![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় লেকচারার, আমি উচ্চাভিলাসী মানুষ নই । ভালো একটা ক্যারিয়ার গড়তে চাই । সাহায্য করতে চাই মাতৃতুল্য এই প্রকৃতিকে, নিজের সামান্য জ্ঞান দিয়েই । সম্বল বলতে মেধাটুকুই !
নিক পিরোগ এর থ্রি এম, থ্রি টেন এ এম, থ্রি টুয়েনটি ওয়ান এ এম এবং থ্রি থারটি ফোর এ এম ইংরেজি তে লেখা বইগুলোর ইপাব ভার্সন আগেই পড়েছি । তখন ব্যাঙ্গালুর এ ছিলাম । যতদিন পড়েছি, একটা ঘোরের মধ্যে ছিলাম । খুব ভালো লিখেছিলো নিক পিরোগ ।সাধারণত এই ধরণের বইগুলোর অনুবাদ করে বারোটা বাজিয়ে দেয় বেশ কিছু অনুবাদক । যা থাকে অনেকটা আক্ষরিক অনুবাদের মত । আমি নিজেও অনুবাদ করার চেস্টা করছি, কিছু শিকার কাহিনী ।বেশ ক'বছর ধরে । নিজের কাছেই যাচ্ছে তাই লাগে । অন্য কে আর দেখাবো কি ।
যাই হোক । দেশে ফিরে আসার পর দেখলাম, নিক পিরোগ এর বইগুলোর অনুবাদ বের করেছে সালমান হক নামক একজন । বেশ বিরক্ত হয়েই থ্রি এ এম বইটা হাতে নিয়েছিলাম । পড়ে দেখলাম । কেন জানি না, বেশ ভালো লাগলো । পরে পড়লাম থ্রি টেন এ এম । ভালো লাগার মাত্রা আরো বেড়ে গেলো । খুজে বের করলাম ফেসবুকে ভদ্রলোক কে । লোক কি রে, এত দেখি টিন এজার একটা ছেলে ।
লাইফ সাইন্স নিয়ে পড়াশোঁনা করে, আরো অবাক (নিজের স্টাডি ব্যাকগ্রাউন্ড ও তাই , এ জন্যই হয়তো আরোও ভালো লাগা)।
যাই হোক আজ হাতে পেলাম তাঁর অনুবাদ করা আরোও দুইটি বই, তাও আবার হট কেক । গরম গরম । প্রি ওর্ডার করা বই । খুলেই দেখি তাঁর অটোগ্রাফ !!!
বেশ ভালো লাগলো । এই প্রথম, নিজের থেকে বয়সে ছোট কারো অটোগ্রাফ পেলাম । অন্য রকম ভালো লাগলো । আরোও ভালো লেখো ভাই, আরোও পাকাপোক্ত হোক তোমার হাতের জাদু । ওটাই যে আমার মত বই খাদক এর অন্ন ।
শুভ কামনা রইলো । আর হ্যাঁ , বই পড়ে অবশ্যই জানাবো, কেমন লাগলো ।
- আপনার অনেক পাঠকদের একজন, আল-আমিন ।
©somewhere in net ltd.