নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

জেল থেকে ফিরে

০২ রা জুন, ২০১৬ রাত ২:১৪

মাথার মাঝে বাম পাশে দশ বছর আগে একটা আঘাত পেয়েছিলাম, মস্তিষ্ক বেশী ব্যবহার করলে মাথা ব্যাথা করে। হাতের কবজিতে কি জানি প্রব্লেম, জোর পাই না। বুকের বাম পাশে প্রায়ই ব্যাথা হয়, মাঝে মাঝে মনে হয় মারা যাচ্ছি। প্রেশার একবারে লো হলে যেমন দুর্বল লাগে প্রায়ই সেরকম ফিল হয়। ব্যাকপেইনের জ্বালায় বসতে, ঘুমাতে সমস্যা। অতিরিক্ত ওজনের কারনে বেশিক্ষণ দাড়িয়েও থাকতে পারি না। পায়ের পাতা খুব ব্যাথা করে আর জ্বলে। ও হ্যাঁ পেটের চারিপাশ প্রায় সময়ই ব্যাথা করে। চোখ জ্বলে, দাঁতে মাঝে মাঝেই ব্যাথা হয়, ঠাণ্ডা কিছু খেলে শিরশির করে... আরও অনেক সমস্যা কি করি?

গত চার বছরে দুইবার ফুল বডি চেকআপ করালাম, ইসিজি, ইটিটি, আলট্রাসনোগ্রাম থেকে শুরু করে সব। কিছুই ধরা পরে না, প্রতিবার একই উত্তর গ্যাস্ট্রিক এর সমস্যা। লে হালুয়া, পুরাতন ঢাকার মানুষের গ্যাস্ট্রিকের প্রব্লেম থাকবে না তো কি থাকবে। গত দুই সপ্তাহ যাবত প্রায় তিনবেলাই আটার রুটি চিবুচ্ছি, ভালই মুখের চোয়ালের ব্যায়াম হচ্ছে। ওজন মনে হয় সপ্তাহখানেকের মধ্যে ডিমোসন পেয়ে গোল্ডেন জিপিএ থেকে এ মাইনাস হয়ে যাবে, মানে থ্রি ডিজিট থেকে অবনমন হবে আশা করছি। তো লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল এর মত বেশ মোটা অঙ্কের টাকা খসে গেল... সেই টাকায় এই ঈদে মালদ্বীপ-শ্রীলংকা একটা ট্যুর দিয়ে আসা যেত।

এবার আসি মূল কথায়। বিগত একমাস সামুতে ঢুকতে পারলাম না। প্রিয় এই আঙ্গিনা ছেড়ে থাকাটা আমার জন্য মনে হয় একরকম দেশে সারেং বাড়ির বৌ'কে রেখে আরব দেশের মরুভূমিতে উট চড়ানোর মত। অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিছু লেখার চেষ্টা করেছি। কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে। আমার আবাস যে এই সামুর আঙ্গিনায়।

প্রথম দুয়েকদিন সামুতে লগইন করতে না পেরে প্রথমে ব্রাউজার হিস্টোরি এবং ক্যাশ মেমরী ক্লিয়ার করলাম। ফলাফল শুন্য। এরপর ব্রাউজার সব কয়টা আন ইন্সটল করে ব্যর্থ। খেয়াল হতে ল্যাপটপ বাদ দিয়ে ডেস্কটপে গেলাম, সেখানেও ঢুকতে পারি না। এবার দুটার এন্টি ভাইরাস সব ডিলিট দিলাম, তাতেও লাভ হল না। হায় হায়, আমারে বুঝি সোলেমানি বান মারছে, কিন্তু বোকা মানুষ করলামটা কি? ভেবে ভেবে ঘিলুহীন মাথার নিউরন সব শুকিয়ে কাঠ হবার যোগাড়। পরে দেখি মোবাইল থেকে একই ব্রডব্যান্ড লাইনের ওয়াইফাই দিয়ে সামুতে ঢুকতে পারি... সব কিছু মাথার উপর দিয়ে না ভাই, বাসার ছাদের উপর দিয়ে গেল এক্কেবারে... ;)

এবার এক ছুটির দিনে ছোট ভাইরে দিলাম, ল্যাপি আর ডেচকি, দুটোরেই সি ড্রাইভ ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে। সেদিন রাতে দেখি নোটিশ বোর্ডে কাহিনী ঝুলায়ে দিছে... মাঝখান থেকে আমার শরীরের মত কত কিছু টেস্ট করলাম। এরপর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানলাম কিছু মোবাইল অপারেটরের ইন্টারনেট সার্ভিস দিয়ে সামুতে ঘরে ফেরা যাচ্ছে। গতকাল বাংলালিঙ্ক এর নেট কিনে খুশী মনে বসলাম পড়ার টেবিলে, সরি ডেস্কটপ আর ল্যাপটপ নিয়ে। হায় হায়, তাও সামুতে ঢুকতে পারি না। অবশেষে আজকে গ্রাম্য ছেলের নেট কানেকশন (গ্রামীন ফোন) নিয়ে ট্রাই দিতেই আমি পাশ করে গেছি, বাসার দরজা খুলে গেছে। আপনজনের কাছে ফিরতে পেরেছি... আহ, আকাশে বাতাসে কত শান্তি।

আগামীকাল থেকে পুরোদমে ফিরব আশা রাখি, কত পোস্ট দেয়া বাকী, কত পোস্ট পড়া বাকী, কত জনকে কতদিন দেখি না, মানে সামুর ভার্চুয়াল দুনিয়ায়। তবে, একমাস অনেক সময়, চোখের আড়ালে নাকি মনের আড়াল হয়; আমায় কি কেউ মনে রাখছে? রাখে নাই মনে হয় ;) । রাখলে আমার পোস্টে আইস্যা একবার খোঁজও তো নিতে পারত। হুহ, বোকা মানুষ তো... একটু কম বুঝি, তাই মাইন্ড খাইয়েন না, গলায় আটকায় যাইব।

ঈদ মোবারক, থুক্কু শুভরাত্রি। মনে হচ্ছে জেল থেকে ছাড়া পেলাম। তাই শিরোনাম, 'জেল থেকে ফিরে'। দিলে বড় সাধ, হিটখোর হওয়ার, তাই টাইটেল এইরাম। টাইটেল এইরাম না হইলে কেউ আমার পোস্ট পড়বে না যে... :P

মন্তব্য ৫০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৬ সকাল ৮:০৮

শামছুল ইসলাম বলেছেন: মোবাইল থেকে, তাই সংক্ষিপ্ত ।

আপনাকে মনে পড়েছে, তবে আপনার ব্লগ বাড়িতে কড়ানাড়া হয়নি ।

১২ ই জুন, ২০১৬ রাত ১২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ শামছুল ইসলাম ভাই। জেল থেকে ফিরেও মুক্ত হতে পারলাম না, নিয়মিত হাজিরার উপর আছি... ;)

২| ০২ রা জুন, ২০১৬ সকাল ১০:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়েলকাম ব্যাক ভাই! আপনাকে অনেক মিস করেছি। আশা করি, বাকি সমস্যাগুলোও দ্রুত কেটে যাবে।

১২ ই জুন, ২০১৬ রাত ১:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই, জেল থেকে পুরো মনে হয় মুক্তি পাই নাই, জামিনে ছাড়া পাইছি, রোজ হাজিরা দিতে হয়... বড্ড যন্ত্রণা, কবে যে মুক্তি পাব!!!

৩| ০২ রা জুন, ২০১৬ সকাল ১০:১১

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ক্রোম ব্রাউজার হলে ছোট একটা ভিপিএন এড অন যোগ করে নেন। কোনো কানেকশনেই ঝামেলা হবে না। আমি হোলা ফ্রি প্রক্সি কিংবা সাইবার ঘোস্ট ইউজ করি।

১২ ই জুন, ২০১৬ রাত ১:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জানি না আমারে কোন ভুতে ধরছে। কিছুতেই কিছু হয় না... :((

৪| ০২ রা জুন, ২০১৬ সকাল ১০:৫২

সোহানী বলেছেন: হুম তাইতো বলি গেলেন কই.... বাত্তি দিয়াও পাই না!!!!!!!!!!!

১২ ই জুন, ২০১৬ রাত ১:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনে তো বাত্তি দিয়াও আমারে খুইজা পান নাই। আর আমি কুপি, মোমবাতি কিছু দিয়াই সামুরে খুইজা পাই নাই :((

৫| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৩৫

মামুন ইসলাম বলেছেন: ভালো হলো এসেছেন বহুদিন থেকেই আপনার কোন পোস্ট পড়ছি না ।

১২ ই জুন, ২০১৬ রাত ১:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আর আসিতে পারিলাম কই ভ্রাতা, আবার আটকে গেলাম, দেখি কত দ্রুত ফেরা যায়।

সব পাখী নিড়ে ফেরে না, বোকা পাখী বলে নীড়ে ফেরার সম্ভাবনা শতভাগ। ;)

৬| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:০৩

সাহসী সন্তান বলেছেন: আরে ভাই, শিরোনাম একটু দাঁড়ি কমা দিয়ে লিখবেন না? আমি তো ভাবছিলাম কি জানি বোকা মানুষটার বুঝি সত্যিই কোন বিপদ ঘটলো বোধ হয়! যাহোক এতদিন সহিসালামতে ছিলেন এবং আবারও ফিরে আসছেন দেখে বেশ ভাল্লাগছে!

শুভ কামনা জানবেন!

১২ ই জুন, ২০১৬ রাত ১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই, আমার জন্য এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে?

বোঝে না... সে বোঝে না :((

৭| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৩:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় এই আঙ্গিনা ছেড়ে থাকাটা আমার জন্য মনে হয় একরকম দেশে সারেং বাড়ির বৌ'কে রেখে আরব দেশের মরুভূমিতে উট চড়ানোর মত।

এক্কেবারে দিলেন ভিত্রে ধেইক্যা ফিলিংস ভাই ;)

আমিও কয়েকবার ব্রাউজার আনইষ্টল করছিলাম। পড়ে মনে পইড়া গেল টরতো সেভ করাই আছে। মারলাম ট্রাই ! ব্যাস..
এ কয়দিন টরেই চালাইছি। আজকে দেখলাম নরমাল ব্রাইজারও ওকে!

শুভেচ্ছা অনেক অনেক।

১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দুঃসময় আর কাটে না,
চারিদিকে শুধু ঝামেলা
জীবন পথ জুড়ে...
ঝড় বয়ে যায়

:((

৮| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: শুভকামনা জানিয়ে গেলাম।
ব্লগিং চলুক সুন্দর ভাবে।

১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চলবে, তবে মনে হয় সুন্দরভাবে না... প্যারাময় হয়েই :(

৯| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

কল্লোল পথিক বলেছেন:
প্রিয় এই আঙ্গিনা ছেড়ে থাকাটা আমার জন্য মনে হয় একরকম দেশে সারেং বাড়ির বৌ'কে রেখে আরব দেশের মরুভূমিতে উট চড়ানোর মত।

সুন্দর লিখেছেন।

১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ ভাই, সুখে থাকলে মনে যে কত দুঃখ এর গীত জাগে :((

১০| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: Welcome Back

১৩ ই জুন, ২০১৬ রাত ১২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: থাঙ্কু... :)

১১| ০২ রা জুন, ২০১৬ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: হে হে হে তাইতো কই বোকা ভাই ডুব মারল ক্যান, এতক্ষণে বুঝবার পারলাম। আমিও কয়দিন এই সমস্যায় আছিলাম তবে আমার ইমেইল এ্যাক্টিভ থাকাই পাঁচ মিনিটেই সমস্যার সমাধান হইছে। আপনার মত আরো যে কত ব্লগার ভুগতেছে আমি সেই চিন্তায় হুকায়া যাইতেছি। যাক, আপনি ফিরা আইছেন, দলটা একটু ভারী হইল, এখন খুশি খুশি লাগতাছে।

১৩ ই জুন, ২০১৬ রাত ১:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "ইমেইল এ্যাক্টিভ থাকাই পাঁচ মিনিটেই সমস্যার সমাধান হইছে" এইটা মাথার উপর দিয়া গেছে :(

চিন্তায় চিন্তায় হুকায়া গেলে পুরান ঢাকার শুকারুটি খাওয়ামুনে, টেনশন নিয়েন না। ;)

১২| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:০১

সুমন কর বলেছেন: অবশেষে আজকে গ্রাম্য ছেলের নেট কানেকশন (গ্রামীন ফোন) নিয়ে ট্রাই দিতেই আমি পাশ করে গেছি, বাসার দরজা খুলে গেছে। আপনজনের কাছে ফিরতে পেরেছি... আহ, আকাশে বাতাসে কত শান্তি। --- হাহহাহাহা !:#P

ফিরে এসো বন্ধু ........!

১৩ ই জুন, ২০১৬ রাত ১০:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফিরে এসো এই হৃদয় নগরে... এই মন ছুঁয়ে যাও...

শেষের লাইনের কারনে এই গানটার কথা মনে পড়ে গেল বন্ধু।

ফিরব শীঘ্রই বাড়ী, নয়ত কোন আড়ি ;)

১৩| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা, অনেক ভাল লাগল পোস্ট পড়ে। বিশাল ঝামেলা ফেস করে ফিরেছেন দেখা যায়। শুভ হোক পুনঃব্লগিং!

১৪ ই জুন, ২০১৬ রাত ১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফিরতে চাই, তবু কেন ফেরা হয় না... সেই আগেরই মতন :(

১৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: আমি তো ধরেই নিয়েছিলাম আর সবার মত চলেই গেছেন।। স্বাগতম।।

১৪ ই জুন, ২০১৬ রাত ১:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধরছিলেন ঠিকই, কিন্তু শক্ত কইরে ধরতে পারেন নাই। তাই হাত ফস্কে বের হয়ে এলাম। ;)

কেমন আছেন হ্যাপী ভাই? দেশে আসলেন, দেখা হল না... :( আপনি এত্তগুলান পচা।

১৫| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৫২

মনিরা সুলতানা বলেছেন: পরিচিত নিক বহুদিন পর :)

১৪ ই জুন, ২০১৬ রাত ১:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ আপু বহুদিন পর, কি যে খারাপ কাটল দিনগুলো। সামু বিহনে কাটে না ক্ষণ, স্থির জীবন।

১৬| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

মানস চোখ বলেছেন: যাক আপ্নে আইলেন তাইলে!!!
মাস তো শ্যাষ হইছে..... মনে আছে তো?
ভালা আছেন তো "বোকা মানুষ....." ??????

১৫ ই জুন, ২০১৬ রাত ১:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবই মনে আছে ভাই, কিন্তু যে পর্যন্ত ব্রডব্যান্ড দিয়ে সামুতে ঢুকতে না পারছি, সে পর্যন্ত সংকলনের কাজ করা সম্ভব হচ্ছে না। নিজের শরীর খারাপ, মন খারাপ, সময় খারাপ নিয়েও বিগত ২২টি সংখ্যা দেরী করে হলেও কন্টিনিউ করেছিলাম। কিন্তু গত দুইমাসে সেই কন্টিনিউয়িটি আর বজায় রইল না। কি করব বলেন? দেখা যাক, চেষ্টা করছি সমস্যা সমাধান করার।

ধন্যবাদ অধম'কে মনে রাখার জন্য। ভাল থাকুন সবসময়, শুভকামনা।

১৭| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:৩৮

জেন রসি বলেছেন: আমি ভাবছিলাম এবার বুঝি এভারেস্টেই চলে গেছেন। চূড়ায় উঠেই ভ্রমন পোস্ট দিয়ে দিবেন। :P

আপনার আগমনে আনন্দিত হইলাম। :)

১৫ ই জুন, ২০১৬ রাত ১:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি এভারেস্টে উঠলে এভারেস্ট ভাইঙ্গা পড়বরে ভাই, এই কারনেই এভারেস্ট এ যাই না। মায়া লাগে..... ;)

ধন্যবাদ জেন রসি, আশা করি ভাল আছেন। শুভরাত্রি।

১৮| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার আগমনে আনন্দিত......। :)

১৫ ই জুন, ২০১৬ রাত ২:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বঙ্গরঙ্গ ভাই।

আপনাদের মাঝে ফিরতে পেরে আমিও আনন্দিত। :)

১৯| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩১

হাসান মাহবুব বলেছেন: তুমি কেন বোঝো না, সামুকে ছাড়া আমি অসহায়... :((

শরীরের যত্ন নিন। আমি দিনদুয়েক হলো ডায়েট শুরু করেছি। এইবার পারতেই হবে। নাইলে আমি নাইল নদীতে পড়ে যাবো।

১৫ ই জুন, ২০১৬ রাত ২:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার সবটুকু ভালবাসা সামুকে ঘিরে... !:#P

ডায়েট এর কথা বললেই আমার ঐ গল্পটার কথা মনে পড়ে যায়... ওয়েট লস

২০| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

আমি তুমি আমরা বলেছেন: প্রিয় বোমা, আপনার জন্যঃ :P ;)



১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিছুই তো দেহি না ভাইজান, সব ঝিরঝির.... :(

২১| ০৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: মে মাসের এক তারিখ থেকে আমিও সামুতে ঢুকতে পারছিলাম না, কিন্তু আগেই আমি আগেই জেনে গেছি যে সামুতে ঢোকা অনেকেই বন্ধ করে দিয়েছে, তাই আপনার মতো আমাকে আর হয়রানি হতে হয়নি, তবে মনোকষ্টটা আপনার চেয়ে মোটেও কম ছিলো না। শেষ পর্যন্ত আমি যে কোম্পানীর ব্রডব্যান্ড নেট চালাই তার ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলে ওনি আমাকে সামুর দরজা খুলে দেন, অবশ্য তার জন্য ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ দিয়ে দিয়েছি।

১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ ভাই, এইবার সুপ্রিম কোর্ট থেকে মামলা খারিজ করে সসম্মানে ছেড়ে দিছে। আশা করি এখন আবার ফিরতে পারব এই আঙ্গিনায় প্রতিদিন, যখন তখন। :)

২২| ১২ ই জুন, ২০১৬ রাত ২:০৩

প্লাবন২০০৩ বলেছেন: তাই বলি, মশাই এদ্দিন ছিলেন কুথায়? আপনার সমস্যা হচ্ছে জানাবেন না? আমি ভাবলুম সত্যি সত্যিই জেলে চলে গেলেন নাকি !! আমি কালই বিজ্ঞাপন দিতুম, যাক্‌ বিজ্ঞাপনের খরচটা বেঁচে গেলু।

১৯ শে জুন, ২০১৬ রাত ১:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জানাতাম কেম্নে? ডাকঘরই তো বন্ধ ছিল :(

২৩| ১৪ ই জুন, ২০১৬ রাত ১:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: বিশ্বাস করুন খুব ইচ্ছে ছিল।। বইমেলায়ও গিয়েছিলাম দুটো উদ্দেশ্যে।। বই কেনা আর অচেনা বন্ধুদের হঠাৎ দেখা।। যোগাযোগের মাধ্যম ছিল না যে, ভাইটি।।

১৯ শে জুন, ২০১৬ রাত ১:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একদিন দেখা হবে, এই আশায় রইলাম। ভাল থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইবে সবসময়। :)

২৪| ১৯ শে জুন, ২০১৬ রাত ২:১১

গেম চেঞ্জার বলেছেন: আপনি এসেছেন, এটা দেখে খুবই ভাল লাগছে!!!!!! :) :)

জেল( ;) ) থেকে ছাড়া পেয়েছেন, এটা খুব চমৎকার একটা ব্যাপার। হাঃ হাঃ হাঃ :)

আপনার শারিরিক সুস্থতা কামনা করছি।

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ চেঞ্জার ভাই, কিন্তু থানা-পুলিশ-কোর্ট-কাচারী করতে করতে আমি কাহিল ;)

২৫| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

এহসান সাবির বলেছেন: শিরোনাম দেখে তো চমকে গেছিলাম....!!

শুভ কামনা সব সময়।

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিও তো সামুতে না ঢুকতে পেরে সেইম চমকে গেছিলাম ভাইজান।

আছেন কেমন? আশা করি ভাল, ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.