নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

no work… no payment…. ধিক্কার জানাই পোশাক মালিকদের

১৪ ই মে, ২০১৩ সকাল ১০:৪৭

স্বাধীনতার পর থেকে আজ ৪২ বছরে যে শিল্পটি তিলে তিলে গড়ে উঠেছে আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তা হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প। এই গড়ে ওঠার পেছনে কার অবদান রয়েছে? গার্মেন্টস শিল্পের ইনভেস্টরদের? আমাদের সরকারগুলোর? রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যাংকারদের?



আমি বলব না, এই শিল্পের একমাত্র এবং শুধুই একমাত্র কৃতিত্ব দিতে হবে পোশাক শ্রমিকদের। কেননা যারা গার্মেন্টস শিল্পের প্রোডাক্ট কষ্টিং এর সাথে জড়িত তারা জানেন, আমরা শুধুমাত্র আমাদের নিম্ন মজুরীর জোড়ে বিশ্ব বাজারে পোশাক শিল্পে এগিয়ে আছি। হ্যাঁ, তার সাথে অবশ্যই রয়েছে আমাদের সেই শ্রমিকদেরই কোয়ালিটি প্রোডাকশন। কিন্তু, বছরের পর বছর এদের ঠকিয়ে, কম মজুরি দিয়ে (যা নির্ধারিত পে স্কেল তার থেকে কম) পোশাক শিল্পের বিনিয়োগকারীরা অর্থ-বিত্তের পাহাড় গড়েছেন।



কিন্ত কাল টেলিভিশনে একি দেখলাম? নিরাপত্তার কারনে সকল পোশাক কারখানা বন্ধ থাকবে এবং এই বন্ধের সময়টার জন্য শ্রমিকরা কোন পেমেন্ট পাবে না। তাদের ভাষায়, no work… no payment….। শুনতে খুব খারাপ লাগলেও বলতে চাই, আরে জানোয়ারের দল, তোরা কাদের রক্ত-ঘাম চুষে আজ ধনী হয়েছিস তা ভুলে গেলি। এই গরীব, নিম্নবিত্ত মানুষগুলোর পরিবারের কথা ভুলে গেলি, যাদের অবদানে এই পোশাক শিল্প। তারা কেন সাফার করবে, কেন তারা এই বন্ধে পেমেন্ট পাবে না?



নিরাপত্তার নিশ্চয়তা তোমরা ব্যাবস্থা করো, তারা কি কখনো বলেছে, নিরাপত্তার না দিতে পারার কারনে আমরা কাজ করব না?

সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে এই ব্যাপারে দৃষ্টি দিতে অনুরোধ করছি। আর সাধারন নাগরিক হিসেবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:০৫

হেডস্যার বলেছেন:
মালিকেরা কখনোই ভালো নয়, রক্তচোষা।
বিদেশী ক্রেতারা ও তাই। যতই মুখে বড় বড় কথা বলুক তারা এদেশ থেকে পোষাক নেবে না কিন্তু সস্তায় এর চাইতে ভালো কোথায় পাবে?
এখন তো ফ্যাশন করে নাঙ্গা থাকে এদেশ হাতছাড়া হলে পোষাক না কিনতে পারে নাঙ্গা থাকতে হবে। ;)

২| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:১৬

মাহিরাহি বলেছেন: খবরে শুনে খারাপ লাগল।

বেনিয়া চরিত্রের নগ্ন প্রকাশ!

৩| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:২৩

নতুন বলেছেন: আমাদের দেশের মানুষেরা সবাই কেন বিশৃংখলা পছন্দ করে?

গার্মেন্টস শিল্প এখন বিশ্বের ২য় অবস্থানে আছে বাংলাদেশ... এই অবস্তা ধরে রাখতে হলে মালিক+শ্রমিক দুপক্ষেরই এক সাথে কাজ করতে হবে...

মালিক লাখ/লাখ টাকা খরচ করে কারখানা/ব্যবসা দাড়া করায় লাভ করার জন্য....

@ লেখক >> আপনিও আপনার কারখানার ১০০০ শ্রমিককে কাজ না করে বেতন দেবেন না...

কিন্তু শ্রমিক ইউনিয়ান আর সরকার কার াল টা ছেড়ে??????

সরকারের উচিত শ্রমিকের বেতন, নিরাপত্তা নিশ্চত করার জন্য আইন+প্রয়োগ করা... এবং তা ঠিক মতন চলছে কিনা মনিটরিং করা...

পাটের মতন গার্মেন্টস শিল্পও ধংস হতে যাচ্ছে :(

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ, আমি আপনার কথার সাথে একমত। কিন্ত যখন আপনি নিজে কোন কারনে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন, তখন আপনার কি দায়িত্ব নয় যে, শ্রমিকদের বেতন দিয়ে দেয়া। মানবতা এবং ইথিক্স যদি না থাকে তবে এই আলোচনা মূল্যহীন।

৪| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৬

নতুন বলেছেন: no work… no payment…>> মানে যেই কয়দিন কাজ করবেনা তার পয়সা পাবেনা...

বাকী বেতনের বিষয়ে না..

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি জানি, কিন্ত কেন? যে কয়দিন কাজ হবেনা তারা সেই কয়দিন চলবে কিভাবে? এখানেই সমস্যা, আমরা পোশাক শ্রমিকদের দিনমজুরে রূপান্তরিত করে ফেলেছি।

৫| ১৪ ই মে, ২০১৩ রাত ৯:৪৭

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃস্ট, অমানুষ, লোভী, কন্জুষ, বিষ্ঠায় টাকা পড়লে সেটা যারা মুখ দিয়ে উঠায় যে ব্যাবসায়ীরা, এদেশের সেই গারমেন্টস মালিকরা হল সেই শ্রেনীর ব্যাবসায়ী। যত কিছুই হোক শ্রমিকদের মাইনের টাকা এরা বাড়াবেনা, যার জন্য মালিকরা কারখানা বন্ধ করে দিল । এতে শ্রমিকদের উপর অর্থনৈতিক চাপ সৃস্টি হবে, আর তারা যে কোন মজুরীতেই কাজ করতে বাধ্য হবে। আর এই অর্থলোভী পিশাচ গার্মেন্টস মালিকদের সাথে আছে খোদ সরকার, তার মন্ত্রীরা এমপিরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.