নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

৯...৯...৯ !!! নয়ে !!! নয় !!! (বর্ষপূর্তি পোস্ট)

১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৭

৯৯৯ দেখে কেউ ডায়াল করে দিয়েন না যেন। দেখতে দেখতে ০৯টি বছর পার করে দিলাম সামু মামুর কোলে!!!! ;) :P
=p~ =p~ =p~



ইচ্ছে ছিলো এইবার অনেক বছর পর গুছিয়ে ভালো একটা বর্ষপূর্তি পোস্ট দিবো। কড়া একটা সমালোচনা থাকবে মামুর ব্যাটা সামু'কে নিয়ে। তার সাথে নিজের ব্লগীয় পোস্ট এর কিছু ব্যবচ্ছেদ। কিন্তু ঠিক নয় বছর যেদিন পূর্ণ হল, সেদিনই আমার বড় খালা মারা গেলেন। আজকের পোস্টটি মোবাইল হতে লিখছি, ডেস্কটপ এ বসতে ইচ্ছে করছে না। তবে সমালোচনা আর ব্যবচ্ছেদ এর পোস্ট বকেয়া রইলো।

এই নয় বছরের পথচলা কেমন ছিল এটা নিয়েও একটা পোস্ট দিবো শীঘ্রই। অনেক অনেক অদেখা কিন্তু খুব আপন, কাছের মনে হওয়া অনেকগুলো মানুষও পেয়েছিলাম। তাদের নিয়েও পোস্ট বকেয়া রইলো।

আজকের পোস্ট এর শিরোনাম ৯৯৯ হওয়ার কারন নয় বছর পূর্তিতে নয়টি করে ব্লগীয় তথ্য, পাঠকের পছন্দের পোস্ট এবং বোকা মানুষের নিজের পছন্দের পোস্ট তুলে ধরা। আসুন শুরু করা যাক:

৯৯৯ বর্ষপূর্তি পোস্ট:

(১) এক বছরে সর্বাধিক পোস্ট ২০১৪ সালে ১২১টা
(২) এক বছরে সর্বনিম্ন পোস্ট ২০২০ সালে ৩টা
(৩) এক মাসে সর্বাধিক পোস্ট মার্চ ২০১৩ তে ২০টা

(৪) সর্বাধিক পঠিত আয়কর এবং এই সম্পর্কিত জানা কিছু বিষয় শখের বশে শেয়ার করা
(৫) সর্বাধিক লাইক কাশ্মীর ভ্রমণ পরিকল্পনা এবং বাজেট (একটি অপূর্ণাঙ্গ পোস্ট)
(৬) সর্বাধিক মন্তব্য তিন বছর পূর্তিতে লাইভ সাক্ষাৎকার (রেডিও নিজের ঢোল নিজে ফাটাও 420.00 FM থেকে সরাসরি সম্প্রচারিত)

(৭) প্রথম পোস্ট দায়ী নিউটনের ৩য় সুত্র
(৮) প্রথম প্রাপ্ত কমেন্ট বোকামন
(৯) প্রথম প্রাপ্ত লাইক নস্টালজিক

=================== *** সকল বিষয়ভিত্তিক প্রথম পোস্ট ***===================

(১) প্রথম গল্প ভাইভা - ক্ষণিকের ভালবাসা নাকি ভাললাগা
(২) প্রথম কবিতা ছেঁড়া স্বপ্নেই্ স্বপ্ন বুনি
(৩) প্রথম ধারাবাহিক গল্প রন্তু'র কালো আকাশ (ছোট গল্প)
(৪) প্রথম সিরিজ পোস্ট Never Underestimate Anybody: জীবন থেকে নেয়া একগুচ্ছ প্রেরণার গল্প (সূচনা পর্ব - গল্প ০১)
(৫) প্রথম গদ্যকথা হৃদয়ের অর্থহীন কথোপকথন
(৬) প্রথম স্মৃতিচারণ বদলে গেছে আমার প্রিয় ঈদ।
(৭) প্রথম ভ্রমণ কাহিনী জোছনায় সুন্দরবনঃ নৈসর্গিক......অপার্থিব......
(৮) প্রথম ফিচার বিশ্বের সেরা পাঁচটি জিভে জল আনা ফাস্ট ফুড চেইনের গল্প।
(৯) প্রথম সমসাময়িক বিকাশের মুক্তি এবং একটি complianceএর গল্প।


====================== *** বোকা মানুষের পছন্দ ***======================

(১) পছন্দের গল্প ঝড়ের শেষে (গল্প)
(২) পছন্দের কবিতা খুব বেশি সাদামাটা
(৩) পছন্দের ধারাবাহিক গল্প মহারাণীর কেচ্ছা (ছোট গল্প) (এই লিংকে সবকয়টা পর্বের লিংক দেয়া আছে)
(৪) পছন্দের সিরিজ পোস্ট আহা জীবন (অনুগল্প) (গান-গল্প ০১)
(৫) পছন্দের গদ্যকথা হৃদয়ের অর্থহীন কথোপকথন
(৬) পছন্দের স্মৃতিচারণ আমার বৃষ্টি বিলাস
(৭) পছন্দের ভ্রমণ কাহিনী সন্দীপ-হাতিয়া-নিঝুম দ্বীপ-মনপুরা (এই লিংকে সবকয়টা পর্বের লিংক দেয়া আছে)
(৮) পছন্দের ফিচার ভ্রমণের অষ্টকাহন (একটি ভ্রমণ পরিকল্পনা সহায়িকা'র মেগা পোস্ট - Must Read, Otherwise Something You Missed)
(৯) পছন্দের সমসাময়িক ঢাকার আঁতুড়ঘর এর শেকড়ের গভীরে - পুরাতন ঢাকার ঘিঞ্জি রাস্তাঘাট এর পেছনের গল্প। (এই পোস্টটি লেখার ৩ দিন পরই পুরাতন ঢাকার চুড়িহাট্টায় স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়)


====================== *** পাঠকের পছন্দ ***======================

পছন্দের গল্প বেলাশেষে
পছন্দের কবিতা "মা"কে নিয়ে রচিত ভিন্ন রকমের দুটি প্রিয় কবিতা
পছন্দের ধারাবাহিক গল্প রন্তু'র কালো আকাশ
পছন্দের সিরিজ পোস্ট পালামৌ – সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় (ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই – ০৫)
পছন্দের গদ্যকথা হৃদয়ের অর্থহীন কথোপকথন
পছন্দের স্মৃতিচারণ আমার স্মৃতিবেলা - বিজয় দিবসের যাপিত দিনগুলো
পছন্দের ভ্রমণ কাহিনী সন্দ্বীপ (প্রথমাংশ) - (জার্নি টু আওয়ার সুইট সেভেন ডটার অব সী - ফার্স্ট ফেইজ)
পছন্দের ফিচার দেশী ফলের সাতকাহন
পছন্দের সমসাময়িক চকবাজারের ইফতার, ঐতিহ্য-বাস্তবতা-অপপ্রচার এবং কিছু প্রাসঙ্গিক আলোচনা।

পাঠকের পছন্দ পঠিত সংখ্যার ভিত্তিতে নির্ধারিত

============ *** বিগত বছরগুলোতে করা বর্ষপূর্তি পোস্ট (মাত্র ৩টা!!!) ***============

২০১৪: বর্ষ শেষের ঝরা পাতা (বর্ষপূর্তিতে শততম পোস্ট)
২০১৬: তিন বছর পূর্তিতে লাইভ সাক্ষাৎকার (রেডিও নিজের ঢোল নিজে ফাটাও 420.00 FM থেকে সরাসরি সম্প্রচারিত)
২০২১: ৮ বছর!

=================*** আরও কিছু পাঠক প্রিয় পোস্ট***=================
================= কমপক্ষে ২,০০০ (প্রায়) বার পঠিত ভিত্তিতে=================


ফিচার:
(০১) দেশী ফলের সাতকাহন
(০২) ঢাকার পাড়া-মহল্লার নামের ঠিকুজী (মেগা পোস্ট)
(০৩) ফিরে দেখা - ঢাকার প্রথম ১০টি সিনেমা হল
(০৪) বাংলা ফোক গানের আদি তারকারা - (মেগাপোস্ট)
(০৫) ফুটবল বিশ্বকাপের "মাসকট"নামা
(০৬) ‘পঞ্চ ইন্দ্রিয়’র সংযমে ‘ষড়রিপু’র দমন – মাহে রমজানের শিক্ষা এবং বাস্তবতা
(০৭) এক ডজন গান নিয়ে ফান – লিরিকস নিয়ে রঙ, একটুখানি ঢঙ্গ। (গীতিকাব্য প্যারোডী - পর্ব ১)
(০৮) খাদ্য পাত্র, ফুড গ্রেড প্লাস্টিক এবং স্বাস্থ্যঝুঁকি - কতটুকু সচেতন আমরা?
(০৯) বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ এবং বর্তমান উদযাপন (সংক্ষিপ্ত পর্যালোচনা)
(১০) পুরাতন ঢাকার ইফতারের ইতিবৃত্ত
(১১) ঢাকার প্রত্নতত্ত্ব, ঢাকার ইতিহাস, ঢাকার ঐতিহ্য – ভার্চুয়াল ট্র্যাভেলীং টু আরকিওলজিক্যাল সাইটস অফ ঢাকা (প্রথম পর্ব)

ভ্রমণ কাহিনী
(০১) কন্যাকুমারী দর্শন (ট্রিপ টু কেরালা ২০১৬) (পর্ব ১২)
(০২) মানালি-কুলু-মানিকারান (সিমলা-মানালি-রোহটাং পাস ভ্রমণ ২০১৫)
(০৩) সিমলা টু মানালি ভায়া পানদোহ লেক (সিমলা-মানালি-রোহটাং পাস ভ্রমণ ২০১৫
(০৪) "ভাগ্যকুল জমিদার বাড়ী" যেখানে যেতে যেতে রাত হয়ে যায় (বাংলার জমিদার বাড়ী - পর্ব ১৮)
(০৫) সিমলা - কুফরি-ফাগু ((সিমলা-মানালি-রোহটাং পাস ভ্রমণ ২০১৫)
(০৬) কাশ্মীরে কেনাকাটা (কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫)
(০৭) শ্রীনগর এর দুই বিস্ময় - নাগিন এবং ডাল লেক (মিশন কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫)
(০৮)অবশেষে পৌঁছলুম পাহেলগাও!!! (মিশন কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫)
(০৯) মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি
(১০) চন্দ্রনাথ মন্দির – সীতাকুণ্ড পাহাড়, আর আমার সেইরাম একটা আছাড়!!!
(১১) বিছানাকান্দি'র বিছানায়
(১২) স্বপ্নের ‘সাজেক ভ্যালী’ (তিন দিনে তিন পার্বত্যজেলা ভ্রমণ – পর্ব ০১)
(১৩) "বাংলার জমিদার বাড়ী" - পর্ব ২ (পাকুটিয়া জমিদার বাড়ি)
(১৪) "বাংলার জমিদার বাড়ী" - পর্ব ১ (বালিয়াটি জমিদার বাড়ি)

ভ্রমণ সহায়িকা
(০১) কাশ্মীর ভ্রমণ পরিকল্পনা এবং বাজেট (একটি অপূর্ণাঙ্গ পোস্ট)
(০২) পনেরো হাজার টাকায় গোয়া ভ্রমণ!!! স্বপ্ন নয়, বাস্তব... (কম খরচে ঘোরাঘুরি)
(০৩) চল যাই মানালি... (কম খরচে ঘোরাঘুরি)
(০৪) দিল্লী-হিল্লি (নিজে নিজে ঘুরে আসুন অল্প খরচে সমগ্র দিল্লী)
(০৫) বর্ষাতে বেড়াই বৃহত্তর সিলেট (সিলেট বিভাগের সকল আকর্ষণীয় এবং আলোচিত পর্যটন কেন্দ্রের সার সংক্ষেপ)
(০৬) ঈদ ভ্রমণ প্যাকেজ (বিনে পয়সায় সামু ব্লগারদের জন্য স্পেশাল ভ্রমণ প্যাকেজ)
(০৭) ঘুরে আসুন কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
(০৮) অ্যা শর্ট নোট অব বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চল (জাতীয় উদ্যান)
(০৯) বাংলাদেশের ডজন দেড়েক সমুদ্র সৈকত (মেগা পোস্ট)
(১০) ঢাকার জাদুঘর সমগ্র - (এক খণ্ডে ১৭টি জাদুঘরের আদ্যোপান্ত)

ছবিব্লগ
(০১) জলের দিনে জলের দেশের গল্প
(০২) বিরুলিয়া'র প্রাচীন স্থাপনাসমূহ - হতে পারতো আরেক 'পানাম নগরী'!!!
(০৩) বাংলার ঐতিহ্যে পিঠা (ছবি ব্লগ)

বিবিধ
(০১) অজানা সেই মেয়ের অজানা জেদ আর কঠোর পরিশ্রমের গল্প (Never Underestimate Anybody: জীবন থেকে নেয়া একগুচ্ছ প্রেরণার গল্প - ০৭)
(০২) একজন জিম করবেট – ভিন্ন মাত্রার এক মানবতাবাদী শিকারী।
(০৩) ভ্রমণ কাহিনী সমগ্র - অন্নদা শঙ্কর রায় (ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই - ০৭)
(০৪) চাঁদের পাহাড় - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই - ০৬)
(০৫) Never Underestimate Anybody: জীবন থেকে নেয়া একগুচ্ছ প্রেরণার গল্প - Dress Doesn't Matter... for Somebody... for Sometime... (গল্প ০৬)
(০৬) SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪)
(০৭) Never Underestimate Anybody: জীবন থেকে নেয়া একগুচ্ছ প্রেরণার গল্প (আত্মবিশ্বাসের গল্প - গল্প ০৪)

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভ্রাতা, কৃতজ্ঞতা জানবেন।

২| ১৭ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:১৮

ইসিয়াক বলেছেন: অভিনন্দন।

১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা রইলো।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৪

শেরজা তপন বলেছেন: চোখে পড়লেই আপনার লেখা পড়া হয়। ভাল লাগে বরাবরই
৯ বছর পূর্তিতে অভিনন্দন। লিখুন হাত খুলে নিয়মিত।

১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই। আগে যখন নিয়মিত ভ্রমণ সংকলন করতাম, তখন প্রতি মাসে আপনার ব্লগীয় উঠোনে গিয়ে সব পোস্ট পড়া হতো। আহারে... কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো!!!

বরাবরের মত সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইবে। ভালো থাকুন সবসময়।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩

ফারহানা শারমিন বলেছেন: অনেক অনেক শুভেচছা ও শুভ কামনা।

১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ফারহানা শারমিন। বোকা মানুষের ব্লগীয় উঠোনে স্বাগতম।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫

নজসু বলেছেন:



অনেক অনেক শুভেচ্ছা।
আরও শুভকামনা আপনার জন্য।

১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুজন থুক্কু নজসু। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা, ভালো থাকুন সবসময়।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন ও শুভকামনা।

৯৯৯ কাহিনী পড়লাম।

সুন্দর হোক জীবন, অনন্ত হোক ব্লগে পথ চলা।

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই মাইদুল সরকার। সাথে থাকার জন্য ভালবাসা এবং কৃতজ্ঞতা।

ভালো থাকুন সবসময়, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ ব্লগিং
অভিনন্দন

১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ছবি আপু।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: কি কি লিখছেন পড়ি নাই! তবে ৯ বছরের জন্য অভিনন্দন!

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।

আমার লেখা এত্তই পঁচা যে পড়লেনই না :((

৯| ১৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ৯ বছর পূর্তিতে অভিনন্দন। নিয়মিত লিখুন হাত খুলে লিখুন। শুভকামনা নিরন্তর।

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই। হাত না খুলেও লেখা যায় না কি?

১০| ১৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৩

শায়মা বলেছেন: মাত্র নয় হলো ভাইয়া???

আমি তো ভেবেছিলাম আরও বড় তুমি......
মনে হয় অনেকদিন আছো ব্লগে।

আজ দেখছি কেবল ৯।


অনেক অনেক শুভকামনা ৯ বছরের জন্মদিনে।

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "বয়স আমার বারো কি তেরো; আম্মু বলে সাড়ে আট" =p~

ধন্যবাদ আপু, দোয়া করবেন যেন অনেকদিন ব্লগে থাকতে পারি। ভালো থাকা হোক সবসময়।

১১| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০৮

শাহিন-৯৯ বলেছেন:


ভ্রমণ কাহিনীগুলো পড়ার জন্য প্রিয়তে নিয়ে রাখলাম।

আবারো ফিরে আসুন চিরচেনা রুপে, লিখুন।
শুভ কামনা নিরন্তর।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো। ভারত ভ্রমণের কাহিনীগুলো একসাথে পাবেনঃ বোকা মানুষের ভারত ভ্রমণ এর গল্পকথা

১২| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৮

জ্যাকেল বলেছেন: যাক, সময়ে অনেকেই এখন আপনার ব্লগিং স্টাইল সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবে।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জ্যাকেল সাহেব। ভালো থাকুন সবসময়। :)

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩০

মনিরা সুলতানা বলেছেন: বর্ষপূর্তি শুভেচ্ছা ভাইয়া !!
আপনার ভ্রমণ পোষ্ট সামুর সম্পদ !
আরও ঘুরুচ্চি হন আমাদের জন্য আরও লিখুন।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপু।

আমার ভ্রমণ পোষ্ট সামুর সম্পদ কি না জানি না; তবে আমার লেখাগুলো আমার জন্য, নিজের অমূল্য সম্পদ। আমি লিখি আমার জন্য, নিজের লেখা অনেককাল পরে পড়তে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হয় যা বলে বা লিখে বুঝানো যাবে না।

করোনা এসে তো আমার ঘোরাঘুরি'র বারোটা না, তেরোটা বাজায় দিছে :(

১৪| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০২

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা ।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। ভালো থাকুন সবসময়।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৮

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায়,




নয় বছর পূর্তির শুভেচ্ছা আর অভিনন্দন।
৯ নিয়ে যে নয়ছয় করলেন তাতে বোকা মানুষের মতোই বলি - আরও ৯৯৯ বছর ব্লগেই থাকুন।

২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

আমি এত্তা বোকা মানুষ, আমি কি লয়ছয় করতে পারি? =p~ =p~ =p~

ভালবাসা, কৃতজ্ঞতা এবং অশেষ শুভকামনা থাকে বোকা মানুষের পথচলায় বরাবরের মত উৎসাহ দেয়ার জন্য। ভালো থাকা হোক সবসময়।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১১

অপু তানভীর বলেছেন: নয় বছরের শুভেচ্ছা । আরও কতশত বছর সামনে অপেক্ষা করছে !

২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ অপু তানভীর ভাই। পোস্ট দিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, টানা তিনদিন খুব ব্যস্ত সময় পার করলাম। কতশত বছর, মৃত্যু কখন কড়া নাড়ে দুয়ারে তার নাই ঠিক। আসলে, ঠিক মিনিট পনেরো আগেই ভাবলছিলাম, আজকের পোস্টটি লিখেঃ ব্যাংক, অডিট এবং ট্যাক্স অথরিটি'র ট্রিপল ট্রিগার - তিনে মিলে এবার জমবে খেলা।; একাউন্টেন্সি আমার পেশা, ভ্রমণ আমার নেশা আর লেখালেখি আমার ভালবাসা। তাই যতদিন বেঁচে আছি শরীরে শক্তি থাকলে সময় সুযোগ পেলেই ভ্রমণ চলবে আর মস্তিষ্ক ছলনা না করলে লেখালেখি চলবেই; হয়তো বিরতি দিয়ে, মাঝে মাঝে হুট করে ডুব দিয়ে। :)

ভালো থাকবেন। সময় পেলেই আপনার গল্পবাড়ী'তে হাজির হবো। অনেকদিন টানা গল্প পড়া হয় না। আমার আবার সিনেমা দেখা, গল্প বই পড়া, ভ্রমণ অর্থাৎ শখের বিষয়গুলো টানা না করলে মজা পাওয়া হয় না।

আবারো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবারের ফেরত যাত্রায় নিয়মিত সাথে থাকার জন্য।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১৭

আমি তুমি আমরা বলেছেন: নবম বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহারাণী আর গানগল্প সিরিজ আবার শুরু হোক, সাথ চলতে থাকুক আপনার ভ্রমণের গল্প।

৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। কেমন আছেন? আশা করি ভালো।

খুব শীঘ্রই মহারাণীকে নিয়ে লিখবো, গানগল্লও একটা মাথায় ঘুরছে অনেকদিন ধরেই, দেখি লিখে ফেলতে পারি কি না।

ভালো থাকুন সবসময়।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:০৮

সোহানী বলেছেন: এক সময় ছিল যখন তোমার লিখা পড়ে দিন শুরু করতাম। বিশেষকরে অফিস যেতে যেতে গাড়িতে লিখাগুলো পড়তাম। অনেকটা অভ্যাসে পরিনত হয়েছিল। তারপর তুমি হঠাৎ উধাও। যাহোক, নিয়মিত হও আর আগের মতো চমৎকার লিখা দাও এ প্রত্যাশায়।

একজন সিনিয়র হিসেবে এ আমার আদেশ...................হাহাহাহাহা

৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সিনিয়র এর আদেশ শিরোধার্য, অবশ্য পালনীয় এবং চেষ্টা থাকবে তা পালন করার নিয়মিত। আসলে আমি হলাম নিজের মডে বন্দী একটা মানুষ। নিজের মুডে চালিত একজন খাপছাড়া মানুষ। তাই মাঝে মাঝে খুব লেখালেখি'তে সময় দেই, ব্লগে সময় দেই, আবার হুট করেই স্টপ হয়ে যাই। ২০২০-২০২১ দুইটা বছর করোনা এবং লকডাউন এ প্রায় অবসর সময় কাটিয়েছি; হাতে কোন কাজ ছিলো না; অথচ লেখালেখি করি নাই, ব্লগে সময় দেই নাই, একটা গুরুত্বপূর্ণ কোর্স বহুদিন ধরে ঝুলে আছে, সেটা শেষ করার জন্য এতটুকু পড়ালেখাও করি নাই। অথচ এখন একটু ব্যস্ততা থাকলেও এখন ব্লগিং এ মুড আছে, তাই নিয়মিত আছি। তবে যতটুকু পারি নিয়মিত থাকবো। ২০১৯-২০২১, এই ৩ বছরের মত অনিয়মিত হবো না আশা করি। তাই সপ্তাহে অন্তত একটা দিন যেন দোস্ত আমার লেখা পড়ে দিন শুরু করতে পারে সেই চেষ্টা থাকবে।

অনেক অনেক শুভাশিস, প্রতিটি দিন কাটুক আনন্দঘন, প্রতিটি ক্ষণ কাটুক সুন্দর।

সবশেষে, "আসসালামু আলাইকুম মুরুব্বী":P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.