নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

ভুলে থাকার ব্যস্ততা

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯



ব্যস্ততা
আমায় দেয়’না অবসর,
তাই বলে ভেব’না আমায়
স্বার্থপর।
এই ব্যস্ততা শুধু
তোমায় ভুলে থাকার জন্য,
বদলে গেছি, হয়ে গাছি অন্য
অচেনা কেউ,
বুকে নিয়ে শত বেদনার ঢেউ।

দিনকাটে
রাতকে সাজানোর ছল
করে, আর রাতে
শত ব্যস্ততা লুকাতে অশ্রুজল।
প্রতিদিন প্রতিক্ষণ
শিখছি এখন
তোমাকে ভুলে থাকা,
চার দেয়ালের মাঝে
ভীষণ একা।

তাইতো এখন
দেই না দেখা
তোমার স্বপ্ন আঙ্গিনা জুড়ে,
এখন আমি ব্যস্ত ভীষণ
বোবা কান্নার নীল সুরে।
কান্নার সুরে
শব্দ বুনে
দিন কাটে, কাটে ক্ষণ,
দুঃখবিলাসে মত্ত আমি
আছি যে বড্ড
ব্যস্ত ভীষণ।

এ ব্যস্ততা দেয় না আমায়
একটু অবসর,
তোমায় ভুলে থাকতে গিয়ে
হলাম না হয় একটু
স্বার্থপর।

========================================================================
অনেকদিন ব্লগে কোন কবিতা পোস্ট করা হয় না, আসলে কবিতাগুলো লুকিয়ে থাকের নিজের মনের খাতায়; নয়ত ডায়েরীর বদ্ধ পাতায়। এই কবিতার প্রথম অংশটুকু বহুকাল আগে লেখা, মনের মাঝে ছিল ঘুমিয়ে। মুলত, এটা লিরিক্সের আদলে লেখা। গান গাইতে জানলে সুর বসিয়ে দিতাম। আজ পুরোটুকু লিখে ফেললাম। কত কত পোস্ট বকেয়া হয়ে আছে :( এখন তো মনে হচ্ছে প্রতিদিন একটি করে পোস্ট দিতে হবে। যাই হোক, আগামীকাল হতে আবার ভারত ভ্রমণের গল্প শোনাবার ইচ্ছে রইল। বোকা কবির, বোকা বোকা কথা, অনেকদিন পর পোস্ট করা হল। পাঠক হিসেবে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমাপ্রার্থী।

মন্তব্য ৪৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :( ? :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

মশিকুর বলেছেন:

আহা! ব্যস্ততা...

+

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহা! ব্যস্ততা, আহা! জীবন।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: ভালোই হয়েছে। ;)

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :P

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন কবিতা। খুব ভালো লেগেছে।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ময়ূরাক্ষী আপূ :)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

অগ্নি সারথি বলেছেন: সময় মূল্যবান তবে সেটা নষ্ট হল না কিন্তু। বোকা কবির, বোকা বোকা কথায় ভাললাগা জানিয়ে গেলাম।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিটা বোকা'তো তাই কিচ্ছু বুঝে না। :(

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

গেম চেঞ্জার বলেছেন: বোকা কবির, বোকা বোকা কথা, অনেকদিন পর পোস্ট করা হল। পাঠক হিসেবে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমাপ্রার্থী।

এতো ভালো শিল্প বুনেও যদি এইরকম বিনয় দেখানো হয় তবে.......... :|

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিনয় মোটেও নয়, বোকা মানুষের বোকা বোকা কথামাত্র :)

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: এ ব্যস্ততা দেয় না আমায়
একটু অবসর,
তোমায় ভুলে থাকতে গিয়ে
হলাম না হয় একটু
স্বার্থপর।
--------

ঠিক তাই, স্বার্থপর হয়ে যান!! :)

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সে আর হতে পারলুম কোথায় দিদি, সেখানেই তো পরাজয় :P

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

ব্যস্ততা আমাকে দেয়না অবসর...
গানটার কথা মনে পড়ে গেল ।

নিজের মেয়ের পরীক্ষা পরের দিন তাই দেশে আসা প্রবাসী বান্ধবীর মেয়ের জন্মদিনে যেতে পারছি না। বান্ধবী আমায় স্বার্থপরই ভাবছে :(

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সোলসের ঐ গানটার প্যারোডি করতে গিয়েই এই কবিতার জন্ম হয়েছিল। আসলে প্রয়োজনে মাঝে মাঝে স্বার্থপর হতেই হয়। এগুলো হল বৈধ স্বার্থপরতা। :)

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: প্রথমবারের মত আপনার কোন কবিতা পড়লাম|
সুন্দর লিখেছেন

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তাই নাকি! আসলে মাঝে মাঝে কবিতা পোস্ট করতে শখ জাগে। ধন্যবাদ রাখাল ভ্রাতা, ভালো থাকুন সবসময়,

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনিতো ভাই অলরাউন্ডার........ভারত ভ্রমণের গল্প শোনার অপেক্ষায় থাকলাম

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সাকিব আল হাসান? ;) :P

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর কবিতা +++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব :)

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

রিকি বলেছেন: দিনকাটে
রাতকে সাজানোর ছল
করে, আর রাতে
শত ব্যস্ততা লুকাতে অশ্রুজল।
প্রতিদিন প্রতিক্ষণ
শিখছি এখন
তোমাকে ভুলে থাকা,
চার দেয়ালের মাঝে
ভীষণ একা।


অনেক ক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্ক ভালো লাগা রইল :) :) :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যন্যন্যন্যন্যন্যবাবাবাবাবাবাদ রিকিমনি। :)

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাইজান্ :)

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

অপর্ণা মম্ময় বলেছেন: বোকা মানুষের ব্যস্ততা কি নিয়ে ? পড়াশুনা ? চাকুরীর প্রস্তুতি ? নাকি আলসেমির ব্যস্ততা ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আলসেমির ব্যস্ততারে আপু, আলসেমির ব্যস্ততা। আসলে লাইনটা হবে, 'আলসেমি আমায় দেয় না অবসর' :)

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

হাসান মাহবুব বলেছেন: ব্যস্ততা
আমায় দেয়’না অবসর,
তাই বলে ভেব’না আমায়
স্বার্থপর।


এই লাইনগুলোতো সোলসের একটা গান থেকে নেয়া। https://www.youtube.com/watch?v=Q6L3GBIrgMY

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঠিক ধরেছেন হামা ভাই, ঐ গানের প্যারোডি গাইতে গাইতে এই কোবতের অবতারনা। এই কলিটুকু শুনেই মনে জাগে বিরহের প্রেমানুভুতি ;) তাই সোলসের পরের অংশ ভালো লাগতো না। তাই বিরহের সংযোগ :P

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর। প্রথম লাইনগুলো পড়ে আমিও ভাবছিলাম সোলসের ওই গানটা নিয়ে কিছু নাকি। হয়ত ওই গানটা আপনা খুব প্রিয়। অনেকসময়ই আমরা মনের মধ্যে গুনগুন করা কিছু শব্দ চাইলেও এড়াতে পারিনা।

শুভকামনা রইলো। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ শতদ্রু একটি নদী... সোলসের ঐ গানটা খুব প্রিয় না, পছন্দের বলা চলে। গানের কাহিনী হামা ভাইয়ের মন্তব্যের প্রতিত্তরে দ্রষ্টব্য।

ভালো থাকুন সবসময়।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, অনেকটা তাই :D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,



যাক ঘুমিয়ে থাকা কিছু কথাকে আড়মোড়া ভেঙে জাগিয়ে তুলেছেন ।
সুন্দর ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, এভাবে ভেবে দেখি নাই :-B

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

তানজির খান বলেছেন: ব্যস্ততা! থাক একটু ব্যস্ততা। প্রিয় মানুষের দূরে ঠেলে ব্যস্ততার সাথে সন্ধি করা যাবেনা।

শুভ কামনা রইল

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাহাহা, কিন্তু প্রিয় মানুষেরা দূরে ঠেলে দিলে কষ্টসব ভুলে থাকতে ব্যস্ত থাকা জরুরী হয়ে পড়ে; বুঝলেন কবি ভাই। :)

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫২

তানজির খান বলেছেন: লেখক বলেছেন: হাহাহা, কিন্তু প্রিয় মানুষেরা দূরে ঠেলে দিলে কষ্টসব ভুলে থাকতে ব্যস্ত থাকা জরুরী হয়ে পড়ে; বুঝলেন কবি ভাই।

খাটি কথা বলেছেন। প্রিয় মানুষ দূরে ঠেলে দিলে তখন ব্যস্ততাই বেঁচে থাকার পথ। ধন্যবাদ ভাই

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রিয় মানুষ দূরে ঠেলে দিলে তখন ব্যস্ততাই বেঁচে থাকার পথ। +++ :)

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

দৃষ্টিসীমানা বলেছেন: দিন কাটে, কাটে ক্ষণ
দুঃখ বিলাসে মত্ত আমি
আছিজে বড্ড
ব্যস্ত ভীষণ ।
আপনি যে এত সুন্দর কবিতা লিখেন তা-এত দিন আমি জানতাম না । ভাল থাকুন প্রিয় ব্লগার সবসময় ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই তো আর কি আপু, মাঝে মাঝে কবি হতে মন চায়; পুরানো রোগ। :)

আপনিও ভালো থাকুন প্রতিদিন প্রতিক্ষণ, শুভকামনা জানবেন।

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

এহসান সাবির বলেছেন: বাহ্‌!!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: থ্যাঙ্কস...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.