নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

বাংলার ঐতিহ্যে পিঠা (ছবি ব্লগ)

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২

বাংলাদেশে শীতকে রিপ্রেজেন্ট করে কোন বিষয়টা কখনো ভেবে দেখেছেন কি? না ভেবে থাকলে এখনই কষ্ট করে একটু ভেবে নিন। কি পেলেন? জি হ্যা, তা হচ্ছে বাংলাদেশের গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা হরেক রকমের বাহারি পিঠা। আজকে এই পিঠার রাজ্য হতে কিছু সদস্যকে নিয়ে একটি ছবি ব্লগ। আসুন দেখি বাংলাদেশের প্রচলিত কিছু পিঠার ছবিঃ



তেলেভাজা পিঠাঃ







ভাপা পিঠাঃ







নকশী পিঠাঃ







ফুল পিঠাঃ







আনারস পিঠাঃ







নারিকেলের ভাজা কুলি পিঠাঃ







আন্দাসা পিঠাঃ







পাকন পিঠাঃ







বিবিখানা পিঠাঃ





বুলবুল পিঠাঃ







চিতই পিঠাঃ







ডিম পিঠাঃ







ডিমের পানতোয়া পিঠাঃ







চাপালি পিঠাঃ







আমিত্তি পিঠাঃ







দুধ চিতই পিঠাঃ







ফুলকপির পিঠাঃ







বেণী পিঠাঃ







ঝাল পুলি পিঠাঃ









গুলই গুল্লা পিঠাঃ







গোলাপ পিঠাঃ







দুধ কুলি পিঠাঃ







ফুলকপির ভাপা পিঠাঃ







বেণী পিঠাঃ







খেজুর পিঠাঃ







কলস পিঠাঃ







কাঁঠালের রসের নকশী পিঠাঃ







কুজা/পুলি/কুলি পিঠাঃ







মুগ পাকন পিঠাঃ





মাছ পিঠাঃ







মোরগ মাংসের ঝাল পিঠাঃ







দুধ খেজুর পিঠাঃ







খোঁচানো পিঠাঃ







মুগ ডালের নকশী পিঠা







নারকেলি পিঠাঃ







মালপোয়া পিঠাঃ







নারিকেল ম্যারা পিঠাঃ







পাকন পিঠাঃ







নকশী পিঠাঃ







সবজি পিঠাঃ







সেমাই পিঠাঃ







রসভরি পিঠাঃ







পোয়া পিঠাঃ







মলকো পিঠাঃ







সরভাজা পিঠাঃ







ভাপা পিঠাঃ







পাটিসাপটা পিঠাঃ







ভাপত দিয়া পিঠাঃ







ঝিনুক পিঠাঃ







প্রস্তুত প্রণালীগুলো যারা জানেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আগামী ৩১শে ডিসেম্বর ভ্রমণ বাংলাদেশের পিঠা উৎসব । আগ্রহীরা চলে আসতে পারেন, ১১৩/১, লালবাগ রোড, ঢাকা-১২১১ এই ঠিকানায়।



ফটো কার্টেসিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত। (অফ টপিকঃ ভাই কেউ কপিরাইট আইনে মামামলা কইরেন না কিন্তু =p~ =p~ =p~ )

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: এত পিঠা দেখে খেতে ইচ্ছে করছে। গুড পোস্ট।

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুমন ভাই চলে আসেন ভ্রমণ বাংলাদেশের অফিসে। পিঠা খাওয়া হবে একসাথে।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

জুন বলেছেন: ফুলকপির পিঠার রেসিপিটা একটু জানান প্লিজ।
সব পিঠা দেখে এখন আর বাসায় রান্না
অন্য খাবারে চোখ যাচ্ছে না :(

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্নবাদ জুন, দেরীতে উত্তর দিচ্ছি যেন পিঠার চাহাত বাড়িয়া যায়। ;) ;) ;)

ফুলকপি পিঠার রেসিপিঃ প্রথমে ফুলকপির ফুলগুলো গরম পানির ভাপে লবন-মসলা মাখিয়ে সেদ্ধ করে নিন। তার পর ঝাল পোয়া পিঠার জন্য যেমন চালের গুঁড়ার লেই তৈরি করে নিন। এরপর এতে ডুবিয়ে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে ডুবো তেলে ভেজে নিন। ব্যাস হয়ে গেল ফুলকপির পিঠা।

(ইহা একটি বোকা মানুষের রেসিপি। কেউ এপ্লাই করতে গেলে নিজ দায়িত্তে করবেন।) =p~ =p~ =p~

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
বাহ্ ! পোস্টে প্লাস দিলুম।
শুভকামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ জোবায়েদ-অর-রশিদ।

আপনার প্রতিও রইল নিরন্তর শুভকামনা।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

খেয়া ঘাট বলেছেন: দিনটা পিঠা দেখেই শুরু হলো। এবার খেতে পারলে আফসুস মিটতো।
++++++++++++++++++++++++++++++++++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আ কর বাচ্চারা....।

:P :P :P

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১

ফোনেটিক বলেছেন: ++++

দেখে খেতে ইচ্ছে করছে।

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: উপরে উল্লেখিত ঠিকানায় চলে আসেন। শুক্রবার ঢাকার কমন ১২-১৫টি পিঠার আয়োজন রাখা হবে ঐ ইভেন্টে।

পাঠ এবং প্লাসের জন্য কৃতজ্ঞতা।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

মামুন রশিদ বলেছেন: এনসাইক্লোপিঠা...

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইয়া কি বলিলেন মামুন ভাই। ইহা তো পুরাই পাইরেটেড এনসাইক্লোপিঠা... সকল ছুবি গুগুল মামা থেকে ধার নেয়া...।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবি দেখে পিঠা খাইতে ইচ্ছে করছে :)

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দেখলেই খাতি মুন চায়, এডি কিমুন কুতা... =p~ =p~ =p~

আর দেশে থাকলে চলে আসেন আগামী শুক্রবার।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬

খোলা বাতাস বলেছেন: দুর ভাই সক্কাল সক্কাল পিঠালোভ বাড়িয়ে দিলেন.........এখন কই যাই পিঠা খেতে... :P

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খোলা বাতাস, এককাজ করেন শীতের হিমেল বাতাস খেতে খেতে বেইলী রোড চলে যান, "পিঠাঘর" থেকে পিঠা খেয়ে নেন।

ঢাকার বাইরে থাকলে আমি কিছু কত্তে পাত্তাম না। =p~

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬

মে ঘ দূ ত বলেছেন: কত রকমের যে পিঠা! পিঠা আবার ভীষণ প্রিয়। ছবিগুলো দেখতে দেখতে গর্ব অনুভব করছিলাম। আমাদের বাঙ্গালীদের মতো এমন করে বোধহয় আর কেও এই পিঠা জিনিসটা বানায় না। এটা একান্তই আমাদের। আমাদের সংস্কৃতিকে তুলে ধরে।

অনেক যত্ন করে অনেকগুলো পিঠার নামসহ ছবি দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মে ঘ দূ ত। আমি চেষ্টা করি আমার ব্লগে আমাদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে পোস্ট দিতে। কারন আমাদের ইতিহাস, ঐতিহ্য আমাদেরই সংরক্ষণ করতে হবে।

(অফটপিকঃ লেকচারতো দিলাম ভাই ঠিকই, কিন্তু ছবি সব কয়টা কিন্তু পাইরেটেড :P :P :P )

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪

জেরিফ বলেছেন: এত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত পিঠা , খামু না :P

অনেক অনেক শুভেচ্ছা এত্তগুলা পিঠার সাথে পরিচয় কইয়ে দেওয়ার জন্য । আর হ্যাঁ প্রিয়তে নিতে কি ভুলা যায় ?

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, জেরিফ। মন্তব্য ও পাঠে কৃতজ্ঞতা জানবেন।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

ডরোথী সুমী বলেছেন: আপনার বদৌলতে হরেক রকম পিঠা দেখার সৌভাগ্য হল। অনেক ধন্যবাদ। মিষ্টি পিঠাগুলি অবশ্যই সুস্বাদু তবে ঝাল পিঠাগুলি মন, চোখ দুইই কেড়েছে। সত্যিই লোভনীয়।

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ডরোথী সুমী। গতকাল আরেকটা পিঠার রেসিপি বের করলাম। নাম দিয়েছি "চিজি চিকেন ভাপা"। গুঁড়ের বদলে মুরগীর মাংসের কিমা আর নারকেলের বদলে পনিরের স্লাইস। :) :) :)

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এত এত পিঠার ছবি দেখা আমার মত ভোজন রসিক পাবলিকদের জন্য খুবই নিষ্ঠুর একটি ব্যাপার। অবশ্য এর ভালো দিকও আছে। সংযম বাড়ে। কিন্তু রোজার মাস ছাড়া সংযম করে লাভ কি! :(

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভোজন রসিকের ওজন এবং ক্যালোরির মাপটা জানতে মুঞ্চায়।

;) :P =p~

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

আমি ইহতিব বলেছেন: কত্ত পিঠা!!! অনেক পিঠারতো নামও জানিনা।

ভালো লাগলো পিঠা পোস্ট।

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আমি ইহতিব। শীত মানেইতো বাঙ্গালীর পিঠাবিলাস... তাইতো এত বিচিত্র সব পিঠার ছড়াছড়ি সারা বাংলাদেশ জুড়ে।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

বেকার সব ০০৭ বলেছেন: খুব ধারুন পোস্ট অনেক গুলো পিঠার নাম এই প্রথম জানলাম। আপনার বাসায় আমার পিঠা খাবার দাওয়াত রইল।

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চলে আসুন বেকার সব ০০৭ উপরে উল্লেখিত ঠিকানায়। কমপক্ষে ১০ পদের পিঠাতো থাকবেই আশা করি।

আর আপনার বাসা আমি চিনিনা, কিভাবে পিঠা খেতে আসবো। ;) :P =p~

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

অদ্বিতীয়া আমি বলেছেন: ওয়াও বুলবুল পিঠা, দুধ খেজুর পিঠা , খোঁচানো পিঠা, এই তিনটা পিঠা তিনটা আমার পোস্টের ! থ্যাংক ইউ ভাইয়া পোস্টটার জন্য । প্রিয়তে নিয়ে রাখি ।

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া আমি। একবার ভেবেছিলাম সব ছবির তথ্যসূত্র উল্লেখ করি। কিন্তু লিস্ট অনেক বড় হয়ে যায়। শেষে একশব্দে কাজ সারলাম। আপনার পোস্ট থেকে পিঠা তিনটি সম্পরকে বিস্তারিত জেনে ভালো লেগেছে। কবে খাওয়াবেন? প্লিজ জানিয়ে দিয়েন। :D :D :D

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

অস্পিসাস প্রেইস বলেছেন:


মন ভরে গেল নিজের দেশের এত বৈচিত্র্যময় খাবার দেখে!

জিভে জল সহযোগে প্লাস ++++ ।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পিঠা উৎসব শেষে জিহবা চাটতে চাটতে পিলাছের ধন্যবাদ জানিয়ে গেলাম।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আবার কবে হবে । খেতে চাই !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যখন আপনারা আবার করবেন তখন হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.