নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

বোকা কবি'র রাত্গুলো

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫





রোজ রাতে, একা ছাঁদে

বোকা এক কবি,

বসে বসে কি খুঁজে?

জানা যেত যদি!



জোছনার বৃষ্টি

হয় নাকো রোজ,

দুঃখে পোড়া কবিদের

কে নেয় খোঁজ?



আকাশের তাঁরারা

চোখ টিপে ইশারায়,

দূর থেকে মজা লোটে

বোকা কবি অসহায়।



তাঁরা দেখে মায়া জাগে

বোকা কবি’র হৃদয়ে,

তাঁরাদের মিছে মোহে

কবি ডুবে প্রনয়ে।



নেশা সব কেটে গেলে

চেয়ে দেখে বোকা কবি,

হৃদয়ের স্বপ্নছাড়া

পড়ে আছে বাকী সবি।



তারপরও প্রতিরাতে

দেখা মেলে খোলা ছাঁদে,

বোকা কবি এই হাসে

কখনো বা এই কাঁদে।



প্রায় রাতে বোকা কবি

গুণগুণ গান গায়,

মাঝে মাঝে জলে ভেজা

চোখ দুটো বুঁজে যায়।



কলমে কালি শেষ

নেই কাগজের খোঁজ,

বোকা কবি তবু কত

কাব্য লিখে রোজ।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০

আবু শাকিল বলেছেন: বোকা কবি =p~ =p~ =p~

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম…পুরাই বোকা, বোকার বোকা, হদ্দ বোকা.… ;)

:P :P :P

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

আমিনুর রহমান বলেছেন:




বোকা কবির ছান্দনিক কবিতায় এত্তগুলা পিলাচ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এত্তো এত্তো পিলাচগুলো
পাঠকেরা দেয় যদি,
বলো কিভাবে রাখবে ধরে
হতভম্ব বোকা কবি?

অনেক ধন্যবাদ আমিনুর রহমান ভাই। :)

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

অপূর্ণ রায়হান বলেছেন: +++++ :)
ভালো থাকবেন :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনিও এত্তগুলান পিলাচ দিলেন? ভালো থাকবো কিভাবে? পিলাচ ধরে রাখতে রাখতে হাত ব্যাথা হয়ে যাচ্ছে যে… ;)

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

কলমের কালি শেষ বলেছেন: কলমে কালি শেষ B-) :P
নেই কাগজের খোঁজ,
বোকা কবি তবু কত
কাব্য লিখে রোজ।

বোকা কবির কবিতা কিন্তু চরম লাগলো ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কলমের কালি শেষ…তো রিফিল করুন নচেৎ নতুন কলম কিনুন… ;)

( ভাই আবার মাইন্ড খাইয়েন না, হাজার হইলেও আমি বোকা মানুষ, কি বলতে কি বলি… )

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

জেন রসি বলেছেন: কলমে কালি শেষ
নেই কাগজের খোঁজ,
বোকা কবি তবু কত
কাব্য লিখে রোজ।

যখন কলমের কালি শেষ হয় তখন বোকা সময় মুচকি হাসে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম… "যখন কলমের কালি শেষ হয় তখন বোকা সময়
মুচকি হাসে।"

আমার কিন্তু কখনো সময়কে বোকা মনে হয় না। বরং মনে হয়, এই সময়ের স্রোতে বয়ে চলা এই আমরা মানুষগুলোই বড্ড বোকা।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

সোহানী বলেছেন: বোকা কবি তবু কত
কাব্য লিখে রোজ। ......

কাব্য লিখতে নেই কোন দোষ
তা'না হলে কিভাবে পাবো তার খোজঁ......

হাহাহা....... লিখেদিলাম দোস্ত ভাই একখানি মারহাবা মার্কা ছড়া......

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মারহাবা... মারহাবা... মারহাবা...

" মোর দোস্ত সোহানী
কবিতা লিখছে একখানি,
মনে রেখে দোস্তানী
খুশিতে তাই আটখানি। "

বোকা কবি এই আমি.… :P :)

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

নীল ভোমরা বলেছেন: ভাল!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুধুই ভালো? :( ;)

যাক…গানে আছে…যা দেখি তার সবই ভালো, ভাল ভালো লাগে না.… :P

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

ফা হিম বলেছেন: বোকা কবি তবু কত কাব্য লিখে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কই কত কাব্য লিখলাম? মাঝে মাঝে দুয়েক'টা লিখি…তাতেই তোমরা এমন করো…যাও খেলবো না… ;) :P

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ হানিফ রাশেদীন, শুভকামনা জানবেন।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: মজার।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার বন্ধু সুমন
দিন যাচ্ছে কেমন?
খারাপ নাকি মন?
সত্যি জানতে চায় মন…

প্রতি পোস্ট শেষে
তোমার কমেন্টস খুঁজি,
আগের মত করে কিছু
বলনা তা বুঝি।

যদি কোন ক্ষনে
দুঃখ দিয়ে থাকি মনে,
বন্ধুত্বের দাবী নিয়ে
ক্ষমা চাইলাম এক্ষনে…

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২

সুমন কর বলেছেন: অামাকে উদ্দেশ্য করে ছড়া লেখার জন্য অনেক ধন্যবাদ। !:#P

অফিসে একটু ঝামেলায়/ব্যস্ত অাছি। তাই কয়েক দিন ব্লগে সময় দিতে পারছি না। অাবার না অাসলেও খারাপ লাগে। অনেক প্রিয় পোস্ট জমা হয়ে অাছে। তাই একটু তাড়াতাড়ি করে দিচ্ছি।

কাল অাবার কি-বোর্ডের তার ইঁদুর খেয়ে ফেলেছিল ! X(( X(( তাই কোন মন্তব্য করতে মন চায় নাই। অাজ নিয়ে এলাম।



বন্ধুত্বে ক্ষমা চাওয়া নিষেধ। তাছাড়া, অাপনি কোন ভুল করেন নি।


ভাল থাকুন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাফ ছেড়ে বাচলাম
একটুখানি হাসলাম।
আমারও একই দশা,
ব্লগ বেটা সর্বনাশা।
দূর হোক সব ঝামেলা,
কথা তখন হবে মেলা।

শেষে একটা কথা,
মনে পাইছি ব্যাথা।
ইদুর বেটা মাউস ছেড়ে,
কীবোর্ডটারে কাটলি ক্যারে?

=p~ =p~ =p~

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়লাম কবিতাটি যত্ন নিয়ে ------ ছন্দগুলো অসাধারণ --- পড়তে ভীষণ ভাল লেগেছে -------

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপা, আপনাকে এই পোস্টে পেয়ে খুব ভালো লাগলো। সালাম আর কৃতজ্ঞতা জানবেন এই বোকা কবির পক্ষ হতে।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: চমৎকার!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.