নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

আমার খুঁজে পাওয়া ডাক টিকেটগুলো

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮




গত ২৯শে জুলাই ছিল ডাকটিকেট দিবস। আজ অনলাইন নিউজ ফিডে এই খবরের একটা রিপোর্ট চোখে পড়তেই মনে পড়ে গেল আমার স্কুল জীবনে জমানো ডাক টিকেটগুলোর কথা। খোঁজ... খোঁজ... খোঁজ... খুঁজে পেতেই পাওয়া গেল ছোট্ট একটা ডায়েরীর শেষের কয়েক পাতায় আঠা দিয়ে আটকানো ডাক টিকেটগুলো। খুব বেশী নয়, পঞ্চাশটার মত হবে বোধহয়। আমার আসলে শৈশবে তেমন কোন শখ ছিল বলে মনে পড়ে না। আমি সব কিছুতেই উৎসাহী ছিলাম। শখগুলো সব জন্ম নিল বড় হওয়ার পর। গান শোনা, গল্প বই পড়া, ঘুরে বেড়ানো, লেখালেখি করা, ছবি আঁকা রাজ্যের যতসব শখের ডালা-পালা গজাতে শুরু করল টিন এইজের শেষে। যাই হোক, এই ডাক টিকেটগুলো সব জমিয়েছিলাম বয় স্কাউটের নানান পারদর্শী ব্যাচ এর একটি যোগাড় করার জন্য। রান্না, বই বাঁধাই, সাঁতার এরকম আরও কত রকমের যে পারদর্শী ব্যাচ ছিল আজ মনে নেই। মনে আছে মোট ২৫টি ব্যাচ পেতে হত। কয়টি পেয়েছিলাম কিছুই মনে নেই, ব্যাচগুলো কই গেল তাও আজ মনে নেই। যাই হোক ডাক ডাক টিকেটের ছবিগুলো আমার ব্লগ পাতায় ধরে রাখার জন্য এই ফাউ পোস্ট। তাই সবাই ক্ষমা করবেন আমায়। সব ডাকটিকেট নব্বইয়ের দশকের প্রথম ভাগের। কোন কোন দেশের আজ আর মনে নেই, কিছু দেশের নাম ডাক টিকেটের গায়ে লেখা আছে। আর কোথা থেকে কিভাবে এগুলো যোগাড় করেছিলাম মনে নেই, তবে একটা কথা মনে আছে একটা ডাক টিকেটও টাকা দিয়ে কিনি নাই। সব আত্মীয় বন্ধু এদের কাছ থেকে যোগাড় করা, বিশেষ করে যাদের বাসার কেউ দেশের বাইরে থাকতো তাদের কাছে ধর্না দিতাম, এটা মনে আছে।























































































মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: আমিও জমাতাম একসময়। একটা স্ট্যাম্প এ্যালবাম ছিলো। ভুলেই গেছিলাম সেই কথা 8-|

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই আমাদের সময়কার বেশীরভাগ ছেলেমেয়েদেরই এমন শখ ছিল। তবে আমার কিন্তু স্ট্যাম্প জমানোর শখ ছিল না, জমিয়েছিলাম স্কাউটস এর একটা ব্যাচের জন্য। :P

ধন্যবাদ হাসান মাহবুব ভাই। :)

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯

কাবিল বলেছেন: চমৎকার কালেকশন। অনেক অনেক ভাল লাগল।
আমারও কিছু ডাক টিকিট কালেকশন ছিল সব হারিয়ে গেছে। আরও কিছু কয়েন কালেকশন ছিল সে গুলোও খুজে পাচ্ছিনা।

কম হলেও অনেক কালেকশন আপনার। আপনার ডাক টিকিটের মতো আমারও অভ্যাস ছিল দেশের বাইরে থেকে কেও আসলে বিদেশী কয়েনের জন্য ধর্না দিতাম।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার মাত্র এই কয়টাই আছে। কেন যে জমানোর শখ ছিল না এখন দুঃখ হয়। প্রতিটি বয়সের একটা চার্ম আছে, সেই সময়গুলো খুব মিস করি। কয়েন জমানোটা আমার কাছে বেশী আকর্ষণীয় মনে হয়।

ধন্যবাদ কাবিল, ভালো থাকুন সবসময়।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২২

আবু শাকিল বলেছেন: দারুন সংগ্রহ ।দেখে ভাল লাগল ।
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া ।

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই, দারুণ কই? মাত্র খনা পঞ্চাশেক ডাক টিকেট, তাও প্রয়োজনে সংগ্রহ করেছিলাম :P

ইদানীং আপনাকে কম দেখা যায় ব্লগে... ভালো থাকুন শাকিল ভাই। শুভকামনা রইল।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২

মিশু ইমতিয়াজ বলেছেন: Thanks Bro.

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মিশু ইমতিয়াজ, বোকা মানুষের ব্লগে আপনাকে স্বাগতম।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: বন্ধু, আমিও জমাতাম। এখনো সংগ্রহে আছে। একদিন সময় করে স্মৃতিচারণ করা যাবে। ;)

ভালো শখ। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে শখ নয়, আমার ডাকটিকেট জমানোর ইতিহাস তো পোস্টেই বলা আছে, আসলে আমার স্কুল লাইফে একটা শখ ছিল ছাঁদের উপর বাগান করা, ক্লাস টেনে উঠার পর সেটাও শেষ :(

বন্ধুর স্মৃতিচারণ শোনার অপেক্ষায় রইলাম। :)

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা একটা চমতকার নেশা। এই নেশায় পইরা চুরিও করছি। আমি অবশ্য ভান্ডার পাইছি তিন পুরুষের। আমার নানা, আম্মু, ভাই সবার সংগ্রহ এখন আমার দখলে। কয়েন আর নোট সহ। এছাড়া ছুরি, চাকু, তলোয়ারের কালেকশন আছে। খুব ভালো কাজ করছেন। বাচ্চাদের আজকাল এ ব্যাপারে উতসাহ কম। ওরা তো আর ডাকটিকিটের দিন দেখছেনা। কিন্তু হাতে লেখা চিঠির চেয়ে আবেদনময় আর কিছু নাই।

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই চমৎকার নেশা। আর আপনাদের তো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই নেশা চলে আসছে। শুনে খুব ভালো লাগলো। হুট করেই পোস্ট করা, যা ভূমিকাতেই বলেছি। :)

ধন্যবাদ শতদ্রু ভাই, ভালো থাকুন সবসময়।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:২২

এহসান সাবির বলেছেন: আমার কিছু টিকিট ছিল, কইযে হারাইছে.......।


চমৎকার পোস্ট।

০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুঁজেন খুঁজেন, তাড়াতাড়ি খুঁজে বের করেন।

আর আপনার কাছ থেকে যে ভ্রমণ পোস্ট পাওনা ছিল সেটার কি খবর? X(

;)
=p~ =p~ =p~

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:১৩

আরজু পনি বলেছেন:

আপনার আর আমার ডাকটিকিট সংগ্রহ করার ধরণতো দেখি একরকম !

তবে আমি এমনিতেই জমাতাম।

আর ব্যাচ-এর কথা বলাতে বিএনসিসির অনেকগুলো ব্যাচ জমেছিল, বিভিন্ন ক্যাম্প ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করার সুবাদে ।আবার জুনিয়র এক ক্যাডেট আন্ডার অফিসার ধার নিয়েছিল পরার জন্যে আর ফেরত নিতে পারিনি ।

রোটার‌্যাক্টের কিছু ব্যাচ খুঁজলে পাওয়া যেতে পারে, কেননা বিয়ের পরও বেশ কয়েকবছর রোটার‌্যাক্ট ম্যুভমেন্টের সাথে জড়িত ছিলাম ।
শুভকামনা রইল ।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ পনি আপু, অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম। আমি তো ডাক টিকেট জমিয়েছিলাম শুধু ব্যাচ পাওয়ার জন্য, ব্যাচ পাওয়া হয়ে গেলে, সেই অধ্যায় শেষ। :)

ভোরবেলার প্যারেডের ভয়ে স্কুল পেরুনোর পর আর ঐ পথ মাড়াই নাই। তবে এখনো স্মৃতিতে ভাসে, সেই বিজয় দিবসের ভোররাতে ড্রেস পড়ে স্কুলের দিকে যাওয়া, সেখান থেকে জাতীয় স্টেডিয়ামের কুচকাওয়াজ, সত্যি খুব মিস করি। আর রোটার‌্যাক্ট ম্যুভমেন্টের সাথে জড়িত হতে গিয়েও হওয়া হয়ে উঠেনি, দুই/তিনটা মিটিং এটেন্ড করেছিলাম রোটার‌্যাক্ট ক্লাব অফ বুড়িগঙ্গার সাথে, কেন যেন মন টানে নাই। আসলে টিনএজের শেষে হুট করেই সব অনুভূতি, ভালোলাগা, অনেক অভ্যেস বদলে যায়। তাই হয়ত স্কুল জীবনের প্রিয় স্কাউটিং, পরে আর টানে নাই, সেটা বিএনসিসি কিংবা রোটার‌্যাক্ট, যেটাই হোক না কেন। তবে এখন বুঝি, কি মিস করেছি।

অনেক কথা বলে ফেললাম আপু :)

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬

এম এম করিম বলেছেন: ভালো লাগলো।
আমিও জমাতাম ছোটবেলায়।
কোথায় যে হারালো . .. .

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এম এম করিম ভাই। কি পোস্ট দিলাম, সবার এখন মনে পড়ে যাচ্ছে দেখি... খুঁজে দেখেন কোথায় পড়ে আছে আপনার অজান্তে। যাক, লাভের মধ্যে সবাই এখন ষ্ট্যাম্প বুক/ডায়েরী খুঁজে বের করবে। ভাবতেই খুব ভালো লাগছে, আমরা সবাই নস্টালজিক :)

১০| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৪

প্রামানিক বলেছেন: চমৎকার কালেকশন। ধন্যবাদ

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, ভালো থাকুন সবসময়।

১১| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

জেন রসি বলেছেন: আমার এই নেশা ছিলনা।তবে অনেকেই দেখতাম খুব আগ্রহ নিয়ে সংগ্রহ করত।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমারও নেশা ছিল না, ছোট বেলার ছোট প্রয়োজনে সংগ্রহ করেছিলাম, যা পোস্টে বলেছি খেয়াল করেছেন নিশ্চয়ই।

ধন্যবাদ জেন রসি, ভালো থাকুন সবসময়। অনেক অনেক শুভকামনা জানবেন।

১২| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫

রিকি বলেছেন: আমার কখনও জমানো হয়েই উঠেনি, আমার আবার কয়েন সংগ্রহের সখ ছিল, যেটাও 'ছিল' ই থেকে গেছে ~~!!! |-) পোস্টে ভালো লাগা জানবেন ভাইয়া :) :) :)

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার খুব ইচ্ছে হচ্ছে কয়েন সংগ্রহ করা শুরু করি :) আমারও কিন্তু শখ ছিল না ডাক টিকেট জমানো।

ধন্যবাদ রিকিমনি, অনেক অনেক শুভকামনা রইল।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৯

সুফিয়া বলেছেন: ডাক টিকেট সংগ্রহ করা এক সময় আমারও সখ ছিল। বড় হওয়ার পর থেকে সেই নেশাটা ক্রমেই কমে এসেছে। তবে আগের সংগ্রহ করা বেশ কিছু ডাক টিকেট এখনও আছে।

আপনার এই সংগ্রহে অনেকগুলো দুর্লভ কালেকশান আছে। বেশ সমৃদ্ধ আপনার কালেকশান। তবে ২২ নম্বরে যেটা দিয়েছেন সেটা কি ডাক টিকেট, নাকি এক টাকার নোট ?

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। ভাল থাকুন সব সময়।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুফিয়া আপা। প্রায় দুইযুগেরও আগে সংগৃহীত ডাকটিকেটগুলো সম্পর্কে আমার কোন আইডিয়াই নেই, পোস্টেই বলেছি তখন প্রয়োজনে যোগাড় করেছিলাম। তাই বলতে পারবো না, দুর্লভ কালেকশন কি না। তবে এখানে সব কয়টাই স্ট্যাম্পের ছবি, আমি নিজে ডায়েরী হতে ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে পোস্ট করেছি।

মজার ব্যাপার হল, ঐ সময়ের ১০০ টাকার আবগারি স্ট্যাম্প আমি কিভাবে পেয়েছিলাম আমি নিজেও জানি না, ছবি এডিট করার সময় দেখেতো আমার চোখ ছানাবড়া!!!

আপনাদের সবার সংগ্রহের কাছে আমারটা তেমন কিছুই না, যা আছে সব কয়টারই ছবি দিয়েছি।

ভালো থাকা হোক সবসময়, শুভকামনা জানবেন।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার কাছে পাঁচ হাজারের অধিক ডাকটিকেট ছিল । দুটো এলবাম চুরি হয়ে যায় । এখন হাজার দেড়েক আছে ।
আপনার জন্য কুইজ -
১/ কইঞ্ছেন দেখি - কোন দেশের ডাক টিকেটে দেশের নাম লিখা থাকে না ।
২/ জাপানের ডাক টিকেটে দেশের নাম কি লিখা থাকে ? :P

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিছুই কইতে পারতাম না ভ্রাতা, ডাকটিকেট জমানো আমার নেশা ছিল না, শখও না। একবার ভাবলাম গুগল করে আপনার প্রশ্নের উত্তর দেই ;)

পাঁচ হাজার!!! শুইনাই তো ঘাবড়ে গেলাম রে ভাই। :( অবশ্যই কৃতিত্বর দাবীদার আপনি।

ধন্যবাদ গিয়াসলিটন ভাই, ভালো থাকুন সবসময়য়।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৩

বৃতি বলেছেন: আমার ভাইয়ার বেশ কয়েকটি অ্যালবাম ছিল ডাকটিকেটের। ছবিগুলো দেখতে খুব ভাল লাগলো :)

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বৃতি, ভালো থাকুন সবসময়।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত ডাক টিকেট !!!! দারুনতো !! চমৎকার কালেকশন ---------

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা আপু। :)

১৭| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার সংগ্রহ তো দারুন
খুঁজলে বাপের বাড়ি কিছু পাওয়া যাবে ভাতিজী দের দখলে আছে ।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেকদিন পর মনিরা আপুকে পেলাম আমার ব্লগে। কেমন আছেন আপু? আশা করি ভাল। এবার বাপের বাড়ি গেলে খুঁজে দেখবেন স্মৃতিময় সেই সংগ্রহশালা যা আজ হয়ত অধিকার করে আছে উত্তরাধিকারেরা।

অনেক অনেক ধন্যবাদ আর ভালোলাগা পাঠ এবং মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবনে।

১৮| ০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

নৈশ শিকারী বলেছেন:

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ নৈশ শিকারী, বোকা মানুষের ব্লগে স্বাগতম।

আচ্ছা একটা কথা, আপনি কি দিনের বেলা শিকার করেন না ;) :P

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৯| ০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

মোঃমোজাম হক বলেছেন: আমিও একসময়য় সংগ্রহ করতাম।বেশীর ভাগই এখন হারিয়ে গিয়েছে।তবুও অনেক আছে :)

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, আমি কিন্তু তেমন একটা সংগ্রহ করতাম না, যা আছে সব মিলিয়ে এই কয়টাই :) আপনাদের সংগ্রহের কাছে আমারটা নস্যি। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২০| ০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: বাহ!আপনার সুবাদে নানা দেশের বেশকিছু চমৎকার ডাকটিকিট দেখা হলো।আপনার সংগ্রহ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। :)

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সন্ধ্যা প্রদীপ, অনেক অনেক ভালো থাকা হোক সবসময়। শুভকামনা জানবেন।

২১| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৭

প্লাবন২০০৩ বলেছেন: মঙ্গোলিয়ার ডাকটিকিট পেলেন কিভাবে? এটা খুবই রেয়ার।

আসম্ভব ভালো লাগল। + + +

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্লাবন ভাই, আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো।

পোস্টেই বলেছি, আমি নিজেও এখন মনে করতে পারছি না, এগুলো ঐ বয়সে কিভাবে সংগ্রহ করেছিলাম। বেশ কিছু ডাক টিকেট দেখে আমি নিজেও খুব অবাক হলাম। এতদিন ধরে এই ডাক টিকেটগুলো আমার ড্রয়ারের এক কোনে একটি ছোট্ট ডায়েরীর শেষের দিকের পাতায় আঠা দিয়ে আটকানো ছিল। বুঝেন অবস্থা।

২২| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১১

নৈশ শিকারী বলেছেন: "নৈশ শিকারী" নামটা আমার একটা ছদ্ম নাম, এর কারন হলোও রাতের ঘুমটা আমার বরাবরই কম।

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, আমি তো ভাই এমনি মজা করে জিজ্ঞাসা করেছিলাম। রাতের ঘুমের সমস্যা আমারও আছে, খুবই বিরক্তিকর। একদিন দুইদিন নির্ঘুম রাত কাটানো যায়, কিন্তু যখন এটা নিত্যদিনকার সমস্যা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। :(

২৩| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগালো।

জীবনে অন্তত কিছুদিন সম্ভবত সবাই ডাকটিকিটের সংগ্রহের পেছনে সময় দেয়!!

খুব অল্প মানুষই ধরে রাখতে পারেন শখটা!!

বাংলাদেশের কয়েকজন খুব বিখ্যাত মানুষ এখনও দুষ্প্রাপ্য টিকিটের পেছনে সময় দেন।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জীবনে অন্তত কিছুদিন সম্ভবত সবাই ডাকটিকিটের সংগ্রহের পেছনে সময় দেয়!! কথাটা মনে হয় কিছুটা হলেও সত্য। তবে এইটা আমার তেমন শখ ছিল না, তার চেয়ে শখ ছিল স্টেডিয়াম গিয়ে ফুটবল আর ক্রিকেট খেলা দেখা। তবে অনেক মানুষ নিজের শখের জন্য অনেক ক্রেজি থাকে এটা ঠিক। যেমন আপনি বললেন, অনেক বিখ্যাত মানুষ এখনো দুস্প্রাপ্য টিকেটের পেছনে সময় দেন।

ধন্যবাদ দীপংকর চন্দ, ভালো থাকুন সবসময়।

২৪| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

একসময় ডাকটিকেট জমানোর খুব নেশা ছিল।

সে জন্য বিভিন্ন সরকারি অফিসের ডাস্টবিন, পোস্ট অফিস ও পোস্ট অফিসের ডাস্টবিনেও হানা দিয়েছি।

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও!!! সেইরাম ক্রেজি ছিলেন দেখি। শুনেই খুব মজা লাগছে। :)

ভালো থাকুন বঙ্গরঙ্গ ভাই, অনেক অনেক শুভকামনা রইবে সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.