নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসুন কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট

২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫







সাধারনত রাঙ্গামাটি বেড়াতে গেলে আমরা ঝুলন্ত ব্রিজ হতে অথবা তবলছড়ি ঘাট হতে বোট ভাড়া করে কাপ্তাই লেক, শুভলং ঝর্না, বিজিবি ক্যাম্প, জুম রেস্তোরা, চা-বাগান এগুলো ঘুরে দেখি। কিন্তু কাপ্তাইয়ের আসল রূপ দেখতে হলে আপনি স্থলপথে সরাসরি চলে যান কাপ্তাই, নেমে পড়ুন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র’র গেটে। পারমিশন থাকলে জলবিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখতে পারেন। পারমিশন না থাকলেও ক্ষতি নেই, এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে নৌকো ঘাটে চলে যান। একশত টাকা ঘণ্টা চুক্তিতে ঘণ্টা দুয়েক ঘুরে বেড়ান কাপ্তাই লেকের নীল জলে, সাথে থাকবে একফালি নীলাকাশ আর চিরহরিৎ বৃক্ষরাজির চোখ ধাঁধানো সবুজ।



এখান থেকে বেড়ানো শেষে একে একে দেখার মত অনেকগুলো স্পট আছে। কাপ্তাই জাতীয় উদ্যান, আর্মি পিকনিক স্পট, নেভি লেকভিউ পিকনিক স্পট, জুম রেস্তোরা, শেখ রাসেল এভিয়ারি পার্ক ইত্যাদি। সারাদিন ঘুরেও শেষ করতে পারবেন না। আর লাঞ্চ জুম রেস্তোরায় না সেরে ১০০ গজ সামনে “ফ্লোটিং প্যারাডাইস” নামক রেস্তোরায় সারুন, অসাম লেকভিউ দেখতে দেখতে খাবার খাওয়া... অসাধারণ অনুভূতি।



যাই হোক আজ বলব নেভি লেকভিউ পিকনিক স্পটের গল্প। কাপ্তাই জাতীয় উদ্যানে যাওয়ার জন্য জলবিদ্যুৎ কেন্দ্রর গেট হতে সিএনজি নিয়ে যাওয়ার পথে সিএনজি চালক বলল এই স্পটের কথা। বিকেলে গেলাম সেখানে, গিয়েতো চক্ষু চড়কগাছ। মাথা নষ্ট সৌন্দর্য, না দেখলে বুঝতে পারবেন না। ১০ টাকা করে টিকেট কেটে পুরোটা ঘুরে বেড়াতে ঘণ্টা দেড়েক লাগবে না। কিন্তু সমস্যা আছে... সমস্যা হল এই সৌন্দর্য দেড় ঘণ্টায় দেখার না, কমপক্ষে দেড়দিন বসে থাকা উচিত এমন প্রকৃতির অসীম সৌন্দর্যের সম্মুখে। কি বিশ্বাস হচ্ছে নাতো? দেখুন নীচের ছবিগুলোতে







এখান হতে টিকেট কেটে ঢুকে পড়ুন









এগিয়ে যান এমন পথ ধরে









অথবা ঐ ওরকম পথে









এবার শুধু দেখার পালা, কথা হবে চোখের ভাষায়























ক্লান্ত? আসুন একটু বসে নেই :P







আসুন আবার শুরু করি প্রকৃতির রুপ সুধা পান



























কি হল? আবার টায়ার্ড :-* আসুন আবার বিশ্রাম নিয়ে নেই :)







এতো দেখি, তবু কেন চোখের তৃষ্ণা মেটে না.... :(



























অনেকতো দেখা হল, এবার ফেরা উচিত। শেষে গাড়ী পাওয়া যাবে না। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম; আপনিতো গাড়ী নিয়ে এসেছেন। আপনারা থাকুন আরও কিছুক্ষণ, গোধূলি লগ্ন পার করে না হয় ফিরবেন। সাথে করে আমার জন্য কিছু ছবি তুলে নিয়ে আসবেন। আমি গরীব মানুষ যে.... আমায় লোকাল বাস ধরতে হবে। শেষ বাস ছাড়লো বলে......... ;)



গেলাম তবে ফিরতি পথে











মন্তব্য ৪৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০১

পাগলামৃদুল বলেছেন: awesome place..........

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: really awesome... thanks for the comment :)

২| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৫

প্রশান্ত মন বলেছেন: কিছুদিন ধরে কাপ্তাই যাওয়া প্লান করছিলাম,
বউ আর আমার একসাথে সময় হয়ে উঠছিলনা তবে যাবই ইন শা আল্লাহ।
তবে কোথায় যাব ঠিক করতে পারছিলামনা, আপনার পোষ্ট দেখে সিদ্ধান্ত পাক্কা নেভী লেক ভিউ পিকনিক স্পটেই যাব।
অসংখ্য ধইন্না।

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সকালে নেভী লেক ভিউ ঘুরে দুপুরের লাঞ্চ "ফ্লোটিং প্যারাডাইস" এ সেরে বিকেলটা কাটাতে পারেন শেখ রাসেল এভিয়ারী পার্কে

৩| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

সুমন কর বলেছেন: বর্ণনা কম আর চমৎকার সব ছবি দেখতে দেখতে পোস্ট শেষ হয়ে গেল। গুড পোস্ট।

৫ম লাইক।

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুমন ভাইরে… এই জিনিষ বর্ননাতীতরে ভাই… শুধু চৌক্ষে দেখার…

৪| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫

সুমন কর বলেছেন: বর্ণনা কম আর চমৎকার সব ছবি দেখতে দেখতে পোস্ট শেষ হয়ে গেল। গুড পোস্ট।

৫ম লাইক।

৫| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

লিখেছেন বলেছেন: আপনার মন্তব্য লিখুন

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লিখেছেন বলেছেন: আপনার মন্তব্য লিখুন

৬| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৩

সোহানী বলেছেন: ... সু্ইজারল্যান্ড ও ফেইল। ওদের ওই ছোট ছোট পাহাড় নিয়ে কি ভাব !!! আমাদেরটা দেখলে তো টাসকি খেয়ে যাবে।

অফ দা রেকর্ড... বাবার চাকরীর সুবাদে কাপ্তাই ডেমের উপর আমাদের বাসা ছিল। পাহাড়ের কাচাঁ সিড়ি দিয়ে সটকাটে উঠতাম বাসায়.... অনেক দিন পর মনে করিয়ে দিলেন সেই সব দিনের কথা।

ভালো লাগা সহ +++++

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকে একগাদা হিংসা হিংসা হিংসা…

৭| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১০

চেয়ারম্যান০০৭ বলেছেন: ১৬ বছর ওখানেই ছিলাম আব্বুর চাকুরীর কারণে।আব্বু আম্মু এখনো ওখানে, কাপ্তাই কর্ণফুলী পেপার মিল এ।এবার ঈদ করে আসলাম ,নেক্সট ঈদেও যাচ্ছি ইনশাআল্লাহ্‌। নেভীদের ক্যাম্পের ভেতরটায় ঢুকতে পারলে দেখতেন ভেতরে আরো কত সুন্দর ( বা নৌ জা শহীদ মোয়াজ্জেম গেইট দিয়ে)। ওর ভিতরে স্কাউটিং কোর্স করতাম নেভীদের সুপারভাইজেশনে।আর ছোট বেলায় ঈদের ছুটিতে বেড়ানো মানেই ছিল জুম রেস্তোরা।চমতকার একটি জায়গা।একেবারে মন ভালো করে দেওয়ার মতন।

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও একগাদা হিংসা হিংসা হিংসা…

৮| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:

৮ম ভালোলাগা।

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শোভন তুমি দিন দিন পড়ালেখায় পিছিয়ে যাচ্ছো… ৮ম!!!
;)

৯| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

টুং টাং বলেছেন: যাব ইন শাহ আল্লাহ

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইন শা আল্লাহ

১০| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

টুং টাং বলেছেন: যাব ইন শাহ আল্লাহ

১১| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমার তো দেখেই মরে যেতে ইচ্ছে করছে । কি অসাধারণ !

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শাহরিয়ার ভাইজান মইরেননা…আপনার পিলিচ লাগে…

আসলেই অসাধারন সব ভিউ…না গেলে সত্যি মিস করবেন…

১২| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

একাকী রবিন বলেছেন: অপূর্ব

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই অপূর্ব।

ধন্যবাদ।

১৩| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++
থাকার কোনো ব্যবস্থা নাই ? :(
ভালো থাকবেন :)

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রর আগে মেইন স্টপেজ "লিচুবাগান" এ থাকতে পারেন। আমি আসলে ওখানে সকালে গিয়ে সন্ধ্যায় ব্যাক করেছি। তাই এই ব্যাপারে তেমন তথ্য দিতে পারছি না।

১৪| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমিতো ছবিগুলো দেখে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি ...!

এমন চমৎকার সব জায়গা আমাদের দেশে আছে অথচ আমরা বাইরে ঘোড়াঘুড়ির জন্য উতলা হয়ে থাকি ...!!

ধন্যবাদ প্রিয় বোকামানুষ আপনার এই পোস্টগুলা বাংলা প্রকৃতিকে তুলে আনছে বাংলা ব্লগোস্ফিয়ারে, ব্লগ ডিস্কভারি কিংবা জিওগ্রাফিক চ্যানেল হইলো আপনার ব্লগটা ... ;)

পোস্টে প্লাস!!!

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রিয় নাফিস, এভাবে বললে লজ্জা পাই ভাই। আমি অতি সাধারণ শৌখিন এখন ভ্রমন প্রিয় মানুষ মাত্র। বর্তমানে ফেসবুকে বাংলাদেশী ৫০টির মত ট্রাভেলিং গুপ এক্টিভ আছে.… সেখানে বাঘা বাঘা সব ট্রাভেলারদের ভ্রমণ কাহিনী পড়ে খুব ঈর্ষা হয়।

তারপরও thanks for the complement.

১৫| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

ডি মুন বলেছেন: দারুণ, প্রিয়তে নিয়ে গেলাম। :)

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ডি মুন... :)

১৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

মৃদুল শ্রাবন বলেছেন: গত কাল আমার একটা পোষ্ট ছিল প্রাকৃতিক সপ্তাচার্য হেলং বে কে নিয়ে। হেলং বের সৌন্দর্য কে আমি মনোমুগদ্ধকর বলে লিখেছি। কিন্তু আপনার পোষ্টের ছবিগুলো দেখে আমি আর ভিয়েতনামের ঐ হেলং বে কে সুন্দর বলতে পারছি না। আমার দেশের যে সৌন্দর্য আপনি তুলে ধরেছেন তা আসলেই অসাধারণ। আমার মনে হয় আমি পৃথিবীর যত সুন্দর কিছু দেখেছি আমার দেশের সৌন্দর্যের সাথে কোন কিছুরই তুলনা নেই।

অসাধারণ এই পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: One of the best complement I got on blog...is this one... Thanks bro.

১৭| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯

জুন বলেছেন: অনেক ছোট বেলায় দুবার কাপ্তাই ড্যাম আর তার আশে পাসের এলাকা দেখেছিলাম। সত্যি অসাধারন তার রূপ । আপনার ছবিতে জীবন্ত হয়ে উঠেছে যেন।
+
অটঃ যদি কিছু মনে না করেন তো বলি । আপনি নীচের ছোট ২ ছবিগুলো মুছে দিলে পোষ্ট লোডে সুবিধা হয় । নইলে বড্ড দেরী হয় , ধৈর্য্যচ্যুতি ঘটে পাঠকের/ দর্শকের :)

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপু। একেবারে শেষে পোস্টে ব্যাবহৃত সব ছবি চলে আসে। এটা কিভাবে রিমুভ করতে হয় আমি জানিনা। :( প্লীজ যদি জানা থাকে, কাইন্ডলি একটু জানাবেন। আসলেই ওগুলো খুবই বিরক্তিকর।

১৮| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬

জুন বলেছেন: বোকা মানুষ আমি সামুর সেই আদি সিষ্টেমে ছবি আপলোড করি পোষ্টে। যদি আপনি তাই করে থাকেন তাহলে ছবি যুক্ত করুন বক্সে ছবি এনে পোষ্টে ইন্সার্ট করে দেয়ার পর দেখবেন এক সাথেই উপরে লেখা আছে মুছে ফেলুন । ওখানে ক্লিক করলেই ছবি মুছে যাবে বক্স থেকে আপনার নীচে আর ছবি আসবে না । পোষ্টের ছবি থাকবে । এমন করে প্রতিটি ছবি পোষ্টে ইন্সার্ট করে দেবার পর মুছে ফেলবেন এ ক্লিক করবেন ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপু। উফফ.… বিশাল এক যন্ত্রনা থেকে বাঁচালেন। :)

১৯| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১০

Kawsar Siddiqui বলেছেন: সুন্দর :)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ।

২০| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

খাটাস বলেছেন: এতো দেখি, তবু কেন চোখের তৃষ্ণা মেটে না.... :(
চমৎকার, অসাধারণ। ++++
চোখ ধাধিয়ে গেল।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, বহুদিন পর ভাইজানকে আমার ব্লগে পেলাম। ভালোলাগা'র সাথে শুভকামনা আপনার তরে।

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: চমৎকার!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ।

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: আপনার ভ্রমণ আর আমার মানস ভ্রমণ :-) ভালো থাকবেন সব সময়। ঘুরবেন আর লিখবেন, তাতে আপনার এই ভাইয়েরও ঘোরা হয়ে যাবে। :-P

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মন্তব্যে ভালো লাগা। কিছুদিন হল আমার প্রিয় বিষয় ভ্রমণ নিয়ে লেখা কমিয়ে দিয়েছি। এই সপ্তাহ থেকে সপ্তাহে অন্তত দুটি ভ্রমণ বিষয়ক লেখা লিখবো ইনশাল্লাহ।

ভালো থাকবেন।

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২৪| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

মৈত্রী বলেছেন: চিটাগাং থেকে লোকাল বাসে যেতে কতক্ষন লাগবে??
আমার জানা জরুরী কারন কাপ্তাই এবং শেখ রাসেল এভিয়ারী পার্ক একসাথে শেষ করে চিটাগাং শহরে আসতে হবে..!!

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনিচ্ছাকৃত বিলম্ব প্রতিত্তরের জন্য আন্তরিকভাবে দুঃখিত। চিটাগাং থেকে লোকাল বাসে যেতে ২।৫০-৩।০০ ঘণ্টা লাগবে। একদিনে শেষ করতে পারবেন, আমি একদিনেই উল্লেখিত স্পট দুটিসহ আর দুটি স্পট কাভার করেছিলাম।

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.