নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
রিমি আর হিমেল বুঝে উঠতে পারছে না, তাদের দিদা হুট করে এত ক্ষেপে উঠল কেন? খুব শখ করে তারা দুই ভাই-বোন দিদা’র জন্মদিন পালন করার জন্য আয়োজন করেছিল আজ। কিন্তু দিদাকে সারপ্রাইজ দিতে গিয়ে তারা নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছে, কিন্তু দুঃখ-কষ্টে। কখনো দিদা'র জন্মদিন পালন হয় না, দিদা সবসময় কেমন মনমরা আর গম্ভীর হয়ে থাকে; ছোট বেলা থেকেই তারা দেখে আসছে। দিদাকে এসব জিজ্ঞাসা করলে কেমন রাগী চোখে তাকায়, ভয়ে সবসময় ওরা আর ঘাটায় না তাকে। এবার বাবার কাছ থেকে দিদা'র জন্মতারিখ জেনে নিয়ে গোপনে তারা দুই ভাই-বোন এই সারপ্রাইজের আয়োজন করেছিল। দিদা’কে হিমেলের রুমে নিয়ে গিয়ে কেকের সামনে দাঁড় করিয়ে “হ্যাপী বার্থ ডে” বলে উইশ করে চমকে দেয়ার চেষ্টা ছিল, কিন্তু দিদা ঠাস করে রিমি’র গালে চড় দিয়ে কেকটাকে লাথি দিয়ে ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। রিমি আর হিমেল ভগ্ন হৃদয় নিয়ে বসে রইল ড্রইং রুমের এক কোনে। ২০৬৬ সালের ০১লা জুলাইয়ের এই মধ্যরাতের শুরুর লগ্নে দুই ভাইবোন এর গাল বেয়ে অশ্রু ঝড়ে পড়ল নীরবে।
অন্যদিকে মিসেস আহমেদ তার নিজরুমে ডুকরে কেঁদে যাচ্ছেন, ঝরঝর করে ঝড়ে পড়ছে দু’গাল বেয়ে অশ্রু ধারা। ৬৩ বছর বয়সী বৃদ্ধার কুঁচকে যাওয়া গালের শুষ্ক চামড়া বেয়ে ঝড়ে পড়ছে অনেক অনেক জমে থাকা বেদনার জলধারা। আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে, ২০১৬ সালের ০১লা জুলাই, বাবা-মা আর ছোট ভাইয়ের সাথে তার জন্মদিন সেলিব্রেট করতে যায় গুলশানের “হলি আর্টিসান” নামক রেস্টুরেন্টে। তারপর ঘটে যায় সেই কাল রাতের ঘটনা সকল, যার গ্লানি আর ভীতি আজও বয়ে বেড়ান মিসেস আহমেদ। সেই তের বছরের কিশোরী বালিকা চোখের সামনে দেখেন ভয়াবহ বীভৎস হত্যাযজ্ঞ, একে একে বিশটি মানুষের মৃত্যু। সারা রাত জুড়ে সেই তাণ্ডবের সাথে আরও অনেক নির্মম সত্যর মুখোমুখি হতে হয় তাকে... তারপর আরও অনেক অনেক ঘটনা... নিজের অস্তিত্বের মূলে নাড়া দেয়া সব ঘটনা... সেই সময়ে মানসিক ভারসম্য হারিয়ে বেশ কিছুদিন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপ্রান চাপা দিয়ে এসেছেন সেই দুঃস্মৃতি সব। প্রতি বছর তার জন্মদিন এলে, আর রমজান এবং ঈদের সময় ঘনিয়ে এলে তিনি ভুলে থাকার আপ্রান চেষ্টা করেন সেই দুঃখের রজনীটি’র কথা। যেই রজনীতে মৃত্যু হয়েছিল তার হৃদয়ের...
(অনুগল্পের সব চরিত্র কাল্পনিক...)
অটঃ ০১লা জুলাইয়ের ঘটনায় সত্যি দুদিন স্তব্ধ হয়ে ছিলাম। এই ঘটনা হাজারো মানুষের জীবনে নানানরূপে দুঃস্বপ্ন হয়ে হানা দিবে বারংবার। আমি যে কোন একটি চরিত্রকে বেছে নিয়ে কিছু লেখার চেষ্টা করেছিলাম। যা লিখতে চেয়েছিলাম, যা বলতে চেয়েছিলাম, তার কিছুই পারি নি, পারছি না। ভুলে যেতে চাই সেই কাল রাতটি’কে। এমন রাত যেন আর না আসে আমাদের জীবনে।
সবার প্রতিটি ক্ষণ নিরাপদে কাটুক, ভাল কাটুক। আল্লাহ্ সকলের মঙ্গল করুন এই দোয়া রইল।
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবার জীবন নিরাপদে কাটুক.....সবাই ভালো থাকুক .....
ধন্যবাদ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৫৯
সুমন কর বলেছেন: হুম বুঝলাম, বন্ধু কেন আজ এই গল্প লিখেছে !!!
আমি স্তব্ধ !
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: জাস্ট ইমাজিন এবাউট দ্যা লিটল গার্ল...
৩| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:১৭
অশ্রুকারিগর বলেছেন: যারা বেঁচে ফিরলো তাদের তো এই দুঃসহ স্মৃতি সারাজীবন তাড়া করে ফিরবে আর যারা জানলো তাদের প্রাণপ্রিয় সন্তান এই কাজ করেছে তাদের অবস্থা হবে জীবন্মৃতের মত।
তারপরেও আশা একটাই সবার প্রতিটি ক্ষণ নিরাপদে কাটুক, ভাল কাটুক। আল্লাহ্ সকলের মঙ্গল করুন এই দোয়া রইল।
২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি মূলত এই গল্পটি লিখেছিলাম, হামলায় সন্দেহজনক গ্রেফতার এনএসইউ এর টিচার এর মেয়েটির কথা ভেবে। চৌদ্দ বছরের একটা মেয়ের সামনে সারারাত এতোগুলো মানুষ হত্যা করা হল, পরে সে আরও জানলো তার বাবা এতে জড়িত... তার মনোজগতের অবস্থা চিন্তা করে গল্প লেখার চেষ্টা ছিল, যদিও ঐ সময়ে গল্প লেখার মত মানসিকতা ছিল না, তাই গল্প হিসেবে তেমন দানা বাঁধতে পারে নাই এই লেখাটি।
ভাল থাকুন ভাই, শুভকামনা জানবেন।
৪| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৫
আলম দীপ্র বলেছেন:
সবাই নিরাপদে থাকুক ।
সব্বাই!
২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবাই নিরাপদে থাকুক, ভাল থাকুক।
ধন্যবাদ আলম দীপ্র, আপনিও ভাল থাকুন সবসময়। অনাগত দিনগুলো হোক আনন্দঘন আর সুখের।
৫| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৫১
প্রবাসী পাঠক বলেছেন: ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।
২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঈদুল ফিতরের এক্কেবারে বাসী শুভেচ্ছা প্রবাসী ভাই। নানান কারনে দেরী হল, নিজ গুণে ক্ষমা করে দিয়েন।
আছেন কেমন? প্রবাসের ঈদ নিয়ে কি কোন পোস্ট দেয়া যায় না? আপনার ব্লগবাড়ী দেখি পোস্টশূন্য করে রেখেছেন!!! কি হইছে ভাই? আসলে ব্লগে এতো কিছু হয় যে, বোকা মানুষ আমি কিছুই জানি না, বুঝিও না...
৬| ০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০৪
সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু প্রশ্ন থেকে যায়, যেখানে ১০/১২ মিনিটের মাঝে অপারেশন কমপ্লিট।। সেখানে এতো সময়য়?? যারা বেচে আছে, আজীবন বয়ে বেড়াতে হবে এই দুঃসহ স্মৃতি।।
মাত্র শুরু বনধু আমার এক লেখায়ই এর প্রমান পাবেন।। কিন্তু খুজে বের করতে করতে হবে আপনাকেই।।
২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হ্যাপী ভাই। আসলে বোকা মানুষ তো, তাই এতো গভীরে গিয়ে ভাবতে ভয় লাগে।
ভাল থাকুন সবসময়, শুভকামনা রইল।
৭| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৭
কালনী নদী বলেছেন: আমিও গল্পটার সাথে প্রেক্ষাপট ঠিক মিলিয়ে উঠতে পারছি না, বোকা ভাই।
যদি আপনি অনুধাবনে এমনটি মনে করে থাকেন দিদার মতন একাকি রাগী মানুষরা হত্যাযন্ঞে জড়াতে পারেন, সেটা হয়ত ভুল। এরা অবিমানে হয়ত আপন জনের অপর রাগ করতে পারে।
আর যারা জড়িত এরা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের বাস্তবিক অভিলাসি ছেলেরা। (অনেক সময় মেয়েরাও)।
২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ৩ নং মন্তব্যের প্রতিত্তর দ্রষ্টব্য ভাইয়া।
ভাল থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।
৮| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৮
কালনী নদী বলেছেন: অভিমান*
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
৯| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই বিষয়টাকে মন থেকে তাড়াতে পারছিনা, এর পরিণাম কি হতে পারে তা নিয়েও আমি যথেষ্ট শংকিত
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কামাল ভাই। আসলে একের পর এক ঘটনা প্রবাহ, সবার মনকেই শংকিত করে রাখছে। আল্লাহ আমাদের হেফাজত করুন।
১০| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৮
জনৈক অচম ভুত বলেছেন: যে ঘটনা ঘটবার কোন দায় তাদের নেই, সেই ঘটনার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হবে আজীবন।
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সেটাই... যে ঘটনা ঘটবার কোন দায় তাদের নেই, সেই ঘটনার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হবে আজীবন।
১১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:০৩
হাসান মাহবুব বলেছেন: কয়েকটা কুত্তার বাচ্চা মিলে পুরো দেশটাকে স্তব্ধ করে দিলো। এজন্যেই আমি বিশ্বাস করতে চাই দোজখে। পুড়ুক জানোয়ারেরা।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিলম্বিত প্রতিত্তরে আন্তরিক ভাবে দুঃখিত।
ভালো বলেছেন, "পুড়ুক জানোয়ারেরা।"
১২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৩
মশিকুর বলেছেন:
যেই রজনীতে মৃত্যু হয়েছিল তার হৃদয়ের...
ঈদের শুভেচ্ছা ভাই
কেমন চলছে সব?
০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:১২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই। বিলম্বিত প্রতিত্তরের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
কেমন আছেন? আমি আছি মোটামুটি, সব তেমন ভাল চলছে না। আশা করি সব ঠিক হয়েই যাবে। ঈদের শুভেচ্ছা আর কি জানাবো? এতো দিন পর, আচ্ছা অগ্রিম ঈদুল আজহা'র শুভেচ্ছা রইল না হয়।
অনেক অনেক ভাল থাকুন, সবসময়, প্রতিক্ষণ।
১৩| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫০
ডি মুন বলেছেন: ঈদের শুভেচ্ছা প্রিয় বোকা মানুষ ভাই
০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ডি মুন। অনেক দেরী করে উত্তর দিচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত। ভাল থাকুন সবসময়।
১৪| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩১
আমি তুমি আমরা বলেছেন: প্রথম প্যারা পড়ে বুঝতে পারিনি কেন মিসেস আহমেদ জিন্মদিন পালন করেন না, শেষ প্যারায় এসে সব ক্লিয়ার হল। খারাপ লেগেছে।
আল্লাহপাক আমাদের সবাইকে হেদায়েত দিন।
০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আল্লাহপাক আমাদের সবাইকে হেদায়েত দিন।
ধন্যবাদ আমি তুমি আমরা, ভাল থাকুন সবসময়।
১৫| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৯
পবন সরকার বলেছেন: এমন রাত যেন আর না আসে
০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম, এমন রাত যেন আর না আসে।
১৬| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬
গেম চেঞ্জার বলেছেন: সেই রাত ছিলাম আমিও নির্ঘুম!!!!!!!!! সকাল ১০.৩০ টায় ঘুম লেগেছিল! ক্লান্তিতে!!!
০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... তারাবীহর নামাজ পড়ে এসে দেখি এই কাহিনী... খুব অসহায় মনে হচ্ছিল, নিজ দেশে নিজেরা কতটা অসহায়, কতটা অনিরাপদ।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪১
আপনার আপন বলেছেন: fear in mind to safety move
০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৫১
শায়মা বলেছেন: সবার জীবন নিরাপদে কাটুক.....সবাই ভালো থাকুক .....