নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

অবশেষে কুয়াকাটা (কুয়াকাটা ভ্রমণ - প্রথমাংশ)

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৮





শুরুর আগের গল্প
মাঝে মাঝে এমন কিছু অপূর্ণতা থাকে যা চাইলেই পূরণ হয়ে যায়, তারপরও কেন যেন সেই অপূর্ণতাগুলো পূর্ণতা পায় না। কলেজ পেরুনোর পর মনে সাধ জাগলো গারো পাহাড় বেড়াতে যাব; সেই লক্ষ্যে সদলবলে আজ থেকে প্রায় দুই যুগ আগে ময়মনসিংহ’র হালুয়াঘাট পর্যন্ত গিয়েও দলের বিরোধীতায় যাওয়া হয় নাই; যা আজও অপূর্ণ থেকে গেল। একইভাবে কক্সবাজার প্রথম বেড়াতে যাওয়ার পর সাধ জাগলো কুয়াকাটাও বেড়িয়ে আসবো; কিন্তু তখনকার জার্নি খুব ঝামেলার হওয়ায় তা আর বাস্তবে রূপ পায় নাই। কিন্তু এই ছোট্ট ভ্রমণ জীবনে শতাধিক ট্যুর দিয়েছি দেশের ভেতর; কিন্তু দুই যুগ পুরাতন সেই ইচ্ছেগুলো কখনো পূর্ণতা পায় নাই অজানা এক কারনে। তো গত দুই বছর করোনার কারনে ঘোরাঘুরি বন্ধ থাকার পর নভেম্বরের মাঝামাঝি সময় সুন্দরবন ভ্রমণ দিয়ে দীর্ঘ ত্রিশ মাসের বিরতি ভঙ্গ হলে পরে বাল্যবন্ধু মনা’কে বললাম কোন এক বৃহস্পতিবার সময় সুযোগ করে একদিনের জন্য কুয়াকাটা ঘুরে আসা যায় কি না। পরিকল্পনা এক রাতে রওনা দিয়ে পরেরদিন সারাদিন কুয়াকাটা বেড়িয়ে রাতের গাড়ীতে ব্যাক করা। কয়েকদিন পর এক মঙ্গলবার মনা ফোন দিল তার পেশাগত কাজে তাকে পিরোজপুর যেতে হবে; তাই দুদিন আগে রওনা দিলে আমরা কুয়াকাটা ঘুরে আসতে পারি। সেই কথা মোতাবেক ঠিক তার একদিন পর; বৃহস্পতিবার রাতে ব্যাগ গুছিয়ে মনা’র সাথে রওনা দিলাম ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে; উদ্দেশ্য বরিশালের লঞ্চে করে বরিশাল যাওয়া এবং সেখান হতে বাসে করে কুয়াকাটা। এরমধ্যে মনা জানালো তার এক কলিগও যুক্ত হচ্ছে আমাদের সাথে; কুয়াকাটা ভ্রমণ শেষে তারা চলে যাবে পিরোজপুর আর আমি ফিরে আসবো ঢাকা।

যাত্রা হল শুরু
প্ল্যান ছিল আমরা সন্ধ্যার পরপর ছয়টা নাগাদ রওনা হয়ে যাবো সদরঘাটের উদ্দেশ্যে। আগে থেকে কোন কেবিন বুক না করায় খোঁজাখুঁজি করেও কোন ক্যাবিন ম্যানেজ করা গেল না। দক্ষিণবঙ্গের লঞ্চ জার্নির পূর্বের অভিজ্ঞতায় অতিরিক্ত মানুষের ভিড় এর কথা চিন্তা করে আমি কিছুটা চিন্তিত ছিলাম; কারণ দিনটি ছিল বৃহস্পতিবার। আমি তৈরী হয়ে অপেক্ষায় থাকলাম, কিন্তু পারিবারিক ব্যস্ততায় মনা সাতটা নাগাদ পৌঁছলে পরে আমরা সদরঘাট যাত্রা করে সাড়ে সাতটা নাগাদ পৌঁছলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। প্রবেশ পথের মুখেই “পারাবাত ১০” লঞ্চটি দেখে উঠে পড়লাম খোঁজখবর করতে। উঠেই পেয়ে গেলাম একটা স্টাফ কেবিন, তেমন যুতসই না হলেও রাত কাটানোর জন্য চলে; এর সাথে সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ ইত্যাদির সুরক্ষারও একটা ব্যবস্থা হল। কেবিন এ ব্যাগ রেখে আমি আর মনা লঞ্চের দোতলার সম্মুখে গিয়ে অপেক্ষা করতে লাগলাম আমাদের দলের অপরজনা’র জন্য। আধঘন্টা পরে উনিও চলে এলেন; তারও পরে রাত নয়টা নাগাদ লঞ্চ ছেড়ে দিল বরিশাল এর উদ্দেশ্যে। আমি কেবিন এর ছোট্ট কুঠুরিতে ঢুকে পড়লাম; আর আমার অন্য দুই সাথী লঞ্চে ঘোরাঘুরি করে একসময় ফিরে এলে দশটা নাগাদ লঞ্চের হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে নিয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করতে করতে অনেক রাত পর্যন্ত জেগে রইলাম।

হয়তো দুই তিন ঘন্টা ঘুমিয়েছি; ভোর রাত চারটার দিকে মনা ডেকে তুললো বরিশাল লঞ্চঘাট চলে এসেছি। তখনো আকাশ অন্ধকার। আমাদের প্ল্যান ছিল লঞ্চঘাট হতে বরিশাল রূপাতলি বাসস্ট্যান্ড গিয়ে সেখান হতে কুয়াকাটার বাস ধরা। কিন্তু টার্মিনাল হতে বের হতেই দেখি নানান গন্তব্যের নানান বাস সেখানে দাঁড়িয়ে আছে; খোঁজ করে কুয়াকাটাগামী একটা বাসে উঠে পড়লাম আমরা তিনজন। লোকাল ইন্টারসিটি টাইপ বাস, ভাড়া নিল জনপ্রতি ২২০ টাকা করে। বরিশাল এর প্রায় সব লঞ্চ রাত নয়টার মধ্যেই ছেড়ে যায়। অথচ এই লঞ্চগুলো আরো পরে রওনা দিলেও পারে। কেননা শেষ রাতে বরিশাল পৌঁছে অনেককেই লঞ্চঘাটে ভোরের আলো ফোটার জন্য অপেক্ষা করতে হয়। অথচ রাত দশটা/এগারোটা নাগাদ ঢাকার সদরঘাট হতে রওনা দিলে সকাল ছয়টা’র পরে বরিশাল পৌঁছে সবাই অনায়াসে নিজ নিজ গন্তব্যে চলে যেতে পারে।


কুয়াকাটায় ফেলিলাম পা
প্রায় ঘণ্টাখানেক বাসে বসে থাকার পর ভোর সাড়ে পাঁচটার দিকে আমাদের বাসখানি রওনা হল কুয়াকাটার উদ্দেশ্যে। সারাটা পথ যাত্রী উঠানো নামানো করতে করতে সকাল সোয়া আটটা নাগাদ আমরা চলে এলাম কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায়। বাসের কন্ডাক্টর খুব ভাব নিয়ে আমার অপর পাশের এক যাত্রী দম্পতি’কে বলল, “দেখছেন, নির্ধারিত সময়ের চেয়ে আগে চলে এসেছি”। পরে জেনেছি এই যাত্রাপথের নির্ধারিত সময় তিনঘন্টা। অবশ্য ফেরার সময় আমার অন্য সাথীদুজন যে বাসে উঠেছিল, তা চারঘন্টায় এই পথ পাড়ি দিয়েছিলো তার সুপার লোকাল সার্ভিস এর কল্যাণে। যাই হোক, আমরা কুয়াকাটা পৌঁছেই বাস যেখানে থেমে ছিল তার অপর পাশের একটা রেস্টুরেন্টে ঢুঁকে ফ্রেশ হয়ে নিয়ে সকালের নাস্তা করে নিলাম। নাস্তা শেষে এককাপ কফি অনেকটা চাঙ্গা করে তুললে এবার একটা যুতসই হোটেল খোঁজ করার পালা। একেবারে সৈকতের ধারে হাতের ডান পাশে কিছুটা এগিয়ে দুটো হোটেল দেখে এগিয়ে গেলাম। খুবই সাধারণ মানের একটা হোটেলে একরাতের জন্য ডেরা ফেললাম; ভবিষ্যতে আমি এই হোটেল এ কোনমতেই থাকতে রাজী হবো না। সেদিন এক রাতের কথা ভেবে রাজী হয়ে গিয়েছিলাম। হোটেলে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি আর মনা বের হয়ে পড়লাম সৈকত ধরে আশপাশটা ঘোরাঘুরি করে দেখার জন্য।





চারপাশে চোখ বুলানো
কুয়াকাটা সৈকতটি দুইদিকে প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ; এক প্রান্ত গিয়ে শেষ হয়েছে ফাতরার বন এর বিপরীত পাশে দিয়ে এগিয়ে গিয়ে একেবারে তিন নদীর মোহনায়। ফাতরার বন মূলত সুন্দরবনের অংশ; কেউ চাইলেই ইঞ্জিন বোট ভাড়া করে ফাতরার বন ঘুরে আসতে পারে; এক ঢিলে দুই পাখী মারা হবে। কুয়াকাটার সাথে বোনাস সুন্দরবন ভ্রমণ! আমি মাত্র দুই সপ্তাহ আগেই সুন্দরবন ভ্রমণ করে এসেছি বিধায় আমার কুয়াকাটা ভ্রমণ পরিকল্পনায় ফাতরার বন যুক্ত ছিল না। কুয়াকাটা সৈকত ধরে এই প্রায় আঠারো কিলোমিটার টানা সৈকত এলাকায় ভ্রমণ এর জন শতশত মোটরবাইকে রয়েছে। তাদের কাছে সারাদিনের প্যাকেজ এর সাথে সকাল বা বিকাল এর আংশিক প্যাকেজ রয়েছে। মূলত কুয়াকাটায় দ্রষ্টব্যর মধ্যে রয়েছে গঙ্গামতির চর, কাউয়ার চর, লাল কাঁকড়ার চর, রাখাইন পল্লী, কুয়াকাটার কুয়া, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার, ২০০ বছরের পুরাতন নৌকা, লেম্বুর চর, তিন নদীর মোহনা, ফাতরার বন, ঝাউবন এবং তদসংলগ্ন লাল কাঁকড়ার আস্তানা। এই লাল কাঁকড়ার আস্তানাটি সদ্য স্থানীয় প্রশাসনের দ্বারা পর্যটকদের জন্য সংরক্ষিত করা হয়েছে বলে জানা গেল। কেননা, ভোরবেলা গঙ্গামতির চর হতে লাল কাঁকড়ার চর ভ্রমণ করে ফিরতে গেলে জোয়ার ভাটার সময়ের হিসেব রেখে চলতে হয়, কারণ সৈকত ধরে মোটর সাইকেল করে অনেকটা পথ ফিরতে হয়।







আমি আর মনা সৈকত এ নেমে বাম পাশ দিয়ে কিছুটা হেঁটে গিয়ে সৈকত হতে জনপথে উঠে গেলাম। সেখান হতে পথ এর খোঁজ করে চলে এলাম ২০০ বছরের পুরাতন নৌকা দেখতে। এখানে কিছু সময় কাটিয়ে আর ছবি তুলে চলে গেলাম বৌদ্ধ মন্দির। এরপর সেখান হতে প্ল্যান করলাম “পানি জাদুঘর” দেখার। একটা অটো রিকশা ভাড়া করে রওনা দিলাম সেটার উদ্দেশ্যে; কিন্তু গিয়ে দেখি তা বন্ধ। সেখান হতে ফিরে এলাম আমাদের হোটেল এ। এরপর কিছুটা সময় বিশ্রাম নিয়ে শুক্রবার এর জুম্মা নামাজ পড়তে হোটেলের পেছনের এলাকার জামে মসজিদে গেলাম; সেখানেও প্রচুর ভীড় ছিল। অনেক কষ্টে কিছুটা জায়গা ম্যানেজ করে নামাজ শেষে এবার দুপুরের খাবার এর পালা। আমাদের হোটেলে উল্টো পাশে বাশের চালার বেশ কয়েকটি খাবার হোটেল ছিল; প্রতিটি হোটেল হতে সারাক্ষণ পর্যটকদের ডাকাডাকি চলছিল। সকাল হতে বেশ কয়েকবার এই পথ অতিক্রম করার ফলে একটি হোটেলে একটা পিচ্চির সাথে বেশ খুনসুটি করেছি কয়েকবার। আমার বাকী দুই সাথীকে বললাম, ঐ হোটেলেই দুপুরের খাবার খাওয়া যাক। পিচ্চির সাথে সেই হোটেলে প্রবেশ করে নানান পদের মাছ হতে নিজ নিজ পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করলেও সবাই শেয়ার করে চেখে দেখলাম প্রতিটি পদই। এরপর হোটেলে গিয়ে বিশ্রাম এর পালা, রোদ কিছুটা কমে এলে বিকেলে বের হব সৈকত ধরে বেড়াতে…














ভ্রমণকালঃ ডিসেম্বর ২০২১

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫১

শেরজা তপন বলেছেন: কতখানি পাল্টে গেছে কুয়াকাটা! ছবি দেখে বললাম
লেখাটা কালকের জন্য তোলা রইল।

০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১২:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এটা ছিলো আমার প্রথম কুয়াকাটা ভ্রমণ। তবে পরিবর্তনের প্রক্রিয়ায় থাকা এই অঞ্চল দেখে আমারই মন খারাপ হয়েছে। কুয়াকাটা দুটি সেতুর কারনে খুব দ্রুতই আরেক কক্সবাজারে পরিণত হবে এটা নিশ্চিত। তবে এই ধাক্কাটা যদি মূল সৈকত এলাকায় আবদ্ধ রেখে ডান তীরের প্রান্তে লেম্বুর চর হতে তিন নদীর মোহনা আর বাম তীরের প্রান্তে গঙ্গামতির চর এলাকাগুলোতে সকল ধরনের স্থাপনা নির্মান রুখে দিলে ভালো হবে। আমার মূলত এই দুই পাশ খুব ভালো লেগেছে।

ধন্যবাদ শেরজা তপন ভাই। ভালো থাকা হোক সবসময়।

২| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: অসম্ভব সুন্দর বর্ননা ও ছবি।

০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই। আছেন কেমন? আশা করি ভালো। ভালো থাকুন সবসময়, প্রতিদিন, প্রতিক্ষণ।

৩| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:১৬

সোহানী বলেছেন: যাক্ তোমার পোস্ট দেখে ভালো লাগছে।

কুয়াকাটা কেন যেন যাওয়া হয়নি। কয়েকবারই প্লান করেছিলাম কিন্তু শেষে হয়নি।

০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১০:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমারও সামুতে প্রতিবার ফিরে এসে ভালো লাগে, কিন্তু কেন যেন আগের মত আর নিয়মিত হতে পারি না। হয়তো এটাই আমার ধরণ হয়ে গেছে, এটাই নিয়তি।

আর কুয়াকাটা'র ক্ষেত্রে বহু মানুষেরই এই ব্যাপারটা কমন, কেন যেন যাওয়া হয়ে উঠে নাই। মূলত আগের যাতায়াত ব্যবস্থাই এটার জন্য মূলত দায়ী।

৪| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:২০

শেরজা তপন বলেছেন: আমি বন্ধুদের সাথে কুয়াকাটা গিয়েছিলাম প্রথমবার ১৯৯৬ সালে।
সেবার বীচে আমরা কয় বন্ধু ছাড়া আর কোন ভ্রমনার্থী ছিল না। বীচের অনতিদুরে এখন যে বেড়িবাঁধ হয়েছে( কোস্টগার্ডের অধীনে যে জায়গা আছে) সেখানে আমার এক বন্ধুর চাচার ১৫০ একর জমি ছিল। গাছ গাছালীতে ঘেরা সেখানে একটা কাঠের বাংলো ছিল। ওইখানে ছিলাম-বাংলো থেকে বেরিয়েই বীচ। কত শত স্মৃতি সেখানকার...

০৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকে এত্ত এত্ত হিংসা আর ঈর্ষা... হাউ লাকি ইউ আর!!!!

ভাই সেসময়কার ভ্রমণের একটা সচিত্র ব্লগ পোস্ট চাই। আর যদি ইতোমধ্যে লিখে থাকেন সেটার লিংক প্লিজ...

৫| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৪

আখেনাটেন বলেছেন: বরাবরের মতোই আপনার সুন্দর ভ্রমণ ব্লগ পোস্ট।

দেশের এই একটা বিখ্যাত জায়গায় কখনও যাওয়া হয়ে উঠে নাই। পাশের ভোলা, চর কুকড়ি মুকড়ি, মনপুরাসহ ঐ এলাকা চষে বেড়িয়েছি, মাগার কুয়াকাটা কীভাবে যেন বাদ পড়েছে। :(

আপনার লেখা পড়ে আর ছবি দেখে মনে হচ্ছে শীঘ্রই এবার পা পড়বে। :D

প্রিয়তেও নিয়ে রাখলাম...গেলে মনে কয় কাজে লাগবে...

০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, আমারও একই অবস্থা। চর কুকরি মুকরি, তারুয়া, সোনারচর, ঢালচর সব বেড়ানো হইছে আগে; মাগার আমারও এই কুয়াকাটা বাদ ছিলো। অথচ, গারো পাহাড় আর কুয়াকাটা আমার ভ্রমণ লিস্টে সবার আগে জায়গা করে নিয়েছিলো প্রায় সিকি শতাব্দী আগে থেকে, কিন্তু.....

হ্যাঁ, এখন তো কুয়াকাটা বেড়ানো খুব সহজ এবং আরামদায়ক। দুই দুইটা সেতু মিলে ঢাকা থেকে নিজস্ব পরিবহণে চার-পাঁচ ঘন্টায় চলে যাওয়া যায়, সকাল সকাল রওনা দিলে। আমার "কম খরচে ভ্রমণ" সিরিজে এই কুয়াকাটা ভ্রমণ কাহিনীর আগামী পর্ব পোস্ট করার পর একটা কুয়াকাটা ভ্রমণ গাইড সংক্রান্ত পোস্ট দেখা যাবে আশা করি।

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। অনেক অনেক ভালো থাকুন, সবসময়, প্রতিদিন, প্রতিক্ষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.