নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

এক ডজন গান নিয়ে ফান – লিরিকস নিয়ে রঙ, একটুখানি ঢঙ্গ। (গীতিকাব্য প্যারোডী - পর্ব ১)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫





কিছ জনপ্রিয় গানের লিরিকস যদি তেমন না হয়ে এমন হত?



(১)

আমার মনের ফুলদানিতে

রেখো তোমার মন,

কারণ বাজারে ফুলের দাম

বেড়ে গেছে এখন।



ফুল কিনতে পয়সা লাগে

পকেট আমার ফাঁকা

তার চেয়ে সহজ বরং

প্রেমের ছবি আঁকা।



( Artist: শেখ ইশতিয়াক, Album -নিলাঞ্জনা, Song: আমার মনের ফুলদানিতে )













(২)

তুমি আমার ঘুম

তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা,

মিথ্যে কথা, ঘুমালে আমি

দিন রাত্রির খেয়াল রাখিনা।



স্বপ্ন দেখার সময় কই

নাক ডেকে অস্থির,

স্বপ্ন দেখে রাজা বাদশা

আমি যে পথের ফকির।



( Artist: টি ডব্লিউ সৈনিক, Album - স্বপ্ন দিনরাত্রি, Song: তুমি আমার ঘুম )







(৩)

এক পায়ে নুপুর তোমার

অন্য পা খালি,

লাগছে খুব সুন্দর

দে সবে হাততালি।



খালি পা থাকুক খালি

পায়েতো আছে স্যান্ডেল?

নাইলে খালি পায়ে হাঁটো

নাইকো টাকার বান্ডেল।



( Artist: তপু, Album - যাত্রী স্বপ্নচূঁড়া ১ (মিক্সড), Song: নুপুর )







(৪)

ভেতর বলে দূরে থাকুক

বাহির বলে আসুক না,

আমি বলি আমায় ছাড়া

বাকী সবাই থাকুক না।



বাহির ভেতর কাছে দূরে

জীবন আমার যাচ্ছে পুড়ে,

তুমি থাকো মহা সুখে

বেশতো আছো সুরে সুরে।



( Artist: হাবিব ও্য়াহিদ এবং ন্যান্সি, Album - থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (সিনেমা), Song: দ্বিধা )







(৫)

নিটোল পায়ে রিনিক ঝিনিক

পায়েল খানি বাজে,

বাজতে দাও বাজতে দাও

বাজনা তাদেরই সাজে।



আমি হলাম বায়ুশুন্য

কিছুতেই বাজি না,

তোমার কেন? কারো পায়েই

আমি কভু সাজি না।



(গীতিকারঃ মীরা দেব বর্মন কন্ঠ ও সুরঃ শচীন দেব বর্মন, রিমিক্স Song: ফুয়াদ আল মুক্তাদির, Album - ভ্যারিয়েশন নং. ২৫.২, Artist: রাজিব/ফুয়াদ, Song: নিটোল পায়ে )







(৬)

তুমি আমার বায়ান্ন তাস

শেষ দানেও আছি,

হাইরা গেলে দিয়ে তোমায়

আমি বাবা বাঁচি।



রোজকার ঘ্যানর ঘ্যানর

আর লাগে না ভালো,

তুমি তেমন সুন্দরও না

গায়ের রঙটা কালো।



( Artist: বাপ্পা মজুমদার, Band: দলছুট, Album - হৃদয়পুর, Song: বাজি)







(৭)

আগে যদি জানতাম বন্ধু

তুমি হইবা পর,

অনেক আগেই কইতাম তোমায়

তাড়াতাড়ি মর।



গলার কাঁটা হয়া তুমি

আটকাইছো যবে,

তখন থেইকা করছি দোয়া

কাঁটা নামবো কবে?



( Artist: মমতাজ, Album - মনপুরা (সিনেমা), Song: আগে যদি জানিতাম )







(৮)

চাইনা মেয়ে তুমি

অন্য কারো হও,

যারই হবা তারে তুমি

ছাইড়া দিবা কও?



জীবনটারে শিক কাবাব

আর নয়তো করবা বটি,

পারলেতো কাইট্টা তারে

করবা কুটি কুটি।



( Artist: হৃদয় খান, Album - হৃদয় মিক্স ১, Song: চাইনা মেয়ে )







(৯)

মেয়ে তুমি কি আকাশ চেন?

চেনো... না?

ভালো হয়েছে প্লিজ কভু

চিনতেও চেয়ো না।



আকাশ চিনলেই মাসে মাসে

দিতে চাইবে আকাশ পাড়ি,

তোমার শখ রাখতে গিয়ে

বেচতে হবে গাড়ী বাড়ী।



( Artist: আইয়ুব বাচ্চু, Album - মেয়ে (মিক্সড), Song: মেয়ে )







(১০)

সুন্দরীতমা আমার

তুমি নীলিমার দিকে তাকিয়ে

বলতে পার, “এই আকাশ আমার”,

শুধু আকাশ? বাতাস মাটি পাহাড় নদী

গাছ-গাছালি, পাখ-পাখালি

পুরো দুনিয়া সবই তোমার।



এই ভেবে যদি তুমি

থাকতে পারো সুখে,

লক্ষ্মী সোনা কাছে আসো

জড়াই তোমায় বুকে।



( শিরোনামঃ তারায় তারায় (Taray Taray) ব্যান্ডঃ ফিলিংস (Feling) অ্যালবামঃ নগর বাউল (Nogor baul) Artist: জেমস (James) )







(১১)

চাঁদ তাঁরা সূর্য নও তুমি

নও পাহাড়ি ঝর্না,

তুমি হলে পেয়াজের ঝাঁঝ

চোখে পানির বন্যা।



যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয় না,

তোমার গায়ের বিশ্রী গন্ধে

ঘরে থাকা যায় না।



(শিরোনামঃ চাঁদ তারা সূর্য, কণ্ঠঃ শাফিন আহমেদ, কথাঃ কাজী ফারুক বাবুল সুরঃ মানাম আহমেদ ব্যান্ডঃ মাইলস অ্যালবামঃ প্রতিশ্রুতি)







(১২)

তুমি রোজ বিকেলে আমার বাগানে

ফুল নিতে আসতে,

ফুল নিতে নিতে তুমি

বারে বারে কাশতে।



তখন কি আর বুঝেছিলাম

তোমার আছে যক্ষ্মা,

তোমার থেকে আমায় এসেছে

পাইনি আমি রক্ষা।



(শিরোনামঃ তুমি রোজ বিকেলে, কণ্ঠঃ কুমার বিশ্বজিৎ, অ্যালবামঃ শিকারী)



(প্রতিটি প্যারোডীর নীচে মূল গানের শিরোনাম, শিল্পীর নাম, অ্যালবামের নাম দিয়ে দিলাম)

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

ভিটামিন সি বলেছেন: প্যারোডি দেখে আমি এখন পাইলাম রে অক্কা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কেনরে ভাই, ভিটামিন সি'তেও কাজ দিল না? ;)

:( :( :(

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: আহা আহা!!
খাসা জিনিস পোস্টাইছেন বোকা ;) =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: না পড়ে ভুল করেন নাই
খান নাই আপনে ধোঁকা... :P


অনেক ধন্যবাদ বাঙ্গাল অ্যানোনিমাস।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১২

আবু শাকিল বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ;) ???

:P !!!

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

ঢাকাবাসী বলেছেন: বাহ সুন্দর!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

অন্ধবিন্দু বলেছেন:
হাহ হা। মজা পেলাম। ধন্যবাদ !

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মজা দিতে পেরে ভালো লাগলো। ভালো থাকবেন।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

হাসান মাহবুব বলেছেন: ফিউশন ভালো হয়েছে। মজা পাইলাম। প্যারোডির সাথে মূল গানের নাম ও শিল্পীর নাম উল্লেখ করে দিলে ভালো হতো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: ফিউশন ভালো হয়েছে। মজা পাইলাম। প্যারোডির সাথে মূল গানের নাম ও শিল্পীর নাম উল্লেখ করে দিলে ভালো হতো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাসান মাহবুব ভাই, অনেক অনেক ধন্যবাদ, এই আইডিয়া দেয়ার জন্য।আপডেট করে দিয়েছি, পারলে আরকেবার দেখে যাবেন। :)

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যাপক মজাক লইলাম ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্যাপক মজাক দিতে পাইরে মুই ধইন্যা হইলাম, আন্নেরেও এক আটি ধইন্যা দিলাম। :P :)

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: ব্যপক মজা পাইলাম !!! !:#P =p~

দারুণ মিল করে লিখেছেন। ++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মাঝে মাঝে মজার কিছু লিখতে মন চায়, কাল রাতে এক্সামের পড়ার ফাঁকে ফাঁকে লিখলাম প্যারোডিগুলো। :)

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৭

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ এইগুলো পিটবুলেরে দিলে হেতায় অনেক খুশি হইত । নতুন স্টাইলে র্যাপ লিরিক বানাইয়া ফালাইত । । :P

মজার আবিস্কার । ফান পুস্টে ফানে ভরা ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যাক, আমার কষ্ট সার্থক হয়েছে। আচ্ছা কলমের কালি কি রিফিল করছেন? ;) শেষবার বললাম, আর কখনো বলব না…জাস্ট কিডিং।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪১

ধলা বিলাই বলেছেন: ভাই আসল শিল্পীরা শুনলে তো গান ছাইরা দিব...o.O

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভুল বললেন, লিরিসিস্টরা গান লেখা ছাইড়া দিবেন। ভালোইতো হইবে, আমরা আছি না… ;)

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

দোছ মোহাম্মদ বলেছেন: ভাই, ছন্দ গুলোর ১৩ বাজাই দিছেন। তবু ভাল লাগছে। ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই ছন্দগুলার বারোটা বাজাইলাম কই? আমিতো ছন্দ মিলায়াই প্যারোডী লিখছি। বলতে পারেন, মূল গানের লিরিকসের বারোটা বাজাইছি…

যাক ভালো লাগছে এইটাই বড় কথা। পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

ডি মুন বলেছেন: হা হা হা হা

দারুণ হয়েছে। =p~ =p~ =p~ =p~

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি নিজেও লিখে খুব মজা পেয়েছি। :P

ধন্যবাদ ডি মুন :)

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫০

জাফরুল মবীন বলেছেন: একদম ফাটাফাটি =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রিয়েলি ;) :P

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.