নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

দালাল বাজার জমিদার বাড়ী - ("বাংলার জমিদার বাড়ী" - পর্ব ৮ )

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০





জমিদার বাড়ী সিরিজের সব লেখাঃ "বাংলার জমিদার বাড়ী"



আচঁলে মেঘনার মায়া ডাকাতিয়া বুক বয়ে চলে মৃদু এঁকে বেঁকে নারিকেল সুপারি আর ধানক্ষেতের সবুজে ঘেরা লক্ষ্মীপুর জেলা। এই লক্ষ্মীপুরের সদর উপজেলার ইউনিয়ন দালালবাজার। বাজার হতে একটু ভেতরে মিনিট পাঁচেক হাঁটলে বাম দিকে একটি সরু গলি দেখতে পাবেন। সেই গলি’র ভেতরের গ্লানি আর দুঃখভরাক্রান্ত ভগ্নদেহ নিয়ে দাঁড়িয়ে আছে দালাল বাজার জমিদার বাড়ী। ভগ্ন এই দেহ’র মাঝে যে নির্মাণশৈলী আপনি দেখতে পাবেন, তা দেখে বুঝে নিতে কষ্ট হবে না কি অপূর্ব ছিল এই জমিদার বাড়ীটি। তবে কষ্ট পাবেন এর পরিত্যাক্ত আর ভগ্নরূপ দেখে।







জমিদার বাড়ি নিয়ে ধারাবাহিক লেখা শুরু করার পর এই বিষয় নিয়ে অল্পবিস্তর ঘাঁটাঘাঁটি করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। উন্নতবিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয়, আমাদের দেশে সেইসকল স্থাপনা পড়ে থাকে অবহেলায়, ক্ষয়ে যায় অস্থি-মজ্জা সকল, ঘুণে ধরে বিচূর্ণ হয় ইতিহাসের পাতা। অপূর্ব সকল স্থাপনা আর নির্মাণশৈলী নিয়ে আমাদের বাংলাদেশের আনাচে কানাচেতে পড়ে আছে অসংখ্য জমিদার বাড়ি, রাজবাড়ীসহ আরও কত স্থাপনা। আর এই সব স্থাপনার কিছু কথা এই বোকা মানুষটার ছেঁড়া খাতায় লিখে রাখার প্রয়াস হল এই “বাংলার জমিদার বাড়ী” সিরিজ।







দালালবাজারের জমিদার লক্ষ্মী নারায়ণের বাড়ী, যার নামে লক্ষ্মীপুর নামকরণ হয়েছে। লক্ষ্মী নারায়ন বৈষ্ণব প্রায় ৪ শত বছর পূর্বে কলকাতা থেকে কাপড়ের ব্যবসা করতে দালাল বাজার আসেন। তার উত্তর পুরুষরা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বাণিজ্যিক এজেন্সী এবং পরে জমিদারী লাভ করেন। বাণিজ্যিক এজেন্ট হওয়ায় স্থানীয়রা তাদেরকে মনে প্রাণে গ্রহণ করেনি। তাদের ‘দালাল’ বলে আখ্যায়িত করেন। ১৯৪৬ এর সাম্প্রদায়িক দাঙ্গায় জমিদারগণ পালিয়ে গেলে তাদের পরিত্যাক্ত জমিদার বাড়ীটি রয়ে যায়। এটি আজ সংস্কার ও সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে। প্রায় ৫ একরের এ জমিদার বাড়ীর সম্মুখের রাজগেট, রাজ প্রাসাদ, জমিদার প্রাসাদ, অন্দর মহল প্রাসাদ, বাড়ীর প্রাচীর, শান বাঁধানো ঘাট, নাট মন্দির, পুজা মন্ডপ, বিরাটাকারের লোহার সিন্দুক, কয়েক টন ওজনের লোহার ভীম প্রভৃতি দেখার জন্য দূর-দুরান্ত থেকে মানুষ ছুটে আসে। বিচার আসন ও নৃত্য আসন কে বা কারা সম্প্রতি নিয়ে গেছে।







আমি যখন দালালবাজার পৌঁছই, তখন প্রায় শেষ বিকেল। বাজারে লোকদের জিজ্ঞাসা করতেই পথ দেখিয়ে দিল। একটু হতাশ হলাম সরু গলি দিয়ে ঢুঁকে। একটি প্রাচীন লাল ইটের পরিত্যাক্ত দেয়ালের পেছনে কিছু অবকাঠামো দেখে। সেখানে কয়েকজন শিশুকে খেলতে দেখে জিজ্ঞাসা করলাম পেছনে কি আছে। তার হেসে দিয়ে আবার খেলায় মত্ত হল। পাশে একটা টিনের একচালা ঘর হতে একজন মাঝবয়সী মহিলা বের হতে জিজ্ঞাসা করে জানলাম, পেছনে জমিদার বাড়ীর ভগ্নদেহ পরে আছে, প্রায়ই নাকি লোকজন আসে দেখতে। বড় বড় আগাছা ডিঙ্গিয়ে ভেতরে ঢুকতে যেতেই কয়েকটা কুকুর তেরে এল। ভয় পেয়ে পিছিয়ে এলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর বছর পনেরর এক কিশোর আমার পথপ্রদর্শক হল, তার সাথে পেছন দিয়ে জমিদার বাড়ীর মূল অংশে ঢুকলাম। আহ, একি! অপূর্ব নির্মাণ শৈলীর এক ভগ্নদেহাবশেষ! কিছু ছবি তুলে ঝটপট বের হয়ে এলাম। কারন আমাকে আরও কয়েকটা জায়গায় যেতে হবে যে। সাথে নিয়ে এলাম একগাদা মন খারাপের অনুভুতি।







যেভাবে যাবেন

ঢাকা থেকে সড়কপথে গ্রীনল্যান্ড এক্সপ্রেস, আলবারাকা, আলম, ইকোনো অথবা ঢাকা এক্সপ্রেসে লক্ষ্মীপুর যেতে পারেন। সময় লাগে সাড়ে ৪ ঘন্টা। বাস ছাড়ে সায়েদাবাদ থেকে। রিকশা নিয়ে এখানে যাবেন। ভাড়া নেবে ২০ টাকা।



ইনফো কার্টেসিঃ

Click This Link

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

নীল ভোমরা বলেছেন: সুন্দর পোস্ট!...আবহেলিত এইসব পূরাকীর্তি শেয়ার করার জন্য ধন্যবাদ!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ নীল ভোমরা।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

ইয়েন বলেছেন: ধন্যবাদ ....আপনার সিরিজটা একসময় মন দিয়ে দেখব .. আপনার এই সিরিজ লিখার কষ্ট এবং পোস্ট এ অনেকগুলো ভাল লাগা এবং +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পাঠ এবং মন্তব্য'র জন্য কৃতজ্ঞতা জানবেন।

অনেক ধন্যবাদ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

আবু সালেহ বলেছেন: খুব শীগ্রই দেখার ইচ্ছে রইলো.......ধন্যবাদ আপনাকে......শেয়ার করার জন্য...........

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনকেও অনেক ধন্যবাদ, এই বোকা মানুষের ব্লগে স্বাগতম।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

মামুন রশিদ বলেছেন: পলেস্তরা খসে পড়া নির্জন বাড়িগুলো দেখলে মন খারাপ হয়ে যায় । অথচ এক সময় এই বাড়িগুলো কি প্রাণরসেই না পূর্ণ ছিল!

চমৎকার সিরিজের সাথে আছি ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবসময় সাথে থাকার জন্য নতুন করে আর কি বলবো আপনাকে।

কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

হেডস্যার বলেছেন:
ভালোই...এখনো দেখা হয় নাই। সময় করে যাব।
আপনার গ্রামের বাড়ি কি লক্ষ্মীপুরে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: না ভাই, আমি পুরাতন ঢাকার স্থানীয়। কিছুদিন আগে অফিসের কাজে লক্ষ্মীপুর গিয়েছিলাম। তখন কিছু জায়গা ঘুরে দেখেছি। বিশেষ করে এই সিরিজের জন্য।

মন্তব্য এবং পাঠে কৃতজ্ঞতা জানবেন।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: অজানা তথ্যগুলো জানা হলো বোকা মানুষ বলতে চায়।
ভেঙ্গে পরা ইট বালি আর চুন সুরকির তৈরি এই দর দালানে কত ইতিহাস লুকিয়ে আছে কে জানে ।
শুভকামনা ।
+

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জুন। আপনার প্রতিও রইল অনেক শুভকামনা।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

সুমন কর বলেছেন: যথারীতি গুড পোস্ট। সাথে আছি।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তোমারা যে আছো তাই, আমি পথে হেঁটে যাই......।

ধন্যবাদ সুমন ভাই।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

পথহারা নাবিক বলেছেন: ++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ছবি পোষ্ট।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। কিন্তু ইহা শুধু ছবি পোস্ট? লেখাওতো দিয়েছি ভাই।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

বেকার সব ০০৭ বলেছেন: অজানা তথ্যগুলো জানা হলো গুড পোস্ট

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইল। ভবিষ্যতেও এই সিরিজের সাথে পাবো আশা করি।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কেবলই মন খারাপ হয়ে যায় । কবে এসব সঠিক সংস্কার হবে?? ভেঙ্গে পড়ার পর?? :(

শুভেচ্ছা আপনাকে চমৎকার একটা কাজের জন্য ।

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আদনান শাহ্‌িরয়ার। কাজের ব্যাস্ততার জন্য ইদানিং লেখার সুযোগ খুব কমে গেছে।

১২| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

এহসান সাবির বলেছেন: আপনার সিরিজটাই চমৎকার।

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দোয়া করবেন, এই সিরিজটাকে নিয়ে যেন বহুদূর যেতে পারি।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫০

তানভীর১১১৩ বলেছেন: অনেকদিন আগে গিয়েছিলাম। :-)

১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ, বোকা মানুষের ব্লগে স্বাগতম। :)

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

মাদিহা মৌ বলেছেন: ওমা! এটা তো দেখছি আমার বাড়ির পাশে! একটা কবিতা ছিল না, যার ভাবার্থ ছিল, সহজে পাওয়া সৌন্দর্য দেখা হয় না। আমারো দেখি একই অবস্থা!

২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "বহুদিন ধরে বহু পথ ঘুরে
বহু ব্যয় করে বহুদেশ ঘুরে,
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু,
দেখা হয়নাই চক্ষু মেলিয়া
ঘর হৈতে শুধু দুপা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।" :)

ধন্যবাদ পুরানো এই জমিদার বাড়ির পোস্টগুলো আগ্রহ নিয়ে পাঠ এবং পাঠ প্রতিক্রিয়া জ্ঞাপনের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.