নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন (প্রথম কিস্তি)
যে কোন ট্যুরে গেলে যে মধুর সমস্যায় আমি পড়ি তা হল সারাদিনের ধকলের পর রাতে আড্ডায় মেতে ওঠা এবং সকাল বেলা খুব ভোরে উঠার কষ্ট মোকাবেলা করা। আমি আসলে সব চাই’য়ের দলের সদস্য হয়ে যাই। রাতভর আড্ডা দিতে হবে, খুব ভোরে উঠে বেড়িয়ে পড়তে হবে এবং এই দুইয়ের মাঝে আট থেকে দশ ঘণ্টা ঘুমাতে হবে। যদি কোন উপায়ে এই তিনের সমন্বয় করা সম্ভব হত!!! এইবার ভ্রমণ বাংলাদেশের ইভেন্ট “স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন – ২০১৪” এর প্রথম দিনের হাঁটা শেষে বেশীরভাগ ঘুমের কোলে আশ্রয় নিলেও আমরা কিছু ভ্রমণসাথী অনেক রাত পর্যন্ত দক্ষিণ শিলখালি ইউনিয়ন পরিষদ ভবনের খোলা ছাঁদে তাবু টাঙ্গিয়ে গান আর আড্ডায় মেতে ছিলাম। ফলে একরাশ ক্লান্তি নিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে শুরু করি পরের দিনের যাত্রা।
মাঝের কথা (দ্বিতীয় দিন)ঃ দ্বিতীয় দিনের যাত্রা ছিল দক্ষিণ শিলখালি ইউনিয়ন থেকে ইনানি পর্যন্ত প্রায় ৩৫ কি.মি. পথ। সকাল সাতটা নাগাদ কিছু শুকনো খাবার আর দুপুরের লাঞ্চের জন্য ফ্রাইড রাইস নিয়ে রওনা দেই সবাই। টেকনাফ থেকে কক্সবাজার সৈকত ধরে হাঁটার মধ্যে এই দ্বিতীয় দিনের সৈকত আর সমুদ্রের রূপ অসাধারণ, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সাগরের নীল জল দেখে আপনার মনে হবে নীল জল দেখতে এতো কষ্ট করে সেন্টমার্টিন বা দেশের বাইরে যাওয়ার কি দরকার? বীচ জুড়ে প্রায় দশ কিলোমিটার এলাকায় লাল কাঁকড়ার চাদর দেখে মনে হবে এ কোথায় এলাম?
ইভেন্টের আগেই জানা ছিল দ্বিতীয় দিনের এই রুপময় সৈকতের কথা, আর তাই এদিন মিস করেনি কেউ এই রুপসুধা। সুবিশাল সৈকত, সর্পিলাকারে বাঁক নিয়ে নিয়ে ভাঁজে ভাঁজে এগিয়ে গেছে যেন সেই সুদুরপানে। মাঝে মাঝে পেড়িয়ে যাচ্ছিলাম জেলে পল্লীগুলো, সেখানে সৈকতে এক এক করে ভিড়ছিল জেলেদের মাছ ধরার নৌকাগুলো, সারারাত ধরে মাছ ধরে ফিরে এসেছে সেগুলো। সাগরের নীলজল, মাথার উপরে নীলাকাশ, সাথে ঝাউবন ঘেরা সবুজের দেয়াল সাগরের বিপরীতে... তার উপর মুগ্ধতায় ঘায়েল করা লাখো লাল কাঁকড়ার দল। পুরাই মাথা নষ্ট!!!
এই পথের জাদুময় রূপের কারণেই কিনা জানিনা, দ্বিতীয় দিন বেশীরভাগ সদস্যই পুরো পথ হেঁটে পাড়ি দিয়েছে। রাত সাতটা নাগাদ শেষ দল ইনানি এসে পৌঁছে। আমরা সন্ধ্যা নাগাদ ইনানি পৌঁছই, ইয়ে... আমি কিন্তু পুরো পথ হাঁটি নাই শেষ বিকেলে সূর্য ডোবার আগে একদল বাউন্ডুলের দল নেমে পড়ি ইনানি বীচের জলে। শীতের সন্ধ্যায় সমুদ্রের জলে খুনসুটি শেষে সন্ধ্যা হতে শুরু হয় বারবিকিউ এর আয়োজন। ভ্রমণ বাংলাদেশের ইভেন্টে বারবিকিউ থাকবে না এটা কি হতে পারে?
রাত দশটা নাগাদ বারবিকিউ শেষ হলে শুরু হল ভক্ষণ পর্ব, শেষ হতে হতে রাত এগারোটা। এরপর আমরা দশ-বারো জনের দল চলে গেলাম বীচে। আমাদের এদিনের ডেরা ছিল ইনানিস্থ সৈকত সংলগ্ন মোটেল। মোটেল থেকে সাগরের ঢেউ দেখা গেলেও আমরা চলে গেলাম একেবারে সাগর পাড়ে। রাতের খোলা আকাশের নীচে, সাগরের ফেনিল ঢেউ আমাদের পা চুমু দিয়ে যখন বার বার ফিরে যাচ্ছিল তখন কোটি তারার মেলা আকাশ জুড়ে, লুঘু সপ্তর্ষি মাথার উপর।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মিউজিক রাসেল। বোকা মানুষের ব্লগে আপনাকে জানাই স্বাগতম।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: সাবলীল বর্ণনার সাথে চমৎকার ছবি সংযোজনে দারুণ একটা পোস্ট। বেশ উপভোগ করলাম।
বোকা মানুষ হলে কী হবে, কাজের বেলায় কিন্তু আপনি বোকা নয়। বরং দারুণ পণ্ডিত!
ভালো লাগলো বোকা মানুষ। নিরন্তর শুভ কামনা রইলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী বাঙালী ভাই। কিন্তু আপনি যাই বলেন না কেন আমি কিন্তু বোকা মানুষ
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৪
মন্জুরুল আলম বলেছেন: আপনাদের মত করে বেরিয়ে পড়তে ইচ্ছা করে.....
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেড়িয়ে পড়ুন, সময় সুযোগ করে যে কোন সময় বেড়িয়ে পড়ুন। শুভকামনা রইল আপনার প্রতি।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯
জাফরুল মবীন বলেছেন: অনিন্দ্য সুন্দর!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ জাম ভাই।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭
সোহানী বলেছেন: ওই মশারীতে রাত কাটিয়েছেন!!! আহারে..... কোন হোটেলে যায়গা পান নাই (হিংসা)
হুম... (হিংসা) সহকারে ভালো লাগা...........
++++ না দিয়ে যাই কই !!!!!!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মশারী!!!!!! এইটা কি শুনাইলেন দোস্ত???? মাইরালা, কেউ আমারে মাইরালা। মজা পাইছি। ঐ এলাকায় হোটেল পাই নাই, তাই ঢাকা থেকে মশারী নিয়ে গেছিলাম।
আসুন আমরা অহ্নিংস হই
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ছবিগুলো অসাধারন...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০
ডট কম ০০৯ বলেছেন: বিনে পয়শায় আমরাও ঘুরে এলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিনে পয়সায়!! কে বলল? আপনাকে ইনবক্স করে বিল পাঠিয়ে দিলাম, দ্রুত পেমেন্টের ব্যবস্থা করেন।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ছবি ...
পরের জন্মে গাংচিল হতে চাই ...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গাংচিল!!! খারাপ বলেন নাই। শুভকামনা রইল, আবারও আশা রাখি কোন একদিন বেড়িয়ে পড়তে পারবেন প্রকৃতির মাঝে লুকিয়ে থাকার রুপসুধা পান করতে।
ভালো থাকা হোক সবসময়।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫
ডি মুন বলেছেন:
বাহ +++++ দারুণ
আর হ্যাঁ ভ্রমণ বাংলাদেশের সদস্যরা বারবিকিউ খাইতে উস্তাদ বোঝা যাইতেছে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ডি মুন। ভ্রমণ বাংলাদেশের বারবিকিউ খাবার নিমন্ত্রন রইল প্রিয় ভাইটির প্রতি।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
অশ্রুত প্রহর বলেছেন: বাহ! ভালই ঘোরাঘুরি হল। খুব ভাল ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... ভালই ঘোরাঘুরি হয়েছিল, আজীবন মনে থাকার মত। সময় সুযোগ পেলে আপনিও কক্সবাজারের ঐ সৈকত জুড়ে বেড়িয়ে আসতে পারেন।
শুভকামনা নিরন্তর।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
আবু শাকিল বলেছেন: চমৎকার
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১৬
জুপিটার মুহাইমিন বলেছেন:
শুধু বলতে চাই,
"আহা"
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: "আহা" একটি সিনেমার নাম
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা। ভালো থাকুন সবসময়।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
তাহসিন মামা বলেছেন: বেশ হয়েছে বোকা ভাই !!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তাই নাকি মামা!!!
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভ্রমণকেচ্চায় বড়ই হিংসীত হই !
ছবিগুলো বেশ মনকড়া ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসুন অহিংস আন্দোলন গড়ে তুলি।
আর হ্যাঁ, মন নিয়ে কাড়াকাড়ি করা ভাল না; একটু সাবধানে নাড়াচাড়া করবেন কিন্তু
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
নীল-দর্পণ বলেছেন: ছবিত ছবিই বর্ণনা পড়ে আমার যে কী লোভ হচ্ছে যাওয়ার জন্যে !
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ডিসেম্বরের শেষ সপ্তাহে আবার হচ্ছে এই হাঁটা ইভেন্ট, এবার পার্টিসিপেন্ট ৫০ এর কাছাকাছি। যদিও আমি ব্যক্তিগত ঝামেলার কারণে যেতে পারছি না। ইনশাল্লাহ আগামীবার আবার যাব।
আচ্ছা আরেকটা কথা আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম, আপনার গিয়েছিলাম পাহাড় দর্শনে পোস্টটি অক্টোবর মাসের 'ভ্রমণ সঙ্কলন' এ 'সেরা পাঁচ দেশ' বিভাগে স্থান পেয়েছে। লিঙ্কঃ “SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৫ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৫)”
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
নীল-দর্পণ বলেছেন: হায় হায় কী বলবো !
পোষ্টটায় গিয়েছিলাম আমি কিন্তু আমার কোন পোষ্ট থাকবে এটা ভাবতেও পারিনি, তাই হয়ত চোখেও পড়েনি।
আমার আবজাব লেখা স্থান পেয়েছে, এটা অনেক বড় ব্যাপার আমার জন্যে। অনেক অনেক ধন্যবাদ
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, নিজেকে এত আণ্ডার এসটিমেট করলে হইবে?
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৭
মিউজিক রাসেল বলেছেন: ছবিগুলো খুবই চমৎকার হয়েছে।