নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

মহারাণীর কেচ্ছা - ১ (ছোট গল্প)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬



মোবাইল রিং হতেই বিরক্ত হলাম, ফোন সুইচ অন করতে দেরী নাই, কল এসে হাজির। “এই মোবাইল বন্ধ ছিল কেন?” মহারাণী’র ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা। আমি আমতা আমতা করে বললাম, ‘এম্নি... চার্জ ছিল না’। ঘটনা কিন্তু সেরকম না, ইচ্ছা করেই রাতে মোবাইল সুইচ অফ করেছি। গত এক সপ্তাহ যাবত রাতে ঘুম হচ্ছে না। ঘুমের বড়িতেও কাজ হচ্ছে না। সারা রাত ঘুম আসে না, চোখ খোলা থাকলে জ্বালা করে, চোখ বুঝে শুয়ে থাকি, ঘণ্টা কেটে যায়, কিন্তু ঘুম আসে না। কি অসহ্য যন্ত্রণা! নির্ঘুম একাকী রাত কাটানো যে কি কষ্টের, উফ! ভুক্তভোগী ছাড়া কেউ জানে না।

গতরাতে ডবল ডোজ ঘুমের বড়ি খেয়ে গুনে গুনে পাঁচশ কদম হেঁটে পরিস্কার ধোঁয়া চাদর বিছিয়ে রুমে এয়ার ফ্রেশ্নার স্প্রে করে মশারী টাঙ্গিয়ে দক্ষিনের জানালা খুলে তারপর ঘুমাতে গেছি। সাথে মোবাইল সুইচ অফ। প্রতিদিন ফজরের পর একটু তন্দ্রা আসে, কিন্তু সাত সকালে যত উটকো ফোন এসে ঘুমের বারোটা বেজে যায়। আর তাই কাল রাতে মোবাইল বন্ধ করে ঘুমুতে গেলাম।

কিন্তু সকাল হতেই পাশের বাসায় বিশাল হাউকাউ, ঝগড়া শুরু হয়েছে, ননস্টপ চলছেই। শেষে আজও ঘুমের জ্বালা চোখে নিয়ে উঠে বসলাম খাটে, মাথা ভার হয়ে আছে, দুপাশের রগগুলো লাফাচ্ছে দ্রুত বেগে, ঘুমের বড়ির কুফল। হাই তুলতে তুলতে ফোন সুইচ অন করলাম, আর সাথে সাথেই একটা মেসেজ, মিসকল এলার্ট, মহারাণী সকাল থেকে তিনবার ফোন করেছেন। আমি মেসেজ পুরোটা পড়ে শেষ না করতেই এলো তার ফোন কল, আর কল করেই
ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসাবাদ...

“এই মোবাইল বন্ধ ছিল কেন?”।

আমার ‘এম্নি... চার্জ ছিল না’ প্রতিউত্তরে মনে হল উনুনে গরম তৈলাক্ত কড়াইয়ে কেউ পানি ঢাললো, ঝনঝন করে মহারাণীর গম্ভীর সুর কর্কশতর হয়ে উঠলো।

‘চার্জ ছিল না মানে? সারারাত কি বাসায় কারেন্ট ছিল না?’

‘কারেন্ট ছিল সোনাপাখি, মহারাণী... কিন্তু আমার রিচারজার যে তুমি...”

‘এই খবরদার আহ্লাদ করবা না, স্টুপিড কোথাকার...’

‘সরি... মহারাণী...’ আমি মিনমিন করে কথাগুলো বললাম, বুঝার চেষ্টা করছি ঘটনা কি? এতো ক্ষেপছে কেন প্রিয়তমা আমার।

‘এই তোমারে না বলছি মিনমিন করে কথা বলবা না আমার সাথে। আর মহারাণী কি? তুমি কি আমারে রাজত্ব লিখে দিছো? নাকি কোন রাজা বাদশাহ’র সাথে আমার বিয়ে হইছে?’

আমি চুপ করে মোবাইল কানে দিয়ে বসে রইলাম। এই মোমেন্টে কোন কথা না বলাই ভালো।

‘এই কথা বল না কেন? কি মুখে কষ্টেপ মারছো? মেসেজেতো আঙ্গুল দিয়ে কথার খই ফোটে... খবরদার চুপ থাকবা না। কথার উত্তর দাও’

‘কি উত্তর? কিসের উত্তর? বললাম তো চার্জ ছিল না’

‘চার্জ ছিল না কেন? রাতে কার সাথে কথা বল? গুড, আমি যে ডিসিশন নিছি ঠিকই নিছি...’

‘কিসের ডিসিশন? কি হইছে বলবাতো?’

‘কিছু হয় নাই। শোন... এখন থেকে তোমাকে আর কোন ফোন করবো না, নো কমিউনিকেশন’

‘ওকে ঠিক আছে...’

‘কি! কি বললা তুমি? বাহ...বাহ, ঠিক আছে, ঠিক আছে! নতুন পাখি যোগাড় করছো তাই না? ও সরি, তোমারতো পাখি না, মহারাণী...’

‘কি আবোল তাবোল বলতেছো?’

‘ও আমার কথা এখন আবোল তাবোল লাগতাছে? লাগবেই তো...’

‘আরে কি কথার কি মানে করতেছো?’

‘কোন মানে-ফানে’র দরকার নাই, শোন... তোমার সাথে আমার আজ, এখন থেকে ব্রেক আপ’

‘ব্রেক আপ মানে...?’

‘এই একদম চুপ, খবরদার আরেকটা যদি ন্যাকামি শব্দ কর...! ব্রেকআপ মানে বোঝো না? ন্যাকা? তোমার সাথে আজ থেকে আমার সম্পর্ক শেষ, সব শেষ...বুঝছো’

‘কিন্তু আমার অপরাধটা কি? ধুর ভালো লাগে না...’

ওমা! ওপাশ থেকে লাইন কেটে দিল। মেজাজ এখন সপ্তমে আমার, পাশের বাসার চেঁচামেচি চলছেই। রাগে মোবাইলটা দিলাম এক আছাড়। শালার কচ্ছপের আয়ু, নোকিয়ার সেই হাতুড়ি সেট। আমার সিম্ফনি এনড্রয়ডটা গতমাসে পকেট মেরে দেয়ার পর সফিক থেকে চেয়ে এই মান্ধাতা আমলের সেটটা এনেছি। আছাড় খেয়ে ব্যাটারি খুলে গেছে।

আবার ব্যাটারি ভরে সুইচ অন করলাম, মহারাণী’কে ফোন করা দরকার। ঘটনা কিচ্ছু একটা আছে, জানা দরকার। কিন্তু সেট অন হল না। জামা পড়ে বাইরে বের হলাম, মোবাইল ফোনের দোকান থেকে একটা ফোন করলাম। মহারাণী ধরে না, আমি ভুলেই গেছি ও আননোন নাম্বার এর কল রিসিভ করে না। আমার মাথার রগ আবার লাফাচ্ছে... ঔষধের দোকানের দিকে গেলাম, আরও এক পাতা ঘুমের ঔষধ কেনা দরকার। তিনদিন পর ভার্সিটি খুলবে, এই তিনদিন কি করি?

==============

তিনদিন পর, আমি কলাভবনের পেছনে সিঁড়িঘরে বসে আছি, দূর থেকে দেখলাম মহারাণী আসছেন। আমি উঠে মধুর ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করলাম। আমি ডিসিশন নিছি, এই প্রেম প্রেম জ্বালা যন্ত্রণা আর না, লাইফে এত এত প্যারার মাঝে এই মহা প্যারা আর ভালো লাগে না। এক কাপ চায়ের অর্ডার দিয়ে কোনার এক টেবিলে গিয়ে মাথায় হাত দিয়ে চোখ বুজে বসে রইলাম।

‘কি বাবু সোনা দেখি রাগ করছে...’ মহারাণীর কণ্ঠ শুনে চেয়ে দেখি উল্টো দিকের টেবিলে এসে বসেছে। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। না আর না, রোজকার এই যন্ত্রণা আর না।

‘ওমা! বাবুর এত্ত রাগ! আই অ্যাম সরি...’

আমি নির্বিকার হয়ে চায়ে চুমুক দিলাম।

‘আরে বাবা বললাম তো সরি। এই যে সবার সামনে কান ধরলাম, এখন কি উঠবস করবো?’

চেয়ে দেখি সত্যি সত্যি মহারাণী দুহাত দিয়ে কানের লতি ছুঁয়ে আছে। চোখে জিজ্ঞাসু দৃষ্টি উঠবস করবে কি না? আমি জানি, ও পাগলী আছে, ঠিকই উঠবস শুরু করে দিবে। আমি চায়ের কাপ রেখে চেয়ার ছেড়ে উঠে ওর হাত ধরে বাইরে বের হলাম। একটা রিকশা ডেকে কার্জন হলের দিকে রওনা হলাম। শহীদুল্লাহ হলের পুকুর ঘাঁটে গিয়ে দুজনে বসে যে অনেক কথা বলতে হবে। সুযোগ পেলে মহারাণীর কোলে একটু মাথা রেখে ঘুমিয়ে নিবো, রাতগুলো যে বড্ড নির্ঘুম কাটছে।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

ডরোথী সুমী বলেছেন: হাও সুইট! টোনাটুনির টক,ঝাল,মিষ্টি গল্প। ভাল লেগেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ডরোথী সুমী। আসলে "রন্তু'র কালো আকাশ" নামে একটা ধারাবাহিক লিখছি, যা আসলে একটা কষ্টের উপাখ্যান। আর তাই "মহারানী'র কেচ্ছা"র অবতারনা। এই গল্প হবে কুসুম কুসুম মিষ্টি মিষ্টি ভালোবাসার গল্প।

মাস তিনেক আগে এমনই একটা কিউটি কিউটি লভ এর গল্প লিখেছিলামঃ পড়ে দেখতে পারেন.... ছোট গল্পঃ যদি একবার তাকে দেখা যায় (একটি অসমাপ্ত প্রেম উপাখ্যান)

খুব শীঘ্রই আপনার ব্লগে বেড়াতে আসছি, সুর-সপ্তক আর আপনার গল্প পড়তে।

ভালো থাকবেন।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

মারস্ শীতল বলেছেন: নির্বিকার রোদনে অশশরীরী আচরণ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: B:-) B:-) B:-)

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:

আহা টোনাটুনি লভ!!!!

খালি কথায় কথায় ব্রেকাপ!

আবার বলে সরি

হিরো- কি আর করি; )

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ;) ;) ;)
:P :P :P
=p~ =p~ =p~

একবারে লুতুপুত লুতুপুতু প্রেম কাহিনী। আজ বৃহস্পতিবার কিনা, তাই সারা সপ্তাহের ক্লান্তি ঝেড়ে ফেলতে ব্লগীয় ন্ধুদের জন্য একটু হালকা টক-ঝাল-মিষ্টি উপহার।

মাস তিনেক আগেরটা নিশ্চই প্রিয় বিদ্রোহী ভৃগু'র মনে আছে? আমার কিন্তু তার কমেন্টটার কথা মনে আছে। স্মৃতিচারণ.....

ছোট গল্পঃ যদি একবার তাকে দেখা যায় (একটি অসমাপ্ত প্রেম উপাখ্যান) থেকে

১. ২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: টুটুল এখন প্রতিদিন অপেক্ষায় থাকে তার ফেসবুকে হয়ত অচেনা কোন মেয়ে আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, সে ওপেন করে দেখবে সেই মায়াময় মেয়েটি। প্রায় সময় সে পান্থপথে ঘোরাঘুরি করে, অতিশ দীপঙ্কর ইউনি’র সামনের ফুটপাথের চায়ের দোকানে বসে থাকে; সেই মায়াময় মেয়েটির খোঁজে। যদি একবার তাকে দেখা যায়।



আহালে......................................



কিউটি কিউটি ....লভ ষ্টোরি

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: হে হে হে +++++++ পুত্তুম ছবিটা দেইখা লুল লুল নিয়া ঢুকলাম :#> :#> B-))

রাজা রানীগো লেইগা ম্যালা চুবেচ্ছা রইল B-) B-) :#)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ;) ;) ;)!!!

:P :P :P !!

=p~ =p~ =p~ !

মজা পাইছেন নাকি হেইডাতো কয়া গেলেন না ভ্রাতা। B:-/

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

কলমের কালি শেষ বলেছেন: ইসসস এইরকম একটা বউ থাকলেই না ভাল হত । :( :( :P

মজা পাইছি । :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আইচ্ছা... তাই নাকি!!! লাইফ হইতো তেজপাতা... বুঝতেন ঠ্যালা ;)

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

সুমন কর বলেছেন: এতো প্রেমের গপ্প ভাল লাগে না, অামার কাছে :(

তাছাড়া তেমন ভাল হয়নি। বন্ধু, সত্য কথা। লেখায় এতো গ্যাপ কেন?? দেখতে খারাপ লাগছে।

:|

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :( হালকা মনের হালকা মানের একটু মন ভালো করার ছলে লেখা। গ্যাপ সামু জানে। এডিট অপশনে গিয়ে দেখেছি, সব ঠিক আছে। কিন্তু পোষ্টে গেলেই এমন ফাঁকা ফাঁকা দেখায়।

প্রেমের গপ্প ভাল লাগে না.... ঘটনা কি বন্ধু হে? ;)

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

ঢাকাবাসী বলেছেন: হালকা গল্প ভাল লাগল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হালকা ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী :P

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: গল্প শেষ হলো শহীদুল্লাহলের পুকুর পাড়ে । বেশ লিখেছেন ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~ =p~

বুড়িগঙ্গা তীরেও শেষ করা যেত, কিন্তু তাতে অর্থ আর সময় দুইটাই বেশী লাগতো। হাজার হলেও স্টুডেন্ট মানুষ, তাই লেখক তাদের এইটুকু কন্সিডার করলেন আর কি ;)

ধন্যবাদ সেলিম ভাই।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

জাফরুল মবীন বলেছেন: হায় প্রেম!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হায় প্রেম! তুমি কি বলতো? ;)

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: গল্প হলেও বাস্তবের আঁচ আছে। জানতে আর চাইলাম না প্রেমিকা আছে কিনা। =p~ :-P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যদি জানতে আমার কিসেরও ব্যাথা... ;) :P

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: এতো তাড়াতাড়ি উত্তর!! ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

১২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০২

নিষ্‌কর্মা বলেছেন: ভাল লেগেছে!

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই নিষ্‌কর্মা কষ্ট করে লিঙ্ক ধরে প্রথম গল্পটি পড়ার জন্য। ভালো থাকুন সবসময়।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ইশ আমার যুগে মোবাইল ছিল না , নাইলে প্যারা কারে কয় বুঝাইতাম
লেখা ভাল লেগেছে :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সখি প্যারা কারে কয়??? :P

ভাইয়ার ভাগ্য ভালো, আপনার যুগে মোবাইল ছিল না।

অনেক ধন্যবাদ মনিরা সুলতানা আপু, সব কয়টা গল্প পাঠ এবং সুন্দর মন্তব্যগুলোর জন্য। ভালো থাকুন সবসময়।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবি কি সাধে বলেছেন, " প্রেমে মড়া জলে ডুবে না ও বন্ধু রে!"

গল্প পড়েই এই গান মনে পড়ল!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম, ঠিক কথা। ধন্যবাদ আগ্রহ নিয়ে পুরাতন লেখাটি পড়ার জন্য। অনেক অনেক ভাল থাকুন। ঈদের শুভেচ্ছা রইল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.