
খেলারাম তুই খেলে যা।।
খেলারাম তুই বাপের ব্যাটা,
কত বড় তোর বুকের পাটা।
দেশটাকে তোরা গিলতে চাস,
স্বপ্নে্ মানচিত্র গিলে খাস।
এতো বড় তোদের স্পর্ধা!
খেলারাম তুই খেলে যা।।
আসব আমি সময় হলে,
বুকের মাঝে আগুন জ্বেলে।
পুড়বি তোরা ভয়াল গ্রাসে,
হারিয়ে যাবি ঊর্ধ্বাকাশে।
পালাবার পথ পাবিনা,
খেলারাম তুই খেলে যা।।
মহাকালের মহাপ্রলয়ে,
পালিয়ে যাসনে তোরা ভয়ে।
আসব আমি মৃত্যু হয়ে,
স্বাধীনতার সূর্য বয়ে।
তখন....... সময় বেশী পাবি না,
তাই যা খুশি তা করে যা।।
খেলারাম তুই খেলে যা........।।
আজ থেকে পনের বছর আগে লেখা কবিতা। যা আজও আমাকে অবাক করে। ঐ বয়সে কিভাবে এমন দ্রোহের কবিতা লিখেছিলাম জানি না। তবে এই কবিতা সব সময়ের, বিদ্রোহের, এটা আমার বিশ্বাস।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। আপনার ভাললাগা জেনে খুশি হলাম।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতার খাতাটা খুলে তারিখটা দেখলাম। ২১শে ফেব্রুয়ারী, ১৯৯৯।
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯
ফালতু বালক বলেছেন: মহাকালের মহাপ্রলয়ে,
পালিয়ে যাসনে তোরা ভয়ে।
আসব আমি মৃত্যু হয়ে,
স্বাধীনতার সূর্য বয়ে
++++++
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮
বোকামন বলেছেন: প্রথম ভালোলাগা জানাতে পেরে ভালো লাগছে .....
পনের বছর আগে !!!