নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

খুব বেশি সাদামাটা

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:০১





এই আমি

খুব সাদামাটা একজন

এতটাই সাদামাটা, যতটা সাদামাটা হলে

হাজারো রঙের ভিড়ে সহজেই হারিয়ে যাওয়া যায়।



আজ সকালে যে রিকশায় করে তুমি

গিয়েছিলে অফিসে, সেই রিকশাওয়ালার

জামার রঙ কি ছিল মনে আছে কি তোমার?

জানি নেই, কেননা আমি সেই রঙ

যা মনে দাগ কাটে না, হাজারো স্মৃতির ভিড়ে

হারিয়ে যায়।



আমি লোকাল বাসের সেই কন্ডাক্টরের মত

যার সাথে তোমার রোজ কথা হয়,

ভাড়া বিনিময় করতে গিয়ে

কিন্তু তার চেহারাটা কি মনে থাকে বল

যেমন আমারটাও মনে থাকার কথা নয়।



আমি ঘাস ফড়িং এর রঙ নই

নই প্রজাপতির ডানার বাহারি রঙ

আমি আটপৌরে মুদিখানার দোমড়ানো ঐ ঠোঙাটার মত

সাময়িক প্রয়োজন শেষে যাকে আস্তাকুরে ফেলে দিতে হয়।



আমি ফেরিওয়ালার একঘেয়ে ঐ সুরের মত

যা ভুলেও কেউ গুণগুণ করে কণ্ঠে তোলে না

আমি রাজপথের দেয়ালে সাটা অজস্র পোস্টার

এর একটি, যা কখনো আলাদা করে চোখে পরে না

আমি আটদশটা সাধারণ কর্মব্যাস্ত দিনের ক্লান্তি

যা ঝেরে ফেলে এগিয়ে যেতে হয় প্রতিদিন

আমি সাদামাটা একফালি আকাশ, মেঘলা দিন।

আমি ক্লাসের সেই ছেলেটির মত, সবার অগোচরে যে

বছরের পর বছর পার করে দেয়, একাকী সঙ্গিহীন।



সাদামাটা আমি

একাকী নিশ্চুপ বসে আছি কত সহস্র বছর

বসে থাকবো আরও কত কাল,

জানা নেই গন্তব্য অথবা ভবিষ্যৎ

শুধু জানি হাজারের ভিড়ে আমি এক নিশ্চল।



কারণ, সাদামাটাদের কিছু চাওয়া পাওয়া থাকতে হয় না...



(সাদামাটা এই কবিতা নামক অখাদ্যের জন্য সকল পাঠকের নিকট ক্ষমাপ্রার্থী)

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:০৯

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো!!!

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :) ভালো লাগায়, ভালো লাগা।

৩| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।শুভ কামনা রইল

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা

৪| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:১০

ডি মুন বলেছেন: আমি আটদশটা সাধারণ কর্মব্যাস্ত দিনের ক্লান্তি
যা ঝেরে ফেলে এগিয়ে যেতে হয় প্রতিদিন
আমি সাদামাটা একফালি আকাশ, মেঘলা দিন।
আমি ক্লাসের সেই ছেলেটির মত, সবার অগোচরে যে
বছরের পর বছর পার করে দেয়, একাকী সঙ্গিহীন।



কবিতায় ভালো লাগা।

খব সুন্দর লিখেছেন। কোনো জটিল শব্দের সমাহারে বিভ্রান্তিমূলক কিছু নয় বরং সোজাসাপটা মনের কথা।

অনেক অভিনন্দন আপনাকে।

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

৫| ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:১৬

সুমন কর বলেছেন: ভাল লাগল।

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :) :) :)

৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:০৮

মিনুল বলেছেন: ভালোই সাদামাটা একটি কবিতা। শুভকামনা রইলো।

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মিনুল।

৭| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:৩০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আপনি যাকে অখাদ্য বলে ক্ষমাপ্রার্থনা করছেন (!) আমার কাছে তা রীতিমত সুখাদ্যই এবং স্পাইসি লাগলো ...
অতএব পাঠকের মনের কথা না শুনে কমেন্ট করা বন্ধ রাখুন জনাব X( ;) B-)

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস),আর কক্ষনো এমন ক্ষমা চাইতাম না। এইবার না হয় মাফ কইরে দেন। :(

৮| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:৩৯

নিশ্চুপ দেবদূত বলেছেন: ভালো লাগলো.....

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ নিশ্চুপ দেবদূত

৯| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:৩৪

আমি গাঙচিল বলেছেন: ভালও লাগা জানিয়ে গেলাম

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লাগলো জেনে খুব ভালো লাগছে। ধন্যবাদ।

১০| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৫৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সহজ বাক্যে কিছু কঠিন অনুভুতি । ভালো লাগলো ! :)

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সহজ বাক্যে কিছু কঠিন অনুভুতি !!!

এতোটা টাচি কবিতা হবে ভাবিনি। ধন্যবাদ প্রিয় আদনান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.