নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
গত তেত্রিশ আলোকবর্ষ ধরে
আমি ছুটে চলেছি এই অনন্ত নক্ষত্রবীথি’র
পথ থেকে পথে, খুঁজে ফিরছি আমার আপন আঙিনা
আমার ভালোবাসার সেই ছোট্ট ঘর।
মনে পড়ে সেই দিনখানি
যেদিন সকালে আকাশের তৃতীয় চাঁদখানি
তার গোলাপি আভায় রাঙ্গিয়ে দিয়েছিল আমাদের কলোনির
ধাতব সব দেয়ালগুলো,
যে আভায় দিশেহারা হয়ে এলোমেলো পা ফেলছিল
অষ্টম প্রজন্মের সব রবোমানবগুলো।
সেই মাহেন্দ্রক্ষণে তুমি আমি স্বপ্নে ছিলাম বিভোর
কেননা আর মাত্র কয়েক প্রহর পরেই
আমরা জড়াতাম চির বাঁধনে,
সেই সুখে গুণ গুণ করে লাইকা গ্রহের প্রেমময় গান
কণ্ঠে তুলে, চেয়ে ছিলাম দুজনে দুজনার পানে।
এইমাত্র একটি কৃষ্ণগহবর পার হল আমার এই মহাকাশযান
যেথা করে আমি ছুটে চলেছি গত তেত্রিশ আলোকবর্ষ
শুধু তোমায় দেখবো বলে, তোমার কোলে রেখে মাথা
শুনবো লাইকা গ্রহের প্রেমময় গান সব
শুধু এই আশায় রয়েছি বেঁচে
চলেছি ছুটে তেত্রিশ আলোকবর্ষ ধরে।
মনে কি পড়ে তোমার সেদিনের সেই সন্ধ্যা
যখন আমার ভার্চুয়াল ডিসপ্লে মডিউলে,
কেন্দ্রীয় বিজ্ঞান সংস্থার প্রধানের ছবি ভেসে উঠলো,
তখনো আমরা মগ্ন ছিলাম গানের মায়াবী স্বপ্নলোকে
তুমি প্রথম টের পেলে।
আমি অবাক দৃষ্টি নিয়ে এগিয়ে গেলাম, তারপর.... ... ..
তারপর আমার চিরতরে অনন্ত নক্ষত্রবীথির পানে যাত্রা,
আর তোমার প্রতীক্ষায় তেত্রিশটি আলোকবর্ষ কাটিয়ে দেয়া।
আমি জানিনা আমার এই অনন্ত যাত্রা শেষে
তোমায় পাবো কিনা নীড়ে ফিরে,
জানিনা কেমন আছো তুমি? কি রূপে
দেখবো তোমায় আমার আপনভুবনে ফিরে।
চোখ ঝাপসা হয়ে ওঠে মহাকাশযানের
অবজারভেশন মনিটরে চেয়ে থেকে থেকে,
কেননা সেই নিকষ কালো আঁধারের বুক ভেদ করে
আমি যে প্রতিক্ষণে ফিরে যাই তোমার কাছে
আমার আপন আঁধারে।
আরতো বেশী নয় বাকি এই প্রতীক্ষার
আর মাত্র আলোকবর্ষখানিক পরেইতো সেই মাহেন্দ্রক্ষন,
আমার এই অনন্ত যাত্রার শেষ হাইপারড্রাইভটি দেয়ার
সাথে সাথে আমি ফিরে পাব আমার সেই পুরানো অঙ্গন।
এই যাত্রাপথের প্রতিটি ছায়াপথের প্রতিটি নক্ষত্র সাক্ষী
আমি তাদের বলেছি তোমার প্রতীক্ষার কথা,
ছড়িয়ে বেরিয়েছি এই মহাকাশে তেত্রিশ আলোকবর্ষ ধরে
আমাদের ভালোবাসার গোপন ব্যাথা।
তুমি জেগে থেকো আমার পথ চেয়ে
আমি আসবো ফিরে তোমার দরজায়
ভালোবাসার কড়া নেড়ে,
আমার শেষ হাইপারড্রাইভটির পথ ধরে।
[তেত্রিশ আলোকবর্ষ পর পৃথিবীর পানে
ফিরে এসে আমি কাউকে পাইনি, একটি ধ্বংসস্তূপ ছাড়া।
আমি আজও ঘুরে ফিরি মহাকাশের বিশাল কোল জুড়ে,
শুধু একটি আশায় তোমাকে দেখবো বলে, তোমাকে পাবো বলে।]
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কান্ডারী অথর্ব ভাই, লজ্জা লাগছে। জীবনে প্রথম সাইন্সফিকশন কাব্য লিখলাম।
আপান্দের ভালোলাগা আমাকে আরও উৎসাহ যোগায় ব্লগে লিখালিখি করতে।
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ। আমি সাধারনত মন্তব্যর রিপ্লাই করি না, এটা আমার একটা খারাপ দিক। তাই রিপ্লাই না দেখে কেউ কিছু মনে করবেন না।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এটা কেমন ? মন্তব্য করলে রিপ্লাই দেয়া উচিত। প্লীজ এমন করবেন না।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
বাধা মানিনা বলেছেন: কল্প-বিজ্ঞ্যানের বিরহ কথা শুনে আমার মনের গহীনে কি যেন একটা চাপা ব্যাথা চিনচিন করে উঠলো। এ কথা কাউকে বলাও যাবে না।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
বোকামন বলেছেন:
বাহ্ ! বেশ ভালো লাগলো :-)
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: সায়েন্স ফিকশন কবিতা আমার খুব প্রিয়, আপনার লেখা খুব ভালো লেগেছে!
তবে একটা বিষয় আমার যেটা মনে হল সেটা হচ্ছে 'আলোকবর্ষ' হচ্ছে দূরত্ব পরিমাপের একক, সময়ের না। আপনি এই কবিতায় সময়ের পরিমাপে আলোকবর্ষকে বর্ণনা করেছেন। কবি তার লেখায় স্বাধীন, প্রতিষ্ঠা করতে পারলে যে কোনো কিছু কবিতায় সম্ভব, কিন্তু বিজ্ঞানমনস্ক কারও জন্য বিষয়টা চোখে লাগবে। যেমন হিম শীতল তাপমাত্রা বোঝাতে মাইনাস এক হাজার ডিগ্রী বলতে পারিনা, কারন চরম শীতল তাপমাত্রার একটা সীমা আছে, সেইটা পেরিয়ে গেলে সেইটা সায়েন্স ফিকশন হিসেবে কিঞ্চিত দৃষ্টিকটু লাগে!
আপনার কবিতা আমার অনেক ভাল লেগেছে, সেই ভাল লাগা থেকেই অনেক কথা বলে ফেললাম!
ভালো থাকুন, অনেক চমৎকার করে লিখতে থাকুন!
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় ৎঁৎঁৎঁ । আপনার কথার সাথে আমি একমত। তবে মহাকাশ পরিভ্রমণে যখন একজন মহাকাশচারী বের হন তখন তার কাছে পৃথিবীর সাপেক্ষে সময় স্থির হয়ে যায়। তখন তার কাছে পৃথিবীর সাথে সম্পর্ক থাকে দূরত্বর। এটা আমার ফিকশনাল অভিমত।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১
তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
এইমাত্র একটি কৃষ্ণগহবর পার হল আমার এই মহাকাশযান
যেথা করে আমি ছুটে চলেছি গত তেত্রিশ আলোকবর্ষ
শুধু তোমায় দেখবো বলে, তোমার কোলে রেখে মাথা
শুনবো লাইকা গ্রহের প্রেমময় গান সব
শুধু এই আশায় রয়েছি বেঁচে
চলেছি ছুটে তেত্রিশ আলোকবর্ষ ধরে।
ভাললাগা রেখে গেলাম।
ইফতি ভাইর কথার সাথে একমত।
++++
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! সাইফাই কবিতা !
সুন্দর !
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত +++++++++++