নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

অনাকাঙ্ক্ষিত

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০





যে পথ দিয়ে গিয়েছিলাম

সেই পথ দিয়েই ফিরে এলাম।

সেই আবছা অন্ধকার রাস্তা,

সেই শান্ত পরিবেশ, সেই নির্জনতা।



দু’পাশে সেই গাছপালা,

কতশত পাখীর আবাস মেলা।

নিবিড় আনন্দে নিজেদের মাঝে ডুবে আছে,

নয়ত সবাই মহাশান্তিতে বিশ্রাম করছে।



যেন কারুর কোন অভিযোগ নেই,

কারুর জীবনে কোন হাহাকার নেই।

যেন প্রতিটি হিসেব মিলেছে সবার,

কোন অপূর্ণতা নেই আর।



আমি শুধু একা একা পথ চলেছি

কষ্টগুলো পথে পথে লুটায়ে দিচ্ছি

এই চিরসুখীদের মাঝে দিয়ে পথ চলছি

হয়ত ওদের সবার শান্তি বিনষ্ট করছি।

একসময় বড় বেমানান মনে হল নিজেকে,

এই দুঃখহীন নির্ঝঞ্জাট শান্ত পরিবেশে।

নিঃসঙ্গতার কোন ঠাই নেই এই দুনিয়ায়,

কোন স্থান নেই চিরদুঃখীদের হায়।





রচনাকালঃ ২২ এপ্রিল ১৯৯৯



[তখন ছিল স্বপ্ন দেখার বেলা, হৃদয়ে চলত ভাবনার খেলা। প্রচুর বাংলা গল্প-উপন্যাস পড়া হত, মাঝে মাঝে কোন লেখকের কিছু কথা, কিছু পংক্তি, কিছু বর্ণনা খুব বেশী ভালো লেগে গেলে পরে তা দিয়ে লেখা হত কবিতার ব্যর্থ পঙক্তিমালা। এই কবিতাটি ঠিক তেমনই একটি। এই কবিতাতিও আমার প্রিয় লেখক নিমাই ভট্টাচার্য’র উপন্যাস হতে রচিত, যত সম্ভব ‘তোমাকে’ হতেই নেয়া। এই উপন্যাস হতে রচিত আরেকটি কবিতা কিছুদিন আগে পোস্ট করেছিলাম ( ক্ষণিকের তরে মনের দর্পণে মুখোমুখি দাঁড়িয়ে] )। ইদানীং অফিসের কাজের এতো চাপ যে, ব্লগে সময় দিতে পারি না। আজ বসলাম ভ্রমণ সমগ্র’র কাজ করতে; চোখ ঢুলু ঢুলু, তখন ভাবলাম এই কবিতা দিয়ে সবার সাথে একটু যোগাযোগ হোক। এই মাসের ভ্রমণ সংকলন ১০ তারিখে পোস্ট করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। আশা রাখি ১৫ তারিখের মধ্যে দিতে পারব। শুভ রাত্রি

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৬

জাফরুল মবীন বলেছেন: মাষ্টারপিস!

+++++++++++++++++++++++++++++++++++++++......

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মাস্টারপিস!!! একটু বেশী হয়ে গেল না জাম ভাই? ;)

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

সোহানী বলেছেন: অসাধারন.......... ১৫ তারিখ কিন্তু ডেড লাইন... B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সরি....সরি....সরি....
আন্তরিকভাবে দুঃখিত দোস্ত ব্লগার, ইচ্ছা থাকা সত্ত্বেও সময় করতে পারছি না। আশার কথা সংকলনের কাজ শেষের দিকে, দুইএক দিনের মধ্যে পোস্ট করতে পারবো বলে আশা রাখি।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০

সুমন কর বলেছেন: কেমন অাছো বন্ধু ?

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রিয় বন্ধু, ভালোই আছি। কিন্তু প্রচুর কাজের মাঝে ডুবে আছি, ব্যাস্ততার চূড়ান্তে। আশা রাখি মাস খানেকের মধ্যে আগের মত ব্লগে সময় দিতে পারবো।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

আমি তুমি আমরা বলেছেন: রচনাকালঃ ২২ এপ্রিল ১৯৯৯

বহু আগের লেখা।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... তখন সময়টাই ছিল অন্যরকম। :)

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: +

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামা ভাই, কেমন আছেন? দোয়া করি ভালো থাকুন সবসময়। :)

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

এহসান সাবির বলেছেন: “SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - নভেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – ডিসেম্বর২০১৪)?
ওকে ১৫ তারিখ.... আমি ভাবলাম আমি ভ্রমন পোস্ট দিসি বলেই ওটা এবার অফ ;) ;)




কবিতায় এক গুচ্ছ ভালো লাগা।

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভ্রাতা....শুধু তোমার লাগি এই মাসের ভ্রমণ সংকলন তৈরি করছি... আর দুয়েকটা দিন সবুর কর.... :) ব্যাস্ততা আমায় দেয় না অবসর :(

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০

আবু শাকিল বলেছেন: দারুন !!

অনেক আগে লিখেছেন।
রচনাকালঃ ২২ এপ্রিল ১৯৯৯ =p~

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই, আগে ছিল কবিতা লেখার নেশা....।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

হামিদ আহসান বলেছেন: সুন্দর .......++++++++++++++

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ হামিদ ভাই :)

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

ঢাকাবাসী বলেছেন: ম্যালা দিন আগের, তবু ভাল ।

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... ম্যালা দিন আগের। তবে ভালা কিনা কইতে পারিনা।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন :)

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জানলাম এবং জানালাম :)

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

ডি মুন বলেছেন: খুব সুন্দর কবিতা
বিশেষ করে শেষ দুই লাইন হৃদয়ছোঁয়া।

++++

শুভকামনা রইলো বোকা মানুষ ভাই :)

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় ডি মুন। ভালো থাকুন সবসময়।

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। কেমন আছেন? আশা করি ভালো। শুভ কামনা জানবেন।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৪

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লাগলো ।

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাইজান। ভালো আছেন নিশ্চয়ই? :)

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

কলমের কালি শেষ বলেছেন: হুম আলহামদুলিল্লাহ ভালো আছি । :)

আপনি কেমন আছেন ?

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি ভালোই আছি, কিন্তু কর্ম ব্যাস্ততায় পেরেশান :(

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :) ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.