নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক - জাদুর জগতে হারাতে কিছুক্ষণ (সেমি ফটোব্লগ)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯





গত রোজার ঈদে যখন চিটাগাং হান্টে গেলাম, তখন আগে থেকেই মাথায় ছিল সদ্য চালু হওয়া “শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক” অবশ্যই দেখতে যাব। আর এই ভাবনা থেকেই প্ল্যানিং লিস্টে আমি আর হাসিব নির্ধারিত করে রেখেছিলাম, কাপ্তাই যেদিন যাব সেদিন বিকেলটা কাটাবো এই অসম্ভব সুন্দর পার্কে। কাপ্তাই যেদিন গেলাম সেদিন সকাল বেলাটা কাটালাম কাপ্তাই লেকের নীলাভ স্বচ্ছ জলে ইঞ্জিনবিহীন ছোট্ট নৌকায় চড়ে। দুপুরে কাপ্তাই নেভি লেক ভিউ পার্ক ঘুরে এসে বিকেল বেলা ঢুকে পড়লাম শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্কে, জনপ্রতি টিকেট নিয়েছিল ২৩ টাকা! হিসেব করে বুঝলাম ২০ টাকার টিকেটে ১৫% হারে ভ্যাট চার্জ করা হয়েছে।



যাই হোক প্রবেশ করে ডানদিকে ঘাড় ঘুরালেই দেখতে পেলাম সদ্য আনা কেবল কারটি নিশ্চুপ দাঁড়িয়ে আছে। প্রবেশের সময়ই জেনে গিয়েছিলাম ক্যাবল কার চালু হয় নাই। প্রায় ২.২ কিলোমিটার লম্বা ক্যাবলে চড়ে এই গাড়ী দিয়ে কাপ্তাইয়ের অপরূপ রূপ দেখার সাধ মিটল না সেই যাত্রায়। ভালো কথা, মোট যাত্রা পথ কিন্তু আপ-ডাউন মিলিয়ে হবে ৪.৪ কিলোমিটার। ২১০ হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত এই পার্কে আপনি উঁচুনিচু পথ পেড়িয়ে তিনটি স্থানের খাঁচার ভেতর দেখতে পাবেন রঙবেরঙের পাখী। প্রবেশমুখের লেকের স্বচ্ছ জলে ভাসতে দেখবেন নানান দেশী-বিদেশী হাঁস আর পানকৌড়ির দলকে। মধ্যবর্তী খাঁচায় এসে দেখা পাবেন রূপের রানী ময়ূর এর দলের। এখানে আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন পাখীগুলোর দিকে। তিনটি খাঁচায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির প্রায় সাতশত পাখী রয়েছে এই সংগ্রহশালায়। আসুন দেখি আরও কিছু ছবি, কথা আর বেশী না বলি...











































































































































মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

সুমাইয়া আলো বলেছেন: বাহ খুব সুন্দর ত :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম খুব সুন্দর পাখীগুলো সব...

ধন্যবাদ সুমাইয়া আলো, ভালো থাকুন সবসময়।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

ক্যপ্রিসিয়াস বলেছেন: এক কথায় অসাধারন । ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ক্যপ্রিসিয়াস, দেশ থেকে ফিরে কেমন যাচ্ছে দিনকাল? দেশে ভ্রমণ করে গেলেন, দেশ নিয়ে ভ্রমণ পোস্ট দিবেন কবে?

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

জাফরুল মবীন বলেছেন: অাপনার পোস্ট করা একটি ছবিতে আমার অন্যতম প্রিয় পাখি গোল্ডেন ফিজ্যান্ট(পুরুষ)-কে দেখতে পাচ্ছি।অামার কাছে এই পাখিটাকে পৃথিবীর সবচেয়ে রঙ্গীন পাখি মনে হয়।

ভাল পোস্ট +++



ইমেজঃগুগল সার্চড

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও!!! আসলেই রঙ্গিলা পক্ষী... জাম ভাই, আমি আসলে ময়ূর আর তিতির পাখী ছাড়া বাকী একটা পাখীকেও চিনিতে পারি নাই :(

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ভাই কেমনে যাইতে হয় একটু বিস্তারিত বলেন!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাসে করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র যাওয়ার পথে পড়বে। চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের বাসে যেতে পারবেন। লাস্ট স্টপেজ হল জলবিদ্যুৎ কেন্দ্র, এর আগের স্টপেজ পেরুনর পর পথে পড়বে এই এভিয়েরি পার্ক। ড্রাইভার বা হেল্পার'কে বললেই নামিয়ে দিবে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো। কয়েকটা ছবিতে মুগ্ধ হলাম। প্লাস রইল।


ইকোপার্কটির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানালে ঘুরে আসার চেষ্টা করতে চাই :)


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা রইল :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়, ৪নং মন্তব্যের প্রতিত্তরে ইকোপার্কটির অবস্থান দেয়া হয়েছে। আর গুগল ম্যাপে এর অবস্থানঃ

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার সব ছবি।

অনেক শুভেচ্ছা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই। কেমন আছেন? ভালো থাকা হোক সবসময় :)

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

বিদগ্ধ বলেছেন: আপনার বদ্যেলতে “শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক” দেখতে পেলাম। কৃতজ্ঞতা জানবেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদগ্ধ ভাই, ভালো থাকা হোক সবসময়।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:
পুরান লোক নতুন ভাবে বলেছেন: ভাই কেমনে যাইতে হয় একটু বিস্তারিত বলেন!!

আমি এখন বিদেশে আছি দ্যাশে (দেশে) গ্যালে (যেয়ে) ঘুরে আসবোক্ষন ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এ কে এম রেজাউ করিম ভাই। অবশ্যই দেশে আসলে ঘুরে আসবেন। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লেকের নীল জলে ভেসে ভেসে পারলে বরকল ঘুরে আসবেন। আর সাথে নেভি লেক ভিউ পিকনিক স্পট এবং এই শেখ রাসেল এভিয়ারি পার্ক।

লোকেশনের জন্য ৪ এবং ৫ নম্বর মন্তব্যের প্রতিত্তর দ্রষ্টব্য।

ভালো থাকুন সবসময়।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: বাহারি রঙের পাখির সমাবেশ ঘটিয়েছেন পোষ্টে। চমৎকার। পার্কটি নিশ্চয়ই বেশ দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। ক্যাবল কারে ঘুরতে না পারাটা কিছুটা হলেও মন খারাপ করে দিয়েছে। তারপরও ভ্রমণ আনন্দময় হয়েছে বুঝা যাচ্ছে। অনেক ভালো লাগলো বোকা মানুষ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহারি রঙের পাখির সমাবেশ আসলে ঘটানো হয়েছে ঐ পার্কে। হুমম... ক্যাবল কারে চড়তে না পেরে হতাশ হয়েছিলাম। তবে কাপ্তাই লেকের মনোমুগ্ধকর রূপ সেই হতাশা দূর করে দিয়েছিল।

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন বিদ্রোহী বাঙালি ভাই, ভালো থাকুন সবসময়। :)

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ খুব খুব সুন্দর ছবিগুলো।

আমি কয়েকটা ছবি নিতে চাই--যদি অনুমতি দেন!!!

ধন্যবাদ জানবেন সুন্দর পোষ্টটির জন্য। ভাল থাকুন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নাসরিন আপা, নির্দ্বিধায় ছবি দিতে পারেন। অপেক্ষায় রইলাম....

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

আবু শাকিল বলেছেন: শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক কেম্নে যামু ।
বিস্তারিত জানায়েন।
ধন্যবাদ ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই। বিস্তারিত লোকেশন ৪ এবং ৫ নং মন্তব্যের প্রতিত্তরে দ্রষ্টব্য।

ভালো থাকুন সবসময়।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৭

কলমের কালি শেষ বলেছেন: পাখির ছবিতে ঘেরা ব্লগে উড়তে ইচ্ছা করছে যে ! B-)

++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যা রে... উড়ে যা..যা রে যা উড়ে যা, পাখী তারে বলে যা... ;)

উড়ছি কেন কেউ জানেনা, যাচ্ছি কতদূর... :)

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১

প্রবাসী পাঠক বলেছেন: অসাধারন। আমাদের পর্যটন ভেন্যু নিয়ে রাষ্ট্রীয় ভাবে বেশি করে প্রচারণা চালানো গেলে অনেক বেশি পর্যটক পাওয়া যেত।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঠিক বলেছেন প্রিয় প্রবাসী পাঠক। আমাদের পর্যটন ভেন্যু নিয়ে রাষ্ট্রীয় ভাবে বেশি করে প্রচারণা চালানো গেলে অনেক বেশি পর্যটক পাওয়া যেত। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এগুলো করার তেমন কোন কার্যক্রম চোখে পড়ে না। যেটুকু প্রচারণা দেখি তা বেসরকারিভাবে কিছু ভ্রমণ গ্রুপ, ফেসবুক পেইজ, ট্র্যাভেলারদের ব্যক্তিগত উদ্যোগ।

ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

মানস চোখ বলেছেন: আপনে বোকা হইলেও এত চালাক মানুষের মত কাম কেমনে করেন? :)
ধন্যবাদ আনাররে এই নতুন জায়গার সন্ধান দেওনের জন্য !!!!
ভালো থাকবেন !!
বোকা হইয়াও আরো বেশী বেশী চালাক মানুষের মত কাম করেন, এই শুভ কামনা !!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে ঘটনা হইল, বোকা মানুষ উল্টাপাল্টা কাজ করি, ঝড়ে বক মরে'র মত কিছু কাজ আপনাদের কাছে ভালো লেগে যায় আর কি... ;)

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকা হোক সবসময়।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ট্রোল বলেছেন: শেখ রাসেল এভিয়ারি ইকো পার্ক টি রাংগুনিয়া থানায় অবস্থিত। যারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের জন্য বলছি - বহদ্দার হাট থেকে বাসে করে যেতে পারেন। চুয়েট এর কিছুদূরে গেলেই পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ আছে( বোধ হয় মংগলবার)। সবাই মিলে যাবেন, তাহলে জমিয়ে মজা করতে পারবেন। আসার আগে জুম রেস্টুরেন্ট ঘুরে আসবেন, না গেলে কি জিনিস মিস করছেন জানতেইই পারবেন না। শহর থেকে খাবার নিয়ে যেতে পারেন(দয়া করে সব ময়লা ডাস্টবিনে ফেলবেন)।
এখানে আরও আছে
http://www.somewhereinblog.net/blog/shimarangdhanu/30004188

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ট্রোল, সময় করে পাঠ, মন্তব্য এবং তথ্য শেয়ার করার জন্য। বাংলার রংধনু'র ঐ পোস্টটি আমার "ভ্রমণ সংকলন" এ ছিল।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

মনিরা সুলতানা বলেছেন: দারুন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা আপা, ভালো থাকুন সবসময়। :)

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: অল্প বর্ণনায় চমৎকার পোস্ট। ছবিগুলো অনেক সুন্দর।

বন্ধু, খুব লাকি !!!! ;) সারা বাংলা ঘুরে শেষ করেই ছাড়বে ~!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বন্ধু, আসলেই হয়তো আমি অনেক লাকি... তবে লাকি আনলাকি জানি না, ইচ্ছা আছে বাংলাদেশের ৬৪টি জেলাই ঘুরে বেড়ানোর। অবশ্যই আমার সাধ ও সাধ্যের মধ্যে।

ভালো থাকা হোক প্রিয় বন্ধুবর সুমন কর। :)

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

সোহানী বলেছেন: যাক পাখিগুলার পাখা এখনো আছে বলে ভালো লাগছে কারন ঢাকা চিড়িখানার পাখিগুলারতো পাখা নাই ..... সব বিক্রি হয় গেইটে।

ভালো লাগলো এ পাখির রাজত্ব দেখে..... ইফ আই কুড বি দেয়ার... হাহাহা ইংরেজিতে কইলাম কারন একই কথা বার বার বলিতো !!!! আমি কিন্তু এক সময় কাপ্তাই লেকের পাড়ে ছিলাম অনেক আগে..... দারুন জায়গা.... পাহাড়ের উপর দারুন বাংলো... শীতে সাপ আসতো খোলস ছাড়াতে..... সোজা পথে পাহাড় কেটে রাস্তায় সর্টকাটে বাসায় পৈাছাতে পারতাম... আহ্ নস্টালাজয়া।। +++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আচ্ছা দোস্ত ঘটনা কি? আমার সামু ব্লগের দুই প্রিয় বন্ধু এবারও একসাথে পরপর মন্তব্য করেছে.... আমার কিন্তু ব্যাপারটায় খুব মজা লাগে। দুইজন প্রিয় বন্ধুকে একসাথে পাওয়া।

পাখীগুলো এখনও আছে, তবে ওগুলোরও হয়ত পাখা বিক্রি হবে সরকার পরিবর্তনের পরে।

বন্ধু আপনাকে হিংসা, হিংসা, হিংসা। কাপ্তাই লেকের পাড়ে বসবাস!!! আহ, মন হারিয়ে যায়.... 8-|

ভালো থাকুন দোস্ত, অনেক অনেক ভালো, সবসময়, প্রতিদিন। :)

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

এম এম করিম বলেছেন: আপনার ভ্রমন পোস্টগুলোতে এলেই মন হারিয়ে যায় !!

+++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সাবধান!!! মন হারানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ;)

ধন্যবাদ এম এম করিম ভাই, আপনারা আছেন বলেই লিখতে অনুপ্রেরণা পাই ভ্রমণ পোস্টগুলো।

ভালো থাকুন সবসময়।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

আলম দীপ্র বলেছেন: ওয়াও ! চমৎকার পোস্ট !
কেমন আছেন বোমা ভাই ?? :D :D

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র, ভালো আছি, আপনি কেমন আছেন? কর্মব্যস্ততায় ব্লগে সময় কম দেয়া হচ্ছে। আশা করি খুব শীঘ্রই আবার নিয়মিত হতে পারব।

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

আলম দীপ্র বলেছেন: আছি ভাই ভালোই !
আমিও কেমন জানি দূরে সরে গেলাম :(:) আবার নিয়মিত হন । ভালো থাকুন এই কামনায় :) !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :) আপনিও ভালো থাকুন, কাছে থাকুন, সাথে থাকুন। শুভকামনা নিরন্তর।

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

আমি তুমি আমরা বলেছেন: ময়ূরের প্রথম ছবিটা অসাধারন এসেছে। চট্টগ্রামের লোক হওয়া সত্ত্বেও এই পার্কের কথা জান্তামই না। চমৎকার পোস্টে অষ্টম ভাল লাগা :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আমি তুমি আমরা। আর বইলেন না ভাই, খাঁচার ফাঁক দিয়ে অনেক কষ্ট করে করে ছবিগুলো তুলতে হয়ছিল। সময় করে একদিন ঘুরে আসেন, ভালো লাগবে আশা করি।

ভালো থাকুন সবসময়।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

এহসান সাবির বলেছেন: বাহ্‌!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ! কি সুন্দর। তাই না?

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৯

জেরিফ বলেছেন: পাখি গুলো দেখতে তো ভয়ংকর সুন্দর ।


এত কষ্ট করলেন আমাদের জন্য । ধন্যবাদ ছাড়া কিছুই দিতে পারবো না :(


প্রত্যহ শুভ কামনা রইলো ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই পাখীগুলো ভয়ংকর সুন্দর ছিল দেখতে। সময় করে ঘুরে আসবেন একদিন। ভালো থাকুন সবসময় এই কামনায়...

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

তাহসিন মামা বলেছেন: ছবি এবং লেখা দুটোই চমৎকার হয়েছে। যেতে হবে একদিন। :) :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ তাহসিন মামা, সময় করে একবার ঘুরে আসবেন। ভালই লাগবে।

২৬| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০০

জুন বলেছেন: পাখীর ছবিগুলো বিশেষ করে ময়ুর অসাধারন লাগলো সাথে বর্ননাটিও বোকা মানুষ :)

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপু। ময়ূরের ছবি তুলতে অনেক কষ্ট করতে হয়েছে, প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে ছিলাম ঐ খাঁচার সামনে। :)

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.