নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান মোহাম্মদ আল-আমিন, জৈবপ্রযুক্তি, জীববিজ্ঞান ও রসায়ন এ স্নাতক। অনুজীব বিজ্ঞান এ স্নাতকোত্তর । জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একগাদা শখ পালি - বই পড়ি, ফুটবল খেলি, পুরোদোস্তুর মাদ্রিদিস্তা ।

হাসান আল-আমিন

পেশায় লেকচারার, আমি উচ্চাভিলাসী মানুষ নই । ভালো একটা ক্যারিয়ার গড়তে চাই । সাহায্য করতে চাই মাতৃতুল্য এই প্রকৃতিকে, নিজের সামান্য জ্ঞান দিয়েই । সম্বল বলতে মেধাটুকুই !

হাসান আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

ফিরিয়ে আনুন মাছ

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩



অনেককেই বলতে শোনা যায়, আগে আমাদের গ্রামে এই মাছ ছিলো, সেই মাছ ছিলো কিন্তু এখন আর নাই । সত্যিই কথাটা দূঃখজনক । এভাবেই আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে আমাদের সবার পছন্দের দেশী মাছগুলো । কিছু কিছু মাছতো বিলুপ্ত হয়েই গেছে । জাদুঘরেও পাওয়া যাবে কিনা সন্দেহ ।

মাছগুলো কেন হারিয়ে যাচ্ছে ? নানা কারণই আছে । যার মধ্যে একটি জলাশয় এর অভাব ।
এটা কিন্তু আমার আজকের লেখার মূল বিষয় না । আমি আমার জীবনে যতগুলো সুন্দর সুন্দর দেশী ছোট ছোট মাছ দেখেছি, তার পুরোটাই বলতে গেলে ধানক্ষেতে দেখেছি । ধানক্ষেতের আল কেটে আনতা (বাঁশের তৈরী এক ধরণের মাছধরার ফাঁদ) বসিয়ে মাছ ধরার স্মৃতি কখনই ভুলবো না । ধানক্ষেতে কীটনাশক ব্যবহারের ফলে এই সমস্ত মাছের আবাসস্থল নষ্ট হচ্ছে ।

যদি পারেন, আপনাদের যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে সচেতনতা তৈরী করুন । খুব সহজেই সম্ভব আমাদের হারিয়ে যেতে বসা মাছগুলোকে আবার প্রকৃতির বুকে ফিরিয়ে আনা । চাইলেই সম্ভব । চেষ্টা করে দেখুননা প্লীজ । সাফল্য আসতেও তো পারে ।

আমি ব্যক্তিগত ভাবে, আমাদের গ্রামে বেশ কিছু জলাশয় তৈরী করেছি, যাতে বর্ষাকালে মাছ সেখানে নির্বিঘ্নে প্রজনন করতে পারে । আমাদের ধানক্ষেতে কীটনাশক ব্যবহার করা হয় না ।
দেখুন না । আপনারাও এমন কিছু পারেন কিনা । কে জানে, আপনার ক্ষুদ্র একটা পদক্ষেপই হয়তো, অনেক কিছু পরিবর্তন করতে পারে ।

আর হ্যাঁ । আমি এক্যুরিয়াম এ ও দেশী মাছ পালি । কারোও এই ব্যাপার এ কোন সাহায্য লাগলে নিঃসংকোচে যোগাযোগ করুন জলজ Aquatic

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২

মাকার মাহিতা বলেছেন: খলিশা,টাকি,পুটি,পুয়া,বউমাছ নাই

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৬

হাসান আল-আমিন বলেছেন: একে বারে যে হারিয়ে গেছে, তা কিন্তু নয় । আমি মধু খলিসা, লাল খলিসা , টাকি , পুটি এই মাছ গুলো এক্যুরিয়াম এ রাখছি । গ্রামে এখনও মাছগুলো পাওয়া যায় ।

২| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৫

মাকার মাহিতা বলেছেন: গ্রামে নাই

৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সচেতন না হলে অনেক মাছই হারিয়ে যাবে।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৭

হাসান আল-আমিন বলেছেন: ঠিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.