নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০





SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুলাই ২০১৪ (ভ্রমণ সংকলন - জুলাই ২০১৪)



এমন বাদল দিনে তারে বলা যায়, “আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম...”। আগস্ট মাস ছিল বৃষ্টিস্নাত মাস, বৃষ্টি বিলাসের মাস। কিন্তু ভ্রমণ পাগল মানুষ কি আর শীত-গ্রীষ্ম-বৃষ্টি চেনে, নাকি মানে? ;) :P ঘুরে বেড়ানোর মাদক রেণু সদা বহে যে রক্ত কণিকায়। আর তাই আগস্ট মাসে ভ্রমণ বিষয়ক লেখা বেড়েছে জুলাই মাস থেকে প্রায় চল্লিশ শতাংশ। এই মাসে সামুতে প্রকাশিত সাড়ে পাঁচ হাজারের উপর লেখা ছিল যার মধ্য থেকে ভ্রমণ সংশ্লিষ্ট লেখা পেয়েছি ১১৩টি।



এই মাসে কয়েকটি ধারাবাহিক লেখা শেষ হয়েছে, যার মধ্যে রয়েছেঃ ব্লগার মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান এর মালয়েশিয়ায় নয় দিন , ক্যপ্রিসিয়াস এর প্রবাসে পরিভ্রমন - ইউরোপের বিখ্যাত ‘সোনালী শহর- প্রাগ ভ্রমন , পগলা জগাই এর বান্দরবান ভ্রমণ – “শেষ পর্ব” । অন্যদিকে আমরা পেয়েছি ব্লগার আশিক হাসান এর কংগো’র পটভূমিকায় নতুন একটি সিরিজ । আরও বেশ কয়েকটি সিরিজ চলছে। এই মাসে নতুন আরেকটি বিভাগের অবতারণা করেছি, “সেরা একটু ব্যাতিক্রমি” নাম দিয়ে। কিছু লেখা সত্যি একটু ভিন্নতর মনে হয়, যেগুলো আলাদাভাবে হাইলাইট হওয়া উচিত, সেগুলো নিয়ে এই বিভাগ। এই মাসে ভ্রমণ নিয়ে দুটি কবিতা পেয়েছি। একটি ব্লগার ডি মুন রচিত “যুগল ভ্রমণ (কবিতা) - ডি মুন - Click This Link যদিও তা নিছক একটা কবিতাই। কিন্তু ব্লগার ম িন রু ল ইসলাম এর কবিতা - জিরোপয়েন্ট-হাকালুকি সত্যি সত্যি ভ্রমণ কাহিনী নিয়ে রচিত একটা কবিতা।



আরেকটি ব্যাপার চোখে পড়েছে, দেশের ভেতরে ভ্রমণ নিয়ে খুব ভালো লেখা খুব কম পেয়েছি, আমার সেরা পাঁচ নির্বাচনে ব্লগার সাদা মনের মানুষ বাঁচিয়ে দিয়েছেন আমাকে, তার চমৎকার দুটি ভ্রমণ বিষয়ক লেখা সামু ব্লগে উপহার দিয়ে। সাথে আজব ব্যাপার, ব্লগার উজ্ঝল রুমি'র লেখা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী রূপলাল হাউজ একটি গুরুত্বপূর্ণ লেখা, আমার লিস্টে "সেরা পাঁচ (বাংলাদেশ)" এর ১নম্বরে স্থান পেয়েছে, যখন এই সংকলনের জন্য পড়তে ঢুকলাম, পরিসংখ্যান ছিল এরুপঃ পঠিত - ৩ বার, মন্তব্য - ০টি, লাইক - ০টি!!!



"সেরা পাঁচ (বিদেশ)" ক্যাটাগরি'তে বেশ কিছু ভালো লেখা থাকায় নেপাল ভ্রমণ নিয়ে দুটি লেখা একসাথে এবং পরে ৬ নম্বরে আরেকটি, মোট সাতটি লেখা স্থান পেয়েছে।



আমি প্রথমে আমার নির্বাচিত সেরা লেখাগুলো দিয়ে দিলাম। এই লেখা নির্বাচনে আমি প্রতিটি লেখা পড়েছি। ভ্রমণ বিষয়ক লেখা অনেকেই সহজে পড়তে চায় না, কারণ এগুলো পাঠক টানতে বা ধরে রাখতে পারে না। আমি প্রতিটি লেখা পড়ে পড়ে নম্বর দিয়েছি এবং সেই নম্বরের ভিত্তিতে যে সকল লেখা সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়েছে সেগুলো গত মাসের ভ্রমণ বিষয়ক সেরা লেখা বলে বিবেচিত হয়েছে। পুরো নির্বাচনটা সম্পূর্ণরুপে আমার ব্যাক্তিগত মতামত। পাঠকরা দ্বিমত থাকলে মন্তব্যে জানিয়ে যাবেন প্লিজ। আর শেষে আগস্ট মাসের প্রতিটি ভ্রমণ বিষয়ক লেখা ‘লেখার শিরোনাম-ব্লগারের নাম-লিংক’ আকারে দিয়ে দেয়া হয়েছে। কোন লেখা বাদ পরে গেলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন, এড করে দিব।



(ক্রমিক নম্বরগুলো শুধু ক্রমই নির্দেশ করেছে, কোন র‍্যাঙ্কিং নয়)



সেরা পাঁচ (বাংলাদেশ):



1) হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী রূপলাল হাউজ - উজ্ঝল রুমি



2) জুমঘর (টুকরো কথা...২) - সাদা মনের মানুষ



3) সমুদ্র পাহাড় আর মেঘের খেলা - সফদার কবিরাজ



4) ঢাকা টু কেওক্রাডং ভায়া বগা লেক (ছবি ব্লগ)-২ - েমাঃ িশবলী সািদক



5) অপরূপ পান্তুমাই...... - সাদা মনের মানুষ





সেরা পাঁচ (বিদেশ):



1) পটভূমিকা- বিদায় আফ্রিকা, বিদায় কংগো, বিদায় কালো মানুষের দেশ - আশিক হাসান



2) মালয়েশিয়ায় নয় দিন, মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান



3) রহস্য ঘেরা লঙ্কাউই ঈগল পয়েন্টের সন্ধানে আর আন্দামান সাগরে জুতা দ্বীপের খোঁজে - সেলিম আনোয়ার



4) নেপালের পথে পথে ----কাঠমুন্ডু টু নগরকোর্ট - সূর্যাস্তের সোনার আলোয় হিমালয় দেখা। - সুফিয়া



এবং



আমার নেপাল ভ্রমন কাহিনি - পর্ব ৩ পোখারা - রাতুল রেজা



5) প্রবাসে পরিভ্রমন - ইউরোপের বিখ্যাত ‘সোনালী শহর- প্রাগ ভ্রমন – ক্যপ্রিসিয়াস



6) কোরিয়ার যাবার পথে চীন দেখা: ঘুমহীন গুয়াংজু - মাঈনউদ্দিন মইনুল





সেরা পাঁচ (তথ্যভিত্তিক)



1) নিজের চক্ষু দিয়েই দেখা, এ যেন এক আজব আমেরিকা। - খেয়া ঘাট



2) প্রাচীন বিশ্বের অসাধারন কিছু স্থাপনা (পর্ব-২) - বশর সিদ্দিকী



3) ইউরোপের দেশে দেশে : সাইকেলের রাজ্য হল্যান্ড - বিদ্যুৎ



4) দর্শনার্থীদের কাছে আকর্ষনীয় করে তুলতে সৌন্দর্য্য বর্ধনে হাতিরঝিলে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি ও ট্যুরিস্ট বাস – মানষী



5) দার্জিলিং ভ্রমণ মাত্র ৫০০০ টাকায়!! - পুরান লোক নতুন ভাবে





সেরা পাঁচ (ফটোব্লগ):



1) নায়গ্রা ভ্রমন ছবি ব্লগ – এ্যরন



2) এটা আমার ভ্রমনের ছবি ব্লগ ..... পর্ব-৪ (জার্মান মিউজিয়াম ভ্রমণ) – সোহানী



3) ঈদের পরদিন শিশুমেলায় - পলাশ১



4) চোঁখ ভরে যায় : বিশ্বের সেরা যত গাছ - শামীম সুজায়েত



5) চলুন ঘুরে আসি রাশিয়ান গ্যাংস্টারদের কবরের পাশ থেকে (ছবি ব্লগ) - Alter Ego





সেরা একটু ব্যাতিক্রমিঃ



1) আমার প্রথম দৌলতদিয়া যৌনপল্লী দর্শণ (বিস্তারিত বর্ণনা) - "চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"



2) বার্লিনের ডায়েরি - অন্যমনস্ক শরৎ



3) ঘুরে আসলাম শ্বসুরবাড়ি - একটি (রম্য অথবা বিড়ম্বনা) ভ্রমন কাহিনী - আমি ময়ূরাক্ষী



4) জিরোপয়েন্ট-হাকালুকি - ম িন রু ল ইসলাম



5) কানাডা দিলাম পাড়ি - ছবিব্লগ - ১ – কেএসরথি





উৎসর্গঃ এ মাসের সংকলন সংখ্যাটি উৎসর্গ করা হল সামু পরিবারের আমাদের সবার প্রিয় জানা আপুকে । বাংলা ব্লগিং জগতকে সামনে এগিয়ে নিয়ে যেতে উনার নিরলস প্রচেষ্টাকে সম্মান জানিয়ে সবার পক্ষ থেকে কৃতজ্ঞতাও রইল। এই প্লাটফর্ম আছে বলেই আমরা একসাথে আছি। ‘প্রথম আলো ব্লগ’ বন্ধ হয়ে যাওয়া দিয়ে বাংলা ব্লগিং জগতে যে কালো মেঘের ছায়া দেখা দিল, সেই সময়ে জানা আপু সামুকে আরও মডিফাইড করার উদ্যোগ নিয়েছেন যা সত্যি প্রশংসার দাবী রাখে। আর তাই এ মাসের ভ্রমণ সংকলন উৎসর্গ করা হল সবার প্রিয় জানা আপু’কে।



============================



জুলাই, ২০১৪ এর সকল ভ্রমণ বিষয়ক পোস্টঃ



1) পটভূমিকা- বিদায় আফ্রিকা, বিদায় কংগো, বিদায় কালো মানুষের দেশ - আশিক হাসান, Click This Link



2) ঈদের পরদিন শিশুমেলায় - পলাশ১ - Click This Link



3) মালয়েশিয়ায় নয় দিন, পর্ব-৫ - মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান - Click This Link



4) ব্ল্যাক উডসের দেশ - বান্দাকায় আগমন (২য় অধ্যায়) - আশিক হাসান - Click This Link



5) রহস্য ঘেরা লঙ্কাউই ঈগল পয়েন্টের সন্ধানে আর আন্দামান সাগরে জুতা দ্বীপের খোঁজে - সেলিম আনোয়ার - Click This Link



6) একটি ভ্রমণের অনেকগুলো টুকরো গল্প - বোকা মানুষ বলতে চায় - Click This Link



7) হালকা ঈদ ভ্রমণ........(২) - কাজী ফাতেমা - Click This Link



8) গঙ্গা নদী, তার চারিপাশের প্রকৃতি ও সংস্কৃতি (ঋশিকেশ থেকে হরিদুয়ার): পর্ব-১ - সাইফুল আজীম - Click This Link



9) চট্টগ্রামের দর্শনীয় স্থানসমুহ। (নতুন স্পট সংযোজিত) - প্রশান্ত মন - Click This Link



10) ব্ল্যাক উডসের দেশে-বান্দাকার ইউএন সেক্টর হেডকোর্য়াটার (৩য় অধ্যায়) - আশিক হাসান - Click This Link



11) বান্দরবান ঘুরাঘুরি নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা। - সাহিিতযক েপ্রািটন - Click This Link



12) ব্ল্যাক উডসের দেশে- ইউএন অফিসের সালতামামি (৪র্থ অধ্যায়) - আশিক হাসান - Click This Link



13) প্রসঙ্গ চট্টগ্রামে বেড়ানো – ঘোরাফেরা - Click This Link



14) গঙ্গা নদী, তার চারিপাশের প্রকৃতি ও সংস্কৃতি (ঋশিকেশ থেকে হরিদুয়ার): শেষ পর্ব - সাইফুল আজীম - Click This Link



15) আমের দেশে, টেরাকোঠার দেশে (ভ্রমণ কাহিনী) - মি রুমি - Click This Link



16) মালয়েশিয়ায় নয় দিন, পর্ব-৬ - মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান - Click This Link



17) প্রবাসে পরিভ্রমন ৪ - ইউরোপের বিখ্যাত ‘সোনালী শহর’ - প্রাগ ভ্রমন-১ – ক্যপ্রিসিয়াস - Click This Link



18) রাইক্ষ্যং ঝর্না – ফোনেটিক – Click This Link



19) ঘুরে আসলাম শ্বসুরবাড়ি - একটি (রম্য অথবা বিড়ম্বনা) ভ্রমন কাহিনী - আমি ময়ূরাক্ষী - Click This Link



20) প্রবাসে পরিভ্রমন ৫ - ইউরোপের বিখ্যাত ‘সোনালী শহর’ - প্রাগ ভ্রমন ২ - ক্যপ্রিসিয়াস - Click This Link



21) পুনের মার্কেটে কেনাকাটা.......(১) - কাজী ফাতেমা - Click This Link



22) মালয়েশিয়ায় নয় দিন, পর্ব-৭ - মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান - Click This Link



23) নেপালের পথে পথে -- কাঠমুন্ডু টু পোকারা এবং আমার হিমালয় দেখা। - সুফিয়া - Click This Link



24) চোঁখ ভরে যায় : বিশ্বের সেরা যত গাছ - শামীম সুজায়েত - Click This Link



25) বিনা পাসপোর্টে ভারত দর্শন আমার - জসীম অসীম - Click This Link



26) লোভাছড়া অসাধারণ বললে ভুল হবে , অনন্যসাধারণ , শুধু পাহাড় গুলি ভারতের । Sigh! – শুভহাবিব - Click This Link



27) আমার প্রথম দৌলতদিয়া যৌনপল্লী দর্শণ (বিস্তারিত বর্ণনা) - "চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" - Click This Link



28) কুয়ালালামপুরের যে সব জায়গায় বাংলাদেশীরা বেশী বেশী ঢুঁ - মোহাম্মদ সাজ্জাদ হোসেন - Click This Link



29) হারানোর দেশে ৯ দিন। - শুভ্র গাঙচিল - Click This Link



30) ভুলে যাওয়ার পথে কাশিমপুর জমিদার বাড়ী - ("বাংলার জমিদার বাড়ী" - পর্ব ১৪) - বোকা মানুষ বলতে চায় - Click This Link



31) আমার বিদেশ ভ্রমন - ৫ - কুয়েত ২ – কেএসরথি - Click This Link



32) আমার প্রথম দৌলতদিয়া যৌনপল্লী দর্শণ (বিস্তারিত বর্ণনা) (২য় পর্ব) - "চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" - Click This Link



33) আফ্রিকার অরণ্য আর কালো মানুষের কথা (৬ষ্ঠঅধ্যায়) - আশিক হাসান - Click This Link



34) নায়গ্রা ভ্রমন ছবি ব্লগ – এ্যরন - Click This Link



35) মালয়েশিয়ায় নয় দিন, পর্ব-৮ - মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান - Click This Link



36) নেপালের পথে পথে ----কাঠমুন্ডু টু নগরকোর্ট - সূর্যাস্তের সোনার আলোয় হিমালয় দেখা। - সুফিয়া - Click This Link



37) ভূটান এবং তার Gross National Happiness – dilshan - Click This Link



38) বিশ্বের সেরা ৭টি ভূগর্ভস্থ বাড়ি – স্বপ্নী - Click This Link



39) প্রবাসে পরিভ্রমন ৬- ইউরোপের বিখ্যাত ‘সোনালী শহর’ - ছবিতে প্রাগ ন্যাশনাল মিউজিয়াম – ক্যপ্রিসিয়াস - Click This Link



40) মালয়েশিয়ায় নয় দিন, শেষ পর্ব - মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান - Click This Link



41) দুর্লভ ছবিতে এক নজরে মিশরঃএকটি ধারাবাহিক ছবি ব্লগ। পর্ব-১ - মুহাম্মাদ সাদিকুর রহমান - Click This Link 10 P



42) বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম, নান্দনিক ও দৃষ্টিনন্দন পৌরভবনের গল্প। - ইছামতির তী্রে - Click This Link



43) ভারতভ্রমণঃ কোলকাতা - আমার বন্ধু রাশেদ - Click This Link



44) ঘন বর্ষায় দার্জিলিং ভ্রমন ও কিছু পথের পাঁচালী - চক্‌চাপড়ী - Click This Link



45) ৩৬ হাজার কিলোমিটার ট্রেনে ভ্রমন – মহাসাধক - Click This Link



46) নিজের চক্ষু দিয়েই দেখা, এ যেন এক আজব আমেরিকা। - খেয়া ঘাট - Click This Link



47) ভ্রমন করুন--তিন পার্বত্য জেলা... - সাগর চৌং - Click This Link



48) SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুলাই ২০১৪ (ভ্রমণ সংকলন - জুলাই ২০১৪) - বোকা মানুষ বলতে চায় - Click This Link



49) গোবর্ধনের লঞ্চভ্রমন।.. - গোবর্ধন এর বেস্টফ্রেন্ড - Click This Link



50) আমার নেপাল ভ্রমন কাহিনি - পর্ব ৩ পোখারা - রাতুল রেজা - Click This Link



51) ঘন বর্ষায় দার্জিলিং ভ্রমন ও কিছু পথের পাঁচালী - চক্‌চাপড়ী - Click This Link



52) দুই বন্ধু মিলে সুন্দর বন ভ্রমন করেছিলাম - মামুন ইসলাম ৃন - Click This Link



53) আগুন-পানির অপূর্ব বন্ধুত্ব: জলপ্রপাতের নীচেই জ্বলছে আগুন - এম এ আহাদ.... - Click This Link



54) ইতিহাস ঐতিহ্য আর অপার সৌন্দর্যের লীলাভূমি সুসং দুর্গাপুরে - রাহাত জামান অভি - Click This Link



55) টুকরো ভ্রমণের স্মৃতি - প্লাবিত হিমেল - Click This Link



56) যুগল ভ্রমণ (কবিতা) - ডি মুন - Click This Link



57) কোরিয়ার যাবার পথে চীন দেখা: ঘুমহীন গুয়াংজু - মাঈনউদ্দিন মইনুল - Click This Link



58) চলুন যাই চট্টগ্রামে - ২ – ঘোরাফেরা - Click This Link



59) বান্দরবান ভ্রমণ – “স্বর্ণ মন্দির” - পগলা জগাই - Click This Link



60) এটা আমার ভ্রমনের ছবি ব্লগ ..... পর্ব-৪ (জার্মান মিউজিয়াম ভ্রমণ) – সোহানী - Click This Link



61) কেতনা হুয়া (টুকরো কথা.....১) - সাদা মনের মানুষ - Click This Link



62) জল থেরাপি ও রিছং ঝরণা – েমারতাজা - Click This Link



63) বার্লিনের ডায়েরি ২, বিদেশে বাংলাদেশ এবং মিটিং মিনিটস (ছবি কম কথা বেশি) - অন্যমনস্ক শরৎ - Click This Link



64) হায়দারাবাদের ডায়েরী – নিয়ামুলবাসার - Click This Link



65) করবেন নাকি এমন একটি ভ্রমণ?? - নিয়ন আধাঁর - Click This Link



66) একটি ব্যর্থ ভ্রমণ রেকি এবং শীতলক্ষ্যা নদীতে সাতটি লাশ উদ্ধার। - বোকা মানুষ বলতে চায় - Click This Link



67) বিলেত:পাখির চোখে দেখা- আঠারো - রেজওয়ানা আলী তনিমা - Click This Link



68) বান্দরকুম ঝর্নার পথে / নাপিত্তাছড়া ট্রেইল, চিটাগাং - ছায়া শিকারী - Click This Link



69) হেলং বেঃ একজন জাহাজী চোখে দেখা প্রাকৃতিক সপ্তাশ্চর্য। - মৃদুল শ্রাবন - Click This Link



70) বার্লিনের ডায়েরি ৩, স্পৃ তে রিভার ক্রুজ, দুটো চমৎকার রেঁস্তোরা এবং প্রায় ঝিমানো মনোলগ - অন্যমনস্ক শরৎ - Click This Link



71) খইয়াছড়ার ডাক - একজন গাঙ্গচিল - Click This Link



72) জুমঘর (টুকরো কথা...২) - সাদা মনের মানুষ - Click This Link



73) প্রবাসে পরিভ্রমন ৭- ইউরোপের বিখ্যাত ‘সোনালী শহর- প্রাগের বিখ্যাত চার্লস ব্রিজ – ক্যপ্রিসিয়াস - Click This Link



74) হায়দারাবাদের ডায়েরী…. – নিয়ামুলবাসার - Click This Link



75) ঘন বর্ষায় দার্জিলিং ভ্রমনঃ কিছু পথের পাঁচালী - চক্‌চাপড়ী - Click This Link



76) অল্প খরচে ভারত ভ্রমন (কলকাতা ও দাজিলিং) - নিঃস্বার্থ ভালোবাসা - Click This Link



77) হায়দারাবাদের ডায়েরী…. – নিয়ামুলবাসার - Click This Link



78) মৌলভীবাজারের ক’টা দিন - চায়ের দোকান - Click This Link



79) ভেনিস ; একটি ভাসমান শহরের গল্প ( পর্ব ৩ ) - ইচ্ছের ঘুড়ি - Click This Link



80) সমুদ্র পাহাড় আর মেঘের খেলা - সফদার কবিরাজ - Click This Link



81) পুনের পাহাড়...... (২) - কাজী ফাতেমা - Click This Link



82) ঘুরে আসুন তোতামিয়ার নিরিবিলি রেষ্টুরেন্টে আর ঈসা খাঁর এগারসিন্ধু থেকে - আনিসুজ্জামান রাসেল - Click This Link



83) হায়দারাবাদের ডায়েরী…. – নিয়ামুলবাসার - Click This Link



84) জিরোপয়েন্ট-হাকালুকি - ম িন রু ল ইসলাম - Click This Link



85) সোনার চরের সোনার কোল জুড়ে - বোকা মানুষ বলতে চায় - Click This Link



86) ভারতভ্রমণঃ দিল্লী - আমার বন্ধু রাশেদ - Click This Link



87) কোরিয়া ভ্রমণের সুযোগে চীন দেখা: ঘুমহীন গুয়াংজু (পর্ব ২) - মাঈনউদ্দিন মইনুল



88) প্রাচীন বিশ্বের অসাধারন কিছু স্থাপনা (পর্ব-২) - বশর সিদ্দিকী - Click This Link



89) অল্প খরচে ভারত ভ্রমন (কলকাতা ও দাজিলিং) পর্ব -২ - নিঃস্বার্থ ভালোবাসা - Click This Link



90) অপরূপ পান্তুমাই...... - সাদা মনের মানুষ – Click This Link



91) এক সন্ধ্যায় বার বি কিউ - সিঙ্গাপুর কথন – শফিকইসলাম - Click This Link



92) দর্শনার্থীদের কাছে আকর্ষনীয় করে তুলতে সৌন্দর্য্য বর্ধনে হাতিরঝিলে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি ও ট্যুরিস্ট বাস – মানষী - Click This Link



93) খইয়াছড়া - শাকিল১৯৭১ - Click This Link



94) প্রবাসে পরিভ্রমন ৮- ইউরোপের বিখ্যাত ‘সোনালী শহর- প্রাগ ভ্রমন (শেষ পর্ব ) – ক্যপ্রিসিয়াস - Click This Link



95) ইন্ডিয়ার চেন্নাই ও গোয়া ভ্রমন ২০১৪ - দূরের মানুষ - Click This Link



96) কানাডা দিলাম পাড়ি - ছবিব্লগ - ১ – কেএসরথি - Click This Link



97) ময়মনসিংহ জাদুঘর – এমএমাহমুদ - Click This Link



98) সূর্যাস্তে কক্সবাজার .......... - শ।মসীর - Click This Link



99) কলকাতা,কিষানগঞ্জ(বিহার),দার্জিলিং - লুৎফুল ইসলাম - Click This Link



100) বার্লিনের ডায়েরি ৪, রাষ্ট্র, পাসপোর্ট, সো কলড মানবিকতা এবং দেয়াল - অন্যমনস্ক শরৎ - Click This Link



101) "জুরিখ" শহড় ( সুইজারল্যান্ড ) এতো « সুন্দর » যে ঃ - 1 / 3 – উদদিন - Click This Link



102) ঘন বর্ষায় দার্জিলিং ভ্রমনঃ কিছু পথের পাঁচালী - চক্‌চাপড়ী - Click This Link



103) চলুন ঘুরে আসি রাশিয়ান গ্যাংস্টারদের কবরের পাশ থেকে (ছবি ব্লগ) - Alter Ego - Click This Link



104) কানাডা দিলাম পাড়ি - ছবিব্লগ - ২ – কেএসরথি - Click This Link



105) খৈয়াছড়ার ঝর্ণা – কামরাজ - Click This Link



106) হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী রূপলাল হাউজ - উজ্ঝল রুমি - Click This Link



107) যাত্রাপথে কথোপকথন-ভারতীয় দম্পত্তির সাথে... – যুবায়ের - Click This Link



108) ঢাকা টু কেওক্রাডং ভায়া বগা লেক (ছবি ব্লগ)-২ - েমাঃ িশবলী সািদক - Click This Link



109) বান্দরবান ভ্রমণ – “শেষ পর্ব” - পগলা জগাই - Click This Link



110) চক্ষে আমার দারুচিনি দ্বীপ - ফটো ব্লগ (একটি মোবাইলীয় পোস্ট) - বোকা মানুষ বলতে চায় - Click This Link



111) একদিনের ট্যুরে রাতারগুল ও বিছানাকান্দি (শুধু ছবি)[ - রফিকুল ইসলাম বাবু - Click This Link



112) দার্জিলিং ভ্রমণ মাত্র ৫০০০ টাকায়!! - পুরান লোক নতুন ভাবে - Click This Link



113) ইউরোপের দেশে দেশে : সাইকেলের রাজ্য হল্যান্ড - বিদ্যুৎ - Click This Link





(আমার ক্যাটাগরি ভিত্তিক সেরা তালিকায় স্থান প্রাপ্ত পোস্টগুলোতে কমেন্টস আকারে এই মেসেজটি পৌঁছে দেয়া হয়েছে - "আপনি কি জানেন, গত তিন মাস যাবত ব্যাক্তিগত উদ্যোগে আমি একটা মাসিক ভ্রমণ সংকলন করছি। SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) 'তে আপনার এই লেখাটি সেরা তালিকায় স্থান পেয়েছে। আপনি চাইলে পোস্টটি দেখে আসতে পারেন।



বিঃদ্রঃ এটা কোন পোস্ট পাবলিসিটি বা মার্কেটিং নয়, সহ-ব্লগার এবং পোস্টদাতা হিসেবে দায়বদ্ধতা।)

মন্তব্য ৮২ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক কষ্টসাধ্য কাজ করে ফেলেছেন দেখা যাচ্ছে :) আর অনেক পোস্টও দেখতে পাচ্ছি ! এতগুলো পড়ার সময় হবে ! ++


ভালো থাকবেন :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ। কৃতজ্ঞতা জানবেন।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: আপনি যা খাটাখাটনিটা করছেন। + এবং প্রিয়তে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধনবাদ অন্যমনস্ক শরৎ ভাই। কিন্তু সামু সার্ভার যে পেইন দিচ্ছে পোস্ট করতে :(( । এখনো পোস্টের অঙ্গসজ্জা চালিয়ে যাচ্ছি, আশা করি বিকেল নাগাদ শেষ হবে। আরেকবার এসে তখন দেখে যাবেন। :P

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ বেশ হল ,সব একসাথেই পাওয়া গেল। সময় করে দেখে নেবো সব। প্রিয়তে রাখলাম।
ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্টটি উপহার দেবার জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপা, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

যাযাবর বেদুঈন বলেছেন: আপনার কষ্টের প্রতি বিনীত শ্রদ্ধা। খুব অবাক হলাম, বাকরুদ্ধ হয়ে গেলাম এমন একটি কাজ দেখে।

পোস্ট সংগ্রহে রেখে দিলাম। এমন পোস্ট হলে আসলে সময় কাটানোর জন্য আর কিছুই লাগেনা।

এখন সবগুলো লিংক ধীরে ধীরে দেখে আসবো।

অনেক ভাল থাকুন আপনি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অশেষ ধন্যবাদ যাযাবর বেদুঈন, পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। :)

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

আমি ইহতিব বলেছেন: ব্লগে আপনাদের এমন নিবেদিতভাবে সময় দেয়া দেখে মাঝে মাঝে খুব হিংসা হয় নিজে সময় দিতে পারিনা বলে।

শ্রমসাধ্য পোস্টে শ্রদ্ধা রইলো।

অক্টোবরে ট্যুরের প্ল্যান করছি। আপনার এই সংকলন পোস্টগুলো খুব উপকারে আসবে তখন।
পোস্ট প্রিয়তে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপু। এই যে এসে কমেন্ট করে উৎসাহ দিয়ে যাওয়া এটাই আমাদের জন্য জ্বালানী হিসেবে কাজ করে।

মজার ব্যাপার হল, এই পোস্ট করতে গিয়ে আমাকে মাসের প্রথম থেকে শেষ প্রতিটি পোস্টের কমপক্ষে শিরোনামটা পড়ে দেখতে হয়। ফলে সারা মাসের প্রতিটি পোস্টের শিরোনাম দেখা হয়, মাঝে মাঝে খুব মজার কিছু পোস্ট চোখে পড়ে। এই মাসে একটা পোস্ট পেলাম, আপনার জন্য ধাঁধাঁ আকারে দেয়া হল, দেখি উত্তর বের করতে পারেন কি না?

পোস্ট ঃ কবিতা
ব্লগ বয়স ঃ ১ বছরের কম
পোস্ট সংখ্যা ঃ ১০ টির কম
আগে-পরের পোস্ট পঠিত ঃ ৫০ এর কম
কমেন্টস লেনদেনঃ ৫০ এর কম
পোস্ট টি নির্বাচিত পাতায় যায় নাই, অফ পিক আওয়ারে পোস্ট করা।
পোস্ট মোট ৬০০+ বার পঠিত কিন্তু ব্লগ মোট ১০০০ বারও দেখা হয় নাই। পোষ্টে নো কমেন্টস, নো লাইক।

এখন বলেন কেম্নে ইহা সম্ভব হইলো? :) আমি কিন্তু কাহিনী ২ মিনিটেই ধইরা ফেলছিলাম।


(এমন অনেক মজার সাথে অনেক ভালো ভালো পোস্টও পাওয়া যায়, "সেরা পাঁচ দেশ" ক্যাটাগরির প্রথমটা)

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

জাফরুল মবীন বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে এরকম একটি শ্রমসাধ্য সংকলন উপহার দেবার জন্য।ভাল লাগার পোস্টকে প্রিয়তে নিয়ে রাখলাম। :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই জাফরুল মবীন। আপনারা আছেন বলেই এই কাজ করতে উৎসাহ পাই।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ক্যপ্রিসিয়াস বলেছেন: সত্যি কথা বলতে কি , আপনার এই লেখাটির অপেক্ষায় ছিলাম। সময়ের জন্য ব্লগে নিয়মিত আশা হয় না, আর ভ্রমন পোস্টও সব পড়তে পারিনা। আপনার এক লেখায় সব কয়টা লিন্ক ধরে পড়া য়ায। ধন্যবাদ দারুন একটা কাজ করার জন্য। ভাল থাকবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই সংকলনের জন্য কেউ অপেক্ষায় থাকে জেনে ভীষণ ভালো লাগলো, সামনের দিনগুলোতে অনুপ্রেরণা যোগাবে।

আপনার ভ্রমণ বিষয়ক লেখাও খুব ভালো হচ্ছে কিন্তু।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৬

মামুন রশিদ বলেছেন: ক্যাটাগরি করে সেরা পোস্ট নির্বাচনের আইডিয়া ভালো লেগেছে । সুন্দর পোস্ট ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মামুন ভাই!!! এই কাহিনী? :(

প্রথম সংখ্যা (জুন) থেকেই কিন্তু ক্যাটাগরি করে সেরা পোস্ট নির্বাচন করছি। :)

অনেক কৃতজ্ঞতা পাঠ এবং মন্তব্যে। ভালো থাকবেন, শুভকামনা রইল।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার গবেষনা এবং পরিশ্রমী পোষ্ট । যে কেউ ভ্রমনে যাওয়ার কথা চিন্তা করলে আপনার পোষ্টটিতে উকি মেরে গেলেই তথ্যবহুল এবং চমৎকার দিকনির্দেশনা পাবে নিঃস্বন্দেহে এবং কাহিনীগুলো পড়েও মজা লুটতে পারবে ।

অসংখ্য ধন্যবাদ পোষ্টদাতাকে । :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গবেষণা!!!

এই যে ভাই সাহেব, কলমের কালি ভালোই রিফিল করছেন, তাই না? একটা বাড়তি বিশেষণ দিয়ে দিলেন মুফতে..... ;)


অসংখ্য ধন্যবাদ কমেন্টদাতাকেও =p~ =p~ =p~

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

চমৎকার কাজ হয়েছে....
ভ্রমণ নিয়ে আলাদা সংকলন এই প্রথম দেখলাম...
দেখি পুরাতন কয়েকটি ভ্রমণ পোস্ট এখানে প্রকাশ করা যায় কি না...


বোকা মানুষকে অনেক শুভেচ্ছা :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই। এবারেরটা সহ তিন মাস হল ভ্রমণ সংকলনের। সবকটা এখানে পাবেনঃ SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী

শুভকামনা রইলো।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

ডি মুন বলেছেন: দারুণ পোস্ট
প্রিয়তে নিয়ে গেলাম +++++


সেরা একটু ব্যাতিক্রমিঃ --- আইডিয়াটাও চমৎকার লেগেছে।


বোকা মানুষ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ডি মুন। কবিতাটা কিন্তু সেইরাম ছিল। :)

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২১

একজন ঘূণপোকা বলেছেন: আমি ইহতিব বলেছেন: ব্লগে আপনাদের এমন নিবেদিতভাবে সময় দেয়া দেখে মাঝে মাঝে খুব হিংসা হয় নিজে সময় দিতে পারিনা বলে।

শ্রমসাধ্য পোস্টে শ্রদ্ধা রইলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একজন ঘূণপোকা কি বলেছেন জাতি জানতে চায়? ;)

=p~ =p~ =p~

অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

নাভিদ কায়সার রায়ান বলেছেন: আগে প্রিয়তে নিলাম। এতো কষ্টের পোষ্টের জন্য ধন্যবাদ

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রায়ান ভাই, সাথে থাকার জন্য।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এই পোস্ট টি দেখে আমার জীবনের প্রথম ওয়েস্টার্ন কান্ট্রী ভ্রমনের কিছু বিড়ম্বনা বা হাস্যকর অভিজ্ঞতার কথা লিখতে মন চাইলো। কাল পরশু সময় করে ইনশাল্লাহ দিয়ে যাবো লেখাটা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আমি ময়ূরাক্ষী। আপনার গল্পটি পড়ে কমেন্টেই বলেছিলাম, এই লেখা আগে কেন চোখে পড়ে নাই। ভ্রমণ কাহিনী একটু অন্যরকম না হলে চলে?

আপনি আপনার ব্লগে ভ্রমণ বিষয়ক লেখা পোস্ট করতে থাকুন, এই বোকা মানুষ নিজ দায়িত্বে খুঁজে নেবে।

ভালো থাকবেন।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৯

আবু শাকিল বলেছেন: ভ্রমণের সখ কিন্তু টেকা টুকার অভাব।
সরাসরি প্রিয় তে নিলাম। যেগুলো পড়া হয় নাই।সেগুলো পড়ব।
পোষ্টে অনেক খাটনি দিছেন।ধন্যবাদ জানবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আবু শাকিল। আমার মতে ভ্রমণে তিনটি জিনিশ খুব জরুরী।
১) প্রথম এবং প্রধান, ভ্রমণ পাগল একটা মন, যে মন ভ্রমণ উপভোগ করতে জানে, জানে ভ্রমণের রস আস্বাদন করতে।
২) শারীরিক সুস্থতা এবং সক্ষমতা।
৩) অবশ্যই আর্থিক সচ্ছলতা এবং সামর্থ্য।

ভালো থাকবেন, শুভকামনা রইল।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৬

খেয়া ঘাট বলেছেন: এতো দেখি বিশাল ব্যাপার। দারুন কান্ড ঘটিয়েছেন ভাইজান।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ১১৩টা ভ্রমণ পোস্ট লিঙ্কের জন্য মাত্র ৪৫টা প্লাস!!!! বাকীগুলো তাড়াতাড়ি দিয়ে যান কইলাম... ;)

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৯

খেয়া ঘাট বলেছেন: এক পোস্টেই পৃথিবী ভ্রমণ হয়ে যাবে। =p~ =p~ অনেক শ্রদ্ধা রইলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক পোস্টেই পৃথিবী ভ্রমণ!!!

=p~ =p~ =p~

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

সোহানী বলেছেন: ওওওওওও ..... অনেক নামী দামী ব্লগারে পাশে আমাকে প্রিয়তে স্থান দিবার জন্য প্রিয় দোস্ত ব্লগার বোকা মানুষ বলতে চায় কে অনেক অনেক ধন্যবাদ। আর সংকলন পোস্টতো আমার খুবই প্রিয়। বিশেষ করে ভ্রমণ পোস্ট সংকলন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার এই পোস্টের লিংক দিয়ে কিন্তু আপুনি আপনি জুন ভ্রমণ সংকলনে কপ্লেইন করেছিলেন... :P

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

ডি মুন বলেছেন: কবিতা ভালো লাগার জন্য ধন্যবাদ বোকা মানুষ ভাই

:)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ডি মুন। আপনার কাছে থেকেও ভ্রমণ নিয়ে লেখা চাই। :)

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

আমিনুর রহমান বলেছেন:




কাজের পোষ্ট। সংকলনের কষ্ট যারা সংকলন করেছে তারাই বুঝে । দুঃসাধ্য আর কস্টসাধ্য কিছু বলতে চাই না। শ্রদ্ধা জানিয়ে গেলাম :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর রহমান ভাই। ভালো থাকবেন।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার কাজ ৷ পরিশ্রমী কাজের জন্য হৃদয়ের ধন্যবাদ জানবেন ৷

অনেক কিছু জানা হবে ৷ বিন্দু থেকে সিন্ধু ৷

ভাল থাকুন ৷

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "বিন্দু থেকে সিন্ধু" বিশ্বাস করি।

ধন্যবাদ এবং শুভকামনা

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

অর্বাচীন পথিক বলেছেন: পোষ্ট টা আমার খুব পছন্দ হয়েছে। আমি বই পড়তে ভালবাসি। এটা আমার জন্য খুব দরকার ছিল।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ। আপনি এই লিংকে গিয়ে সব কয়টি ভ্রমণ সংকলন দেখতে পারেনঃ SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্টে ভাল লাগা । বেড়ানোটা দারুন উপভোগ করি আমি ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লাগায় ভালো লাগা জানবেন। :)

বেড়ানোটা আমিও দারুন উপভোগ করি। মিলে গেছে বিধায় চিমটি। :P

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৫

আশিক হাসান বলেছেন: সেরা পাঁচ (বিদেশ) ক্যাটাগরীতে আমার নাম দেখে কিছুটা লজ্জা পাচ্ছি (এই কারনে লেখাটা কি আদৌ সেরকম ভাল হয়েছে কিনা এই ভেবে) আর সাথে ভাল লাগার অনুভূতিও কাজ করছে। আপনার এই পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :) :) :)

আমার কাছে ভালো লেগেছে, বাকীদের কেমন লেগেছে জানি না। আরেকটা কথা সবগুলো পর্বই কিন্তু ভালো হচ্ছে। চালিয়ে যান, আর আমরা পড়তে থাকি।

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২০

সফদার কবিরাজ বলেছেন: প্রচুর পরিশ্রম করেছেন তাই আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না !!!

ভালো লাগছে সেরা পাঁচে নিজের লেখা দেখতে পেয়ে.........।

অনেক অনেক শুভকামনা রইলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সফদার কবিরাজ
মাথা ভরা কি আজ? :P

আপনার লেখা আসলেই আমার মতে গত মাসে প্রকাশিত লেখাগুলোর মধ্যে সেরা হওয়ার যোগ্যতা রাখে, আর তাই সেরা তালিকায় নিয়ে এসেছি। আর এটাতো সম্পূর্ণ আমার ব্যাক্তিগত পছন্দের তালিকা। :)

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: কষ্টসাধ্য পোস্টের সাথে অাছি। +++

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর। এই সংকলনের শুরুতে কিন্তু আপনার একটা বিরাট ভুমিকা ছিল। তাই এই সংকলন পোস্টগুলোর প্রতিটিতে আপনারও ইনডিরেক্টলি ভুমিকা থেকে যাচ্ছে। :)

ভালো থাকবেন, শুভকামনা রইল।

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

বোকামানুষ বলেছেন: ভ্রমণ সম্পর্কিত যেকোনো ব্লগে পড়লেই আমার মন অস্থির হয়ে যায় ইচ্ছে করে এখনি কাথা বালিশ নিয়ে রওনা দেই :( :P

আর আপনি সেখানে পুরো মাসের সব ভ্রমণ ব্লগ একসাথে নিয়ে আসছেন আমার এখন কি হপে :| B:-) :((

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি আর হপে? আসেন দুইজনে একসাথে কাইন্দালাইম... :(( :(( :((


অফটপিকঃ ভাই কি কাঁথা বালিশ নিয়া ঘুরতে বাইর হন নাকি? আর যদি তাই হয়, শীতে লেপ-কম্বল সহ বিশাল গাট্টি :-* ...... কেম্নে কি? ;) ;) ;)

=p~ =p~ =p~

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৬

সুফিয়া বলেছেন: কিভাবে যে এতবড় একটা কর্ম সম্পাদন করলেন জানিনা। সাধুবাদ দেয়া ছাড়া আর কিছুই করার নেই আমার। তবে কৃতজ্ঞতা কিভাবে জানাব সেটা ভেবে পাচ্ছিনা। আমার লেখাটা আপনার সংকলনে তুলে এনেছেন এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আপনি অনেক অনেক ভাল থাকুন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপা, এই যে পাঠ এবং কমেন্টস করে উৎসাহ দিচ্ছেন, এটাই অনেক বড় পাওয়া। আশা করি ভবিষ্যতেও সাথে থাকবেন।

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, আপনার মতো গুণী ব্লগারারা আছে বলেই অন্যের লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ে তার মূল্যায়নও করা হয়েছে। আসলে আমি তেমন মনোযোগী পাঠক বা ভালো মানের লেখক এটা আমি আগেও কখনো ভাবিনী এখনো ভাবছি না। তবে আপনার মূল্যায়ন অবশ্যই আমাকে উৎসাহ যোগাবে পরবর্তি কিছু ভালো পোষ্ট দিতে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই যে সাদা মনের মানুষ, একই কমেন্ট'স রিপ্লাই তিনবার কপি পেস্ট করা আইনত দণ্ডনীয় (কোন আইনে জানি না কিন্তু ;) )।

ভালো থাকবেন, সাথে থাকবেন।

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২

শামীম সুজায়েত বলেছেন: I'm really happy to read that my Photo Blog

"ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪)

চোঁখ ভরে যায় : বিশ্বের সেরা যত গাছ

This is my pleasure,
Thanks again, Hope your inspiration will be increased our writing skills.

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :) thanks for comment. Waiting for more writing on traveling from you on the upcoming days.

৩১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

মোঃ শিবলী সাদিক বলেছেন: ভাই কি করেছেন আপনি!!!!! সরাসরি প্রিয়তে।
সেই সাথে সেরা পাঁচ (বাংলাদেশ) বিভাগে নিজের নাম দেখে যেমন অবাক হচ্ছি, পরের লেখার জন্য অবশ্যই এটা উৎসাহ যোগাবে।
অসংখ্য ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি করছি আমি? ভাই মাফ কইরা দেন, আর করুম না... ;)

:) :) :)

৩২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট।

এক গুচ্ছ +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সাবির ভাই, অনেকদিন পর। গতকাল আপনার কবিতাটা পড়লাম, ঘটনা কি? ??:)

৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০

এহসান সাবির বলেছেন: তেমন কিছু না ভাইয়া। বিক্ষিপ্ত মনের............!!


একটু অনিয়মিত..... সময় পেলেই তো ছুটে আসি আপনাদের মাঝে।


শুভ কামনা রইল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... হাউ মাউ কাউ, কিসের যেন গন্ধ পাউ ;) :P

:) :) :)

৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২২

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: আপনি মানুষ বোকা হইতে পারেন, কিন্তু যথেষ্ট পরিশ্রমী। হ্যাটস অফ। উচ্চশিক্ষার অনুসন্ধানে লেখালিখি বন্ধ করে দিয়েছিলাম গত মাস তিনেক যাবত। আপনার করা লিস্টে নিজের লেখা দেখে নতুন করে উৎসাহ পাচ্ছি। থাইল্যান্ড যাবো খুব সম্ভবত। সময় পেলে ওটা নিয়েও একটা সিরিজ লেখার ইচ্ছে আছে। আবারও ধন্যবাদ আপনাকে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান। নতুন নতুন ভ্রমণ বিষয়ক লেখা পাওয়ার অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল।

৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

আলম দীপ্র বলেছেন: আর কোনও কথা নাই । প্রিয়তে লইয়া যাই ।

আপনাকে ধনিয়া পাতার শুভেচ্ছা । কেমনে করলেন এতো ধৈর্য ধরে !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা মানুষের মাথায় ঘিলু নাই, তাই মাথায় ব্যাপক খালি জায়গা। তাই এতো ধৈর্য ধরে ;) :P

৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

Alter Ego বলেছেন: অনেক যত্ন আর পরিশ্রমের সংকলন ! নিজের একটা ফটোব্লগ স্থান পাওয়া দেখে ভাল লাগছে । গ্র্যাজুয়েশনের ব্যস্ততায় আপাতত পিসিটাই পৃথিবীর জানালা । রুকস্যাক কাঁধে নিয়ে বেড়িয়ে পড়ার সময় আগে অবশ্যই এই সংকলনটি মাথায় থাকবে । পোস্টে প্লাস ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যদি আপনার ভ্রমণে কোন কাজে লাগে, তবে অবশ্যই অনেক ভালো লাগবে। ভ্রমণ সংকলনের সাথেই থাকবেন সবসময় এই আশা রাখি।

পাঠে এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩৭| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ। ব্যাপক পরিশ্রম করেছেন পোস্টটির জন্য। আমর নতুন পোস্টটি দেখে আসার অনুরোধ রইলো। এটিও ভ্রমনসম্পর্কিত।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ বশর সিদ্দিকী, সময় করে দেখে আসবো অবশ্যই। আর এটা ছিল আগস্ট মাসের ভ্রমণ সংকলন, সেটেম্বরেরটা আজই সকালে পোস্ট করলাম। আশা করি দেখেছেন। আর আপনার নতুন পোস্ট ভ্রমণ সংক্রান্ত হলে এই মাসেরটা আগামী মাসের সংকলনে থাকবে আশা করি। ভালো থাকুন সর্বদা।

৩৮| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৭

শোভন শামস বলেছেন: অনেক কষ্টসাধ্য কাজ

ভালো থাকবেন

অনেক ধন্যবাদ

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ শোভন শামস, আপনিও ভালো থাকবেন।

৩৯| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:০৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: ইনশাআল্লাহ অক্টোবর/নভেম্বরে ইন্ডিয়া যাব। ভিসা হাতে পেয়েছি কয়েকদিন আগে। :) প্রিয়তে রেখে দিলাম। আস্তে আস্তে একটা একটা করে সব দরকারী গুলো পরে নিব।
++

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অভিনন্দন সাইফুর রহমান পায়েল। ভিসা পেলে আমারও যাওয়ার ইচ্ছা আছে। যান বেড়িয়ে আসেন, এসে কিন্তু ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে মজার মজার সব ভ্রমণ পোস্ট চাই।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৪০| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

তারেক সিফাত বলেছেন: বেশ পরিশ্রম করে লিখা এই পোস্টটি প্রিয়তে রেখে দিলাম। দারুণ, আরো অনেক লিখা পড়ার সুযোগ হল। আপনার ব্লগের আর্কাইভ থেকে অন্যান্য মাসের সংকলন পেলাম। আশা করি পড়ে ফেলতে পারবো।

শুভ কামনা সবসময়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভ্রমণ সংকলন এখন শুধুই অতীতের সুখ স্বপ্ন, সময়ের সাথে আসলেই অনেক কিছু বদলে যায়। এক সময় সারা মাস ব্যস্ত থাকতাম এই সংকলন এর ভাবনা নিয়।

পুরানো পোস্টে মন্তব্য পেলে সবারই ভাল লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়।

৪১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

মোস্তফা সোহেল বলেছেন: দারুন একটা কাজ করেছেন।প্রিয়তে রাখলাম সময় পেলেই পড়তে থাকব।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল। একসময় নিয়মিত এই কাজ করা হত, এখন কেন যেন আর হয়ে উঠে না।

ভাল থাকুন সবসময়, শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.