নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

মহারাণী\'র স্মার্টফোন (মহারাণী\'র কেচ্ছা - ০৬)

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২



ফেসবুক বন্ধ হয়ে যে দেশে এত বড় বিপর্যয় ডেকে আনছে তা কি আর আমার জানা ছিল? এই ফেস আর বুকের ব্যাপারে আমার কখনো কোন আগ্রহই ছিল না, সরাসরি মানুষের সাথে যোগাযোগ আর কথোপকথন, ভালোমন্দের খোঁজ খবর নেয়ার বিকল্প হিসেবে এই ফেস আর বুকের ব্যবহার আমার মোটেও পছন্দের নয়। কিন্তু মহারাণী‘র পাল্লায় পড়ে আমাকেও এই ফেসবুকে একাউণ্ট খুলতে হয়েছে, একাউণ্টের নাম মহারাণী সিলেক্ট করছে, “অকর্মণ্য”। চরম অপমানজনক এই নাম চেঞ্জ করতে গিয়ে শুনি মাস কয়েকের আগে নাকি পরিবর্তন করা সম্ভব না! তবুও বাঁচা, ফেসবুকে মহারাণী ছাড়া তেমন কোন পরিচিত কেউ ফ্রেন্ড নাই। আর আমি ফেসবুক ইউজও করি কম। মহারাণীর ছবি দেখা (মহারাণী জানে না ;) ) আর মাঝে মাঝে মেসেজে হুকুম পাওয়া (মহারাণী'র) ছাড়া আর কোন ইউজ নাই। ওহ ভালো কথা, আমি এখন স্মার্ট হয়েছি, মানে স্মার্ট ফোন ইউজ করি; মহারাণী গিফট করছে। কিন্তু এই স্মার্টফোন আর ফেসবুক যে আমায় এমন ঝামেলায় ফেলবে তা কি আর আগে জানতাম?

ঘটনার শুরু দিন তিনেক আগে হলেও আমি অবগত হলাম আজ, এইমাত্র। সকাল সকাল মধুর ক্যান্টিনে ঢুকলাম আয়েশ করে চা খাব বলে। সবেমাত্র চায়ে প্রথম চুমুকটা দিয়েছি, অমনি অগ্নিমূর্তি বেশে মহারাণী সম্মুখে হাজির। আমি হাসিমুখে কিছুটা আহ্লাদী ঢঙ্গে বললাম,

“সুপ্রভাত রানী সাহেবা”

ব্যস, কম্ম সাবার। শুরু হল মহারাণী’র বাক্যবাণ। “রানী সাহেবা” বলে সম্বোধন করার অপরাধ হয়ে শেষ হল এই ফেসবুকে এসে। মহাভারত শেষে সারাংশ যা বোধগম্য হল তা হল, মহারাণী আমায় দিন তিনেক আগে জরুরী কাজে তলব করেছিলেন ফেসবুকে মেসেজ করে। আমি হাজিরা দিতে পারি নাই, আমার কোন দায়িত্বজ্ঞান নাই ইত্যাদি ইত্যাদি। এবং মহারাণী’র স্বভাবসুলভ ভঙ্গীতে আমার সাথে সম্পর্ক শেষ বলে রুল জারি। আমি কিছুক্ষণ আমতা আমতা করে প্রতিবাদ করার চেষ্টা করে হাল ছেড়ে দিলাম। মহারাণীর রাগের স্টক শেষ হওয়ার পর আমি বললাম,

‘আই অ্যাম সরি, কিন্তু আমি তোমার মেসেজ পাই নাই’

‘ওঃ তাই নাকি?’

‘বিশ্বাস না হলে চেক করে দেখ’ বলে স্মার্টফোনটা এগিয়ে দিলাম মহারাণীর দিকে। ও হাতে নিয়ে কি দেখল, কে জানে; কিন্তু আবারও ক্রোধ খেলা করল তার মুখে। আমার দিকে রাগত দৃষ্টি হেনে বলল,

‘তুমি জানো না, সরকার ফেসবুক বন্ধ করে রাখছে?’

আমি অবাক হলাম, আবার খুশীও হলাম, ঝামেলার এই ফেসবুক বন্ধ করে সরকার একটা কাজের কাজ করছে; আমাকেও যন্ত্রণার হাত থেকে বাচাইছে। আমি সব জানি এমন ভান করে বললাম,

‘হ্যাঁ হ্যাঁ জানি তো। সেই কারণেই তোমার মেসেজ পাইনি, এটাই তোমাকে এতক্ষণ বলতে চাচ্ছিলাম’

‘ফেসবুক বন্ধের খবর রাখো, আর প্রক্সি দিয়া সবাই যে ফেবুতে নিয়মিত ঢুঁ মারছে সেই খবর রাখো না?’

‘প্রক্সি? না মানে...’ আমি বুঝার চেষ্টা করছি এই প্রক্সি ব্যাপারটা কি? এক্সামে প্রক্সি, ক্লাস এটেন্ডেন্সে প্রক্সি এসব শুনেছি, নিজেও অনেক দিয়েছি, বাট ফেসবুকের প্রক্সি দেয় কেম্নে ভেবে পাচ্ছি না।

‘আসলে হইছে কি জানপাখিটা...’

‘এই চুপ, জানপাখী? এই আমি কি পাখী? আমার ডানা আছে? গাছের ডালে বাসা? রস চুইয়ে চুইয়ে পড়ে? তাই না? মেসেজের পর মেসেজ, প্রয়োজনের সময় উনার দেখা নাই, এখন আসছে ভালবাসার রস নিয়ে’

‘তুমি একটা কল করলেই তো পারতা...’

‘কেন কল করব? সারা দুনিয়া এখন চলে অনলাইন চ্যাটে, আর উনি আছেন সেই ফোনকলের যুগে’

যুগ কবে পাল্টে গেল বুঝলাম না? সপ্তাহখানেক আগেও মহারাণীর সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা হয়েছে। হঠাৎ করে কি হল কিছুই বুঝতে পারলাম না। মনে হচ্ছে অনেক যুগ ঘুমিয়ে থাকার পর ঘুম থেকে উঠে দেখি যুগ পাল্টে গেছে, পাল্টে গেছে সমাজ সভ্যতা।

‘আচ্ছা আমার ভুল হয়েছে, এখন বল কি বলার আছে?’

‘কিছু বলার নাই, তোমার সাথে বলাবলি শেষ। তুমি তোমার পথ ধর, আমি আমার পথ’

‘মানে কি? এইসব কোথাকার স্মার্টফোন, ফেসবুক, চ্যাট-ভ্যাট ঘোড়ার ডিমের কারনে সব শেষ!’

‘হ্যাঁ সব শেষ। কোন সমস্যা?’

‘বুঝছ, তোমার এসব আর ভাল্লাগে না। আমি আনস্মার্ট, আমার ফোনও আনস্মার্টই থাকবে, বুঝছ? ওকে, এই নাও তোমার স্মার্টফোন,
থাকো তোমার ফেসবুক আর চ্যাট নিয়ে। আসসালামুয়ালাইকুম, আল্লাহ হাফেজ' বলে জোরে টেবিলের উপর মহারাণী’র দেয়া স্মার্টফোনখানি আছড়ে ফেলে আমি মধুর ক্যান্টিন হতে বের হয়ে কার্জন হলের দিকে হাঁটা শুরু করলাম। মাথা গরম হয়ে আছে, কপালের দুপাশের রগগুলো দপদপ করে লাফাচ্ছে। শহীদুল্লাহ হলের সামনের পুকুরের ঘাটে ঘণ্টাখানেক শুয়ে থাকতে হবে।

ঘণ্টাখানেক পর

মনটা খুব খারাপ হয়ে আছে, মহারাণী’র সাথে এমন রাগ দেখিয়ে চলে আসা উচিত হয় নাই। ওকে সরি বলা দরকার, ওর রাগ ভাঙ্গাতে খবর আছে। ফোন দিব সেই উপায়ও নাই, আমার সিম তো ঐ স্মার্টফোনে। আর সিম থাকলেই বা কি? মহারাণী এখন কিছুতেই আমার ফোন ধরবে না। হঠাৎ মনে হল স্মার্টফোনটা থাকলে চ্যাটবক্সে মেসেজ দিয়ে সরি বলা যেত, ফেসবুকে মজার মজার সরি লেখা কার্টুন আছে, ইমোটিন না নিকোটিন কি জানি ছাই বলে... সেগুলো পাঠিয়ে রাগ ভাঙ্গানোর চেষ্টা করা যেত। কিন্তু স্মার্টফোন তো রাগ দেখিয়ে মহারাণী'কে ফেরত দিয়ে এসেছি; আছাড়ে ভেঙ্গে নষ্ট হয়ে গেল কি না কে জানে? ভয়াবহ রকমে একটা স্মার্টফোনের প্রয়োজন অনুভব করতে লাগলাম সাথে মহারাণী’র সান্নিধ্য।

মহারাণী'র কেচ্ছা সিরিজের আগের পর্বগুলোঃ
মহারাণী'র বৃষ্টি বিলাস... অতঃপর পানিবন্দী মহারাণী (মহারাণী'র কেচ্ছা - ০৫)
অর্থহীন অভিমান (মহারাণীর কেচ্ছা - ০৪)
আহা রঙ, আহারে জীবন (মহারাণী’র কেচ্ছা - ০৩)
ক্যানে পিরীতি বাড়াইলিরে... (মহারাণী’র কেচ্ছা - ০২)
মহারাণীর কেচ্ছা - ১ (ছোট গল্প)

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

মশিকুর বলেছেন:

=p~

মহারানী জোস তো ;)

***
রন্তু সফলভাবে নামাইছি :)

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, মহারানী সেই লেভেলের জোস। সময় সুযোগ থাকলে আগের পর্বগুলো পড়ার দাওয়াত রইল।

****
রন্তু সিরিজ এর পাঠ শেষে পাঠ প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম।

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
text me her number। i'LL make sure everything becomes OK between you two! ;)

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: 01700088473

=p~ =p~ =p~

সিরিজের আগের গল্প এবং মন্তব্য-প্রতিত্তর দ্রষ্টব্য। ;)

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

চিলেকোঠার চঁড়ুই বলেছেন: দাদা,প্রক্সি দিয়ে কিভাবে ঢু মারবো?সাজেশন প্লিজ।

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জানলে কি আর মহারানীর মেসেজ মিস করি রে ভাই... ;)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: না মানতেই হবে মহারানী নামটিতে যে একটি পুরানো গন্ধ ছিল, তাতেও আধুনিকত্বের চুনকাম পড়েছে।। ভাগ্য ভাল যে গিন্নী এসব নিয়ে ভাবেই না।। না হলে বুড়ো বয়সে.....।।

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এ হল আধুনিক যুগের মহারানী, বলতে পারেন ইয়ো ইয়ো হানি সিং ফিচারিং "আজকের মহারানী" ;) :P

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: এই ফেসবুক বন্ধ হয়ে যে আপনার মহারানীর মত কতশত মহারানীর মেজাজ আগুন হয়ে আছে তার হিসাব নেই।
সুন্দর সাজিয়েছেন গল্প, অনেক অনেক শুভেচ্ছা!!!!

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহারে... মহারানীদের জন্য শুধু পানি, পানি, পানি, পানি, পানি, পানি...

অনেক ধন্যবাদ বীথি আপা।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: ‘হ্যাঁ হ্যাঁ জানি তো। সেই কারণেই তোমার মেসেজ পাইনি, এটাই তোমাকে এতক্ষণ বলতে চাচ্ছিলাম’

‘ফেসবুক বন্ধের খবর রাখো, আর প্রক্সি দিয়া সবাই যে ফেবুতে নিয়মিত ঢুঁ মারছে সেই খবর রাখো না?’


মহারানীর সাথে ফেসবুক প্রক্সি মার্কা ডায়ালগ খুব ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। প্রক্সি দিয়ে ফেসবুক চালানো থেকে সাবধান, সব কিন্তু নজরদারি করা হচ্ছে ;)

৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১

আরণ্যক রাখাল বলেছেন: বাহ, এই সিরিজটা তো আগে পড়ি নাই! জমাট লেখা| পড়তে খুব ভাল লাগছিল| এই সিরিজ মিস করব না

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে আমার কিছু অনিয়মিত সিরিজ আছে, এটি তার মধ্যে একটা। অনেকদিন পর গত সেপ্টেম্বর মাসে পঞ্চম কিস্তি লিখেছিলাম। গতকাল হুট করেই এটা লেখা। যাই হোক, আগের পর্বগুলো পড়ার দাওয়াত রইল, আশা করি প্রথম পর্ব থেকে পড়লে মহারানী'র স্বরূপ বুঝতে পারবেন আরো বেশী মজার সহিত। :)

৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫২

সোহানী বলেছেন: আচ্ছা ঠিক আছে... মহরানীকে নেক্সট্ আনস্মার্ট ম্যাসেজ মানে কবুতরের পায়ে সুতা দিয়ে বেঁধে চিঠি পাঠায়েন... দিনকাল যা পড়েছে তাছাড়া মনে হয় গতি নেই সামনে.........!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কনসেপ্ট পছন্দ হইছে, নেক্সট কোন এক পর্বে এপ্লাই করা যাবে। :)

৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৬

শাহাদাত হোসাইন শুভ বলেছেন: ভাললাগছে ব্যাপারটা .... B-)

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :)

১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৬

রক্তিম দিগন্ত বলেছেন: ভাল লাগলো বেশ।

আগের কথা মনে করিয়ে দিল। আমার নিজের এমন একটা সিরিজ ছিল। 'বিলাই' সিরিজ। আপনার মহারাণী পড়ে ঐটার কথা মনে পড়ে গেল।

আপনার মহারাণীর ফ্যান হয়ে গেলাম একটা পড়েই। :)

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাকীগুলোও পড়ে ফেলেন, মহারানী কিন্তু মজার একটা ক্যারেক্টার, যদিও তার বাস্তব অস্তিত্ব নেই। এটা একটা গল্প সিরিজ, যা প্রথম পুরুষে লেখা। ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত, ভালো থাকুন সবসময়।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: 'মহারানী'' যাক দেখেন কিভাবে রানী সাহেবার মান ভাংগানো যায়।

পড়ে অনেক মজা পেয়েছি।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ফেরদৌসা রুহী। মজার ব্যাপার হল এই সিরিজে শুধু মহারানী'র রাগ দেখানো হয়, কিন্তু রাগ কিভাবে ভাঙ্গানো হয় তা দেখানো হয় না। :P

১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: মজা পাইছি :)

:) :) :) :) :)

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনারা মজা পেলেই আমার লেখা সার্থক হয়, ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :-P :-P :-P

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

অগ্নি সারথি বলেছেন: ভালবাসা ভাল লাগে না।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিনু? কিনু? কিনু? ;)

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক দিন পর আপনার মহারানীর সান্নিধ্য পেলাম ;)

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই, আপনার উপস্থিতি মহারানী''কে সম্মানিত করল। :)

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: মহারানী সম্বোধনটা বেশ সুন্দর। আদুরে, আহ্লাদী,সম্মানের!

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম, প্রত্যেকটা পুরুষের জীবনে একজন মহারানী থাকা প্রয়োজন; যার কাছে করা যায় এমন আহ্লাদিপনা, আদুরে ভাষায় যাকে এমন সম্মান দেয়া যায়।

ধন্যবাদ অপর্ণা মম্ময়, ভালো থাকুন সবসময়।

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: আহারে... মহারানীদের জন্য শুধু পানি, পানি, পানি, পানি, পানি, পানি...

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,



বোকার মতো কাজ করবেন না । শহীদুল্লাহ হলের সামনের পুকুরের ঘাটে ঘণ্টাখানেক শুয়ে না থেকে পানিতে ঝাঁপ দিন । ঝাঁপ দেয়ার আগে চিল্লিয়ে মহারানীর নাম ধরে ডাকুন যেন সামনের পুলিশ বক্স থেকে শোনা যায় । ব্যাস ..... মহারানীই শুধু নয় মহারাজা , রাজপুত্র, রাজকুমারী সহ পাইক-পেয়াদা সব ছুটে আসবে । দেখবেন আপনার মহারানী ঝপ্পাৎ করে আপনার বুকে ঝাঁপিয়ে পড়বে ।
আর কিছু বলতে বা সাজেশান দিতে হবে .....? B-) ট্রাই ইট ।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

শীতের দিনে পুকুরে ঝাঁপ!!! ঠাণ্ডা লাগে না বুঝি?

প্রথম পুরুষে লেখা এই রম্য সিরিজ নিয়ে পড়ি যন্ত্রণায়, সবাইভাবে এটা আমার আর মহারানী'র গল্প। ভার্সিটি লাইফ পেরিয়েছে দুই দশক আগে, ফিরে পেলে যে কোন কিছু ট্রাই করতে পিছুপা হতাম না।

ধন্যবাদ আহমেদ জী এস ভাই, ভালো থাকুন সবসময়।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১২

বাংলার ফেসবুক বলেছেন: সরাসরি মানুষের সাথে যোগাযোগ আর কথোপকথন, ভালোমন্দের খোঁজ খবর নেয়ার বিকল্প হিসেবে এই ফেস আর বুকের ব্যবহার আমার একান্ত পছন্দের তালিকায় ১। তাই চায় ফেসবুক তাড়াতাড়ি খুলে দেওয়া হউক।

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রত্যেকের ব্যক্তিগত পছন্দে অতি অবশ্যই বৈচিত্র্য আছে, থাকবে।

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন, ভালো থাকুন সবসময়।

২০| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: এই সিরিজের লেখা এই প্রথম পড়লাম। ভালো লাগলো।

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: না বড় ভাই, আগেও পড়ছেন। পড়ে মহারানী'র দেওয়ানা'টারে কি কইছেন দেখেন...



আর মহারানী সম্পর্কে



=p~ =p~ =p~

২১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো।

অনিঃশেষ শুভকামনা।

পরে সময় করে অন্য লেখাগুলো পড়ার চেষ্টা থাকবে।

প্রিয়তে রাখলাম।

ভালো থাকবেন। সবসময়।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ দীপংকর চন্দ ভাই, বাকী পর্বগুলো পাঠে আগ্রহ দেখে ভালো লাগলো।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

২২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

সুমন কর বলেছেন: হাহাহা..... B-)

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

কম্পমান বলেছেন: খুব ভাল লাগল সব গুলো পর্ব।।

মহারাণী +++++++++++++++++

বেচারা :| :#) :(( :( 8-| #:-S =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবাই মহারানী'র ফ্যান, এমন কি লেখক নিজেও। কিন্তু 'বেচারা'র প্রতি নির্দয়, চরিত্রটার একটা অফিসিয়াল নাম পর্যন্ত দেয়া হল না । :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.