নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

একজন ডাইহার্ড পর্যটকের অকপট স্বীকারোক্তি :-P :P :-B

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২



সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম খুব আশা নিয়ে, সিংহ দেখবো বলে। দূর থেকে সিংহের গর্জন আর চা বাগানের ঝোপে সিংহের কয়েকগোছা কেশ দেখে ব্যর্থ ভারাক্রান্ত মনে ফিরে এলাম বাসায়। মনের দুক্ষু ভোলাতে নেপাল গেলাম কয়েকটা দিন নেপালের সৈকতে নীলজলে পা ভিজিয়ে মনটাকে সান্ত্বনা দিতে। কিন্তু অবুঝ মন বুঝলো না। ভাবলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাই, শীতে অতিথি পাখি এসেছে; এবার বেশী এসেছে পেঙ্গুইন। নীল আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে পেঙ্গুইন। এখনো যাওয়া হই নাই, তাই দ্রুত দেখে এলাম। কিন্তু ভবঘুরে এই মন কেমন বিষন্ন হয়ে রইলো। এর মাঝে চলে এলো ঈদ, কেনাকাটা করতে গেলাম কক্সবাজার, জামা কাপড় তেমন পছন্দ না হওয়ায় মৌলভীবাজার গিয়ে কিছু কেনাকাটা করে এলাম। এরপর ঈদে কোথায় যাওয়া যায়, ভাবতেই মনে পড়ে গেল বহু দিনের সুপ্ত ইচ্ছেটা। ঈদের ছুটিতে ঘুরে দেখলাম নিউ মার্কেট, গাউছিয়া আর এলিফ্যান্ট রোডের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো, ভালোই লাগলো। এবার ভাবছি দার্জিলিং বা সিকিম গিয়ে কয়েকটা দিন ডেজার্ট সাফারির স্বাদ নিয়ে আসি। কিন্তু বিধিবাম, সব প্ল্যান ভেস্তে গেল। ভাবছি সামনের শুক্রবার লালবাগ কেল্লার পরী বিবির মাজারের ওরস শরীফ এ গিয়ে সবুজ চাদর চড়িয়ে আসবো। অনেক মানুষের সমাগম নাকি হয় এই ওরসে, মন কামনা পূর্ণ হয়। দেখা যাক আমার মন কামনা পূর্ণ হয় কি না। খুব ইচ্ছা, নোয়াখালী গিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটা দেখে আসা। দোয়া করবেন আমার জন্য, আমার এই অবাক ভ্রমণ যেন থেমে না যায়।

ঘুরতে থাকুক, মাথার উপর দিয়ে...

....HAPPY NEW YEAR...

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ে তো আমার মাথাও ঘুরছে! :)

০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা। =p~ =p~ =p~

কেমন আছেন ভাইয়া? আশা করি ভালো। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৬

মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া ঘুরাঘুরি শেষ হলে রিভিউ দিয়েন, আমি ও ঘুরান্টি দিতে যাবো।
বাই দ্যা ওয়ে আপনাকে পরপর কয়েকদিন ব্লগে দেখে ভাল্লাগসে।

হ্যাপ্পি নিউ ইয়ার বোমা ভাই :)

০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: উঁহু, এইসব এক্সট্রিম ট্রিপ এর কোন রিভিউ হয়না। আগে হলে টেলিফিল্ম বা মুভি বানাতাম; এখন ভাবছি ওয়েব সিরিজ বানায় ফেলবো =p~ =p~ =p~

ইংরেজী নববর্ষের বকেয়া শুভেচ্ছা রইলো। ভালো কাটুক নতুন বছর, ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৪

জটিল ভাই বলেছেন:
পোস্টটা আরেকটু বড় হলেইতো সারাবাংলা ঘুরা হয়ে যেতো। জটিলবাদ জানবেন।

০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুস্বাদু জিনিস অল্প খাইতে হয় ভ্রাতা...

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানবেন। ভালো কাটুক সারাটি বছর।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: এবার তেলি বাড়ির রাক্ষুসে বটের তলে বসে একটু জিরিয়ে নিন, বাকী পথটা আমিই না হয় সঙ্গ দেবো :-B

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তেলি বাড়ির গুগল ম্যাপ পজিশনিংটা দিলে এখনই রওনা দিতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.