নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
আকাশ যখন মেঘলা ছিল
শীতল ছিল বায়ু,
ক্ষীণ ছিল তোমার আমার
ভালবাসার আয়ু।
ক্ষণে ক্ষণে জমলো যবে
কালো মেঘের দল,
যেমনি করে ছিল মোদের
চক্ষু টলমল।
ক্ষণে ক্ষণে বাড়লো বেলা
আকাশ নিকষ কালো,
এক লহমার ছোট্ট ভুলে
সর্বনাশা ঝড় এলো।
সাঁঝবাতিটা নিভে গেলে
দুয়ার নিকষ কালো,
মনের বাগান শূন্য করে
সন্ধ্যা প্রদীপ জ্বালো?
বৃষ্টি হয়ে ঝড়লো যবে
দুঃখ মেঘের দল,
হাজার বছর জমে থাকা
বেদনার অশ্রু জল?
শেষ ফোঁটাটা ঝরিয়ে কভু
শুকোয় যদি আঁখি,
জেনো সেদিন যাবে নিভে
মিথ্যে সাঁঝবাতি।
রচনাকালঃ ০২ সেপ্টেম্বর, ২০১৪
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর হয়েছে
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। বোকা মানুষের ব্লগে স্বাগতম।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০
রিগ্যান বৈদ্য বলেছেন: ভালো লাগলো
Regun.Online
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর লিখেছে। ভালোবাসা রইলো
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালবাসা রইলো....
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১
আতোয়ার রহমান বাংলা বলেছেন:
পড়তে ভালো লাগছে
ধন্যবাদ
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাদের ভাল লাগলো জেনে খুশি হলাম।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে, কিছু কিছু জায়গায় ছন্দটা একটা আটকে যাচ্ছে বলে মন হল আর কিছু বানান হয়তো ঠিক করতে হবে।
-
আকাশ
সাঁঝবাতি
ক্ষীণ
ক্ষণ
শূন্য
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বানানগুলো ঠিক করে দিয়েছি। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুখিঃত। আর ছন্দের ব্যাপারে একটা লাইনে ঝামেলা আছে, বাকীটা ধরতে পারছি না। যদি সুনির্দিষ্ট করে লাইনগুলো ধরিয়ে দিতেন, তবে উপকৃত হতাম।
অনেক ধন্যবাদ আপনার এই পরামর্শমূলক মন্তব্যের জন্য। ভাল থাকুন সবসময়।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেশকিছু জায়গায় শব্দ পরিবর্তন করেছি। এখন কেমন হয়েছে জানাবেন প্লিজ।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সর্বদা।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবি হওয়ার লক্ষণ সুবিধের মনে হচ্ছে না'
কবিতা ভালো লিখেছেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: যেহেতু কবিতাখানি অতীতে লিখিত, সেহেতু ঘটনার ঘনঘটা থাকিলেও থাকিতে পারে। কবি এ বিষয়ে বড়ই নীরব
বহুদিন মহারাণীর কেচ্ছা লেখা হয় না
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
অব্যক্ত কাব্য বলেছেন: বেশ ভালো
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। বোকা মানুষের ব্লগে স্বাগতম।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: ৭ নং মন্তব্যকারীর সাথে একমত।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিও সহমত।
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো বিশাল একটা মানুষ এমন সুন্দর কবিতা লিখছেন এটাই তো বেশী, বানানে কিইবা আসে যায়?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিশালতার পরিমাপ কি দেহ বিবেচনায়?
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
সোহানী বলেছেন: অনেকদির পর মনে হয় কবিতা লিখলা...........
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নাহ, অনেক দিন কবিতা লেখা হয় না। এটা ২০১৪ সালের লেখা; তবে হ্যাঁ অনেক দিন পর কবিতা পোস্ট করা হল। আসলে জীবনের যাতাকলে কবিতারা সব হারিয়ে যাচ্ছে।
১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
নাসরীন খান বলেছেন: ভাল লাগল।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকা হোক সবসময়।
১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বোকা মানুষের কবিতাগুলো কিন্তু খুবই সুন্দর।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকা হোক সবসময়।
১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বেশ ভাল
বেশ ভালো
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৬
আরোগ্য বলেছেন: দারুণ
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।
১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: ছন্দ কোথাও কোথাও আটকে গেলেও মন ভারাক্রান্ত হলো আপনার কবিতা পড়ে । বহুদিন পর ব্লগে এলেন ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। হ্যাঁ, অনেকদিন পর ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করছি।
১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪
অভিজিৎ দাস বলেছেন: সুন্দর লিখেছেন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
ইয়াকুব আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ইয়াকুব আহসান।
২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট প্যারায় এসে বিষাদ জমে উঠলো।
ভালো লাগলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, কেমন আছেন?
ভাল থাকা হোক সবসময়।
২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই অনুরাগের বহিঃপ্রকাশ!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনুরাগের বহিঃপ্রকাশ! হয়ত..
২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০
সুমন কর বলেছেন: কেমন আছো, বন্ধু? ভালো হয়েছে। +।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই তো আছিই ভালোই। ব্যস্ততা কাটিয়ে ফেরার চেষ্টা করছি প্রিয় সামুর আঙিনায়।
২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ চমৎকার! সুখপাঠ্য!
দুয়ার নিকষ কালো আর আকাশ নিকষ কালো ৩ লাইন পরেই ঘুরে এসেছে। অন্য কিছু দিয়ে বদলে দেয়া যায়না অন্ত্যঃমিলটা?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, মনমত শব্দ পেলেই বদলে দেব।
২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯
ইব্রাহীম আই কে বলেছেন: শুরুটা বেশি ভালো লেগেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমারও শুরুটা বেশী পছন্দের; মূলত ঐ লাইন চারটি প্রথম মাথায় এসেছিল। আর সেখান হতেই এই কবিতার জন্ম।
২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
বাকপ্রবাস বলেছেন: যেমনটা ভেবেছিলাম তেমনটাই চেন্জ এনেছেন, আমার কমেন্ট টা পজেটিভলি নেবার জন্য আন্তরিক ধন্যবাদ। একটা শব্দ আমার কাছে পড়তে একটু লাগছে, অন্যদের বেলায় সেটা নাও হতে পারে, সেটা হল
সর্বনাশা ঝড় এলো। সর্বনাশাটা বাদ দিয়ে ঝড় এলো, ঝড় এলো এমন বাঁধাহিন শব্দ হলে একটু যে ধাক্কা লাগছে সর্বনাশায় সেটা এড়িয়ে যাওয়া যায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় বাকপ্রবাশ।
Think Positive, Make Positive
২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯
ইয়াকুব আহসান বলেছেন: অসাধারণ হয়েছে। ভালো লাগা রেখে গেলাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
মনিরা সুলতানা বলেছেন: দারুন !!
কিউট , মিস্টি , আদর লেখা হয়েছে ভাইয়া !
অনেক ভালোলাগা !!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মনটা একরাশ ভালোলাগায় ছেয়ে গেল এত মিস্টি একটা মন্তব্য পেয়ে।
ধন্যবাদ আপু, ভাল থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ।
২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩
আবু মুহাম্মদ বলেছেন: খুব সুন্দর হয়েছে
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই।
৩০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে। কবিতার আবেদন হৃদয়স্পর্শী হয়েছে। আর ছন্দও ভাল হয়েছে।
কবিতায় ৮ম প্লাস + +
৯ নং মন্তব্যটা কিসের যেন ইঙ্গিত দিচ্ছে!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা...
ইশারা ইংগিত বুঝিনে
সব বলেছি কথনে
কিছুই নেই গোপনে
রাখিতে হইবে স্মরণে।
হুট করে আজ চোখে পড়লো মন্তব্যটি, বিলম্ব প্রতিত্তোরে ক্ষমাপ্রার্থনা রইলো।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: বেশ ভালো।