নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

ভ্রমনে জটিল প্রেম! (অ্যা ছি!নেমা রিভিউ!!!)

১০ ই মে, ২০১৪ রাত ৯:৫৪



. .. ... নায়িকার বিবাহের জন্য পাত্র দেখা হচ্ছে, কিন্তু নায়িকা বিয়ে করতে রাজী নয়। কিন্তু বাবা আর ভাই তাকে চেপে ধরে কেন সে বিয়ে করতে রাজী নয়। নায়িকা বিয়ের হাত থেকে বাঁচতে মিথ্যা বলে, সে কাউকে ভালোবাসে। আর যায় কোথায়, ভাই চেপে ধরে ছেলের নাম কি? নায়িকা কিছু ভেবে পায় না কি বলবে। ঠিক তখন ড্রয়িং রুমের সেন্টার টেবিলে দেখে “জীবন” মিনারেল ওয়াটারের বোতল। এই তো, নাম পাওয়া গেছে, ছেলের নাম জীবন। হাসতে হাসতে মাথা ব্যাথা... :P



এরপর নায়িকার ভাই ঢাকা শহরে যেখানে যত জীবন নামের ছেলে আছে সবাইকে ধরে ধরে পেটাতে আরম্ভ করে...

হ্যাঁ ভাই, ইহা একটি সিনেমার কাহিনী, যা এই হতভাগা একযুগেরও বেশী সময় পর সিনেমা হলে গিয়ে দেখেছে। গত বছরের মাঝামাঝি সময়ে শেরপুর-জামালপুর যাই আমরা ১৮ জনের দল, একটি মাইক্রবাস এবং একটি প্রাইভেট কার নিয়ে। রাস্তায় ভয়াবহ জ্যামের কবলে পরে আমরা সকাল সাতটায় ঢাকা থেকে রওনা দিয়ে প্রায় সন্ধ্যা নাগাদ পৌঁছই শেরপুর। হোটেলে চেকইন করে সেদিনের মত আর কিছু করার ছিল না। হোটেলের পাশে এক রোড সাইড চায়ের দোকানে সবাই দল বেঁধে চা পান করতে করতে বলছিলাম কি করা যায়?



রাত তখন মাত্র সাতটা। স্থানীয় কিছু মানুষ জানালো জেলা স্টেডিয়ামে বাণিজ্য মেলা চলছে। সবাই চা খেয়ে রওনা দিলাম বাণিজ্যমেলা অভিমুখে। তো বাণিজ্যমেলা’র মাঠে বসে কয়েকজন গল্প করছিলাম, আর বাকীরা ইতস্তত ঘোরাফেরা করছিল, ঢুঁ মারছিল বিভিন্ন স্টলে। তো এক বড় ভাই প্রস্তাব করলেন, সবাই মিলে নাইট শো’তে সিনেমা দেখি। কারণ, আমরা যে হোটেলে উঠেছিলাম ঠিক তার বিপরীতে ছিল একটি সিনেমা হল। এই প্রস্তাব কয়েকজন ছাড়া সবাই লুফে নিলো।



কয়েকজন আলোচনা শুরু করে দিল শেষ কবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে। যাই হোক সবাই বেশ এক্সাইটেড মনে হল। আমাদের মধ্যে কনিষ্ঠ একজনকে দায়িত্ব দেয়া হল সিনেমা হলে গিয়ে ওখানকার পরিবেশ, সিনেমা ভালো না মন্দ, হল কেমন এসব খবর নিয়ে আসতে। আমরা গেলাম রাতের খাবার খাওয়ার জন্য আর সে গেল খোঁজ-খবর নিতে।



সে এসে জানালো সব ভালো। হল ম্যানেজার তাকে আশ্বস্ত করেছে এত ভালো সিনেমা কয়েক বছরে এই সিনেমা হলে আসেনি। আমরা নিশ্চিন্ত হলাম, কারণ সাথে বেশ কয়েকজনা মেয়েও ছিল। সবাই খুব এক্সাইটমেণ্ট নিয়ে হলে ঢুকলাম। ততক্ষণে প্রায় আধঘণ্টা পেরিয়েছে সিনেমা শুরু হয়েছে। সিনেমার নাম “জটিল প্রেম”। আমরা হলে ঢোকার মুখে একটু ধাক্কা খেলাম, কি নোংরা রে বাবা! যাই হোক একেবারে উপরে স্পেশাল বক্সে আমাদের টিকেট কাটা ছিল। সবাই সিটে যখন বসছি তখন স্ক্রিনে একটা আইটেম সঙ চলছিল, গানের লিরিক্স শুনে হাসতে হাসতে পেট ব্যাথা... “আমার কম্পিউটারে ভাইরাস ঢুকছে, মাথা আমার নষ্ট...” পুরাই লুল।



যাই হোক আশেপাশে খেয়াল করতে দেখি উপরে আমরা ছাড়া আর কোন দর্শক নেই! আমরা বুঝলাম এই জেলা শহরে নিশ্চয়ই আমাদের মত পাগল কেউ নাই যে নাইট শোতে সিনেমা দেখতে আসবে।



গান শেষে সিনেমা’র গল্প বুঝার চেষ্টা করলাম। সিনেমার নায়িকা হল এক বিরাট ব্যাবসায়ি নেতার মেয়ে, নায়িকার ভাই বিরাট টেরর। নায়িকার বিবাহের জন্য পাত্র দেখা হচ্ছে, কিন্তু নায়িকা বিয়ে করতে রাজী নয়। কিন্তু বাবা আর ভাই তাকে চেপে ধরে কেন সে বিয়ে করতে রাজী নয়। নায়িকা বিয়ের হাত থেকে বাঁচতে মিথ্যা বলে, সে কাউকে ভালোবাসে। আর যায় কোথায়, ভাই চেপে ধরে ছেলের নাম কি? নায়িকা কিছু ভেবে পায় না কি বলবে। ঠিক তখন ড্রয়িং রুমের সেন্টার টেবিলে দেখে “জীবন” মিনারেল ওয়াটারের বোতল। এই তো, নাম পাওয়া গেছে, ছেলের নাম জীবন। হাসতে হাসতে মাথা ব্যাথা... :P



এরপর নায়িকার ভাই ঢাকা শহরে যেখানে যত জীবন নামের ছেলে আছে সবাইকে ধরে ধরে পেটাতে আরম্ভ করে। এই করতে করতে একসময় সে আরেক বড় টেররের ছেলেকে পেটায়, আর এতে করে ক্ষেপে যায় ঐ টেরর। প্রতিশোধ নিতে নায়িকাকে কিডন্যাপ করতে ধাওয়া করে, নায়িকা বাঁচতে প্রাণপণ দৌড়... এই সময় নায়কের আবির্ভাব... কিন্তু কোথায়? হাসতে হাসতে চোখ ব্যাথা... :P



নায়ক হাতিরঝিলে... কোন এক চারাগাছের গোঁড়ায় জলত্যাগ করছে... এটা নায়কের প্রথম দৃশ্য পুরো ছবিতে... রুচিশীল স্ক্রিপ্ট রাইটার বটে... এটুকু হলেও চলতো, কিন্তু এরপরের দৃশ্যে নায়িকা দৌড়াতে দৌড়াতে নায়ক জলত্যাগরত অবস্থায়ই নায়কের উপর গিয়ে পরে। ফলাফল? জলত্যাগের জায়গাতেই নায়িকাকে নিয়ে নায়কের চিৎপটাং হওয়া... মাইরালা কেউ আমারে মাইরালা... :P



স্টকে থাকা সবটুকু ধৈর্য শেষ করে অনেক কষ্টে আধঘণ্টা’র মত সিনেমা দেখে হল থেকে বের হলাম। পরেরদিন সকালে খুব ভোরে বের হলাম গজনী, মধুটিলা ঘুরতে... কিন্তু গাড়ীতে সারাক্ষণ ছিল দুটি শব্দ “জটিল প্রেম” আর “আমার কম্পিউটারে ভাইরাস ঢুকছে, মাথা আমার নষ্ট...”। মনে মনে বললাম, মাফও চাই, দোয়াও চাই... আর দেখতাম না ছি!নেমা..



ও আরেকটা কথা হল থেকে বের হওয়ার সময় দেখি নীচেও কোন দর্শক নেই। তারমানে আমরা কয়েকটা বোকা ছাড়া আর কেউ নেই পুরো সিনেমা হলে... :O :O :O :’(

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ রাত ১১:১৬

আরাফআহনাফ বলেছেন: হা হা হা ..।মজা , পুরাই মজা।

১১ ই মে, ২০১৪ দুপুর ২:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মজা হি মজা রে ভাই....।

২| ১০ ই মে, ২০১৪ রাত ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~

১১ ই মে, ২০১৪ দুপুর ২:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ;) ;) ;)

৩| ১১ ই মে, ২০১৪ রাত ১২:১৫

আপেক্ষিক বলেছেন: কাহিনী শুনে মজা পেলাম।:D :D :D কম্পিউটার এ ভাইরাস :P

১১ ই মে, ২০১৪ দুপুর ২:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জী, মাথা মনে হয় কম্পিউটারের সাথে ইন্সটল করা..... ;)

৪| ১১ ই মে, ২০১৪ রাত ১২:১৬

মহামহোপাধ্যায় বলেছেন: আমার কম্পিউটারে ভাইরাস ঢুকছে, মাথা আমার নষ্ট :D :D :D :D

১১ ই মে, ২০১৪ দুপুর ২:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আর মোবাইলে ভাইরাস ঢুকলে??? :P :P :P

৫| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৫৭

মামুন রশিদ বলেছেন: প্রথম প্যারা পড়ে সিনেমার বাকি কাহিনী শুনার সাহস হারিয়ে ফেলেছি :|| :-&

১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আর আমরা প্রায় ৪০ মিনিট এই মহান চলচ্চিত্র দেখেছি, বুঝেন অবস্থা। মজার ব্যাপার কাল রাতে গুগলে সার্চ দিয়ে দেখি সামুতেই গতবছর এই মুভি নিয়ে রিভিউ হয়েছে। খুবই নাকি সেইরাম মুভি। মাইরালান ভাই....আমারে মাইরালান ;) :(

৬| ১১ ই মে, ২০১৪ সকাল ৯:১৬

সোহানী বলেছেন: মাইরালা.... আমারে মাইরালা !!!!!!!!!!!!!

১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁরে আপু হ্যাঁ, পুরাই মাইরালা...

৭| ১১ ই মে, ২০১৪ সকাল ১১:০৭

আমি তুমি আমরা বলেছেন: ক্ষিক ক্ষিক ক্ষিক ... ... এই মুভির রিভিউ পড়ে কম্পিউটারে ভাইরাস ঢুকেছে, মাথা আমার নষ্ট ... ... ;) :P

১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাইরে এই মুভি মাত্র ৪০ মিনিট দেখেই আমার হাসতে হাসতে মাথা ব্যাথা, চোখ ব্যাথা...

গীতিকারের পিসির সাথে মাথা ইন্সটল করা ছিল নিশ্চয়ই...

:P :P :P

৮| ১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: “আমার কম্পিউটারে ভাইরাস ঢুকছে, মাথা আমার নষ্ট...” =p~ =p~

এক দৃশ্যের দুইবার বর্ণনা না দিয়ে আরও কিছু দৃশ্যর বর্ণনা দিতে পারতেন, আরও মজা হতো । =p~ তবে যেহেতু আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকছে আর মাথাও গেছে নষ্ট হয়ে তাই মেনে নিলাম । =p~ =p~ =p~ হাসতেই আছি !

১৪ ই মে, ২০১৪ বিকাল ৩:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :( :( :(

ধন্যবাদ আদনান শাহ্‌িরয়ার ভাই। এক দৃশ্যের বর্ণনা দুইবার দেয়ার জন্য দুঃখিত। নিজেও পরে এটা খেয়াল করেছি, কেমন বেখাপ্পা লাগে পড়তে গেলে।

আরেকটা মজার ঘটনা বলি। আমাদের সাথে আমাদের মাইক্রোবাসের ড্রাইভারকেও নিয়ে গিয়েছিলাম সিনেমা দেখতে। সে ঐদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ড্রাইভ করেছে। পরেরদিন আবার সকাল ছয়টায় আমরা বের হব। আমরা যখন চলে আসব সিনেমা হল থেকে সে বলে পুরো ছবিটা দেইখা আসি!! অনেক কষ্টে তাকে হল থেকে নিয়ে আসছি্লাম।

৯| ১২ ই মে, ২০১৪ রাত ১২:২৮

মশিকুর বলেছেন:
আসলেই ভাইরাস ঢুকছে =p~ =p~ =p~

১৪ ই মে, ২০১৪ বিকাল ৩:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :) :) :)

এণ্টিভাইরাস সফটওয়্যার কিন্না দেন পিলিজ... ;)

১০| ১২ ই মে, ২০১৪ ভোর ৬:২২

তাসজিদ বলেছেন: জটিল ছবি

১৪ ই মে, ২০১৪ বিকাল ৩:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মিস করছেন তো পস্তাইছেন... ;)

১১| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৩:৫২

মদন বলেছেন: মাথা আমার নষ্ট :)

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মনে নিয়েন না ভাই কষ্ট... :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.