নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

মায়া নগরী "মুম্বাই" এক ঝলক - মুম্বাই দর্শন ২০১৬ (দ্বিতীয় পর্ব)

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫


পড়ন্ত বিকেলে মুম্বাই চৌপত্তি


বান্দ্রা-বারেলি সি-লিংক


মুম্বাই নগরীর একটি মসজিদ


বিখ্যাত তাজ প্যালেস হোটেল

হোটেলে চেকইন করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম, সারারাত বাস জার্নি করে গোয়া থেকে মুম্বাই এসেছি, তারপর হোটেল খুঁজে পেতে চরম বিড়ম্বনার শিকার, সেই গল্প আগের পর্বে করেছি। তাই দুপুরের আগের সময়টা হোটেলের রুমে ঘুমিয়েই কাটিয়ে দেয়ার মনস্থির করলাম আমরা। এমনিতেও “মুম্বাই দর্শন” এর বাস সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে যাত্রা শুরু করে। আমাদের পরিকল্পনা ছিল পরের দিন বাসে করে মুম্বাই দর্শন করা। তাই আজকে নিজেরা নিজেদের মত করে ঘুরে দেখার প্ল্যান। দুপুর নাগাদ ঘুম থেকে উঠে লাঞ্চ করে নিলাম এক মুসলিম হোটেলে, সেই লেভেলের খাবার দাবার এর সাথে সেই রকম কম দাম!


আরব সাগর হতে দেখা "গেট অফ ইন্ডিয়া" এবং "হোটেল তাজ প্যালেস"


মুম্বাই এর রাজপথ


মেরিন ড্রাইভ মুম্বাই


সাইফি হসপিটাল, গিরগাও


মুম্বাই তাজ হোটেল হামলায় নিহত পুলিশ সদস্য "তুকারাম অম্বলে" এর ম্যুরাল, চওপত্তি, মুম্বাই


হোটেল হতে জেনে নিলাম আমরা হেঁটে হেঁটে বা অটো রিকশা করে কি কি ঘুরে দেখতে পারি। কিছুটা ধারনা নিয়ে রওনা হলাম। আসলে আমাদের সেবারের ট্যুর এর মূল গন্তব্য ছিল কেরালা; সেখানে নয়দিনের ট্যুর শেষ করে আমরা গোয়ায় দুই রাত আর মুম্বাই এ একরাত থাকার প্ল্যান করে গিয়েছিলাম। মুম্বাই হতেই ফিরতি বিমান ধরার প্ল্যান ছিল। যাই হোক হোটেল হতে বের হয়ে আমরা ফুটপাথ ধরে হাঁটতে লাগলাম মায়া নগরী মুম্বাই এর পথে, উদ্দেশ্য চওপত্তি। এই চওপত্তি হল মুম্বাই এর অন্যতম পাবলিক বিচ এরিয়া। এখানেই প্রতি বছর “গনেশ বিসর্জন” উৎসব হয়। সারা বছর এখানে লোকজনের সমাগম লেগেই থাকে। সন্ধ্যের আগে পরে মানুষ অবসর যাপনের জন্য ভিড় করে এই চওপত্তি’তে। বিখ্যাত মুম্বাই এর স্ট্রিট ফুড পাওভাজি, বারাপাও, ভেলপুরি, রাগদা পেটিস ইত্যাদির সাথে আরব সাগরের নোনা বাতাসে সন্ধ্যের আগের সময়টা উপভোগ্য হয় নিঃসন্দেহে।









প্রায় ঘন্টাখানেক হেঁটে আমরা এক সময় পৌঁছে গেলাম বিখ্যাত চওপত্তি’তে। এর পর সেখানে বেশ কিছুটা সময় থেকে লোকাল বাসে করে চলে গেলাম বিখ্যাত “গেট অফ ইন্ডিয়া” প্রাঙ্গণে। লোকে লোকারণ্য ইন্ডিয়া গেট এলাকা হতে আরব সাগের ভ্রমণের জন্য রয়েছে জেটিঘাট। আর এই স্থানেই কিন্তু মুম্বাই এর বিখ্যাত এবং আলোচিত আবাসিক হোটেল “তাজ প্যালেস”। আমরা এই গেট অফ ইন্ডিয়া হতে বোটে করে আরব সাগরে ঘন্টাখানেকের একটা বোট ট্রিপ করে যখন ফিরলাম তখন সূর্য প্রায় অস্ত যায় যায় অবস্থা। এরপর গেট অফ ইন্ডিয়া’র প্রাঙ্গণে অনেকটা সময় বসে চলল আড্ডাবাজি। একসময় সেখান হতে উঠে চেখে দেখলাম স্ট্রিটফুড, সাথে টুকটাক কেনাকাটা করে রাত নয়টার পরে ফিরে এলাম হোটেলে। এরপর রাতের ডিনার করে যার যার রুমে চলে এলাম। ব্যাগ গুছিয়ে ঘুমাতে যেতে হবে দীর্ঘ ষোল দিনের ভারত ভ্রমণ এর শেষ দিন ছিল পরের দিনটি। সারাদিন মুম্বাই দর্শন করে রাতে চলে যাব এয়ারপোর্ট এ, ভোররাতে যে ফিরতি ফ্লাইট ঢাকার পানে। সেও এক বিশাল গল্প, হবে না হয় সামনের পর্বে।

এদিনের গল্প কম, ছবি ছিল অনেক, আসুন কিছু ছবি দেখিঃ

ভ্রমণকালঃ মার্চ, ২০১৬















মুম্বাই সিরিজের আগের পর্বঃ মুম্বাই বিড়ম্বনা - মুম্বাই দর্শন ২০১৬ (প্রথম পর্ব)

আগের ভারত ভ্রমণের সিরিজগুলোঃ
কাশ্মীর ভ্রমণ সিরিজ-২০১৫
দিল্লি-সিমলা-মানালি সিরিজ-২০১৫
কেরালা ভ্রমণ সিরিজ-২০১৬
গোয়া ভ্রমণ সিরিজ-২০১৬

কম খরচে ভারত ভ্রমণ সিরিজঃ
(১) দিল্লী-হিল্লি (নিজে নিজে ঘুরে আসুন অল্প খরচে সমগ্র দিল্লী)
(২) কাশ্মীর ভ্রমণ পরিকল্পনা এবং বাজেট (একটি অপূর্ণাঙ্গ পোস্ট ;) :P )
(৩) এবার চলুন সিমলা (ঘুরে আসি কম খরচে)
(৪) চল যাই মানালি... (কম খরচে ঘোরাঘুরি) :)
(৫) এবার ঘুরে আসা যাক গোল্ডেন ট্রায়াঙ্গেল (দিল্লী-আজমীর-জয়পুর-আগ্রা) (কম খরচে ঘোরাঘুরি - পর্ব ০৫) :)
(৬) পনেরো হাজার টাকায় গোয়া ভ্রমণ!!! স্বপ্ন নয়, বাস্তব... (কম খরচে ঘোরাঘুরি)
(৭) ৩২,০০০ টাকায় দিল্লী-সিমলা-মানালি-লেহ-শ্রীনগর-পাহেলগাও-গুলমার্গ-সোনমার্গ ভ্রমণ এর বাজেট-প্ল্যান (কম খরচে ভারত ঘোরাঘুরি)
(৮) মাত্র দুই দিন আর ৩,৫৫০ টাকায় ঘুরে আসুন হালের ক্রেজ মেঘালয়ের “সোনাংপেডেং” এবং “ক্রাংসুরি ফলস” - (কম খরচে ভারত ঘোরাঘুরি)

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

তারেক ফাহিম বলেছেন: ক্যাপশহীন ছবি কথা বলে না :(

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার সমস্যা হল, আমার ছবিতে ক্যাপশন থাকে না। :)

যাই হোক, কিছু ছবিতে ক্যাপশন জুড়ে দেয়ার চেষ্টা থাকবে।

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।
ভালো লাগলো ছবি গুলো।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

অতি সংক্ষেপে অনেক ভ্রমন হয়ে গেল :)

:)

+++++++++

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ ভাই, গল্পগুলো সব ভুলে যাচ্ছি। দ্রুত লিখে ফেলতে হবে। :)

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

মনিরা সুলতানা বলেছেন: মুম্বাই অনেক আপন শহর -
পরিবেশ মানুষ খাবার সবকিছুতে।
চমৎকার সব ছবি ভাইয়া।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কথা সত্য আপা, এজন্যই তারা বলে, "আমচি মুম্বাই"। কিন্তু সমস্যা হল প্রায়শই বাংলাদেশী পর্যটকদের নানান অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়তে হয়।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

হাবিব বলেছেন: খুব সুন্দর

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ স্যার জি...

৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩১

ম্যাড ফর সামু বলেছেন: চমৎকার ছবি সহযোগে মুম্বাই ভ্রমণ বেশ ভালই হলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভ্রমণব্লগ পোষ্ট করার জন্য। আপনার অন্যান্য পোষ্টগুলিও দেখলাম ভ্রমণ সংক্রান্তই। সবসময় কি বেড়ানোর উপ্রেই থাকেন, নাকি এ সেক্টরে চাকুরী করেন। যাই হোক আপনার জীবনটা বেশ আকর্ষণীয় যা সদাই আমার কল্পনা।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, সরি বোন। পেশায় আমি হিসাবের কেরানী, আরাম আয়েশি ভাবে ঘুরে বেড়াতে ভাল লাগে আর সেই ভ্রমণ গল্প ব্লগে লিখতে পছন্দ করি। আগে, মাঝে মধ্যে অন্য কিছুও লেখা হত, ইদানীং ব্লগে অনিয়মিত। তবে, ইদানীং অনলাইন বেইজড একটি ট্রাভেল এজেন্সি দাড় করানোর চেষ্টা করছি।

ভালো থাকুন সবসময়।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: সুন্দর লাগলো ।++

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: মুম্বাইয়ের ছবি অনেক ভালো লাগল। ধন্যবাদ

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

জুন বলেছেন: বোকা মানুষ অনেক অনেক দিন পর ব্লগে আসলেন মনে হয় । আগের মত সেই সরব পদচারনা চোখে পরে না ।
সুন্দর প্রাঞ্জল লেখনীর সাথে ঘুরে আসলাম মুম্বাই এর গেট অফ ইন্ডিয়া আর চত্তপত্তি আর সেই সাথে বারাপাও আর ভেলপুরির স্বাদও নিলাম :)
+

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সত্যি কথা হল আপা, আমি বড্ড অলস হয়ে গেছি। এটাই অনুপস্থিতির মূল কারণ।

ধন্যবাদ আপু। চেষ্টা করছি নিয়মিত ব্লগে থাকার, এবার সত্যি সত্যি চেষ্টা করছি। :)

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩

সোহানী বলেছেন: অনেকদিন পর দোস্ত ব্লগারকে পেলাম। আপনার ব্যাস্ততা আর কতিনি চলবে?? দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন চলেই যাচ্ছে...........

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্যস্ততাকে পাথর চাপা দিয়ে এবার ফিরে আসবই...

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭

জনৈক অচম ভুত বলেছেন: বিনা খরচে আমাকে মুম্বাই ঘুরিয়ে নিয়ে আসার জন্য ধন্যবাদ। :#)

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তা হবে না, তা হবে না। সার্ভিস চার্জ দিয়ে যাবেন। বিনা খরচে কিছু পাওয়া যায় নাকি? ;)

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

আমি তুমি আমরা বলেছেন: ভালই লাগল। শেষের দিকের ছবিগুলোতে ক্যাপশান যোগ করতে পারেন।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই। আসলে ক্যাপশান দিতে গেলেই আমার কেন জানি ক্লান্তি আর বিরক্তি লাগে, প্রচণ্ড অনীহা এই কাজে :( :( :(

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

আখেনাটেন বলেছেন: অসাধারণ ছবি। কোন ক্যামেরাই তোলা এগুলো নাকি মোবাইলে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুপ্রিয়, ছবিগুলো সাধারণ ক্যামেরায় তোলা।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ১০:০৩

নয়া পাঠক বলেছেন: বাহ বাহ মানুষ টাকা পয়সা খরচ করে যায় ভ্রমণের মজা লুটতে আর আপনি ফ্রিতেই সব বিলিয়ে দিলেন, ব্রাভো ম্যান ব্রাভো!

১ম পর্বের ছবি এবং ২য় পর্বের বর্ণনা সুন্দর একটি কাল্পনিক ভ্রমণ ফুল ফ্রী!

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা... আমি ভ্রমণে বের হই ভ্রমণ ব্লগ লিখবো বলে।

ধন্যবাদ ভ্রাতা, সময় করে পাঠ এবং মন্তব্য করার জন্য।

ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.