নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ উঠে গেছে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। এই জয়ে আনন্দে ভাসছে সারাদেশ। আর বাংলাদেশের এই জয় শিরোনাম হয়েছে আন্তর্জাতিক পত্রপত্রিকায়। আর এইসকল পত্রপত্রিকার শিরোনাম নিয়ে আজকের এই ছবি ব্লগ।
বিবিসি
সিএনএন
দ্যা গার্ডিয়ান - ইউকে
দ্যা এক্সপ্রেস - ইউকে
দ্যা ডেইলি স্টার - ইউকে
দ্যা ইন্ডিপেন্ডেন্ট - ইউকে
দ্যা ডেইলি মেইল - ইউকে
দ্যা ডেইলি মিরর
ডেইলি টেলিগ্রাফ - ইউকে
দ্যা টাইমস - ইউকে
ইএসপিএন ক্রিকইনফো
হেরাল্ড সান - অস্ট্রেলিয়া
দ্যা অস্ট্রেলিয়ান - অস্ট্রেলিয়া
দ্যা নিউ ডেইলি - অস্ট্রেলিয়া
আল জাজিরা
দ্যা রেপোর্ট
নিউজিল্যান্ড হেরাল্ড - নিউজিল্যান্ড
হিন্দুস্থান টাইমস - ভারত
ইন্ডিয়ান এক্সপ্রেস - ভারত
দ্যা হিন্দু - ভারত
টাইমস অফ ইন্ডিয়া - ভারত
আনন্দবাজার - ভারত
আচ্ছা আমাদের দুষ্ট দোস্ত পাকি নিউজ পেপার কি বলে? জামশেদ, রমিজ এদের আংকেলেরা কি বলেঃ
দ্যা ডন
শেষে সবাই একটা কথাই বলি, "সাবাশ বাংলাদেশ - এগিয়ে যাও বাঘের গর্জন তুলে"
আপডেটঃ এই পোস্টের মন্তব্যে দেয়া প্রতিত্তরে ব্যবহৃত ছবিগুলো উপরের নিউজ পেপারগুলোর অনলাইন সংস্করণ হতে সংগৃহীত
১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার !!
বিশ্ব অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে ছারখার তুব
মাথা নোয়াবার নয়!!
১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৮
সোহানী বলেছেন: আহ্ কি যে ভালো লাগছে নিউজগুলা পড়তে......... অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আবার পড়া শুরু করলাম
+++++++++++++++++++++++++++++++++++++++++++
১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪
বিদগ্ধ বলেছেন: বাংলাদেশ সম্পর্কে গুটিকয়েক পজিটিভ নিউজের মধ্যে এটি অন্যতম হয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে।
১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
৫| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা পোস্ট! প্রিয়তে।
১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
৬| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ পোস্ট । উই শ্যাল অভারকাম সাম ডে ।
১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইয়েস উই শ্যাল
৭| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪০
ইমতিয়াজ ১৩ বলেছেন: পাইক্কাগো ট্যাগ করেন, ওরাও একটু দেখুক। যদি বঝবার পারে বিষয়ট্
১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
পাইক্কা'রা এখনও ঠিকমত পাকেনি Click This Link
৮| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৭
কালো গুপ্তচর বলেছেন: দারুণ পোষ্ট। ভালো লাগলো।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
৯| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: প্রাণ জুড়োলো দেখে। অনেক ধন্যবাদ আপনাকে।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামা ভাই
১০| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫০
মনিরা সুলতানা বলেছেন: মন ভাল হয়ে গেল ...
১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা আপু
১১| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৯
অন্বেষা নিরন্তর বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ।।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
১২| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫
ইকরাম উল হক বলেছেন:
সারা বিশ্ব জানুক....আমরাও জিততে জানি............ হাজারো প্রতিকুলুতার মাঝেও
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
১৩| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৯
কলমের কালি শেষ বলেছেন: পুরো বিশ্বকে আবারো হুঙ্কার দিয়ে জানিয়ে দিল বাংলার দামাল ছেলেরা ।
১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাইজান
১৪| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫২
বিদ্রোহী বাঙালি বলেছেন: বোকা মানুষের ঘটে এতো বুদ্ধি কোথা থেকে এলো?
চমৎকার একটা কাজ করেছেন। জয়ের আনন্দটা আবারও তৃপ্তি সহকারে দেখে নিলাম। অনেক ধন্যবাদ বোকা মানুষ।
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। এইটা আপনার জন্য
১৫| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৮
নতুন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: প্রাণ জুড়োলো দেখে। অনেক ধন্যবাদ আপনাকে।
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
১৬| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১১
ডি মুন বলেছেন:
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে
গো এহেড টাইগার্স ...
বাংলাদেশের এই অবিস্মরণীয় জয়ে আমরা সকলেই মুগ্ধ। আশাকরি জয়ের ধারা অব্যহত থাকবে।
সুন্দর পোস্ট +++
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ডি মুন
১৭| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ কাজ করেছেন।+++
ধন্যবাদ আপনাকে।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
১৮| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৩
স্বপ্নছোঁয়া বলেছেন: বেশ!!
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
১৯| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৮
সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বন্ধু সুমন কর
(নতুন প্রো-পিক! সুন্দর। এইটা কে? পিচ্চি সুমন নাকি সুমনের পিচ্চি? )
২০| ১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শোনো আমরা না জিতেছি
জেতার মতো
বাঘের গর্জনের মতো
আকাশ্যের বিদ্যুৎ চমকের মতো
বিরোধি শিবিরকে ঝলসে দিয়ে
শোনো আমরা না জিতেছি
আমরা জিতেছি ১৬ কোটির স্বপ্ন
দুশো বছরের শৌষন আর অত্যাচারের
গালে চপোটাঘাত করে
আমরা জিতেছি- আমাদের মতো করে।
শোনো আমরা না জিতেছি
১১ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শোনো আমরা না জিতেছি
২১| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কঠিন টেনশানের একটা দিন গেছে .......
১১ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বহুদিন পর... বহু বহু দিন... মনে আছে কি আমায় মিঃ বর্ষণ? ইরফান আহমেদ বর্ষণ আর ইমরাজ কবির মুন এই দুটা ছেলেকে খুব ভালো লাগত সামু ব্লগে। মিস ইউ গাইজ
মন্তব্যে ভালো লাগা জানবনে, ভালো থাকুন সবসময়
২২| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৮
ইমরান আশফাক বলেছেন: ভালো লাগলো আপনার উদ্যোগটা।
১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
২৩| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৬
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ কষ্ট করে সংগ্রহ করে শেয়ার করার জন্য .........++++++
১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই
২৪| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৪
নাসরিন চৌধুরী বলেছেন: বেশ পরিশ্রম করতে পারেন আপনি। আমিও বলি বোকা মানুষের এত বুদ্ধি আসে কথা থেকে---অভিনন্দন বাংলাদেশ দলকে
১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ নাসরিন আপা
২৫| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৬
স্বাধীনতা_bd বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য.....
১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
২৬| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৫
সুমন কর বলেছেন: পিচ্চি সুমন
১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নাও পিচ্চি তোমারেও দিলাম
২৭| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৬
আরজু পনি বলেছেন:
পোস্টটা গতকালই অফলাইনে দেখে খুবই ভালো লেগেছিল।
বোকা মানুষ যে এতো কিছু বলতে পারে এই ছবি ব্লগ তার দারুণ প্রমান।
১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আরজুপনি
২৮| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০৩
জাফরুল মবীন বলেছেন: ‘বোকা’ নাম ধারণ করে মানুষকে বোকা বানানোর আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হলো অামি প্রথমেই বিষয়টা টের পেয়ে ‘বোমা’ ভাই নাম দিয়েছিলাম!
নাসরিন চৌধুরী বলেছেন:আমিও বলি বোকা মানুষের এত বুদ্ধি আসে কথা থেকে---
বিদ্রোহী বাঙালি বলেছেন: বোকা মানুষের ঘটে এতো বুদ্ধি কোথা থেকে এলো?
আরজুপনি বলেছেন: -বোকা মানুষ যে এতো কিছু বলতে পারে এই ছবি ব্লগ তার দারুণ প্রমান।
অামার মন্তব্য নিষ্প্রয়োজন!
সোজা প্রিয়তে।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন বোমা ভাই!
১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিছুই কইতাম না জাম ভাই
২৯| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১৭
কলাবাগান১ বলেছেন: চারদিকে লাল-সবুজ!!!!! স্বাধীনতার ফসল.......
"transcendent triumph indeed"
১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
৩০| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:২২
ঢাকাবাসী বলেছেন: চমৎকার একটা পোস্ট, ভাল লাগল্
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী
৩১| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৮
মোঃআনারুল ইসলাম বলেছেন: দারুন পোস্ট
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪১
প্রামানিক বলেছেন: দারুণ পোষ্ট।