নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

নোংরা ফাল্গুনে পিশাচের আগুনে

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯



পিশাচের হাতে জ্বলছে আগুন,
দেশ জুড়ে আজ নোংরা ফাল্গুন।
পুড়ছে জীবন, পুড়ছে দেহ,
কখন কোথায় জানে না কেহ।

পিশাচের মনের গোপন কোঠায়,
যে আগুন ছিল নিত্য ঘুমায়।
হঠাৎ করে আজকাল ফের
গোপন কোঠা হতে হল সে বের
জ্বালাতে মানুষ, পোড়াতে প্রাণ,
পোড়া মাংসের নিতে ঘ্রাণ।

তার চোখে জমা বিষাদ আগুনে
দেশ জুড়ে এই নোংরা ফাল্গুনে
পুড়ছি আমি, পুড়ছো তুমি
পুড়ছে প্রিয় জন্মভূমি।

কোন অভিশাপে কে যে জ্বলে
পিশাচদের ঐ রোষানলে,
কেউ জানি না, হয়তো জানি
একটু অথবা অনেকখানি।
কি লাভ তাতে, কিইবা করার
অপেক্ষা শুধু পুড়ে মড়ার।

দেশজুড়ে আজ নোংরা ফাল্গুন
মৃত্যু’র ফুল জড়ায়ে বুকে,
একটু একটু অনেকখানি
মরছি সবাই ধুঁকে ধুঁকে।

মরছে মানুষ, জ্বলছে দেশ
অভাগা এই বাংলাদেশ।
কার স্বার্থে পুড়ছে কে?
কার অপরাধে মরছে কে?
কেউ জানে না! সবাই জানে
অসহায় সবে নিজ উঠানে।

এমন দেশ কি চেয়েছে কেউ
নোংরা ফাল্গুনের ভয়াল ঢেউ
মোরা এমন দেশ চাইনি
যেখানে কান্না আসে রোজ,
এমন গণতন্ত্র চাইনি মোরা
যেথা নেই মানবতার কোন খোঁজ।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

কলমের কালি শেষ বলেছেন: :( :(

ব্যপারগুলোয় অত্যন্ত ঘৃনিত এবং দুঃখজনক । আমরা সবাই পিশাচ হয়ে গেছি ।

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অবশ্যই ব্যপারগুলো অত্যন্ত ঘৃনিত এবং দুঃখজনক । তবে আমরা সবাই পিশাচ হয়ে গেছি কথাটার সাথে একমত নই। কতিপয় বিবেক-বোধ-রুচিহীন অমানুষের দায়ভার সবাই কেন বইবে? বুঝলেন ভাইজান।

সাথে থাকার জন্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল।

২| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

সোহানী বলেছেন: অপেক্ষায় ছিলাম এধরনের লেখার....

বলার নয় ঘৃনার ভাষা ও হারিয়ে ফেলেছি.... ++++++++

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে কিছু বলার নেই, তবুও কিছু না বলে থাকতে পারলাম না। কেমন আছেন দোস্ত ব্লগার?

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

এহসান সাবির বলেছেন: অট- জানতাম ডিসেম্বরে আমি ভ্রমন পোস্ট দিসি বলে সংকলন করা হবে না :( :(

জানুয়ারিতেও একটা দিয়ে রাখছি B-)) B-))

দরকার হলে প্রতি মাসে একটা করে দেব B-) B-)

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই মাসের অনিচ্ছাকৃত বিলম্বের জন্য দুঃখিত। আগামী রোববারের মধ্যে ইনশাল্লাহ পোস্ট করতে পারবো আশা রাখি। ততক্ষণ পর্যন্ত :( :)

৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

ডি মুন বলেছেন:
ছন্দবদ্ধ লেখায় কী অসাধারণ করেই না বর্তমান নোংরা রাজনৈতিক অবস্থাকে চিত্রিত করলেন ! দারুণ। দুর্দান্ত।

আমরা কেউই এমন গণতন্ত্র কখনো চাই না, যেখানে যখন তখন দেশের নিরীহ নাগরিকরা পুড়ে ভস্ম হয়ে যায়।

যারা এই ধরণের নোংরা, ঘৃণিত ও পৈশাচিক কাজ করছে, তাদের কি একবারও মনে হয় না, তাদেরও তো পরিবার আছে, প্রিয়জন আছে .। !!!!


এই সংকট কেটে যাক। সকলের শুভবুদ্ধির উদয় হোক।
মাতৃভূমি আবার বসবাসোপযোগী হোক। এটাই কামনা।

+++

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এতো সুন্দর মন্তব্যের প্রতিত্তর দেয়ার এখন সময় নাই ভাই ;) :(

ভালো থাকুন সবসময়।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

ঢাকাবাসী বলেছেন: অবস্হাটা একেবারে জঘন্য। কবিতাটি ভাল লাগল। ফাল্গুন শব্দটি প্রাসঙ্গিক কিনা দেখতে পারেন।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী। ফাল্গুন শব্দটা ব্যবহার করেছি বেশ কিছু বিষয় মাথায় রেখে....কৃষ্ণচূড়া, আগুন, রক্তলাল, এরকম কিছু বিষয়।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামা ভাই। :)

৭| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ঘৃণা, ঘৃণা, ঘৃণা

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম.... ঘৃণা, ঘৃণা আর ঘৃণা। :(

৮| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

শায়মা বলেছেন: কেমন আছো ভাইয়া? :)

তোমাকে অনলাইন দেখে দেখতে এলাম।:)


২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? বহুদিন পর.... সরি, গতকাল করা কমেন্ট আমি আজ দেখলাম। আমি আছি মহা যন্ত্রণায়, সময়ের বড় অভাব, ব্যস্ততা আর ব্যস্ততা। যাই হোক এই ভাইকে মনে রাখার জন্য অনেক অনেক ভালোলাগা জানবেন। ভালো থাকুন অনেক অনেক ভাল, সবসময়। :)

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৫

এহসান সাবির বলেছেন: এত ঝামেলার দরকার কি? একবারে ২ মাসের টা দিয়ে দিলেই তো হয়ে যায়।

:) :)

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঝামেলার দরকার আছে না ভ্রাতা.... হাজার হলেও আপনি ভ্রমণ পোস্ট দিলেন ;)

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দ্রোহী কবিতায় +

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় রেজওয়ানা আলী তনিমা আপু।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৪

জাফরুল মবীন বলেছেন: কবিতার বিদগ্ধতায় দগ্ধ হোক পৈশাচিকতা!

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতার বিদগ্ধতায় দগ্ধ হোক পৈশাচিকতা!
ভালো বলেছেন জাম ভাই। সত্যি যদি এমনটি হত!!! :(

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

তুষার কাব্য বলেছেন: সমকালীন ঘৃণ্য রাজনীতির চিত্র ফুটে উঠেছে সুন্দরভাবে আপনার কবিতায়...

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ তুষার কাব্য। ঘৃণা করি ঘৃণ্য রাজনীতি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.