নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের গল্প (হৃদয়ের অর্থহীন কথোপকথন ০২)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬





হৃদয়ের অর্থহীন কথোপকথন



আচ্ছা আপনাদেরও কি মন খারাপ হয়? খুব খারাপ, এতোটা খারাপ যখন কিচ্ছু ভালো লাগে না, মরে যেতে ইচ্ছে হয়। এরকম অনেকেরই হয় তাই না? কিন্তু এমন মন খারাপ কি হয়, যখন মরে যেতেও ইচ্ছে হয় না, কিছুই করতে ইচ্ছে হয় না, কিছুই না। আসলে মন খারাপের কোন নির্দিষ্ট ধরন আছে কি না আমার জানা নেই। কিন্তু মন খারাপ হলে ভীষণ কষ্ট হয়, অনেক কষ্ট, নীল কষ্ট, না কোন লাল কষ্ট নয়, শুধুই নীল কষ্ট।



"মন খারাপের একেকটা দিন

নিকষ কালো মেঘলা লাগে,

কেউ বোঝেনা এই আমাকে

আমারও যে একলা লাগে।



মাঝে মাঝে বৃষ্টি দেখে

হাত বাড়ানোর ইচ্ছে জাগে

ভেতর ভেতর যাই পুঁড়ে যাই,

কেউ বোঝে না আমার আগে।



ভুল শহরে এই আমি যে

ভুল মানুষের সঙ্গ খুঁজি

কেউ না জানুক তুমি জানো,

তোমায় আমি ভালো বুঝি।"



এই তুমি কি সবার কপালে জোটে? আমার মনে হয় না... নিজের মনের একান্ত গোপন কুঠিতে আমরা সবাই একা, তাই না? খুব একা। সেই গোপন কুঠিতে নির্মম রক্তক্ষরণ অবিরত চললেও কারো দৃষ্টিগোচর হয় না। সেই নীল কষ্টের নীল উপাখ্যানগুলো একান্ত নিজের, আর সেই একাকীত্বের ক্ষণে কড়া নেড়ে কোন লাভ হয় না অন্যকারো গোপন কুঠিতে। সকল দরজা বন্ধ তখন, যখন হৃদয়ে রক্তক্ষরণ।



"আমি তোমাকেই বলে দেব

কি যে একা দীর্ঘ রাত,

আমি হেঁটে গেছি বিরান পথে।



আমি তোমাকেই বলে দেব

সেই ভুলে ভরা গল্প,

কড়া নেড়ে গেছি ভুল দরজায়....

ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছাঁয়া।"



কান্নার রং কি ছোঁয়া যায়? চোখের জলের হয় না কোন রং, তবু চোখের জল দেখা যায়। কিন্তু যে অশ্রুধারা ঝরে যায় হৃদয়ের গভীরে তা কি দেখা যায়? না দেখানো যায়? সেই জলে শুধু ডুবে থাকতে হয় নীল বেদনার গোপন অনুভূতিগুলো নিয়ে। আর এই রকম অনুভূতি’কে কি মন খারাপ বলা যায়? না যায় না, আমাদের মন তা সহজে বুঝতে দেয় না। কিন্তু মাঝে মাঝে এই মনও বড় অবুঝ হয়ে যায়, সব ভুলে গিয়ে অবুঝ হয়ে ভুলিয়ে রাখা এই মনটাকে নিমিষেই খারাপ করে দেয় খুব খারাপ।



মনটাকে কতভাবে ভুলিয়ে রাখা যায় আর? সে বোকা হলেও এতো বোকা কি? যে শত কষ্ট গোপন করেও হাসি মুখে সব ভুলিয়ে দেবে। সব হাসির আড়াল হতে একবারের জন্য হলেও কিন্তু উকি দিয়েই যায় মানুষের বেদনার কাব্যগুলো। কারণ,



"আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব,

গল্প শেষে আমি আঁধারের মত নীরব।"



আসলে সব মানুষেরই মন খারাপের গল্প থাকে, থাকতে হয়। দাগী আসামী থেকে শুরু করে সাধু পুরুষ, হত দরিদ্র থেকে বিলিয়নিয়র, সবারই এই একান্ত মন খারাপের গল্প থাকে। আর এই গল্পগুলো কিন্তু সময় অসময় বিবেচনা না করে হঠাৎ করেই এসে হানা দেয়। আর নিমিষেই কালো মেঘে ছেয়ে যায় হৃদয়ের নীলাকাশ। কোন কারণ বা অন্য কিছুর পরোয়া করে না এই মন খারাপের অনুভূতি। তখন শুধু মন একটা কথাই বোঝে, মন ভালো নাই রে... মন ভালো নাই। মন ভালো নেই আমার... মন ভালো নেই।



(মাঝে মাঝে কিছু উল্টাপাল্টা লেখার সাধ জাগে, তখন নিজেকে সামলানো দায় হয়ে যায় :P )

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

অন্তর চৌধুরী বলেছেন: হু..ভাল লিখছেন...কিন্তু, মনে হয় আপনার ভিতরে অনেক গুলো কষ্ট চেপে রাখছেন।
কষ্টটা তারই বেশি,যে মনের অনুভূতি গুলো কারো কাছে প্রকাশ করতে পারে না।
................
তুমি আসবে কোন এক ক্ষণে,সেই প্রতিক্ষার প্রহর টুকু আজও গুনি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ অন্তর চৌধুরী ভাই। আসলে আমার ভেতরের চেপে রাখা কষ্টের কথা নয় এগুলো। আমি সাধারনত ভ্রমণ নিয়ে লেখালেখি করি, মাঝে মধ্যে গল্প। আমার প্রায় গল্পতেই এই ভুল হয়, সবাইভাবে আমার নিজের জীবনের গল্প এটা, কারণ গল্পগুলো বেশীরভাগই লেখা হয় প্রথম পুরুষে। যাই হোক, আমারও আর দশজনের মত নিজস্ব কিছু কষ্ট আছে, এটা অস্বীকার করার জো নাই। আসলে ঠিক বলেছেন, "কষ্টটা তারই বেশি,যে মনের অনুভূতি গুলো কারো কাছে প্রকাশ করতে পারে না।"

ভালো থাকুন সবসময়, এই বোকা মানুষের ব্লগে আপনাকে স্বাগতম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার এই রকম আরেকটি লেখাঃ হৃদয়ের অর্থহীন কথোপকথন

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫

আমি তুমি আমরা বলেছেন: আসলে সব মানুষেরই মন খারাপের গল্প থাকে, থাকতে হয়। দাগী আসামী থেকে শুরু করে সাধু পুরুষ, হত দরিদ্র থেকে বিলিয়নিয়র, সবারই এই একান্ত মন খারাপের গল্প থাকে। আর এই গল্পগুলো কিন্তু সময় অসময় বিবেচনা না করে হঠাৎ করেই এসে হানা দেয়। আর নিমিষেই কালো মেঘে ছেয়ে যায় হৃদয়ের নীলাকাশ। কোন কারণ বা অন্য কিছুর পরোয়া করে না এই মন খারাপের অনুভূতি। তখন শুধু মন একটা কথাই বোঝে, মন ভালো নাই রে... মন ভালো নাই। মন ভালো নেই আমার... মন ভালো নেই।

একদম সত্য কথা।

ভুল শহরে এই আমি যে
ভুল মানুষের সঙ্গ খুঁজি
কেউ না জানুক তুমি জানো,
তোমায় আমি ভালো বুঝি।"

এই লাইন চারটা কার লেখা?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা। নীচের লাইনগুলো একটা গানের কথাঃ

শিরোনামঃ একলা লাগে
কন্ঠঃ ফাহমিদা নবী/ রুপঙ্কর
কথাঃ জুলফিকার রাসেল
সুরঃ বাপ্পা মজুমদার
অ্যালবামঃ পরস্পর

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১১

জাফরুল মবীন বলেছেন: ভাল লিখেছেন ভাই।

ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় জাম ভাই। মাঝে মাঝে কি আপনারও মন খারাপ হয়? এরকম মন খারাপের মানুষদের জন্য একটা পোস্ট দেন তাড়াতাড়ি, অপেক্ষায় রইলাম। :)

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: পৃথিবীতে একচেটিয়া সুখ বা একচেটিয়া দুঃখ বলতে কিছুই নেই। দুটোই মানুষের জীবনে চক্রাকারে আসা যাওয়া করে। তাই মন খারাপের ব্যাপারটা সবার বেলায়ই হওয়া স্বাভাবিক। তবে এটা হয়তো বলে কয়ে আসে না। তুচ্ছ কোন ঘটনায় যেমন মন ভালো হয়ে যেতে পারে, আবার তার চেয়ে তুচ্ছ কোন ঘটনায় মন খারাপও হয়ে যেতে পারে। আর এই নিয়েইতো মনুষ্য জীবন।
আপনার মন কি কোন কারণে খারাপ নাকি বোকা মানুষ? নাকি মন নিয়ে একটু নাড়াচাড়া শুরু করে দিয়েছেন?
অর্থহীন কথোপকথন হলেও ফ্যালনা নয় কিন্তু। ভালো লিখেছেন। শুভ কামনা রইলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কাল রাতে মনটা একটু খারাপ ছিল, কোন কারণ ছাড়াই। প্রায়ই এমনটা হয় আমার। একেবারেই কারণহীন মন খারাপ।

পাঠ এবং মন্তব্যে ভালো লাগা জানবেন। ভালো থাকুন সবসময়।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

এম এল গনি বলেছেন: মাঝে মাঝে কিছু উল্টাপাল্টা লেখার সাধ জাগে, তখন নিজেকে সামলানো দায় হয়ে যায়মাঝে - কথা ঠিক |

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... মনটা না কেমন যেন!!! :(

মন রে…..
হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
হে হে মন…
আলেয়া পরালো খালি হাত
মন..
জাগেনা জাগেনা সারা রাত।।

জেগে থাকে ঘুম পাহাড়ের মন
কেমন আলো
দূরদেশে ফিকে হওয়া রাত
ডাক পাঠালো।।

…………………………………………………………………………………………………………………………………………………………………………………

মন…
হাওয়ায় পেয়েছি তোর নাম
মন…
হাওয়ায় হারিয়ে ফেললাম।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪

বিদগ্ধ বলেছেন:
"আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব,
গল্প শেষে আমি আঁধারের মত নীরব।"


কথাগুলো ভালো লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কথাগুলো আমার খুব প্রিয়, খুব...খুব...খুব...

এই লাইন দুটি একটি গানের কলিঃ

শিরোনামঃ হাসতে দেখ
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
কন্ঠঃ আইয়ুব বাচ্চু
ব্যান্ডঃ এল আর বি
অ্যালবামঃ ক্যাপস্যুল ৫০০ এমজি(এল আর বি ও ফিলিংস)

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০

এম এম করিম বলেছেন: অর্থহীন কথোপকথন অর্থহীন নয়।
+++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ এম এম করিম ভাই। ভালো থাকুন সবসময়। :)

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩০

সচেতনহ্যাপী বলেছেন: নিজের মনের একান্ত গোপন কুঠিতে আমরা সবাই একা-এর চেয়ে কঠিন বাস্তব আর কি হতে পারে?? সব কথা-বেদনা এটাতেই প্রকাশিত।। ধন্যবাদ।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... :(

পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ রইল, ভালো থাকা হোক সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.