নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি

০৬ ই মে, ২০১৫ রাত ১১:৩০







ঢাকা থেকে যে কয়টা বাস সরাসরি তিন পার্বত্য জেলায় যাতায়াত করে তার মধ্যে বোধহয় শান্তি পরিবহণের খাগড়াছড়িগামী গাড়িটি সবচেয়ে বেশী ভেতর পর্যন্ত আপনাকে সরাসরি নিয়ে যাবে। আর সেই জায়গাটাই হল আজকের এই নৌভ্রমণের শুরুর স্থল, ‘মারিশ্যা’ যার নাম। যারা পাহাড়ে ট্রেকিং করেন, তাদের কাছে এগুলো কোন আহামরি জায়গা নয়, কিন্তু আপনি যদি আমার মত সৌখিন ভ্রমণকারী হন, তবে এই ভ্রমণের পুরোটাই আপনাকে স্বপ্নাতুর করতে এতটুকু কার্পণ্য করবে না।







এই মারিশ্যা থেকে ছোট ষ্টীমার লঞ্চগুলো যাতায়াত করে রাঙামাটির রিজার্ভ বাজার ঘাট পর্যন্ত। সরাসরি বা লোকাল উভয় রকমের লঞ্চই রয়েছে।







তবে একটা সমস্যা রয়ে গেছে, তা হল বর্ষার মৌসুম ছাড়া সরাসরি মারিশ্যা থেকে লঞ্চ চলাচল করে না। পানি কম থাকলে ‘মাইনিমুখ’ বা ‘লংগদু’ ঘাট থেকে আপনি শুরু করতে পারেন আপনার এই ভ্রমণ।







তো ঢাকা থেকে আপনি যদি সরাসরি শান্তি পরিবহণে মারিশ্যা না আসতে চান, তাহলে অন্য যে কোন পরিবহণে করে খাগড়াছড়ি শহরে এসে সেখান থেকে লোকাল ট্রান্সপোর্টে সহজেই চলে আসতে পারেন মারিশ্যা, মাইনিমুখ বা লংগদু যে কোন ঘাটে।







তবে যে ঘাট হতেই শুরু করুন না কেন, মাথায় রাখতে হবে বেলা এগারোটার পর শেষ লঞ্চ ছেড়ে যায়। আপনি যদি রাত দশটার গাড়িতে রওনা হন, তাহলে মোটামুটি সকাল সাতটা/আটটা’র মধ্যে খাগড়াছড়ি পৌঁছে যাবেন।







এরপর সেখান হতে চান্দের গাড়ী বা লোকাল অন্য যে কোন পরিবহণে করে মারিশ্যা আসতে সময় লাগবে আরও ঘণ্টা দুয়েক।







তাই আশা করা যায় আপনি খুব সহজেই ঢাকা থেকে রাতে রওনা হয়ে বেলা এগারোটার আগে মারিশ্যা পৌঁছে যাবেন। এক্ষেত্রে যদি দেখেন দেরী হয়ে গেছে তাহলে লংদু থেকে লঞ্চ ধরতে পারবেন।







তো লঞ্চে উঠে ইচ্ছে করলে সিটে বসে বসে চারিদিকের মনোমুগ্ধকর সব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, চাইলে চলে যেতে পারেন লঞ্চের খোলা ছাদে।







চাইলে এক কাপ গরম চা আপনাকে দিতে সঙ্গ।







ভাগ্য ভালো থাকলে দেখা পেয়ে যাবেন নানান রকম পাখী'দের।







আমার মতে মারিশ্যা থেকে রাঙামাটি এবং রাঙামাটি হতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত জলপথ ভ্রমণ বাংলাদেশের সবচেয়ে চিত্তাকর্ষক নৌ পথ।







এই পুরো পথ আপনাকে থাকতে হবে অবাক বিস্ময়ে তন্ময় হয়ে।







পাহাড়ের বুক চিরে গড়ে তোলা কৃত্রিম কাপ্তাই লেক অথবা পাহাড়ি কাসালং নদী, কোনটাই আপনাকে এতটুকু কার্পণ্য করবে না আপ্যায়ন করতে।







এরপর আর কি? ফুরফুরে বাতাসে চোখে সানগ্লাস, কানে হেডফোন গুঁজে দিয়ে হারিয়ে যান আপন ভুবনে।



















কি হল? মন ভরে নাই? আচ্ছা আসুন আরও কিছু ছবি দেখি, আমাদের মত সৌখিন মানুষ এই দেখেই সুখে থাকি। (ইয়ে আমি কিন্তু বেড়িয়ে এসছি এবংএই পোস্টের ছবিগুলো সব আমার নিজের তোলা :P )







































হুমম... অনেক হল, ঐ দেখা যায় রিজার্ভ বাজার ঘাট...



মন্তব্য ৯৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ রাত ১১:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পোস্ট।++++

০৬ ই মে, ২০১৫ রাত ১১:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ বঙ্গরঙ্গ ভাই। এইমাত্র আরও কিছু ছবি সংযোগ করে দিয়েছি, আরেকবার দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।

২| ০৬ ই মে, ২০১৫ রাত ১১:৪৩

সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি + বর্ণনা।

০৬ ই মে, ২০১৫ রাত ১১:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বন্ধুজি... আরও বেশ কিছু দারুন ছবি সংযুক্ত করে দিয়েছি, এতক্ষণ এডিট করছিলাম। আরেকবার দেখার অনুরোধ রইল। :)

৩| ০৭ ই মে, ২০১৫ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৭ ই মে, ২০১৫ দুপুর ১:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই :)

৪| ০৭ ই মে, ২০১৫ রাত ২:১৭

তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ আপনাকে । দারুণ সব ছবি , এবং লেখাও ।
ট্র্যাভেল এজেন্সি তো ধরে নিয়ে যাবে আপনাকে । :P

০৭ ই মে, ২০১৫ দুপুর ১:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ তৌফিক ভাই। ট্র্যাভেল এজেন্সি দূরে থাক, পরিচিত মানুষও তো কেউ ধরে নিয়ে গেল না... সেই অপেক্ষায় বসে আছি কতকাল ;)

ভালো থাকা হোক সবসময়।

৫| ০৭ ই মে, ২০১৫ রাত ৩:৩০

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার।

৩ নং প্লাস।

০৭ ই মে, ২০১৫ দুপুর ২:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই, আছেন কেমন? আশা করি ভালো থাকুন সবসময়। :)

৬| ০৭ ই মে, ২০১৫ সকাল ৭:১৭

ঘনায়মান মেঘ বলেছেন: ছবিগুলো অত্যন্ত সুন্দর…

০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ঘনায়মান মেঘ, বোকা মানুষের ব্লগে আপনাকে স্বাগতম। :)

৭| ০৭ ই মে, ২০১৫ সকাল ৭:২৫

সুফিয়া বলেছেন: যেমন সুন্দর ছবিগুলো তেমনি সুন্দর উপস্থাপনা। অনেক ভাল লাগল। ধন্যবাদ আপনাকে। সত্যিকার অর্থে এই জায়গাটার কথা আমার জানা ছিলনা। আপনিই আজ পরিচিত করলেন।

০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুফিয়া আপা, আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। আসলে আমাদের দেশটা খুবই সুন্দর, খুব!!! মাঝে মাঝে এই সৌন্দর্যের খোঁজে বেড়িয়ে পড়ি, নিজের সাধ্যের মধ্যে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

৮| ০৭ ই মে, ২০১৫ সকাল ৯:০৫

টি এম মাজাহর বলেছেন: মারিস্যা থেকে রিজার্ভ বাজার কত ভাড়া নেয়? আর কতক্ষন লাগে? জার্নিটা কি নিরাপদ?

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাড়া নেয় ১০০-১২০ টাকা'র মত। সময় লাগে ৫-৬ ঘণ্টা, পানির পরিমাণ, স্রোতের দিক এগুলোর উপর ভিত্তি করে সময় কমবেশী লাগতে পারে। আমাদের প্রায় ৭ ঘণ্টা'র মত লেগেছিল। জার্নি নিরাপদই, এই রুট দিয়ে স্থানীয় জনগণ প্রতিদিন মারিশ্যা-লংদু থেকে রাঙামাটি যাতায়াত করে থাকে।

ধন্যবাদ টি এম মাজাহর, ভালো থাকুন সবসময়।

৯| ০৭ ই মে, ২০১৫ সকাল ৯:২৩

আহসানের ব্লগ বলেছেন: আমি এর আগে ছয় দিন ছিলাম ।

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও!!! ইউ আর সো লাকি। খুব সন্দর না জায়গাটা? নিশ্চয়ই খুব উপভোগ করেছেন সেই ছয় দিন?

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবনে।

১০| ০৭ ই মে, ২০১৫ সকাল ১০:৪৯

মৈত্রী বলেছেন:
রাঙামাটির কাপ্তাই লেক ভ্রমণ করতে চাই
তার আগে শেখ রাসেল এভিয়ারী পার্ক দর্শন করতে চাই
আর সম্ভব হলে, রামপাহাড়-সীতাপাহাড় বন্যপ্রাণী অভয়ারণ্য ও দেখতে চাই

আমি নাম শুনিনি কখনো এর আগে কিন্তু গুগল ম্যাপে দেখা যায়
কেউ কি এই ব্যপারে বিস্তারিত বলতে পারবেন??
আর সম্ভব হলে শেখ রাসেল এভিয়ারী পার্ক প্রথমে রেখে কাপ্তাই লেকে একটা ট্যুর প্লান করে দেবেন ???

০৭ ই মে, ২০১৫ রাত ৮:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার ভ্রমণের যে জায়গাগুলো বলেছেন তা খবু সুন্দরভাবে একদিনে দেখে শেষ করতে পারবেন আশা করি। ঢাকা থেকে সরাসরি অথবা চট্টগ্রাম থেকে বাসে করে কাপ্তাই চলে আসেন। এখানে এসে যাত্রা শুরু করেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। পারমিশন বের করতে পারলে এর ভেতরটা ঘুরে দেখুন। অন্যথায় জলবিদ্যুৎ কেন্দ্রের সংলগ্ন ঘাট থেকে ঘণ্টা চুক্তিতে ইঞ্চিনবিহীন নৌকা নিয়ে ঘুরে বেড়ান কাপ্তাই লেকের নীল জলে। চাইলে ইঞ্চিন নৌকাও নিতে পারেন। তবে আমার ইঞ্চিনের শব্দ অসহ্য লাগে। এখানে ঘণ্টা দুয়েক কাটিয়ে চলে যান, কাপ্তাই লেকভিউ নেভী পার্ক দেখতে, সিএনজি ভাড়া করুন নেভী পার্ক দেখে চলে যাবেন জুম রেস্তোরায়, এভাবে। দুপুরের লাঞ্চ জুম রেস্তোরা অথবা আরকেটু আগে ফ্লোটিং প্যারাডাইস রেস্তোরায় সেরে নিন। এরপর আরেকটু এগিয়ে গিয়ে কাপ্তাই জাতীয় উদ্যানে ঢুকে পড়ুন, আপনার রামপাহাড় আর সীতাপাহাড় এই উদ্যানের ভেতরেই পড়েছে। এখানে ঘণ্টা দুয়েক কাটিয়ে বিকেল বেলা চলে যান শেখ রাসেল এভিয়ারী পার্কে। সেখান থেকে সন্ধ্যা বেলা ধরুন চট্টগ্রামের বাস অথবা ঢাকার। উল্লেখ্য যে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হল একেবারে শেষ প্রান্ত, সেখান থেকে আপনি উল্টো পথে যাত্রা শুরু করে একে একে দেখে এলেন কাপ্তাই লেক, নেভী লেক ভিউ পিকনিক স্পট, জুম রেস্তোরা, জাতীয় উদ্যান, শেখ রাসে এভিয়ারী পার্ক। তবে জাতীয় উদ্যানে কতটুকু সময় লাগবে এটা বলতে পারছি না, কেননা যে কোন জাতীয় উদ্যানে সারাদিন ঘুরেও সবটা শেষ করা যায় না। তবে সব জাতীয় উদ্দ্যানেই বিভিন্ন ট্রেইল থাকে, আধঘণ্টা এক ঘণ্টা থেকে শুরু করে পাঁচ সাত ঘণ্টারও থাকে। উপরের সব দেখতে চাইলে আপনাকে এক ঘণ্টার ট্রেইল ধরে ঘুরে আসতে হবে, তাতে রামপাহাড় আর সীতাপাহাড় দেখা সম্ভব নাও হতে পারে।

অনেক ধন্যবাদ ভাই মৈত্রী, ভালো থাকুন সবসময়।

১১| ০৭ ই মে, ২০১৫ সকাল ১১:০৯

রিকি বলেছেন: এত সুন্দর সুন্দর ছবি দেখে যেতে মন চাই !!!!! :(( :(( :(( :((

০৭ ই মে, ২০১৫ রাত ৯:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কাঁদে না রিকিমনি (শায়মা আপু'র নকল করলাম) :P

সময় সুযোগ পেলে ঘুরে আসুন, খুবই সহজ রুট, তেমন একটা ঝামেলা নেই। এই বর্ষা একটু কমে এলে আগস্ট-সেপ্টেম্বরের দিকে গেলে সবচেয়ে ভালো ভিউ পাবেন। তবে, যখনই যান একটু খোঁজ নিয়ে যাবেন। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ডাক বাংলো'র কেয়ারটেকারের নাম্বারঃ মোঃ শাহজাহান ০১৫৫৩১০৮৯৬৮। যাবার আগে উনাকে ফোন দিয়ে লঞ্চ চলাচল করে কি না তা জেনে নিতে পারেন আর রাতে থাকতে চাইলে বুকিং দিতে পারেন। আমরা রাতে ছিলাম, ভালোই ব্যাবস্থা রাত্রিযাপনের। তো কবে যাচ্ছেন মারিশ্যা?

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১২| ০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৩৫

তৌফিক মাসুদ বলেছেন: আপনার লেখায় অনুপ্রেরণা পেলাম। বাংলাদেশে এমন দারুন জায়গা আছে না দেখলে অনেকেরই ঘুম ভাংেনা।

০৭ ই মে, ২০১৫ রাত ১০:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আসলেই আমাদের দেশটা অনেক অনেক সুন্দর, অনেক আকর্ষণীয় স্থান আছে ভ্রমণের জন্য। কিন্তু আমাদের নেই পরিকল্পনা, ব্যবস্থাপনা আর উদ্যোগ। আশা করি সবার ঘুম ভাঙ্গবে একদিন।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

১৩| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন:



মুগ্ধ +


বরাবরের মতোই বর্ননা ও ছবি চমৎকার।

০৭ ই মে, ২০১৫ রাত ১১:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই। আপনার মন্তব্য পেলে খুব ভালো লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। :)

১৪| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১:০৬

পলক শাহরিয়ার বলেছেন: দারুণ সব ছবি। প্লাস

০৮ ই মে, ২০১৫ রাত ১:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ পলক শাহরিয়ার, ভালো থাকুন সবসময়।

১৫| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: এত সুন্দর! বুকের মাঝে হু হু করে ওঠে।

০৮ ই মে, ২০১৫ দুপুর ১:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঠিক বলেছেন, এরকম ভীষণ সুন্দরের মুখোমুখি হলে বুকের ভেতরটা কেমন কেমন করে যেন। একেই বুঝি সাহিত্যের ভাষায় বুকের মাঝে হু হু করে ওঠা বলা হয়...

১৬| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১:৪৬

অপু তানভীর বলেছেন: ভাবতেছি ঘর সংসার বিয়া শাদী না কইরা কেবল ঘুরাঘুরি করিবো ! B-)) B-)) B-))

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিয়াশাদী কইরাও ঘুরতে পারেন ভ্রাতা, তাতে আরেক মজা =p~ =p~ =p~

১৭| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শিরোনাম দেখে প্রথমে ভাবছিলাম বিদেশের কোন জায়গা হবে --- এখন দেখে বাংলাদেশ !!!!!!!!!! এত সুন্দর আমারই বাংলাদেশ !!! অনেক সুন্দর -- আমি মুগ্ধ হয়ে শুধুই ছবি দেখছিলাম

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপু, আসলে মারিশ্যা নামটা শুনলে আমার নিজেরই শুধু মরিশাসের কথা মনে আসে। "নামে নামে জমে টানে" একটা কথা আছে না। আসলে ঐ এলাকার নামগুলো এরকমই, মাসালং, লংদু, মাইনিমুখ, কাসালং, মারিশ্যা...

আমাদের বাংলাদেশ আসলেই অনেক সুন্দর, এখন দরকার শুধু এই সৌন্দর্য প্রপার ব্র্যান্ডিং করে বিশ্বদরবারে হাজির করা।

হায়রে আমার মন মাতানো দেশ হায়রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরান ভরে না যখন তোর ঐ গাঁয়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা... ঐ পুকুরে নয়ন পাখি দিশা হারায় প্রজাপ্রতির পাখায় পাখায় তাদের কথা মনে ধরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না

১৮| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:০৪

আরণ্যক রাখাল বলেছেন: অাপনি এত ঘুরেন কিভাবে

০৮ ই মে, ২০১৫ বিকাল ৩:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি ঘুরন্তিস ভাইরাসে আক্রান্ত, সাথে সারাক্ষণ মাথা ঘুরায় :-* ;) :P

সারা সপ্তাহ কাজ করে সপ্তাহান্তের ছুটিতে বেড়িয়ে পড়ি, যদিও গত ছয়মাস ধরে বেড়ানো অনেক কমে গেছে, তাই খুব মন খারাপ :( ২০১৫ সালটা বুঝি এভাবেই যাবে। ইনশাল্লাহ ২০১৬ থেকে আবার পূর্ণোদ্দমে শুরু করব। দোয়া করবেন আমার জন্য।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

১৯| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলো দেখে একটা শব্দই বের হলো

'ওয়াও'

০৯ ই মে, ২০১৫ দুপুর ১:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমরাও কিন্তু দলবেঁধে এই দৃশ্যগুলো দেখছিলাম আর শব্দ করে বলছিলাম 'ওয়াও'

ধন্যবাদ রাজপুত্র দিহা, ভালো থাকুন সবসময়।

২০| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৫ দুপুর ২:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এস আলভী। শুভ হোক আপনার ব্লগীয় পথচলা। তবে একটা কথা বলি, কিছু মনে করবেন না প্লিজ। সব পোস্টে গিয়ে একই মন্তব্য কপি পেস্ট না করে; ঐ পোস্ট সংশ্লিষ্ট কিছু নিয়ে মন্তব্য করে শেষে আপনার প্রথম মন্তব্য করার খবরটি দিলে খুব ভালো দেখায়। কারণ, যারা মোটামুটি সব পোস্ট ভিজিট করেন, তাদের চোখে কিন্তু আপনার কমেন্টগুলো ধরা পড়বে। একই কমেন্ট কপি পেস্ট না করে চেষ্টা করেবেন পোস্ট সম্পর্কে দু'চার শব্দে হলেও কিছু বলে আসতে।

আবারো আপনার এবং আপনার ব্লগীয় পথ চলার শুভকামনা রইল। ভালো থাকুন সবসময়। :)

২১| ০৭ ই মে, ২০১৫ রাত ১০:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চোখ ও মন জুড়ানো সব ছবি।++

০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বঙ্গরঙ্গ ভাই পুনরায় কষ্ট করে পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য। ভালো কাটুক প্রতিটা সময়, খুব ভাল...

২২| ০৭ ই মে, ২০১৫ রাত ১১:০৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার তোলা স্থিরচিত্রে চক্ষুদ্বয় বিস্ময়ে স্থির হয়ে রইল ৷

ভাল লাগলো ৷

০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর.আলম ভাই, মন্তব্যে ভালো লাগা জানবেন।

ভালো থাকুন সবসময়, শুভকামনা নিরন্তর। :)

২৩| ০৮ ই মে, ২০১৫ রাত ১:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? বেশ কিছু দিন ব্লগের বাইরে ছিলাম, এখন আবার নিয়মিত হবার চেষ্টা করছি কিন্তু পারছি না।

০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিও ভালো আছি প্রবাসী পাঠক। আমিও কিছুদিন খুব অনিয়মিত ছিলাম ব্লগে, এখন আবার নিয়মিত হবার চেষ্টা করছি। খুব মিলে গেল দেখি!!! আশা করি এমন করে সবাই আবার নিয়মিত হবে...

ভালো থাকুন সবসময়, অনেক অনেক ভালো। :)

২৪| ০৮ ই মে, ২০১৫ রাত ২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: যান্তিক জীবনের বাধাধরা নিয়ম ছেড়ে দেশে যাই ৫০দিনের জন্য।। পুরো পরিবারসহ শ্বশুরবাড়ীও ঢাকায় বিধায়,এবাড়ি-সেবাড়ি করতে করতেই আসার সময় ঘনিয়ে আসে।। তাই এক ঢাকা ছাড়া আর কিছুই "দেখা হয় না চক্ষু মেলিয়া"।।
তবে একসময় এই জেলাটিসহ কয়েকটি জেলা বাদ দিয়ে দেখেছি অনেক।। পার্থক্য ছিল,তখন সৌন্দর্য উপভোগ করার চোখ ছিল না।। আমার সেই ব্যর্থতাকে মুছিয়ে দেয় আপনাদের ভ্রমন সাথে চিত্তাকর্ষক ছবি।। ধন্যবাদ।।

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুব কাছের কিছু বন্ধুবান্ধব আর আত্মীয়'র কল্যাণে আপনার প্রাবস থেকে দেশে আসার অভিজ্ঞতার সাথে পরিচিত আছি। খুবই দুঃখজনক :( পুরো মন্তব্যই কেন জানি মন খারাপ করে দিল, ঠিক কি কারণে জানি না। তবে আমার ভ্রমণ সম্পর্কে শুধু একটা কথা বলতে পারি, 'সবাই ঘুরে বেড়ায় মনের সুখে, কিন্তু কেউ কেউ মনের দুঃখ ভুলে থাকতেও ঘুরে বেড়ায়'। যাই হোক, ভালো থাকুন সবসময়। আনন্দময় আর সুখকর হয়ে উঠুক আপনার প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। শুভকামনা রইল। :)

২৫| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১:১৬

টুম্পা মনি বলেছেন: নাম নিসেন বোকা। আর বুদ্ধিমানের মত ঘুইরা বেড়াইতেসেন খালি!!!!!! আপনি হেপি মানব। (রুবেলের হেপি না)

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঠিক বলেছেন আমি হেপ মানব, নিদেনপক্ষে ভ্রমণ বিষয়ে এই কথা নির্দ্বিধায় বলাই যায়। কিন্তু অনেক বুদ্ধিমান মানুষও বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বোকা হয়ে থাকে। আমি হলাম সেই প্রজাতির একজন বোকা মানব। :)

অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম। পাঠ এবং মন্তব্যে ভালো লাগা জানবেন। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২৬| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:২১

আহসানের ব্লগ বলেছেন: হুম পুরো একটা বোট ভাড়া করি এক দিনের জন্য । পুরো কাপ্তাই লেক ঘুরি ।

০৯ ই মে, ২০১৫ রাত ৮:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও... খুব সুন্দর সুন্দর ভিউ নিশ্চয়ই পেয়েছিলেন। :)

২৭| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:৩২

আহসানের ব্লগ বলেছেন: আমার তোলা ।

০৯ ই মে, ২০১৫ রাত ৯:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর... এরকম কাছাকাছি থিমের একটা ছবি তুলেছিলাম সেন্টমার্টিন গিয়ে। :)

২৮| ০৯ ই মে, ২০১৫ রাত ৯:৩৮

ইসপাত কঠিন বলেছেন: আমি অন্তত ৫০ বার এই রুটে চলাচল করেছি, স্পীড বোট, ট্রলার বা লঞ্চে, শান্ত শীতে, উত্তাল বর্ষায় কিংবা প্রখর গ্রীষ্মে। বর্ষার প্রথম পাহাড়ী ঢলকে ফোরের মুখের কাছে কাট্টলীর মূল লেকে নামতে দেখেছি, কি দূর্নিবার প্রকৃতির সেই শক্তি! এতবার, এত আবহাওয়ায় চলাচল করার পরেও একটি দিনের জন্যও আমার মনে হয়নি যে এই দৃশ্যের আবেদন ফুরিয়ে গেছে।

অসাধারন ছবি আর বর্ণনা।

০৯ ই মে, ২০১৫ রাত ১১:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঈর্ষা, ঈর্ষা আর ঈর্ষা... আপনাকে এত্তগুলান ঈর্ষা। লঞ্চের একেবারে সামনে বসে থেকে একটি ছেলেকে যাতায়াত করতে দেখে একই ভাবনা হয়েছিল। অদ্ভুত সুন্দর এই রুটে তাকে প্রতিদিন যাতায়াত করতে হয়! যদিও নিত্যকার যাত্রা কখনো আনন্দদায়ক হয় না।

ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

২৯| ১০ ই মে, ২০১৫ রাত ১২:৫৪

িবষন্নতা বলেছেন: আমি ২০০০ এ কয়েকবার গিয়েছিলাম। রাঙ্গামাটি থেকে বাঘাইছরি। আসলেই আসাধারন। ৬-৭ ঘণ্টা কিভাবে চলে যায় বুঝার কোন উপায় নাই।

১০ ই মে, ২০১৫ দুপুর ১২:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... আসলে পাহাড়ি জলপথে ভ্রমণ করার মজাই আলাদা তাই না? খুব খুব ভালো লাগা কাজ করে। সময় কিভাবে চলে যায় তা বুঝাই যায় না।

অনেক ধন্যবাদ বিষণ্ণতা, ভালো থাকুন সবসময়। :)

৩০| ১০ ই মে, ২০১৫ সকাল ১০:২০

ডি মুন বলেছেন:
নয়নাভিরাম সৌন্দর্য্য

মুগ্ধ হলাম ছবিগুলো দেখে

:)

১০ ই মে, ২০১৫ দুপুর ১:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ডি মুন :) জায়গাটা আসলেই খুব সুন্দর...

৩১| ১০ ই মে, ২০১৫ দুপুর ২:০৭

তুষার কাব্য বলেছেন: আমিও ঘুরে আসছি গত সপ্তাহে । তবে আমার যাত্রা শুরু হয়েছে লঙ্গদু থেকে। কয়েক হাজার ছবি আছে। কোনটা রেখে কোনটা নিয়ে যে পোস্ট দিব সেই চিন্তায় পোস্ট দেওয়া হচ্ছেনা :)

এরকম ছবি দেখলে মনটা কেমন উথাল পাথাল হয়ে যায় । :-B

১০ ই মে, ২০১৫ দুপুর ২:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম ফেবু শুনেছি... ছবিগুলো দেখার অপেক্ষায় রইলাম। আশা করি সামনে সেইরাম পোস্ট পাব :) আহ... সেই দৃশ্যগুলো বারবার যেন হাতছানি দিয়ে ডাকে অবিরত। ঠিক বলেছেন, এরকম ছবি দেখলে মনটা কেমন উথাল পাথাল হয়ে যায় ।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।

৩২| ১১ ই মে, ২০১৫ দুপুর ১:৩৪

হামিদ আহসান বলেছেন: মনোহর মনমুগ্ধকর সব ছবির সমাহার৷ ধন্যবাদ শেয়ার করার জন্য৷ কত সুন্দর অামার এই দে

১১ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই, আসলেই অনেক অনেক সুন্দর আমাদের এই দেশ, বাংলাদেশ।

ভালো থাকুন, অনেক অনেক ভাল। :)

৩৩| ১১ ই মে, ২০১৫ বিকাল ৫:০৪

মানস চোখ বলেছেন: আপনের মত বোকা হইতে মুঞ্চায় ……….. বোকা হইলে মনে হয় বেশী বেশী ঘুরাঘুরি করন যায়………..!!!!!
:) :) :)

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তাই নাকি? আর আপনি যে পরিবারসহ হেথায় সেথায় বেড়াতে থাকেন সেই খবর কি আমরা জানি না মনে করেছেন? তবে, এটা ঠিক, বোকা হলে একটু বেশী ঘোরাঘুরি করা যায়। কারণ, সোজা রাস্তায় না গিয়ে ঘোরা রাস্তা দিয়ে চলাফেরা করে বোকা মানুষেরা, হাজার হলেও বোকা বলে কথা। :(

৩৪| ১২ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ পোস্ট। আমি গিয়েছি ওই জায়গায় বেশ কবার। সাধ মেটেনি। আবারও ছুটে যাব। অবসরের অপেক্ষায় আছি।

১৩ ই মে, ২০১৫ রাত ১২:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই অসম্ভব সুন্দর একটা জায়গা, যেখানে যে কেউ বারবার যেতে চাইবে, সাধ বোধহয় কখনো মিটবে না। খুব শীঘ্রই অবসর পান যান্ত্রিক নগর জীবন থেকে আর ছুটে যান নিজের মনের টানে প্রিয় জায়গাগুলোতে।

শুভকামনা রইল, ভালো থাকুন।

৩৫| ১৩ ই মে, ২০১৫ রাত ২:৫২

একলা ফড়িং বলেছেন: এতো সুন্দর!!!


বিভিন্ন কারণে এবং বিশেষ করে মেয়ে বলেই ঘোরাঘুরির সুযোগটা একটু কম :| তাই ভ্রমণ পোস্টে সবসময় হিংসা :(( :((

১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ একলা ফড়িং। আসলেই পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের অন্যতম সুন্দর স্থানগুলোর একটি। যত দেখি ততই অবাক হতে হয় আমাদের।

বিভিন্ন কারণে এবং বিশেষ করে মেয়ে বলেই ঘোরাঘুরির সুযোগটা একটু কম
কথা সত্য, তবে ইদানীং কিন্তু অনেক ভ্রমণ গ্রুপে মেয়েরা খুব স্বাচ্ছন্দে এবং সাবলীলভাবে ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকে এমন কিছু গ্রুপ আপনি সহজেই খুঁজে পাবেন যেখানে পারিবারিক পরিবেশে আপনি ঘুরে বেড়াতে পারবেন দেশের আনাচে-কানাচে'তে। এমন কয়টি গ্রুপের মধ্যে রয়েছেঃ ভ্রমণ বাংলাদেশ Click This Link ট্র্যাভেলার্স অফ বাংলাদেশ https://www.facebook.com/groups/mail.tob/ বেড়াই বাংলাদেশ Click This Link প্রভৃতি। আপনি এদের ফেসবুক গ্রুপ/পেইজ হতে মেম্বার হয়ে নানান ইভেন্টের আপডেট পেতে পারেন এবং নিজের সুযোগ সুবিধা মত বেড়িয়ে পড়তে পারেন। ও হ্যাঁ, দেখবেন অনেক পরিচিত ফেসবুক ফ্রেন্ড এমনকি বাস্তব জীবনের পরিচিতজনদেরও হয়ত খুঁজে পাবেন এসব গ্রুপের মাঝে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩৬| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৪১

রিকি বলেছেন: ভাই আপনিও শায়মা আপুনির নকল করলেন !!!!!! B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রিকিমনি রিকিমনি
একা একা গান শুনি
রোজ রোজ কোথা যাও বেড়াতে,
চুপি চুপি চকলেট
আইসক্রিম কাটলেট
আছ তুমি খুব যে মজাতে।

(আবার শায়মা আপুনি'র নকল ;) :P =p~ =p~ =p~

৩৭| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৮

রিকি বলেছেন: বোকা ভাই, বোকা ভাই
আমি আসি, আমি যাই
শায়মা আপুকে তাই
ডাক দিতে চাই চাই---- (আহা শায়মা আপুর ছড়া পড়তে পড়তে আমরাও ছড়াকার হয়ে গেলাম !!!! ) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

৩৮| ১৭ ই মে, ২০১৫ রাত ৯:২০

মুদ্রা সংগ্রাহক বলেছেন: আহ হা। কি এক ভ্রমণের কথা মনে করিয়ে দিলেন। আমি অবশ্য উল্টো পথে গিয়েছিলাম। মানে প্রথমে রাঙ্গামাটি, রাঙ্গামাটি থেকে লঞ্চে মাইনীমুখ - শীতকাল ছিল বলে এর পরে আর লঞ্চ যায়নি। মাইনীমুখ থেকে নৌকায় করে মারিশ্যা। মারিশ্যা থেকে বাসে ঢাকা। নৌপথটার ব্যপারে তো কিছু বলার দরকার নেই - আপনার ছবিই সাক্ষ্য দিচ্ছে। আমার কাছে মারিশ্যা থেকে খাগড়াছড়ি শহর পর্যন্ত রাস্তাটাও খুব চমৎকার লেগেছে।

চমৎকার সব ছবি তুলেছেন, ছবির জন্য পোস্টে ++

১৭ ই মে, ২০১৫ রাত ১০:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমরাও মারিশ্যা থেকে মাইনিমুখ পর্যন্ত নৌকায় গিয়েছি, পানি কম ছিল বলে। আগের দিন বিকেলবেলা যখন নৌকা ভাড়া করা হয়, তখনও আমরা শিউর ছিলাম না সকাল সাতটায় রওনা দিয়ে এগারোটার মধ্যে মাইনিমুখ পৌঁছতে পারবো কি না? কিন্তু সন্ধ্যে নাগাদ শুরু হল সেইরকম বৃষ্টি, একরাতে প্রায় ফুট চারেক পানি বেড়েছিল আর তাতেই আমাদের পোয়া বারো। এগারোটার লঞ্চ ছাড়ার ঠিক আগ মুহূর্তে আমরা মাইনিমুখ পৌঁছই।

আর খাগড়াছড়ি থেকে মারিশ্যা যাওয়ার রাস্তা সম্পর্কে বলতে গেলে আমি বলব সাজক বা নীলগিরি যাওয়ার রাস্তার চেয়ে কোন অংশে কম আকর্ষণীয় নয় এই পথও। এখানে কমতি শুধু একটাই, সাজেক বা নীলগিরি'র মত মারিশ্যা কোন পাহাড়ের চূড়ার উপরের পর্যটন কেন্দ্র নয়। যাই হোক, রাঙামাটি থেকে মারিশ্যা হয়ে খাগড়াছড়ি, অথবা, বিপরীত পথ, যে পথেই যান না কেন, আপনার সেই ভ্রমণ চির স্মরণীয় হয়ে থাকবে। তাই না?

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য, ভালো থাকুন সবসময়।

৩৯| ১৭ ই মে, ২০১৫ রাত ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: এত সুন্দর এত্ত সুন্দর
খুব ভালো লাগলো .।

১৭ ই মে, ২০১৫ রাত ১১:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই এত্ত এত্ত সুন্দর। ধন্যবাদ আপু, ভালো থাকুন সবসময়। :)

৪০| ১৭ ই মে, ২০১৫ রাত ৯:৫১

জুন বলেছেন: বোকা মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম আমাদের দেশের রূপ দেখে । আপনার তোলা ছবিগুলোও অসাধারন হয়েছে ।
এখন বলেন ঘন বর্ষায় পানির স্রোত কি খুব তীব্র ? আমি সাতার জানি না তাই এই স্রোতের সময়টুকু এড়িয়ে আর কোন সময় গেলে ভালো হবে একটু পরামর্শ দেন । আমি অনেক আগে একবার চেয়েছিলাম এই পথে যেতে কিন্ত তখন নিরাপদ ছিল না । তাই আর যাওয়া হয়নি । এ বছরই যেতে ইচ্ছুক ।
ভালো থাকবেন অনেক । শুভেচ্ছান্তে :)
+

১৮ ই মে, ২০১৫ রাত ১২:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আগস্ট-সেপ্টেম্বরের দিকে যান, চারিদিকের পাহাড়গুলো সবুজ পাতায় ছেয়ে যাবে, পানির নাব্যতাও ভালো থাকবে। আর হ্যাঁ, লঞ্চ যেগুলো চলে খারাপ না, ভালই, লোকাল ট্রান্সপোর্ট হিসেবে। মারিশ্যা, মাইনিমুখ, লংদু প্রভৃতি এলাকা হতে প্রতিদিন বহুলোক এই পথে রাঙামাটি যাতায়াত করে। তাই অনায়াসে যেতে পারেন। উপরে বিভিন্ন কমেন্টে বিভিন্ন পরামর্শ এবং মারিশা সরকারী ডাক বাংলো'র কেয়ারটেকারের নাম এবং ফোন নাম্বারও দেয়া আছে। যে কোন প্রয়োজনে উনার সাথে যোগাযোগ করতে পারেন। আর কোন কিছুর জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন প্লিজ।

আশা করি খুব শীঘ্রই এই চমৎকার নৌ-পথে ভ্রমণ করে আমাদের চমৎকার একটি ভ্রমণ পোস্ট উপহার দিবেন।

ভালো থাকুন সবসময়, শুভকামনা নিরন্তর।

৪১| ১৭ ই মে, ২০১৫ রাত ১০:৫৭

মুরশীদ বলেছেন: বোকা মানুষ, এই অসাধারণ নৌ পথের কথা শুনেছি বেশ আগে, তবে যাওয়া হয় নাই নিরাপত্তা জনিত কারনে। আপনার পোস্ট পরে আনুপ্রানিত হলাম এইবার একটা এটেম নেবই। আপনার বর্ণনা এবং ছবিগুলো চমৎকার এবং আকর্ষনীয়। বিশেষ করে আপনার সাজেশন এবং মন্তব্যগুল যারা সেখানে যাবার আশা রাখে তাদের জন্য অত্তান্ত Encouraging. পোষ্টের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মনোযোগসহকারে পোস্ট এবং কমেন্ট-প্রতিত্তর পাঠে ভালো লাগা, আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন।

ভালো থাকুন সবসময়, শুভকামনা নিরন্তর।

৪২| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:২১

কলমের কালি শেষ বলেছেন: ছবিময় বর্ণনা । অসাধারণ মনকড়া । ++++

২৫ শে মে, ২০১৫ রাত ৯:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক সুন্দর একটা জায়গা, আসলেই মনকাড়া একটা জায়গা বটে। :)

৪৩| ৩০ শে মে, ২০১৫ সকাল ৯:১৬

জাহিদুল হাসান রাফি বলেছেন: তথ্যবহুল পোস্ট।
চট্টগ্রাম থেকে ১ রাত ২ দিনের ট্রিপ দিতে চাই। জীপতলী রিসোর্ট, মারিশ্যা, লংগদু, ফিরতি পথে রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানও ভিজিট করতে চাই। এরকম একটা ট্যুর প্লান সাজেস্ট করলে বড়ই উপকৃত হই।
ধন্যবাদ

৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ জাহিদুল হাসান রাফি। আপনি প্রথমদিন খুব সকালবেলা যদি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির কোন গাড়ী ধরতে পারেন তবে আপনার প্ল্যানিং সম্ভব। যে কোন উপায়ে আপনাকে বেলা ১০টার আগে আগে পৌঁছতে হবে মারিশ্যা। ঢাকা থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহণের গাড়ী মারিশ্যা পর্যন্ত যাতায়াত করে। তাই আপনি যদি চট্টগ্রামের শান্তি পরিবহণের কাউন্তারে যোগাযোগ করে ব্যবস্থা করতে পারেন, তবে খুব ভোরে চট্টগ্রাম হত আপনাকে বাস ধরতে হবে। এরপর মারিশ্যা থেকে ১০/১১টার লঞ্চে করে রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করে দুপুর ৩/৪টা নাগাদ পৌঁছে যান রাঙামাটি। বিকেল বেলা শহরের পর্যটন স্পটগুলো ঘুরে দেখুন। রাতে রাঙামাটি থেকে পরদিন খুব সকালে বোট রিজার্ভ করে অথবা বাসযোগে চলে আসুন কাপ্তাই। এখানে বেশ কিছু স্পট আছে ঘুরে দেখার মত, সাথে আওনার জীপতলী রিসোর্টও। সেখান থেকে দুপুরের পর রাঙ্গুনিয়া চলে যান কোদালা চা বাগান দেখতে। আসলে আপনার আগ্রহের তিনটি স্পট একটু স্ক্যাটার্ড, তাই এই প্ল্যানিং খুব একটা কার্যকর কি না আমি বলতে পারছি না।

৪৪| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৫:৫২

জাহিদুল হাসান রাফি বলেছেন: রাতে কোথায় থাকলে ভালো হয়?

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রাতে পর্যটন মোটেল, রাঙামাটিতে থাকলে সবচেয়ে ভাল হয়। মোটেলের সাথে ঝুলন্ত ব্রিজ, সেখান হতে বোট ভাড়া পাওয়া যায়, বিভিন্ন প্যাকেজে। মোটেলের ভাড়া একটু বেশী, কিন্তু পরিবেশ অসাম, মোটেলের পেছনেই কাপ্তাই লেক, সাথে ঝুলন্ত ব্রিজ। চারজনের দল হলে ১৫০০-২০০০ টাকা ভাড়া নিবে।

৪৫| ০১ লা জুন, ২০১৫ দুপুর ২:৫৮

জাহিদুল হাসান রাফি বলেছেন: লংগদু তে কি রাতে থাকার সুব্যবস্থা আছে কি? মোবাইল নেটওয়ার্ক আছে?

০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লংগদু'র ব্যাপারে বলতে পারছি না, তবে মারিশ্যাতে রাত্রিযাপনের সুব্যাবস্থা আছে। সেখান থেকে ইঞ্চিন নৌকায় মাইনিমুখ যেতে পারবেন, অথবা মাইনিমুখ থেকে আসতে পারবেন। এখন লঞ্চ মাইনিমুখ থেকে রাঙামাটি যাতায়াত করছে, মারিশ্যা আসে না। আপনি মারিশ্যার রেস্ট হাউজের কেয়ারটেকারের সাথে কথা বলে দেখতে পারেন, উনি হয়ত আপনাকে বলতে পারবেন লংগদুতে রাত্রিযাপনের কোন ব্যবস্থা আছে কি না।

ধন্যবাদ

৪৬| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার পোস্ট।++++
বাংলাদেশটা কী যে সুন্দর!!!
খাগড়াছড়ি জেলা থেকে বিভিন্ন উপজেলায় যাওয়ার কানেক্টিং রাস্তা তৈরী করতে আমার সাহেব ছিলেন খাগড়াছড়ি!
খাগড়াছড়িককে একমাস ধরে দেখেছি, কিন্তু সে সময়ে আমার ছবির সফটকপি রাখার কোন মাধ্যম ছিল না।
তাই শুধুই আফসোস!!!

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!!

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহহা... এইটা কিছু হইল? কত্ত কত্ত ছবি ছিল সেখানে, আমরা সেগুলো মিস করলাম :(

খাগড়াছড়ি থেকে লংদু, মারিশ্যা, সাজেক এসব জায়গায় যাওয়ার রাস্তাগুলো আসলেই অসাম। যাদের পরিশ্রমে এই নির্মাণ সম্ভব হয়েছে, তাদের স্বশ্রদ্ধ সালাম। আমাদের বাংলাদেশটা আসলেই খুব সুন্দর।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৪৭| ২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:২৪

তালাত মিঠু বলেছেন: বউ কে নিয়ে ঈদের ছুটিতে এই ট্যুর টি করতে চাই।একটা প্ল্যান দেয়া যাবে ভাই?

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ তালাত মিঠু। পোস্ট এবং এর প্রশ্ন উত্তর একটু ভালভাবে দেখলেই সকল তথ্য পেয়ে যাবেন। এর বাইরে যদি আরও কিছু জানার থাকে তাহলে মন্তব্যে লিখুন, যথাসাধ্য উত্তর দেয়ার চেষ্টা করব। আর কয়দিনের ট্যুরে যাবেন এবং জনপ্রতি বাজেট কেমন? এটা জানা থাকলে একটা প্ল্যান করে দেয়া যায়। তবে ঈদের সময় রাশ থাকে বেশী, তাই সেই সময় রিসোর্ট খালি পাওয়া একটু কঠিন হয়ে যায়। এটা মাথায় রাখবেন।

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা রইল। ভাল থাকুন সবসময়।

৪৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

সুমন্ত বলেছেন: মারিশ্যা থেকে রাঙামাটি এবং রাঙামাটি হতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত জলপথ ভ্রমণে কত সময় লাগে? ধন্যবাদ

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই। অনিচ্ছাকৃত বিলম্ব প্রতিত্তরে দুঃখিত। মারিশ্যা থেকে রাঙামাটি প্রায় ৬-৮ ঘন্টার জার্নি, আর রাঙামাটি হতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ঘন্টা তিনেকের মত লাগতে পারে, নির্ভর করে বোটের উপর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.