নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুন ২০১৫ (ভ্রমণ সংকলন – জুন ২০১৫)

৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩৭



SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মে ২০১৫ (ভ্রমণ সংকলন – মে ২০১৫)

এমন যদি হত, আমি পাখীর মত, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আসলে পাখীর মত উড়তে না পারলেও আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছেন যারা সারাক্ষণ ঘুরে বেড়ান, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেড়িয়ে বিশ্বব্যাপী চষে বেড়ায় ভ্রমণের নেশায়।আর এমনসব ভ্রমণ পাগল মানুষগুলো সারা বছর ব্যাপী ঘুরে বেড়ায় বলেই আমরা তাদের কাছ থেকে পাই চমৎকার সব ভ্রমণ কাহিনী। এইসব ভ্রমণ ব্লগ পোস্টের মায়ার জাদুতে আমরা যেন সেই জায়গাগুলো মানসচোখে দেখতে পাই। আর এইসব ভ্রমণ পোস্ট একসাথে সংগ্রহ করে রাখার নিমিত্তেই সূচনা হয়েছিল এই ভ্রমণ সংকলনের, যা গত মাসে তার প্রথম বর্ষপূর্তি করেছে। আজকের এই সংখ্যা, দ্বিতীয় বছরের প্রথম সংখ্যা। পত্রিকার ভাষায় বলতেই পারি, বর্ষ ০২ সংখ্যা ০১:)

গত বছরের জুন মাস হতে নিছক শখের বশে শুরু করা এই সংকলনটি সম্পূর্ণরূপে এই বোকা মানুষের ব্যাক্তিগত পছন্দ বৈ কিছু নয়। যাই হোক,গত জুন মাসে হ্যাকিং এবং সার্ভার সংক্রান্ত জটিলতায় প্রায় দশ দিন সামু ব্লগ বন্ধ ছিল, এর প্রভাব পড়েছে ভ্রমণ পোস্টে। তারপরও মন্দ নয়, বাকী বিশ দিনে আমরা পেয়েছি ৪৫টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট। উল্লেখ্য যে গত মে মাসে সামু ব্লগে প্রকাশিত প্রায় সাড়ে চার হাজারের বেশী পোস্ট হতে পেয়েছিলাম ৬৫টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট। বিগত কয়েক মাসের থেকে যা বেশী,আশা জাগানিয়া ছিল? এবার গেল ঈদের মৌসুম, তাই আশা করি এই মাসে আরও অনেক বেশী ভ্রমণ পোস্ট সবার কাছ থেকে পাওয়া যাবে।

তবে এই মাসের ভ্রমণ সংকলন ব্লগার শাহেদ সাইদ এর নিকট কৃতজ্ঞ থাকবে, কেননা ৪৫টি ভ্রমণ পোস্টের মধ্যে প্রায় এক চতুর্থাংশ পেয়েছি তার কাছ থেকে। তার কলকাতা ভ্রমণের সিরিজ পোস্ট সহ মোট দশটি ভ্রমণ পোস্ট পাওয়া গেছে উনার কাছ থেকে এই মাস থেকে। এভাবে যদি আমরা সবাই ভ্রমণ পোস্ট দিতে পারি, তবে আবার আগের মত জমে উঠবে ভ্রমণ পোস্টে প্রিয় সামুর আঙ্গিনা। উল্লেক্ষ্য যে,গত বছরের ভ্রমণ সংকলনগুলোতে আমার নিজস্ব বিচারে করা পোস্ট নিয়ে পাঁচটি ক্যাটাগরিতে সেরা পাঁচ ভ্রমণ পোস্ট নির্বাচন করা হচ্ছিল। এগুলো ছিলঃ সেরা পাঁচ (দেশ), সেরা পাঁচ (বিদেশ), সেরা পাঁচ (ছবিব্লগ), সেরা পাঁচ (তথ্যভিত্তিক) এবং সেরা পাঁচ (অন্যরকম)। কিন্তু পোস্ট স্বল্পতার কারণে গত জানুয়ারি মাস হতে এই বিভাগভিত্তিক সেরা পাঁচ নির্বাচন বন্ধ রেখেছি। তার বদলে প্রতি মাসে থাকছে আমার নিজস্ব বিচারে প্রতি মাসের সেরা কিছু ভ্রমণ পোস্টের উপর রিভিউ। তবে আবার যখন শতাধিক পোস্ট পাওয়া যাবে,তখন আবার আগের মত সেরা পাঁচ পোস্টসহ সংকলন নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা রাখি।

আসুন শুরু করা যাক এবারের ভ্রমণ সংকলন, যা এই সংকলনের দ্বিতীয় বছরের প্রথম সংখ্যা, SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুন ২০১৫ (ভ্রমণ সংকলন – জুন ২০১৫)। হ্যাঁ, প্রতিবারের মত এবারো যথারীতি প্রথমেই থাকছে পাঠকের মূল্যায়নকে মাথায় রেখে সর্বাধিক পঠিত ভ্রমণ পোস্ট নিয়ে সেরা তালিকা- পাঠক মিথস্ক্রিয়া’র ভিত্তিতে সেরা পাঁচ ভ্রমণ পোস্ট (ক্রম বিবেচ্য)। খুব স্বাভাবিক ভাবেই এই মাসের এই সেরা তালিকার তিনটি স্থান জুড়ে আছে শাহেদ সাইদ ভাইয়ের পোস্ট। আর সবার উপরে, যথারীতি আমাদের সবার প্রিয় ব্লগার, সামুর ইবনে বতুতা, জুন আপু।

পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচঃ
১. কিতনা বদনসীব হ্যায় জাফরঃ ভাগ্য বিড়ম্বিত এক সম্রাটের জীবনের করুন আলেখ্য (ছবি আর ইতিহাস) লিখেছেন জুন
২. কম খরচে কলকাতা দিল্লী আগ্রা-২ লিখেছেন সারাফাত রাজ
৩. আবার কলকাতা ৫ লিখেছেন শাহেদ সাইদ
৪. আবার কলকাতা ২ লিখেছেন শাহেদ সাইদ
৫. আবার কলকাতা ৬ লিখেছেন শাহেদ সাইদ

এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব গত মাসে প্রকাশিত সেরা কিছু ভ্রমণ পোস্টের যা আমার বিবেচনায় সেরা তালিকায় স্থান করে নিয়েছে। এক্ষেত্রে আপনার বিবেচনা বা পছন্দ আমার সাথে নাও মিলতে পারে। এটা সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত পছন্দের বিবরণ। ও আরেকটি কথা,এখানে ক্রম বিবেচ্য নয়। এগুলোর বাইরে আপনার ভালো লাগা ভ্রমণ কাহিনীটির কথা মন্তব্যে জানাতে ভুলবেন না যেন।

========================================================================
পোস্ট শিরোনামঃ রোটাং পাস
লিখেছেনঃ সিদ্ধা


প্রথমেই প্রশ্ন জাগতে পারে কেন এই পোস্ট ভালো লাগলো। তাহলে জানতে হবে রোটাং পাস সম্পর্কে। হিমকন্যা হিমাচল। সব অর্থেই সে অনন্যা। আছে বরফের সীমাহীন সমারোহ। পাহাড়ের আন্তরিক উপস্থিতি। সঙ্গে ফুলে ফুলে রঙিন রূপকথা। আছে পাইনের হাতছানি। আছে শিশুর ঠোঁটে স্বর্গীয় হাসি। হিমাচলের জনপ্রিয় হিলস্টেশন মানালি থেকে ৫০ কিলোমিটার দূরত্বে রোটাংপাস। ছোট্ট একটি পোস্ট, নাই তেমন কোন ছবি, তেমন বিশদ কোন বর্ণনা, কিন্তু পড়ার পরই মন চাইলো এখনই দেখে আসি এই জায়গাটা। কিন্তু চাইলেই কি আর সব হয়, তাই আবার আরেকবার পড়ে নিলাম পোস্টখানি। আপনি চাইলে আপনিও পড়তে পারেন।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ কম খরচে কলকাতা দিল্লী আগ্রা-২
লিখেছেনঃ সারাফাত রাজ


আপনি যদি প্ল্যান করে থাকেন কলকাতা হয়ে দিল্লী ভ্রমণে বের হবেন, তাহলে আপনাকে ব্লগার সারাফাত রাজের এই সিরিজ পোস্ট অবশ্যই পড়তে হবে। বিশেষ করে এই পর্বটি এক কথায় দারুণ। বুকমার্ক করে প্রিয়তে রেখে দেয়ার মত একটি পোস্ট। আমার কথা বিশ্বাস হচ্ছে না? মনে করছেন বাড়িয়ে বলছি? তাহলে একবার ঢুঁ মেরে আসুন, নিজেই প্রমাণ দেখবেন। তাই এই পোস্ট আমার সেরা তালিকায় না থেকে পারেই না।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ টরন্টো চিড়িয়াখানায় একদিন
লিখেছেনঃ পয়গম্বর


দেশ বিদেশের নানান রকম পার্ক আর চিড়িয়াখানার পোস্ট খুব কম হলেও মাঝে মধ্যে দেখা যায়। কিন্তু কোন পোস্ট দেখে মনে হয় না যে, নিজেও পুরোটা ঘুরে দেখলাম। কিন্তু ব্লগার পয়গম্বরের এই পোস্ট পড়ার পর আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে, উনার সাথে সাথে আপনিও যেন টরন্টো চিড়িয়াখানা হতে বেড়িয়ে আসলেন। একগাদা ছবির সাথে ছোট ছোট বর্ণনা মিলিয়ে বরাবরের মতই সামুর পাঠকদের আরেকটি চমৎকার ভ্রমণ পোস্ট উপহার দিয়েছেন আমাদের প্রিয় ব্লগার পয়গম্বর। তো দেরী কেন? একটু ঘুরে আসুন চিড়িয়াখানা হতে...
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ ভ্রমন গল্প ;নৈসর্গিক নান্দনিক নরক নবোরিবেতসু ,হোক্কাইডো ,জাপান ।
লিখেছেনঃ নুরুন নাহার লিলিয়ান


কিছু কিছু লেখার শুরুই আপনাকে টেনে নিয়ে যাবে লেখার ভেতরে। দেখুন না, শুরুর দিকের কিছু কথা এই পোস্টের, “নৈসর্গিক নান্দনিক নরক নবোরিবেতসু ! নরক ও আবার নান্দনিক হয় আমার জানা ছিলনা । এই নবোরিবেতসু নামক নরকের নৈসর্গিক নান্দনিকতায় আমার দুই চোখ মুগ্ধ হয়েছিল ।তাই অনেক ভ্রমনের মাঝে নান্দনিক নরকে যাওয়ার অভিজ্ঞতাটা ভিন্ন অনুভুতি নিয়ে আমার স্মৃতিতে আছে । জীবনের অনেক নৈব্যক্তিক সুখ স্মৃতির মাঝে অন্য জায়গা করে নিয়েছে । বছর দুই আগে আমার জাপানিজ দাদি আমাকে মজা করে জানালেন নরকে যাবে ? আমি তো অবাক ।ভাবলাম বয়সের ভারে বুড়ি হয়তো আবল তাবল বলছে । আর নয়তো মজা করছে।” এইটুকু পড়ার পর আপনি নিশ্চয়ই পুরো লেখার ভেতরে না গিয়ে পারবেন না? আমিও পারি নাই, কিন্তু এতে কিন্তু লাভ বৈ ক্ষতি হয় নাই। চমৎকার একটি ভ্রমণ পোস্ট, না পড়লে মিস করবেন। সাবলীল বর্ণনা, শেষে কিছু চমৎকার ছবি আর শুরুতে একটি ইউটিউব লিংক, সবই থাকছে আপনার জন্য এই পোস্টে।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ বিস্ময়ের আর এক নাম লাদাখ
লিখেছেনঃ সিদ্ধা


ব্লগার সিদ্ধার আরেকটি পোস্ট লাদাখ নিয়ে যা আপনি মুগ্ধতার সাথে পড়তে বাধ্য হবেন। অপূর্ব সব ছবির সাথে লাদাখ যাত্রাপথের চমৎকার সব বর্ণনা আর বিভিন্ন প্রসিদ্ধ সব স্থানের সাথে পরিচয় করিয়ে দিতে দিতে আপনাকে নিয়ে যাবে লাদাখের স্বপ্নিল ভুবনে। কে যেতে চান না? আসুন না ঘুরে আসি একটু লাদাখ থেকে।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ কিতনা বদনসীব হ্যায় জাফরঃ ভাগ্য বিড়ম্বিত এক সম্রাটের জীবনের করুন আলেখ্য (ছবি আর ইতিহাস)
লিখেছেনঃ জুন


বিখ্যাত মুঘল সম্রাট বাবর, আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানের উত্তরসূরী বাহাদুর শাহ জাফর মুঘল সাম্রাজ্যের মহাদুর্দিনে ভারতবর্ষের ক্ষমতা গ্রহণ করেন। যে কয়েকজন প্রবাদ পুরুষ অখণ্ড ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে দেশপ্রেম ও চরম আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন, এই বাংলার মাটিতে স্বাধীনতার স্বপ্ন বীজ বপন করেছিলেন তাদের মাঝে সম্রাট বাহাদুর শাহ জাফরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর নামে ব্যাবসা করতে এসে বৃটিশ বেনিয়ারা একসময় ভারতবর্ষের শাসন ক্ষমতাও কুক্ষিগত করে নেয় । বার্ষিক ১ লক্ষ টাকা পেনশন দিয়ে দুর্বল সম্রাটকে দিল্লীর লাল কেল্লায় করা হলো গৃহবন্দী।সেই অপমান লাঞ্ছনা ভুলে থাকার জন্য তিনি তার পুর্বসুরী জাহাংগীরের মত সুরায় নিমগ্ন না থেকে কবিতা আর গজল লেখায় মন দেন। না ভাই এগুলো আমার জ্ঞানগর্ভ হতে প্রসূত নয়, লেখিকার লেখা হতে ধার নেয়া। ব্লগার জুনের ভ্রমণ কাহিনী সবসময়ই শুধু ভ্রমণ কাহিনী থাকে না, তার সাথে উঠে আসে সেই জায়গার ইতিহাস। আর এই পোস্ট তো ইতিহাসের পোস্টের মাঝে একটুখানি ভ্রমণ পোস্ট যেন। তো এই বাদশাহ বাহাদুর শাহ জাফর এর মিয়ানমারস্থ সমাধি সৌধ ভ্রমণের গল্প নিয়ে সাজানো এই পোস্ট এই মাসের অন্যতম সেরা ভ্রমণ পোস্ট, শুধু আমার বিবেচনায় না কিন্তু, পাঠক মিথস্ক্রিয়ায়ও!
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ হানিমুন। ঈশ্বরদী থেকে কক্সবাজার
লিখেছেনঃ মোঃ জাকির আলম


আমি বরাবরই একটু ভিন্নধর্মী ভ্রমণ পোস্টের ভক্ত, আর এ যে হানিমুনের গল্প!!! তো এই পোস্ট কি আর সেরা তালিকায় না রেখে পারা যায়। ব্লগার মোঃ জাকির আলম আর তার স্ত্রী নিপা, দুজনে সেই পাবনা জেলার ঈশ্বরদী হতে রওনা হলেন হানিমুনের উদ্দেশ্যে কক্সবাজারের দিকে। তারপর কি কি হল? কি জানতে মন চায়? এতো জেনে কি লাভ? আচ্ছা থাক একটু জেনে নিন, উনি যেহেতু জানিয়ছেন, তাই আপনি জানতেই পারেন। তাদের হানিমুন ট্রিপের গল্প নিয়ে লেখা পোস্টটি পড়ে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না।
========================================================================

========================================================================
উৎসর্গঃ এই মাসের ভ্রমণ সংকলন উৎসর্গ করা হল সদ্য গঠিত “টুরিস্ট পুলিশ” বাহিনীর ত্রিশ বছর বয়সী যুবা কনস্টেবল মোহাম্মদ পারভেজ হোসেন কক্সবাজারে পর্যটককে ছিনতাইকারীর হাত হতে রক্ষা করে ছিনতাইকারী আটকের চেষ্টাকালে ছুরিকাহত হয়ে মৃত্যুবরণ করেন। অকাল প্রয়াত এই বীর বঙ্গসন্তানের কথা, ভ্রমণ এবং পর্যটন সংশ্লিষ্ট সকলে আজীবন শ্রদ্ধার সাথে স্মরন করবে। তোমাদের হাত ধরেই আসে নিরাপত্তা, আসে শান্তি আমাদের সমাজে। সালাম এই অকুতোভয় বীর বঙ্গসন্তানকে।

প্রচ্ছদঃ বোকা মানুষ বলতে চায়

অলঙ্করণ চিত্রাবলীঃ সংশ্লিষ্ট পোস্ট হতে সংগৃহীত। হানিমুন। ঈশ্বরদী থেকে কক্সবাজার পোস্টটির ছবি নেট হতে সংগৃহীত। 
========================================================================

========================================================================

জুন ২০১৫’য় সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত সকল ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্টসমূহঃ

1. টাঙ্গুয়ার টানে,সৌন্দর্যের খোঁজে।। পর্ব ৪ লিখেছেন shadatjitu Click This Link
2. ক্যাম্পাসে দুই দিন, নন্দনে একদিন জা. বি. ক্যারিয়ার ক্লাব... লিখেছেন পলাশ মিয়া Click This Link
3. রোটাং পাস লিখেছেন সিদ্ধা Click This Link
4. আমার দেখা সিলেট (শ্রীমঙ্গল-১ম পর্ব) লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link
5. জার্নি টু সাজেক লিখেছেন শুভ্র২৪ Click This Link
6. কম খরচে কলকাতা দিল্লী আগ্রা-২ লিখেছেন সারাফাত রাজ Click This Link
7. স্মৃতিতে নেপাল লিখেছেন প্রিয়ম ৭৫ Click This Link
8. মহাশ্মশান লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
9. ট্রিপ টু টোবারমোরী - পর্ব ২ লিখেছেন পয়গম্বর Click This Link
10. ঘন বর্ষায় দার্জিলিং ভ্রমন- কিছু পথের পাঁচালী লিখেছেন চক্‌চাপড়ী Click This Link
11. নৈসর্গিক সৌন্দর্যের পার্বত্য ভ্যালি সাজেক লিখেছেন ফোনেটিক Click This Link
12. আবার কলকাতা ১ লিখেছেন শাহেদ সাইদ Click This Link
13. আধুনিক চৈনিক সভ্যতায় আমি যখন অথিতি -১ লিখেছেন জ্যামি Click This Link
14. মায়াবী ক্ষণে কাট্টলী সৈকতের বালুকাবেলায় (গানে গানে ছবিব্লগ) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
15. আধুনিক চৈনিক সভ্যতায় আমি যখন অতিথি-২ লিখেছেন জ্যামি Click This Link
16. সাজেক : বাংলার দার্জিলিং লিখেছেন সামি আহমাদ Click This Link
17. জার্নি টু মেলাকাঃ প্রস্তাবনা লিখেছেন জয় পাঠক Click This Link
18. আবার কলকাতা ২ লিখেছেন Click This Link
19. ভ্রমণ স্মৃতি-মালয়েশিয়া (লেকে এক বিকেলে) লিখেছেন শামছুল ইসলাম Click This Link
20. বিরিশিরি ভ্রমণঃএর অবস্থান বাংলার মাটি তেই! লিখেছেন ঘুড়তে থাকা চিল Click This Link
21. টরন্টো চিড়িয়াখানায় একদিন লিখেছেন পয়গম্বর Click This Link
22. কিতনা বদনসীব হ্যায় জাফরঃ ভাগ্য বিড়ম্বিত এক সম্রাটের জীবনের করুন আলেখ্য (ছবি আর ইতিহাস) লিখেছেন জুন Click This Link
23. আবার কলকাতা ৩ লিখেছেন শাহেদ সাইদ Click This Link
24. টাঙ্গুয়ার টানে,সৌন্দর্যের খোঁজে।। শেষ পর্ব।। লিখেছেন shadatjitu Click This Link
25. কাপ্তাই ভ্রমণঃ১ দিনে কী মন ভরে? লিখেছেন ঘুড়তে থাকা চিল Click This Link
26. বিরিশিরি লিখেছেন ফোনেটিক Click This Link
27. SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মে ২০১৫ (ভ্রমণ সংকলন – মে ২০১৫) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
28. নোরুজ ঘোরাঘুরি - শিরাজ নগরী দর্শন – ১ লিখেছেন মুহাম্মদ জহিরুল ইসলাম Click This Link
29. ভ্রমন গল্প ;নৈসর্গিক নান্দনিক নরক নবোরিবেতসু ,হোক্কাইডো ,জাপান । লিখেছেন নুরুন নাহার লিলিয়ান Click This Link
30. আবার কলকাতা ৪ লিখেছেন শাহেদ সাইদ Click This Link
31. আবার কলকাতা ৫ লিখেছেন শাহেদ সাইদ Click This Link
32. আবার কলকাতা ৬ লিখেছেন শাহেদ সাইদ Click This Link
33. ফ্রি টাউনের কটন ট্রি লিখেছেন শাহেদ সাইদ Click This Link
34. পর্যটকদের যে কোনো জায়গায় যাবার আগে কিছু জরুরী বিষয়ে জেনে নেয়া দরকার- লিখেছেন মোরতাজা Click This Link
35. আবার কলকাতা ৭ লিখেছেন শাহেদ সাইদ Click This Link
36. বিস্ময়ের আর এক নাম লাদাখ লিখেছেন সিদ্ধা Click This Link
37. ভারত ভ্রমন : পর্ব ০২ লিখেছেন ফরহাদ রেজা যশোর Click This Link
38. মেঘের দেশ সাজেক-ফটোব্লগ লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
39. আবার কলকাতা ৮ লিখেছেন শাহেদ সাইদ Click This Link
40. পুটনীর দ্বীপের লাল কাঁকড়া লিখেছেন পগলা জগাই Click This Link
41. আবার কলকাতা ৯ লিখেছেন শাহেদ সাইদ Click This Link
42. বৃষ্টিস্নাত পাহাড়ে ভ্রমণের সময় যে সব দিক খেয়াল রাখবেন--- লিখেছেন মোরতাজা Click This Link
43. আমাদের দেশটা স্বপ্নপুরী............ (সাজেক) লিখেছেন সজল জাহিদ Click This Link
44. জিন্দা পার্কে ভ্রমনঃ প্রকৃতি ও আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন লিখেছেন ঘুড়তে থাকা চিল Click This Link
45. হানিমুন। ঈশ্বরদী থেকে কক্সবাজার লিখেছেন মোঃ জাকির আলম Click This Link

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজ রাতে হাওর যাচ্ছি, জল-জোছনায় ডুব দিতে। আল্লাহ্‌ চাহে তো তিনদিন পর ফিরছি আবার আপনাদের মাঝে। মাস শেষ বলে ভ্রমণ সংকলনটা পোস্ট দিয়ে গেলাম। এই মাসেরটা এতো দেরী করার কারণ, মাসের শুরুতে ভ্রমণ সংকলন প্রথম বর্ষপূর্তি পোস্ট দিয়েছিলাম বলে একবারে শেষে এই পোস্ট দিলাম। একমাসে দুইটা পোস্ট কি না।

সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। শুভরাত্রি।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার একটি হাওড় ভ্রমণের ইভেন্ট শেষে ফিরে এলাম। কি ছিল না এই ইভেন্টে? ইভেন্টে বাহন ছিল রেল, বাস, মোটর সাইকেল, ইঞ্চিন নৌকা। খাবার ছিল পোলাও থেকে ভাত হয়ে খিচুড়ি, সাথে বাইন মাছ, রুই-বোয়াল থেকে মুরগি'র কারী, আমড়া-আনারস থেকে শুরু করে মুড়ি-খই। সারাদিনের বৃষ্টিভেজা সময়গুলো, দমবন্ধ করা বিশাল ঢেউয়ের আঘাতে নৌকা টালমাটাল হওায়, নৌকা এই উল্টে যায় তো সেই উল্টে যায়, আর এই ভয়ে আমার দোয়াদুরুদ পাঠ, মেঘলা আকাশ ফুঁড়ে বের হওয়া পূর্ণিমার চাঁদ, জোছনা স্নাত জলময় হাওড়, রাতের বেলা ঝড়-বৃষ্টিতে ঘুম ভেঙ্গে যাওয়া, ভোরবেলা মেঘে ঢাকা পাহাড়ের রূপে মুগ্ধতার সাথে বারেকের টিলায় কাটানো সময়টুকু। অথবা দুপুরবেলা নাম না জানা ছোট্ট চরের সবুজ ঘাসে ঢাকা ভেজা মাটিতে খালী পায়ে হেঁটে বেড়ানো আর সামনে থাকা মেঘালায় পাহাড়ের রূপ ক্যামেরায় বন্দী করার মিথ্যা প্রয়াস, দল বেঁধে সবার জলকেলী, শেষের বিকেলে হাওড় থেকে দূর দিগন্ত ছুঁয়ে পাহাড়ের গা বেয়ে নেমে আসা সারি সারি ঝর্ণার আবছা দর্শন, হুট করে সেই ঘোলাটে পাহাড়ের চুড়ায় একটি শহরের মত কিছু খুঁজে পাওয়া যা ছিল মেঘালয়ের শিলং আর যাত্রা শেষে বাংলাদেশের সবচেয়ে পরিপাটি এবং সুন্দর নদী ঘাট সুনামগঞ্জের খেয়াঘাট। আমার মন কেড়েছে সবকিছুই, ভ্রমন শেষে এখন বুঝতে পারছি খুব। ভ্রমণ শেষে এখন ফিল হচ্ছে কি অসাম ছিল এই দুইদিনের ভ্রমণটুকু!!!

২| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বাহ বেশ!!!

আমাদের হাতে সংকলন তুলে দিয়ে নিজে চললেন জল জোছনায় ডুবতে!!!

খুবই হিংসে হচ্ছে ;) আহা সেই কবে ঘেরের জলে ছোট ডিঙ্গিতে শুয়ে শুয়ে পূর্ণিমা দেখেছিলাম...!!!

আর কি ফিরে আসবে সেদিন!!!!

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি করব ভাই,
আর কিছুতে ডুবার যে উপায় নাই
কারণ আমি জোছনা বড় ভালা পাই।
আর হিংসে করে লাভ নাই,
আবার সব ছেড়ে দিয়ে
খুব জলদি বেড়িয়ে পড়ুন ভাই।

=p~ =p~ =p~

তবে বৃষ্টি অনেক যন্ত্রণা দিয়েছে, রাতভর হাওড়ে নৌকায় শুয়ে শুয়ে জোছনা উপভোগ এবারো করতে পারলাম না। দেখি বর্ষা শেষে কখনো ট্রাই করতে হবে।

ভালো থাকুন সবসময়। শুভরাত্রি।

৩| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:

যারা এত ভ্রমন করেন, তারা কি চাকুরী করেন?

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আরে কি যে বলেন চাঁদগাজী ভাই, এবারের ট্যুরে ৪০+ সদস্যের মধ্যে প্রায় ৩৫ জনই চাকুরীজীবী। আসলে যারা ঘুরতে পছন্দ করে, যাদের নেশা ভ্রমণ, তারা চাকুরীর ফাঁকে ফাঁকেই ঘুরে বেড়ায়। আমার কথা বলতে পারি আমি। এমন ঘটনাও আছে, সকালবেলা ব্যাগপ্যাক সাথে করে পুরাতন ঢাকা থেকে গুলশান অফিস করে সন্ধ্যার পর অফিস শেষে কমলাপুর গিয়ে বাস/ট্রেন ধরে বেড়াতে গেছি গ্রুপের সাথে (দুই/তিন দিনের ছুটিতে, আমার অফিস হলিডে ছিল তখন দুই দিন, সাথে কোন সরকারী ছুটি পড়ে গেলে তিনদিন), আবার সকালবেলা ঢাকায় ফিরে ব্যাগপ্যাক নিয়েই সরাসরি অফিসে। এমনও হয়েছে সারারাত টিশার্ট পড়ে গাড়িতে ছিলাম , অফিসে ফেরার পথে রিক্সায় বসে টিশার্টের উপরে শার্ট পড়ে ইন করে পায়ে শু গলিয়ে, চপ্পলটা ব্যাগপ্যাকে ভরে অফিসে গিয়েছে। আসলে যারা খুব ভ্রমণ করে, তাদের আনন্দটা সবাই দেখে, কিন্তু কষ্টটা চিন্তাও করতে পারে না। এখন তো একদিন ছুটি নিয়েও বেড়াতে হয়, সেক্ষেত্রে চিন্তা করেন সারা সপ্তাহ শেষে একদিন মাত্র ছুটি, সেদিনও বিশ্রাম নেই এই দেহঘড়ির। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।

ধন্যবাদ চাঁদগাজী ভাই, অনেক অনেক ভালো থাকুন। শুভরাত্রি।

৪| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৫

ঢাকাবাসী বলেছেন: এ জাতির সবাই যদি এরকম ঘোরাফেরা করত তাহলে আরো সভ্য হতো!

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হয়তো...

ধন্যবাদ ঢাকাবাসী ভাই, অনেক অনেক ভালো থাকুন। শুভরাত্রি।

৫| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: অনেক পরিশ্রমের পোষ্ট। ভ্রমণ আমার খুব ভাল লাগে। প্রিয়তে নিয়ে নিলাম। ধন্যবাদ

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, ভালো থাকুন সবসময়।

৬| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৮

মেঘ বিহারী বলেছেন: সোজা.. প্রিয়তে নিলাম .. ব্যাপক সময় নিয়া পরে পড়ুম নে :) :)

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, বোকা মানুষের ব্লগে স্বাগতম। :)

৭| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ধুর, আমি সংকলনে ঢুকতে পারলামনা। সেই কতমাস ধইরা প্লান করতেছি লিখবো।

যাইহোক, ভালো কাজ। প্রায় সবই ঘুইরা আসছি আগেই। :)

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "প্ল্যান দ্রুত বাস্তবায়ন করা হোক, এটা এখন জাতীয় দাবী" ;) তাই দ্রুত প্ল্যান বাস্তবায়ন করা হোক। প্ল্যান নিয়ে ছেলেখেলা, চলবে না, চলবেনা।

আপনার তো প্রতি মাসে একাধিক ভ্রমণ পোস্ট দেয়া উচিত, না দেয়াটা অপরাধের পর্যায়ে পড়ে।

৮| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪২

লিংকন১১৫ বলেছেন: বাপরে ভালো কষ্ট করেছেন দেখি ।

সব কালেকশন একসাথে

অনেক অনেক ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ ভাই, প্রতি মাসেই এই সংকলন করা হচ্ছে গত এক বছর ধরে। এবারেরটা ছিল ত্রয়োদশ সংখ্যা।

ভালো থাকুন, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৯| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক শ্রদ্ধা পরিশ্রমী কাজে!

আমার শুভকামনা জানবেন ভাই।

অনেক ভালো থাকবেন। সবসময়।

প্রিয়তে থাকছে।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ, আপনিও ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর।

১০| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: চমৎকার কাজ।

ভালো ভাবে ঘুরে এসো বন্ধু !! !:#P

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বন্ধু, ঘুরে এসেছি ভালো ভাবেই। কাজ তো চমৎকার বুঝলাম, কিন্তু দিন দিন ভ্রমণ পোস্টের সাথে সাথে সংকলন পোস্টের পাঠক সংখ্যাও কমে যাচ্ছে। বড়ই চিন্তার বিষয়, এই সংকলনের আবেদন বুঝি কমে গেছে সবার কাছে। হয়ত একঘেয়ে হয়ে গেছে।

ভালো থাকা হোক সবসময়, শুভকামনা।

১১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: জল-জোছনায় নেয়ে আবার ফিরে আসুন,নূতন কছু নিয়ে।।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একরাশ অম্ল-মধুর স্মৃতি নিয়ে ফিরে এলাম জল-জোছনায় স্নাত হয়ে। :)

১২| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: হাওড় ঘুরে এসে ভ্রমণ পোস্ট দেন ভাই।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দিব, অনেকগুলোই দিতে হবে, চমৎকার একটা ট্যুর শেষ হল যে...

ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই, ভালো থাকুন সবসময়।

১৩| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১৪

জুন বলেছেন: Many many thanks for remembering me boka manush

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জুন আপু, আপনার কথা কিভাবে মনে না করে পারি? ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা জানবেন।

১৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৯

পয়গম্বর বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ পয়গম্বর ভাই। নিয়মিত ভ্রমণ পোস্ট দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল ভ্রমণ সংকলনের পক্ষ থেকে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৫| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩০

তাহসিন মামা বলেছেন: কি আর কর। পড়তে থাকি লেখাগুলো। পরে দেখা হইলে ধন্যবাদ দিয়ে দিবো।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ তাহসিন মামা, এমাসে আপনার ভ্রমণ পোস্ট দেখে খুব ভালো লেগেছে, আর লেখাটাও সেইরকম হয়েছে। নিয়মিত আপনার কাছ থেকে ভ্রমণ পোস্ট চাই।

ভালো থাকুন সবসময়।

১৬| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৮

ঘুড়তে থাকা চিল বলেছেন: যাক অনেকদিনের ইচ্ছা ছিলো আপনার এই সংকলনে স্থান পাওয়ার,অবশেষে তা সম্পুর্ন হলো ৷

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ঘুড়তে থাকা চিল। এই সংকলনে সামু ব্লগে প্রকাশিত সকল ভ্রমণ পোস্ট সঙ্কলিত করা হয়, একটা আর্কাইভ হিসেবে রাখার জন্য। আশা করি ভবিষ্যতে আপনার লেখা সেরা তালিকায়ও একদিন স্থান করে নিবে।

ভালো থাকুন সবসময়, লিখতে থাকুন নিয়মিত যত ভ্রমণ পোস্ট।

১৭| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল এই পোষ্টের জন্য!!

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বীথি আপু, দেরী করে প্রতিত্তরের জন্য দুঃখিত।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''অমানুষিক'' পরিশ্রমী একটি অসাধারণ পোস্ট ।
এক্ষুনি ছুটলাম কম খরচে কলকাতা দিল্লী আগ্রা-২ উদ্যেশ্যে ।

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই, বোকা মানুষ তো, তাই পরিশ্রম অমানুষিক কি না টের পাই না। ;)

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৯| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৮

সারাফাত রাজ বলেছেন: ঘরে বসে বিশ্ব ভ্রমণ করানোর জন্য ধন্যবাদ।
আচ্ছা ভাই, ভ্রমণ ব্লগ আপডেট হচ্ছে নয়া কেন?

১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সারাফাত রাজ ভাই। ভ্রমণ ব্লগ সম্পর্কে মডারেটররা ভালো বলতে পারবেন। তবে আমার এই ভ্রমণ সংকলনে কিন্তু পুরো মাসের সকল ভ্রমণ পোস্ট সঙ্কলিত হচ্ছে। লাস্ট ১৩ মাসের প্রায় সকল ভ্রমণ পোস্ট ১৩টি সংখ্যায় পেয়ে যাবেন।

আরও নতুন নতুন ভ্রমণ পোস্ট আমাদের উপহার দিবেন এবং এই ভ্রমণ সংকলনের সাথে থাকবেন এই কামনা রইল। ভালো থাকুন সবসময়, শুভকামনা।

২০| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৮

মোমবাত্তি বলেছেন: বোকা মানুষ এমন অসাধারন পোস্ট দেন কিভাবে? আপনি সেই লেভেল এর বোকা

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কথা সইত্ত্য, সেই লেভের বোকা, লেভেল শুইন্য ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.