নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

ভিন গ্রহের সাইক্লিস্ট Danny MacAskill

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৬





ভিনগ্রহের এই মানুষটি একজন ট্রায়ালস সাইক্লিস্ট, এই পৃথিবীর বাইরের একজন অ্যাথলেট। যার ক্যারিশমাটিক পারফরমেন্স আপনাকে মন্ত্রাহত করে স্তব্ধ করে দিতে সময় নিবে না মোটেই, এবং আপনি এককথায় স্বীকার করে নিবেন এই ভদ্রলোক এই পৃথিবীর বাইরের কোন একজন। তার জাদুকরী সব ভিডিও ক্লিপসগুলো ইউটিউবে মুক্তির সাথে সাথে পেড়িয়ে যায় মিলিয়ন হিট। সত্যি বলছি, বিশ্বাস না হলে আপনাকে ঘুরে আসতে হবে তার সব জাদুকরী পারফরমেন্সের ভিডিওগুলো হতে। নাম তার ড্যানিয়েল ম্যাকস্কিল, ৫ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই জাত সাইক্লিস্ট এর জন্ম ২৩ ডিসেম্বর ১৯৮৫, স্কটল্যান্ডে। দুনিয়া কাঁপানো এই সাইক্লিস্ট প্রথম আলোচনায় আসেন যখন ২০০৯ সালে তার প্রথম ভিডিওটি রিলিজ হয়। তার ফ্ল্যাট পার্টনার ডেভ সোরবি’র চিত্রায়নে সাড়ে পাঁচ মিনিট দৈর্ঘ্যের এই “Street Trials” ভিডিওটি ১৯ এপ্রিল ২০০৯ সালে মুক্তির পরপরই হৈচৈ ফেলে দেয় সারা বিশ্বব্যাপী এবং ফল স্বরূপ ম্যাকস্কিল নজর কারেন মিডিয়ার। এই পথ ধরেই উত্থান ড্যানিয়েল ম্যাকস্কিলের।



পরবর্তীতে তার এই ক্লিপটি Band of Horses এর 'The Funeral' এর মিউজিক ভিডিওতে ব্যবহৃত হয় যা ছিল তাদের ডেবু এ্যালবাম Everything All the Time এর প্রথম সিঙ্গেল ট্রাক। এরপর আর পিছে ফিরে দেখতে হয় নাই ড্যানিয়েলকে। সেই বছরেই কাজ করেন Doves' এর সিঙ্গেল "Winter Hill" এর জন্য।



১৬ নভেম্বর ২০১০ এ মুক্তি পায় রেড বুল মিডিয়া হাউস হতে Way Back Home, মে ২০১১তে মুক্তি পায় Go Play নামের প্রমোশনাল ভিডিওটি যা চিত্রায়িত হয়েছিল কেপটাউনের রাস্তায় ম্যাকস্কিলের নানান ভেল্কিবাজী নিয়ে।



এরপর কাজ করেন ২০১১তে Cut Media থেকে Stu Thomson এর Industrial Revolutions এ।



অবশেষে ২০১১তে মুক্তি পায় তার সিগ্নেচার ট্রায়াল ফ্রেম "Inspired Skye"।



এরপর ম্যাকস্কিল স্ট্যানম্যান হিসেবে কাজ করেন Premium Rush ছবিতে ২০১২ সালে।



২০১৩ সালে কাজ করেন তাইচুং, তাইওয়ান এবং লিজিন ইউএসএ এর রাইডিং ভিডিও Danny MacAskill in Taiwan - powered by Lezyne এ।



এরপর এল ২০১৩ সালের গ্রীষ্মকাল, ম্যাকস্কিল ইউটিউবে মুক্তি দিলেন Imaginate নামক একটি ট্রায়াল বাইকিং প্রোজেক্ট যা ১৮ মাস ধরে নির্মিত হয়েছিল রেড বুল মিডিয়া হাউজের অধীনে। তিন সপ্তাহেরও কম সময়ে চার মিলিয়ন হিট পাওয়ার পর হৈচৈ পড়ে যায় চারিদিকে।



এরপর ২০১৪ সালের মে মাসে মুক্তি পায় Epecuen এবং অক্টোবর মাসে মুক্তি পায় The Ridge।



The Ridge ইউটিউবে মুক্তির প্রথম পাঁচদিনেই এক কোটিবার হিট পড়ে এই ভিডিওটি’তে। আর পড়বেই না কেন? এই ভদ্রলোকের ভেল্কিবাজি আপনাকে ভুলিয়ে নিয়ে যাবে অচেনা এক শিহরনের জগতে। আপনি ক্ষণিকের জন্য হলেও নিজেকে ভুলে যাবেন।



বিশ্বাস না হলে তার এই ভিডিও ক্লিপগুলো দেখুন একটু সময় করে, তারপর? তারপর, আপনি আবারো দেখতে চাবেন এবং আপনার পরিচিত সবাইকে দেখাতে চাইবেন। তো? কি আর করার, দেখুন... আবার দেখুন।

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২১

ফেরদাউস আল আমিন বলেছেন: অসম্ভব সাহসী ও নৈপুণ্যের অধিকারী এই তরুন।
ধন্যবাদ ভাগাভাগি করার জন্য

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ফেরদাউস আল আমিন ভাই। আসলেই দারুন সাহসী এই তরুন। যারা তার সব ভিডিও দেখার সময় পাবেন না, তাদের প্রতি আমি বলব শুধু শেষের "দ্যা রিজ" ভিডিওটি দেখার জন্য। যে কেউ এটা দেখলে তার ফ্যান হয়ে যেতে বাধ্য।

ভালো থাকুন সবসময়, শুভকামনা।

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ++


:)

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ডবল প্লাসের জন্য। ভালো থাকা হোক সবসময়।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২০

নাহিদ রুদ্রনীল বলেছেন: সাইকেল চালিয়ে কত কিছু করে ফেলছে। আর আমি শ্লার খালি স্যারের বাসায় কোচিংই করে গেলাম। গীবন বড় প্যাড়াময় !

১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই গীবন বড় প্যাড়াময়, শ্লার গীবন। =p~ =p~ =p~

৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:০৭

শেষ শব্দ বলেছেন: +++++

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ শেষ শব্দ। নির্বাক মন্তব্য তাই..... !!!!!!!

৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৪

খায়রুল ইসলাম নাদিম বলেছেন: লোকটা সাইক্লিস্ট না :-P :-P আমার মত মেয়ে মানুষ পিছনের সিটে তোলে নাই দেখেই :-P :-P

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ বাই, হাচা কইচেন.... :-P :-P :-P :-P

৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০১

সাইলেন্ট পেইন বলেছেন: লোকটা সত্যিই.…

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লোকটা সত্যিই.… ;) :) :)

৭| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৪

কালের সময় বলেছেন: পোস্ট ভাললাগা

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কালের সময়, ভালো থাকুন সবসময়।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩

সুমন কর বলেছেন: নতুন কিছু জানলাম।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বন্ধু, ভালো থাকা হোক সবসময়। :)

৯| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২১

হাসান মাহবুব বলেছেন: অবিশ্বাস্য।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই অবিশ্বাস্য!!! প্রথম দেখায় কেউ বিশ্বাসই করতে মন চায় না।

ধন্যবাদ হাসান মাহবুব ভাই, ভালো থাকা হোক সবসময়।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৩

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ভালপোস্ট ++

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ নগর সাংবাদিক ভাই। ভালো থাকুন সবসময়।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২

হিল্লো্ল বলেছেন: খুব ভাল
+++++

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হিল্লো্ল, ভালো থাকুন সবসময়।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: নাহিদ রুদ্রনীল বলেছেন: সাইকেল চালিয়ে কত কিছু করে ফেলছে। আর আমি শ্লার খালি স্যারের বাসায় কোচিংই করে গেলাম। গীবন বড় প্যাড়াময়

মনের কথা কইয়া ফেলছেন ভাই। আয়েন হাত বুক দুইডাই মিলাই।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: টুম্রা ডুইজনে ভুক মিলাও... আমরা চাইয়া চাইয়া দেখি ;)
=p~ =p~ =p~

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

অন্ধবিন্দু বলেছেন:
বোকা মানুষ বলতে চায়,
ওকে নিয়ে ব্লগে লেখার জন্য ধন্যবাদ। ড্যানিয়েলের শ্রম সাধনা ! সত্যিই অবাক না হয়ে পারা যায় না ...

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই ড্যানিয়েলের একনিষ্ঠ শ্রম এবং সাধনা'র ফসলই তার আজকের সাফল্য। ধন্যবাদ অন্ধবিন্দু ভাই, ভালো থাকুন সবসময়।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৮

হামিদ আহসান বলেছেন: ভাল লাগল একজন সফল মানুষকে জেনে৷ ধন্যবাদ শেয়ার করার জন্য .......

১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই, ভালো থাকুন সবসময়।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩২

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ সব সাইক্লিগিরি !!

চমৎকার শেয়ার ।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই ককাশে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.