নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
হালকা ছন্দে হালকা কথা, হালকা ছন্দে সিরিয়াস কথা। কিছু কথা অতি তরল, কিছু কথা অতি সরল। কিছু কথা ধোঁয়া ধোঁয়া... একবারে বায়বীয়। কিছু রইলো হালকা ছলে একটু কঠিন সত্য। এই নিয়ে আজকের তিন কাব্য, কঠিন-তরল-বায়বীয়। আসুন উল্টো থেকে শুরু করি।
===================
একটু একটু অনেকখানি (বায়বীয়)
একটুখানি মিষ্টি করে
হায়! অথবা হ্যালো,
কষ্ট করে এই যে, তুমি...
একবার যদি বলো।
এতটুকু শুধু যদি
তুমি যাও বলে,
আমি দুলি স্বর্গসুখে
জগত আমার দোলে।
চ্যাট বক্সে একটু হাসি
নয়তো কোন ভেংচির ইমো,
আমার কাছে কত দামী
জানো না তো ঘোড়ার ডিমও।
একটু না হয় জানান দিলে
একটা দুটো মিসকলে,
সকাল-সন্ধ্যা দুপুর-রাতে
ভোর নয়তো শেষ বিকেলে।
তোমার বাড়ীর ব্যালকনিতে
একটু না হয় দাঁড়ালে,
দূর থেকে দেখবো আমি
থাকবো না হয় আঁড়ালে।
রিকশার হুড একটুখানি
রাখলে না হয় খোলা,
পেছন রিকশায় চুপটি করে
হবো আমি পথ ভোলা।
রাতের বেলা তোমার ঘরের
ঝাড়বাতি সব রাখলে জ্বেলে,
সেই আলোতে দেখবো তোমায়
রাস্তা হতে চক্ষু মেলে।
এমন কত একটু একটু
অনেক কিছু চাই,
তার বদলে আমার কিন্তু
দেবার কিছু নাই।
দিতে পারি শুধু মাত্র
সবটুকু সময়,
আর আছে ভালোবাসায়
জমাট এক হৃদয়।
=========================
ভালোবাসা রেললাইন (তরল)
তুমি আমি ছিলাম কভু
লোহার একই পাতে,
গায়ের সাথে গা লাগিয়ে
জড়িয়ে এক সাথে।
দেহের তাপে একটু একটু
অনেক হল দহন,
দুজনার মাঝখানে’তে
নিঃশব্দ ক্ষরণ।
তোমায় আমায় চুপটি করে
ঠেললো কবে কে দূরে,
অজানা এক শুন্য দেয়াল
তোমায় আমায় চিরে।
ভালোবাসা ছিন্ন করে
যেতে দেইনি বহুদূর,
খণ্ড খণ্ড অনুভূতিতে
বেঁধে রেখেছি সুর।
লোহার সেই খণ্ড আজ
দুই খণ্ডে সমান্তরাল,
ভালোবাসার ছোঁয়ার মাঝে
কাঠ পাথরের দেয়াল।
লোকে বলে রেললাইন
বহে সমান্তরাল,
তুমি আমি সাথেই আছি
তাইতো চিরকাল।
ভালোবাসার নেইকো শিকল
শুধু কাছে থাকার মায়া,
দুই জগতের দুই বাসিন্দা
আছি ফেলে নিজের ছায়া।
এপার থেকে দেখি তোমায়
তুমি ওপার থেকে,
রেললাইনের এই জীবনটা
যাচ্ছে এঁকেবেঁকে।
দিগন্তে কভু হয় যদি
ফের মোদের মিলন,
দুজনাতে মিশে যাবো
হবে ভালোবাসার আলিঙ্গন।
হয়ত অলীক, মরিচিকা
তবু রাখি এই আশা,
কারণ মোরা একই লোহার খণ্ড
যেথা বুক জোড়া ভালবাসা।
===========================
লেনাদেনা (কঠিন)
গিভ এন্ড টেইক
নয়কো ফেইক
চরম সত্য হায়,
যতটুকু করেছো গ্রহণ
চেতনে বা অবচেতন
শোধিতে হবে তায়।
একটু ভালোবাসার ছোঁয়া
একটু আদর আহ্লাদ,
একটু একটু করে অনেক
গড়েছ ঋণের প্রাসাদ।
কোন কিছুই নয়কো ফ্রি
নয়কো কিছুই মুফতে,
কড়ায় গণ্ডায় পাওনাটুকু
হবে তোমায় শুঁধতে।
বাবা-মা ভাই বোন
প্রিয়তমা’র আলিঙ্গন
ছোট্ট খোকার তুলতুলে গাল
ছোট্ট খুকির চুম্বন।
বন্ধুদের দেয়া সময়গুলো
প্রেমিকার প্রেম,
বেলা শেষে বিল চুকিয়ে
সেয়, ‘ইটস জাস্ট এ গেম’।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপা। ভালো থাকবেন।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
অন্ধবিন্দু বলেছেন:
কঠিন-তরল-বায়বীয় পাড়ি দিয়ে অকূল দরিয়ায় দেখি ইটস জাস্ট এ গেম !
হাহহ হাহ হা। উপভোগ কললাম, ছন্দ কথা।
বোকা মানুষ বলতে চায় ভালো থাকুক।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাহহ হাহ হা....
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯
সোহানী বলেছেন: মারহাবা মারহাবা.....আসলেই আপনি কঠিন কবি প্রতিভা........
তাই সুপার ++++++
লাস্ট প্যারা অসাম্ ....
বন্ধুদের দেয়া সময়গুলো
প্রেমিকার প্রেম,
বেলা শেষে বিল চুকিয়ে
সেয়, ‘ইটস জাস্ট এ গেম’।
সত্যিই তাই....
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রংশসা নাকি ঠাট্টা বুঝতে পারছি না... :-&
থাক, বুঝে লাভ কি? আমি না বোকা মানুষ?
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো, অম্ল-মধুর-বায়বীয় চলছে দারুণ।
ভাল লাগা রইল।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অম্ল-মধুর-বায়বীয়!! কি শুনাইলেন প্রোফেসর সাহেব!!!
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: ত্রিমাত্রিক কবিতা ভালো লাগিয়াছে ভ্রাতা
ভালো থাকবেন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ। শুভকামনা জানবেন।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২০
জাফরুল মবীন বলেছেন: জীবনের বায়বীয় অণু সুখগুলো একসময় ঘনীভূত হয়ে ভালবাসার তরল স্রোতে রূপ নিলেও আজ তা কঠিন বাস্তবতায় বন্দী।কবিতায় ভাললাগার ট্রিপল প্লাস (+++)
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মন্তব্যে ভালোলাগা উইথ প্লাস। কসমেটিক্স নিয়ে যেভাবে লিখছেন ভ্রাতা ব্যাবসায়িরা না আবার আদালতের দ্বারস্থ হয় তাদের পেটে লাথি মারার অভিযোগে
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রিয় বোকার টুকরো কবিতাও যে অসাধারণ ...
৪র্থ প্লাস ...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওমা তাই নাকি?
আমিতো ভাবলাম লেখা ৪র্থ ক্লাস!!!
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬
ফেরারী আউট-ল বলেছেন: সুন্দর!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ফেরারী আউট-ল।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
বাংলার পাই বলেছেন: তিনটাই ভালো লাগলো। +++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তিনটা ভালো লাগার জন্য তিনটা প্লাস...
অনেক ধন্যবাদ ভাই।
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬
সুমন কর বলেছেন: দারুণ ছন্দময় তিনটি অবস্থার কবিতা বা ছড়া।
কবি কি নতুন প্রেমে পড়েছেন !!!!
৫ম লাইক।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবাই প্রেমে পড়ে, আমি বোকা বলে প্রেমে উঠছি...
যদি কোন বোকি (মহিলা বোকা ) পাইতাম....
অনেক ধন্যবাদ সুমন কর। নারে ভাই, হঠাৎ করেই ছন্দগুলো মাথায় চলে আসে, সেই থেকে লেখা। এখন যেমন এই নীচের লাইন কটা মাথায় এলো, অনলি ফোর ইউ, জাস্ট ইমাজিন সামওয়ান, অ্যা বিউটিফুল লেডী, শী রোট ফোর ইউ....
"সাজানো বাগান শুন্য লাগে
শুকনো পাতার মর্মর,
নীলাকাশে কালো মেঘ
অন্তরে বহে ঝড়,
একদিন যদি না দেখি তোমায়
ওগো সুমন কর।"
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২
মি রুমি বলেছেন: চমৎকার!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মি রুমি।
পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
সুমন কর বলেছেন:
++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৬
ডি মুন বলেছেন: এমন কত একটু একটু
অনেক কিছু চাই,
তার বদলে আমার কিন্তু
দেবার কিছু নাই।
দিতে পারি শুধু মাত্র
সবটুকু সময়,
আর আছে ভালোবাসায়
জমাট এক হৃদয়।
..... বাহ, খুব মিস্টি করে লিখেছেন তো। এইবার একটা কড়া কথা শোনেন,
" এ দারুণ ইনফ্লেশনের বাজারেও সংসারে শুধু হৃদয়ের দাম খুব বেশি নয়। "
এইটা কিন্তু আমার কথা না। এই কথা বলেছেন "দৃষ্টিপাতে"র লেখক যাযাবর (বিনয় মুখোপাধ্যায়)। তবে তার কথা একবিন্দুও মিথ্যা না এইটা বলতে পারি।
ভালোবাসার নেইকো শিকল
শুধু কাছে থাকার মায়া,
দুই জগতের দুই বাসিন্দা
আছি ফেলে নিজের ছায়া।
-----
কোন কিছুই নয়কো ফ্রি
নয়কো কিছুই মুফতে,
কড়ায় গণ্ডায় পাওনাটুকু
হবে তোমায় শুঁধতে।
----- প্রতিশোধ নেবেন নাকি !!!!!
খুব ভালো লাগলো। তাই একটু মজা করলাম। কেমন আছেন বোকা মানুষ ভাই ?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ডি মুন সুন্দর মন্তব্যের জন্য।
এইবার আমারও একটা কড়া কথা শোনেন, " সিভিলাইজেশনের আর ভার্চুয়াল ওয়ার্ল্ড এর এই বাজারে ইদানীং হৃদয়ের সাপ্লাই খুব কম, কারণ ডিমান্ডই নাই।"
এবার আপনিও সুমন করের মত একটা গিফট নিয়ে যান,
অনলি ফর ইউ, জাস্ট ইমাজিন সামওয়ান, অ্যা বিউটিফুল লেডী, শী রোট ফোর ইউ....
"বাড়ী আছে, গাড়ী আছে?
আছে টাকা কড়ি
খানা খাদ্য-উনুন?
রূপ আছে,আছে যৌবন?
শরীরে গরম খুন?
এসবের কিছুই চাইনা...
চাই শুধু হৃদয়টা
দেবে কি ডি মুন?"
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬
এহসান সাবির বলেছেন: এক গুচ্ছ +
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সাবির ভাই।
"তোমার হৃদয়ে এ কোন আবীর
বল না এহসান সাবির"
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০
ডি মুন বলেছেন: বোকা মানুষ ভাই আপনারে কইষ্যা মাইনাস - -- -- -- -- -- -- --[ - ] টু দ্য পাওয়ার ইনফিনিটি
কারণ,
"বাড়ী আছে, গাড়ী আছে?
আছে টাকা কড়ি
খানা খাদ্য-উনুন?
রূপ আছে,আছে যৌবন?
শরীরে গরম খুন?
এসবের কিছুই চাইনা...
চাই শুধু হৃদয়টা
দেবে কি ডি মুন?"
এই কথা আইজ পর্যন্ত কেউ কয় নাই। বরং উল্টোটা কইয়া ল্যাঙ মাইরা ফালাইয়া দিছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই জন্যই তো কইলাম বাজারে হৃদয়ের ডিমান্ড নাই।
(অফ টপিকঃ পুরাতন ঢাকার লালবাগে "হৃদয় কনফেশনারি" আছে, তার আবার খুব ডিমান্ড, পাঁচ-ছয়টা শাখা। )
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ছন্দময় নির্ভেজালযুক্ত কবিতাসমগ্র । পড়ে যারপরনায় উপভোগিত হলাম । কবির কাব্যিক চেতনাকে ধন্যবাদ সাথে কবিকেও ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কাব্যিক চেতনা!
প্রশংসা করেন ভাই
কিন্তু এতো না...এতো না।
১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: ছন্দে ছন্দে দুলি আনন্দে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছন্দে ছন্দে দুলে অভি
কোন আনন্দে প্রিয় কবি?
গোপন খবর নেই যে গোপন
আম-জনতা জানে সবি।
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
আবু শাকিল বলেছেন: কঠিন-তরল-বায়বীয়
খুব মজা করে লিখেছেন।তাই মজা পেলুম।
ভেংচির ইমো দেয় কেম্নে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভেংচির ইমো দেয় কেম্নে?
এই যে এম্নে
১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার! ভালো লেগেছে।
ধন্যবাদ, ভাই বোকা মানুষ বলতে চায়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম। শুভকামনা জানবেন।
২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮
জাফরুল মবীন বলেছেন: ৬নং মন্তব্যের সাপেক্ষে বলছিঃ“কসমেটিক্স নিয়ে যেভাবে লিখছেন ভ্রাতা ব্যাবসায়িরা না আবার আদালতের দ্বারস্থ হয় তাদের পেটে লাথি মারার অভিযোগে”-আমাকে ‘ভেজাল কিলার’ উপাধি দিয়ে এখন আবার ভয় দেখান
ধরা পড়লে উস্কানিদাতা (হুকুমের আসামী নামটা বেশী পছন্দ) হিসাবে আপনারেও সাথে নিয়ে যাব।
অ.ট.-লালবাগ চৌরাস্তার ‘হৃদয় কনফেকশনারী’র কথা মনে পড়ে গেল আপনার এক মন্তব্যে।পিজা খাইতে যাওয়া লাগবে...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছাঁদে উঠাইয়া মই সরায়া নিতে হয়, পানিতে নামায়াইতো চুবানির ভয় দেখাইতে হয়।
২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬
সোহানী বলেছেন: প্রংশসা নাকি ঠাট্টা বুঝতে পারছি না... :-&
আরে আপনেরে ঠাট্টা করার ক্ষমতা রাখি না .... কারন কবিদের আমি সমীহ্ করে চলি। আর আপনার কবিতা প্রশংসার দাবীদার।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আচ্ছা সমীহ কেম্নে করে?
"ভালো বলেছেন সোহানী
বুঝতে পারিনি প্রশংসাখানী
ঠাট্টা ভেবে ভুল করেছি
এখন তা বুঝতে পেড়েছি।"
ধুর কাল রাতের মুড এখন থাকলে ভালো একখান কবিতা লিখিতে পারিতাম। সুমন কর, ডি মুন, অভি'দের প্রতিউত্তরের কবিতাগুলো ভালো ছিল।
২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬
খাটাস বলেছেন: মিষ্টি ছন্দময় রচনা গুলো বড়ই মনোহর লাগল বোকা ভাই। প্রথম বায়বীয় আর কঠিন পাঠে অধিক তৃপ্তি পেলাম।
খুব সুন্দর। ++++
ইয়ে মানে, ভাবি জানে???
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইয়ে মানে, ভাবি জানে???
বলছি তারে কানে কানে,
কিন্তু একটা কথা হইল
আমার উনি কোন খানে?
হয়নি জানা খোঁজ তার
স্বপ্ন তার রোজকার,
পথ বসে আছি চেয়ে
পাই যদি দেখা তার...
২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
নাসরিন চৌধুরী বলেছেন: কঠিন , তরল , বায়বীয়---বাহ বেশ সাজিয়েছেন তিনটি লিখাই।
কঠিনেরে ভালবাসিলাম।
ভাল থাকুন--অনেক ভাল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কঠিনেরে ভালবাসিলাম। হুমম
কঠিনেরে ভালবাসিলাম
তাইতো ছুটে আসিলাম
সহস্র দিবস-রজনী শেষে,
বায়বীয় সব স্বপ্ন ঠেলিয়া
তরল চেতনাকে দূরে ফেলিয়া
কঠিন বাস্তবতার দেশে।
অশেষ ধন্যবাদ, শুভকামনা জানবেন।
২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কঠিন , তরল , বায়বীয়--খুব সুন্দর।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ভাই। ভালো থাকবেন সবসময়।
২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনার আরো একটা গুণের খবর এই পোষ্টের মাধ্যমে প্রকাশ পেলো, শুভেচ্ছা কবিকে
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইটা কিন্তু গোফন খবর, খবরদার কাউরে কইয়েন না।
২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৭
একলা ফড়িং বলেছেন: চমৎকার ছন্দকথা!
আপনার প্রতিভা দেখে
একটু হলাম হিংসিত,
আমিও লেখা করব শুরু,
নন্দিত না পারলেও হতে
হতেই পারি নিন্দিত!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: একলা ফড়িং কেন
হবে নিন্দিত হে,
লেখা দিয়ে করে নেবে
স্থান সবার হৃদয়ে।
এই আশায় রইলাম
আরেকটা কথা কইলাম,
ফড়িং কেন একলা
ইহা জানতে বসে রইলাম।
২৭| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ২:৫৪
অতঃপর জাহিদ বলেছেন: দারুণ লেগেছে! ++++++
০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৩:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ অতঃপর জাহিদ, ভালো থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন, দারুন এবং দারুন