নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
বাংলাদেশের ক্রিকেট জোয়ার এখন তুঙ্গে, ইংল্যান্ড এর সাথে প্রথম দুটি ওয়ানডে হেরে তৃতীয় ওয়ানডে থেকে জয়ের ধারা চলছে, আজ আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়ে জয়রথ এগিয়ে চলেছে যে জয়রথে সাফল্যে আছেন অনেকের চক্ষুশূল বেয়াদব সাকিব আল হাসান। সম্প্রতি স্বর্ণ'র দোকান উদ্বোধন কান্ডে অনলাইন অফলাইন তোলপাড়। টিভি চ্যানেলে সংবাদ থেকে টক শো, খেলা শুরুর আগে প্রচারিত প্রিম্যাচ এনালাইসিস... সবখানে এই আলোচনা দেখলাম। আসামী দুবাইয়ে, আরও অনেক সেলিব্রেটি গেল সেখানে সেদিকে খেয়াল নাই, সব দোষ সাকিব্বাআআআআরররর... "যত দোষ, নন্দ ঘোষ" ছোটবেলায় খুব শুনতাম; তখন খালি ভাবতাম এই নন্দঘোষটা কে? এখন আইস্যা বুঝা গেল, সে ব্যাটা তখন মাত্র জন্মাইছে...
১৪ তারিখ ইংল্যান্ডের সাথে খেলা শেষ হলো, ১৫ তারিখ সাকিব গেলেন মাগুরা, সেটা নিয়ে টিভিতে নিউজ! সাকিব কি অনুমতি নিয়ে গিয়েছেন? তিনি তার জমি বিক্রয় সংক্রান্ত কাজে ঝটিকা এই সফর করেন, সাথে ছিলেন তাসকিন আর শান্ত। এটুকু বুঝা উচিত টিভি রিপোর্টার আর এডিটরের; দলের তিনজন খেলোয়াড় বিনা অনুমতিতে নিশ্চয়ই এতদূর যায় নাই। মজার পর্ব পরের দিন হলো, সাকিব বাই উড়াল দিলেন দুবাই!!! ভাভাগো, ভাভা!!! তাও এক দাগী আসামীর দোকান উদ্বোধনে! আরো অনেক ছেলিব্রেটি সেই অনুষ্ঠানে গেলেও দেশ হামলে পড়লো বেয়াদব সাকিব্বাই এর উপর। দেশ পুরা তোলপাড়... কিন্তু সেখানে অপেক্ষায় ছিলেন মীরা বাঈ থুক্কু সেখানে এসে গেলেন "মাহি ও মাহি..." সেই গল্পে পানি ঢেলে আলোচনার কুপ্পি নিজের দিকে টেনে নিলেন। কিন্তু সাকিব বাই কি আর ছাড়ে। একদিন পরেই আজকে ৯৩ রান করে আউট হয়ে গেলেন, বোলিং এ নিলেন এক উইকেট। ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার কথা তারই, কিন্তু তৌহিদ হৃদয় এর ডেব্যু ইনিংস বিবেচনায় রেখে ৯২ রান করা এই ব্যাটসম্যানকে দেয়া হয়েছে আজকের ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার। আর যায় কই, অনেক হাম্বাদিক গবেষণা করা শুরু করে দিয়েছেন, সাকিবের দুবাই যাওয়া ভালো চোখে দেখছে না ক্রিকেট বোর্ড আর আইসিসি; তাই তাকে ম্যান অব দ্যা ম্যাচ দেয় নাই।
আশায় আছি কাল দেখবো, শুনবো বা পড়বো, "নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব"
তো শিরোনামে ফিরে যাই, খেলার চ্যানেল T Sports এর মাধ্যমে বিজ্ঞাপন দেখে আমার সদ্য কলেজে ওঠা এক কাজিন জানতে চাইলো ভাইয়া 1XBET এ খেলার সিস্টেমটা কি আপনে জানেন? আমার মাথা দিলো চক্কর, এই 1XBET এর বিজ্ঞাপন দেশে কিভাবে চলছে? যে দেশে সামুর দুই চারটা বলদ ব্লগার এর পোস্টের ছবির জেরে "পর্ণগ্রাফি সাইট" হিসেবে বিবেচিত হয়; অনলাইনে একটু কিছু বাড়াবাড়ি হলেই "আমি দেখুম চা" আইনে হয় মামলা, সেখানে একটা জুয়ার সাইট এর বিজ্ঞাপন দেশের মেইস্ট্রিম মিডিয়ায় কিভাবে প্রচারিত হচ্ছে? ক্যাসিনো কেলেংকারির পর জানতে পারছিলাম ঢাকা শহরে এত্ত এত্ত ক্যাসিনো ছিলো। কিন্তু এই 1XBET তো ঘরে ঘরে ডাক দিচ্ছে পোলাপানেরে, যে দেশে মুদি দোকানে দোকানে ক্রিকেট খেলা নিয়ে জুয়া হয়, সেখানে 1XBET মেইনস্ট্রিমে বিজ্ঞাপন দিয়ে জুয়ার আসরে ডাকছে সবাইকে।
শেষে আসি, সাকিব খেলোয়াড় হিসেবে আমার খুবই প্রিয়, কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান'কে আমি এক্কেবারেই পছন্দ করি না। কারনটা অনেকেরই অজানা। সাকিবের যখন ডেব্যু হয়েছিলো তখন ভারতের বিতর্কিত লীগ আইসিএল খেলতে বাংলাদেশের অনেক ক্রিকেটার গিয়েছিলেন যারা আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেই দলে ছিলেন তখন টপ ফর্মে থাকা অলক কাপালি, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিস এর মত তারকা খেলোয়াড়েরা। বেয়াদব সাকিব তখন এক ইন্টারভিউ এ বলেছিলেন (যত সম্ভব প্রথম আলো'তেই পড়েছিলাম নিউজটা), "যারা তাদের ক্যারিয়ার নিয়ে আর আশাবাদী না তারাই আইসিএল খেলতে গেছেন"। মজার ব্যাপার তখন তিনি মাত্র চারটি ওয়ানডে খেলেছেন। সেই কথার পর ব্যক্তি সাকিব আল হাসান'কে আমার বুঝা শেষ। কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান আমার দরকার নাই, দরকার খেলোয়াড় সাকিব আল হাসান; যেখানে তিনি আমার এক নম্বর পছন্দ। আগামী কত বছর পর বাংলাদেশ পরের কথা বিশ্ব ক্রিকেট সাকিবের মত অলরাউন্ডার পাবে তা ভাবার বিষয়। আজকেই জয়সুরিয়া আর আফ্রিদির পর সাকিব ওয়ান ডে'তে সাত হাজার রান আর তিনশত ইউকেট পাওয়া তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। উইকেটে দুজনকেই ছাড়িয়ে যাবেন, হয়তো রানে জয়সুরিয়াকে ধরতে পারবেন না। আর পারবেনই বা কিভাবে, পাঁচ নাম্বারে নেমে সোয়া দুইশ ম্যাচে সাত হাজার করেছেন, অন্য দুইজন ছিলেন ওপেনার, এটা মনে রাখতে হবে।
তাই, Surf Excel এর বিজ্ঞাপনের ভাষায় বলতে চাই, "দাগ থেকে ভালো কিছু যদি হয়, দাগই ভালো"। মানে বুঝে আসছে? "বেয়াদব যদি এমন খেলা খেলে তাহলে একটা বেয়াদব একাদশই ভালো"। এই দর্শকরাই গাইতো,
"বাংলার জান, বাংলার প্রাণ, সাকিব আল হাসান"
ঠিক কি না ভাইজান?
এখন ক্যান এত্ত প্যাচান?
শুভরাত্রী।
১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
6 for 46 vs New Zealand, first Test, Mount Maunganui
বিদেশের মাটিতেও কিন্তু সাফল্য আসছে;
২| ১৯ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪২
পাজী-পোলা বলেছেন: "দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য।" তাছাড়া আপনার কথা সরকারের মত। তাদের যখন বলা হয় তুই চোর, তখন তারা বলে আগের সরকার আরও বড় ছিলো। কথা তাদের কে নিয়েও হচ্ছে, সাদাত হোসেন থেকে শুরু করে হিরো আলম পর্যন্ত। এখন যে জনপ্রিয় বেশী তাকে নিয়ে কথা একটু বেশীই হবে। সে ভালো কাজ করলেও কথা যেমন বেশী হবে, খারাপ কাজ করলেও। তাছাড়া যারা গেছে তাদের মধ্যে কে কে সাকিবের মত এত কন্টোভার্সিতে পড়ছে। জুয়ার প্রমোট সাকিব নিজেও করছে, শেয়ার বাজার কেলেঙ্কারিতে এখনো তার নাম জড়িত আছে। আর ফ্যানদের সাথে তার ব্যাবহার তো প্রশংসা তুল্য।
১৯ শে মার্চ, ২০২৩ রাত ১২:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কথা সইত্য। কিন্তু বেয়াদবটা খেলে ভালো, আসল কথা সেইটা। ছোটবেলায় আরও একটা প্রবাদ পড়ছিলাম, সেইটাই এখন ক্রিকেট বোর্ডও পালন করে, "যে গরু দুধ দেয়, তার লাথিও... "
আর এরকম প্রোগ্রামে যাওয়ার ইন ডিটেইল প্রসেসটা হল এজেন্ট টু এজেন্ট। অনেক তারকাই অনেক বিতর্কিত অনুষ্ঠান, বিজ্ঞাপন করে ফেলে নিজে না জেনেই। আর সাকিব্বাই তো "কুছ পরোয়া করে না" টাইপ মানুষ। গত দশ বছরে হাজারো বিতর্ক নিয়েও চ্যাম্পিয়ন পারফর্মেন্স!!! এই জন্যই এতো কথা লিখলাম আজ।
ধন্যবাদ পাজী-পোলা। বোকা-পোলা'র বাড়ীতে স্বাগতম।
৩| ১৯ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৫৯
সোহানী বলেছেন: দুই সাকিবরে নিয়া আমার বেশ কিছু লিখা আছে ।
আমি ভাইডি সাকিবের ফ্যান..... বেয়াদপ বলুক আর ধান্ধাবাজ বলুক, আমি তার অন্ধভক্ত। তার মতো খেলোয়ার সহজে জন্মায় না। সে আমাদের সম্পদ। এ সত্যটা এরা বোঝে না কিংবা বুঝলেও নিজেদের ধান্ধাবাজিতে টিনের চশমা পইরা থাকে!!!
অনেকদিন পর তোমার লিখা দেখে ভালো লাগলো।
১৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: পড়ছিলাম, মনে আছে। বুবলির প্রেস কনফারেন্স এর পর..
আমি সাকিবের খেলার সাথে তার এই বেয়াদবিটাও ইদানীং এনজয় করি। জব লাইফে এমন হইতে পারলে হাজারো প্যারা থেকে বাঁচা যায়।
লিখতে ইচ্ছে হয়, তাই বারবার ফিরে আসি। কিন্তু আমি হই গেছি আগেকার আমলের নষ্ট টিউব লাইট, মাঝে মাঝেই একটা ঝলক দিয়া উঠে...
৪| ১৯ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বাংলাদেশে সাকিবের মত অনেক ধান্দাবাজ আছে , বেয়াদব আছে। কিন্তু একজন সাকিব আল হাসান নেই।
এতো বিতর্কের মাঝে বিশ্বসেরা সব পারফর্ম করে যাচ্ছে।
হ্যাঁ , আমি সাকিবের ফ্যান। ছোটকালে ইমরান খানের ফ্যান হয়ে ক্রিকেট দেখা শুরু করেছিলাম , এখন সাকিবিয়ান।
অনেকদিন পর ফিরে এসে দারুন পোস্ট দিয়েছেন।
১৯ শে মার্চ, ২০২৩ রাত ৯:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি কিন্তু কঠিন লেভেলে "বোকামানুষিয়ান"
৫| ১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১:২২
শাহ আজিজ বলেছেন: বিশ্বের এক নম্বরের ক্রিকেটার তালিকায় থাকা সাকিব তেমন কিছু অপরাধ করেনি দুবাই গিয়ে । সাকিবের বিসিবিকে দরকার নাই কিন্তু বিসিবির দরকার সাকিবকে ।
১৯ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সেটাই। তারকারা যে কোন প্রোগ্রামে যায় মূলত সেটা একটা চেইন থাকে; তারকার ম্যানেজার আর ইভেন্ট এর আয়োজনকারীর মাঝে দু'তিনটা মিডলম্যান তথা এজেন্সি বা মিডিয়া কাজ করে। ফলে অনেক সময়ই এরকম পরিস্থিতি পড়তে হয় তারকাদের; সারা পৃথিবী জুড়েই। তবে সাকিব যখন এই বেটিং কোম্পানীর সাথে জড়াইছিলো, বা শেয়ার বাজার ইস্যুতে তার কিছুটা জবাবদিহিতা অবশ্যই চলে আসে। কিন্তু অতি মেধাবী এই ক্রিকেটার নিজে জানে, সে নিজে কি। আর তাই সে কিছুটা ডেসপারেট অনেক ব্যাপারেই। অনেকের কাছে খারাপ লাগলেও আমার কাছে কিন্তু ভালোই লাগে। যার হেডম আছে, সেই হেডম দেখায়...
ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য। আমার ব্লগে আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো। ভালো থাকা হোক সবসময়, প্রতিদিন, প্রতিক্ষণ।
৬| ১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: ক্রিকেট খেলাটা বন্ধ করে দেওয়া উচিৎ।
২০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুম, যেমন কিছু মানুষের জন্য সকলের ব্লগিং বন্ধ করে দেয়া উচিৎ...
৭| ১৯ শে মার্চ, ২০২৩ রাত ৯:৩৭
কালো যাদুকর বলেছেন: এই তথাকথিত "সাংবাদিক " ভাইরা কি আসলে বাংলাদেশের ক্রিকেটের ভাল চান কিনা সেটা খাতিয়ে দেখার সময় এসেছে। আসরাফুলের পিছেও লাগছিল, সে এখন হারায়ে গেছে।
আফসোস |
২০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এরা বেশীরভাগই মনে হয় পেইড। দুইটা চ্যানেল দেখলাম তামিম আর সাকিব এই দুই দলের হয়ে নানান প্রশ্নবোধক রিপোর্ট করেছে কয়েকদিনে। এর চাই নিউজ, আগুণ লাগার সাথে সাথে জানতে চায় আগুণ লাগার কারন, আগুণ পরে নিভালেও চলবে।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩১
জ্যাক স্মিথ বলেছেন: বেটিং আর ক্যাসিনোতে অনলাইন দুনিয়া জয় জয়কার, নাদান পোলাপানগুলো তাদের প্রতারাণা মূলক বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে হাজার হাজার টাকা খুয়াচ্ছে, অনলাইন জুয়া কোকেইনের মত এ্যডিক্টিভ। কয়েক বছর ধরেই 1XBET, 9wicket এসবের বিজ্ঞাপন দেখছি, বিপুল পরিমাণ টাকা বিদেশে পাঁচার হয়ে যাচ্ছে এসব জুয়ার সাইটের কারণে।
বাংলাদেশ এই পারফরমেন্সটা বিদেশের মাটিতে দেখাতে পারলে ভালো হতো, ডেব্যুতে হ্রদয়ের সেঞ্চুরী মিস হওয়াতে খুব খারাপ লাগছে। বাংলাদেশ আজ সত্যিই দূর্দান্ত খেলেছে, বৃটিশরা টাইগারদের কবলে পড়েছে, ইংল্যান্ডের পর এবার আয়ারল্যন্ডকেও বাংলা ওয়াশ করবে মনে হচ্ছে, সময় এবার বৃটিশ বধ করিবার।