![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় লেকচারার, আমি উচ্চাভিলাসী মানুষ নই । ভালো একটা ক্যারিয়ার গড়তে চাই । সাহায্য করতে চাই মাতৃতুল্য এই প্রকৃতিকে, নিজের সামান্য জ্ঞান দিয়েই । সম্বল বলতে মেধাটুকুই !
যারা কাছে আছে তারা কাছে থাক,
তারা তো পারে না জানিতে
তাহাদের চেয়ে তুমি কাছে আছ
আমার হৃদয় খানিতে।
নিজের ভালোবাসা হারানোর কষ্ট, ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট নিয়ে লেখকের এই সহজ সরল স্বীকারোক্তি, সত্যিই মনকে ছুঁয়ে যায় । অবাক হই ভেবে, এতটা নিঃস্বার্থ হয় ভালোবাসা । ভালোবাসার মানুষটাকে জীবনযুদ্ধে জয়ী করার জন্য এমন সংগ্রাম কোন "মেমসাহেব" ই করতে পারে ।
আর ভালোবাসার মানুষটিকে হারানোর পরও যে, তাকে কতটা ভালোবাসা যায়, এই বইটি না পড়লে, হয়তো তা অজানা থেকে যেতো । বইটি পড়ে শুধুই চোখের পানি ফেলেছি । যেন ভালোবাসাটা আমারই হারিয়েছে ।
নিমাই ভট্টাচার্য্য (১০ এপ্রিল, ১৯৩১ ইং) এর লেখা “মেমসাহেব” বইটিকে নিয়েই বলছিলাম এতক্ষন । দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত এই বইটি সম্পর্কে ব্যক্তিগত মতামত থেকে বলতে চাই, বইটা যতবার পড়ি ততবারই মনে প্রাণে বিশ্বাস করতে হয় "behind every successful man there is a woman".
বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস গুলোর মধ্যে একটি এই মেমসাহেব । আমার অনেক প্রিয় বইগুলোর মধ্যেও একটি । এমন একটা বই বারবার পড়া যায় ।
রেটিংঃ ৩.৪১/৫ (গুড রিডস রেটিং ৩৮৯ জনের)
ব্যক্তিগত রেটিং ৪.৫/৫ ।
গুড রিডস লিঙ্কঃ মেমসাহেব
পড়ে দেখতে পারেন । আশাহত হবেন না, হলফ করে বলতে পারি ।
হ্যাপি রিডিং ।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
হাসান আল-আমিন বলেছেন: যাহা চাই তাহা ভুল করে চাই,. যাহা পাই তাহা চাই না কথাটার উৎপত্তি বোধহয় এজন্যই । কস্ট করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ।
২| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০১
সচেতনহ্যাপী বলেছেন: বইটা সেই ছোটবেলায় পড়ে খুব কষ্ট পেয়েছিলাম।।।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৫
হাসান আল-আমিন বলেছেন: আর সেই কস্টটা আমি এখনও উপলব্ধি করি, যতবার বইটার মলাট দেখি। আশা করি, আমার রিভিউটা আপনার ভালো লেগেছ
৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
বই পড়ি পড়ি করে আজও পড়া হল না ।।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬
হাসান আল-আমিন বলেছেন: শুরু করে দিন না আজ থেকেই। কত কাজই তো আমরা পরিকল্পনা ছাড়াই করে ফেলি। আরোও একটা না হয় করলেন ই। রিভিউ কেমন লাগলো, জানালেন না কিন্তু ।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: @ কবির, এমন বইটি পড়েন নি!!
৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
রিভিউ ভালো লেগেছে +
শেয়ার করার জন্য ধন্যবাদ জানবেন।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৯
হাসান আল-আমিন বলেছেন: ধন্যবাদ ।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: সচেতনহ্যাপী ভাই
ব্লগে আমার নামের আগে পরে কবি‘র খেতাব থাকলেও বাস্তবে তার চিত্রটা একটু ভিন্ন আছে ! মূলত চিন্তার ভাল ব্যয়াম হয়, কোন কবিতা লিখলে, একারণে ব্লগে কবিতা লিখি।। সত্য বলতে এ বইটা পড়ি পড়ি করে এখনো পড়া হয়নি।।
৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬
নীল-দর্পণ বলেছেন: প্রচন্ড কষ্ট লেগেছিল বইটা পড়ে। আমি শুরু থেকেই ধরে নিয়েছিলাম বিচ্ছেদ বা প্রতারণা দিয়ে শেষ হবে। বিচ্ছেদ-ই হয়েছে তবে এরকমটা ভাবিনি। মানতেই পারছিলাম না শেষটা!
এরকমটা হয়েছিল সমরেশ মজুমদারের আট কুঠুরী নয় দরজা পড়ে!
লেখকের স্বাথকতা মনে হয় এখানেই।
১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
হাসান আল-আমিন বলেছেন: আপনার সাথে পুরোপুরি মিলে গেল । আমিও ভেবেছিলাম প্রতারণা দিয়ে শেষ হবে । তবে ধরনটা অকল্পনীয় ।
আট কুঠুরী নয় দরজা টা পড়া হয়নি । পড়বো খুব শীঘ্রই ।
৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: বইটা অনেক আগে পড়েছি।
সেই রেশ এখনও আছে।
১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
হাসান আল-আমিন বলেছেন: আমার রিভিউ টা কেমন হল ? একটু কস্ট করে যদি বলতেন ।
৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪
নীলাঞ্জনানীলা বলেছেন: বইটা পড়েছি প্রায় আড়াইযুগ হয়ে গেছে। অসম্ভব প্রিয় একটা বই আমার। আর সিনেমাতে উত্তম কুমার-অপর্ণা সেনের অভিনয়! চোখের জল বয়ে না গেলেও, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিলো।
১০| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
নিয়াজ সুমন বলেছেন: আপনার পোস্ট দেখে ভাবছি বইটি সংগ্রহ করে পড়ে নিব। ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০
মৌমুমু বলেছেন: অনেকেই হয়তো তার জীবনে মেমসাহেবের মত কাউকে পায়না। আবার কখনো কখনো কেউ কারো জীবনে মেমসাহেব হয়ে আসতে চাইলেও অপর মানুষটা তাকে দুরে সরিয়ে দেয়।
আমি অবশ্য মেম সাহেব বইটা না পড়লেও মেমসাহেব মুভিটা দেখেছি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।